প্রত্যাহিক জীবনে বিজ্ঞানের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। ব্যক্তিজীবনে কিভাবে স্মৃতিকে বাড়ানো যায়, অপরের সাথে সৌহার্দ্য বজায় রাখা যায়, জীবনে প্রতিষ্ঠা জন্য লাভ করা যায় ইত্যাদি সমস্যাগুলো সমাধানের মনোবিজ্ঞানে জ্ঞান সহায়তা করে। সমাজে যৌথভাবে বসবাস করতে হলে কিভাবে সবার সাথে মিলতে হবে।
কী আচরণ করতে হবে, কিভাবে সৌহার্দ্য বৃদ্ধি করা যায়, কিভাবে দলগতঐক্য ও সংহতি বৃদ্ধি করা যায় প্রভৃতি ক্ষেত্রে মনোবিজ্ঞানে জ্ঞান প্রয়োজন। মনোবিজ্ঞান পাঠ করে আমরা প্রাণীর আচরণের জৈবিক ভিত্তি সম্পর্কে জানতে পারি। বিশেষ করে নিজের সম্পর্কে জানতে হলে মনোবিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান এর বিকল্প নেই। এভাবে মনোবিজ্ঞানের জ্ঞান মানুষকে সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে।
মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে?
ক. ১৭৮৯
● ১৮৭৯
গ. ১৯১৩
ঘ. ১৯৭৯
২. Psychology শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. ল্যাটিন
● গ্রিক
গ. জার্মান
ঘ. ফরাসি
৩. ”Psyche” এবং ”Logos” শব্দ দুটি কোন ভাষার শব্দ?
ক. ইটালিয়ান
খ. ল্যাটিন
● গ্রিক
ঘ. ইংরেজি
৪. ”Psyche” শব্দের অর্থ কী?
ক. মন
● আত্মা
গ. জ্ঞান
ঘ. পাগল
৫. আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে কী সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়?
ক. মন
খ. আচরণ
● আত্মা
ঘ. ধারণা
৬. কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার স্থাপিত হয়?
ক. ১৮৭৫ সালে
খ. ১৮৬৭ সালে
● ১৮৭৫ সালে
ঘ. ১৯০৫ সালে
৭. উন্ড মনোবিজ্ঞানকে কীসের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন?
● চেতনার
খ. মানসিক কার্যকলাপের
গ. আচরণের
ঘ. মনের
৮. ইঁদুর নিয়ে গবেষণা করেন কে?
ক. প্যাভলভ
● ই. এল. থর্নডাইক
গ. কোলার
ঘ. রাউজার
৯. কুকুর নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
ক. থর্নডাইক
খ. উন্ড
● প্যাভলভ
ঘ. স্কিনার
১০. শ্রেণিকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ?
ক. খ-িত আচরণ
খ. অভ্যন্তরীণ আচরণ
● সামগ্রিক আচরণ
ঘ. অনৈচ্ছিক আচরণ
১১. মানুষ, প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনাকে কী বলে?
ক. সমাজবিজ্ঞান
● মনোবিজ্ঞান
গ. প্রাণিবিজ্ঞান
ঘ. জীববিজ্ঞান
১২. সামগ্রিক আচরণ কোনটি?
ক. পেশি সঞ্চালন
খ. ঠোঁট নাড়া
গ. চোখের পলক
● জনসভার ভাষণ
১৩. ঐচ্ছিক আচরণ কোনটি?
ক. হৃৎপিণ্ডের ক্রিয়া
খ. শ্বাস-প্রশ্বাস
● হাঁটা
ঘ. আগুন হতে হাত সরিয়ে নেওয়া
১৪. নিচের কোনটি অনৈচ্ছিক আচরণ?
ক. কথা বলা
● শ্বাস-প্রশ্বাস
গ. হাঁটা
ঘ. খাওয়া
১৫. মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কী?
● মানুষ ও প্রাণীর আচরণ
খ. শিক্ষণ
গ. ব্যক্তিত্ব
ঘ. বুদ্ধি
১৬. কোনটি ইন্দ্রিয় নয়?
ক. চক্ষ
খ. কর্ণ
● হাত
ঘ. নাসিকা
১৭. মানুষের সামগ্রিক আচরণ নিয়ন্ত্রণ হয় কীসের দ্বারা?
ক. বুদ্ধির দ্বারা
● স্নায়ুতন্ত্রের দ্বারা
গ. মনের দ্বারা
ঘ. ব্যক্তিত্বের দ্বারা
১৮. কোনটি মনোবিজ্ঞানের বিষয়বস্তু নয়?
ক. শিক্ষণ
খ. বুদ্ধি
গ. প্রত্যক্ষণ
● শারীরিক রোগ
১৯. মনোবিজ্ঞানের ভিত্তিমূল কী?
ক. জীববিদ্যা
● দর্শন
গ. প্রাণিবিদ্যা
ঘ. উদ্ভিদবিদ্যা
২০. হিপোক্রেটিস কোন দেশের চিকিৎসক ছিলেন?
ক. অস্ট্রিয়া
খ. জার্মানি
● গ্রিস
ঘ. ইংল্যান্ড
২১. মেডিসিনের জনক বলা হয় কাকে?
ক. সক্রেটিস
খ. ইবনে সিনা
গ. প্লেটো
● হিপোক্রেটিস
২২. উব অহরসধ গ্রন্থটির রচয়িতা কে?
ক. প্লেটো
খ. সক্রেটিস
● এরিস্টটল
ঘ. শেখেনভ
২৩. উন্ড কত সালে মনোবিজ্ঞানের পূর্ণাঙ্গ গবেষণাগার স্থাপন করেন?
ক. ১৮৭০
খ. ১৮৭৪
গ. ১৮৭৫
● ১৮৭৯
২৪. আইভান প্রেট্রোভিচ্ প্যাভ্লেভ্ কী ছিলেন?
ক. রসায়নবিদ
● শারীরবিদ
গ. মনোবিদ
ঘ. দার্শনিক
২৫. ”Principles of Physiological Psychology’ ‘ বইটি কার লেখা?
ক. উইলিয়াম জেমস্-এর
খ. সিগমুন্ড ফ্রয়েড-এর
● উইলহেম উন্ডের
ঘ. স্কিনারের
২৬. ”Principles of Physiological Psychology” বইটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৩২
● ১৮৭৪
গ. ১৮৭৫
ঘ. ১৮৭৯
২৭. নিচের কোনটি মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নয়?
ক. মনোগতীয় দৃষ্টিভঙ্গি
● পরিবেশগত দৃষ্টিভঙ্গি
গ. মানবিক দৃষ্টিভঙ্গি
ঘ. জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি
২৮. মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোনটি সঠিক নয়?
ক. একজন মনোবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি হলো কতকগুলো বিশ্বাস
খ. দৃষ্টিভঙ্গিগুলো পরস্পর সম্পর্কযুক্ত
● দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই
ঘ. এককভাবে কোনো দৃষ্টিভঙ্গিই প্রধান বা সঠিক নয়
২৯. হিপোক্রাটিসের আগ্রহ কীসের উপর ছিল?
ক. বুদ্ধি সম্পর্কে
খ. জ্ঞান সম্পর্কে
গ. আত্মা সম্পর্কে
● আচরণ ও চেতনার সম্পর্কে
৩০. কোন শতাব্দীর পূর্ব পর্যন্ত জৈবমননাবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অবহেলিত ছিল?
● অষ্টাদশ শতাব্দী
খ. সপ্তদশ শতাব্দী
গ. উনবিংশ শতাব্দী
ঘ. বিংশ শতাব্দী
৩১. আচরণগত দৃষ্টিভঙ্গিতে কীসের উপর গুরুত্ব আরোপ করা হয়?
ক. অন্তর্দর্শন
● পর্যবেক্ষণযোগ্য বিষয়
গ. যৌনতা
ঘ. প্রেষণা
৩২. আচরণগত দৃষ্টিভঙ্গির সূত্রপাত করেন কে?
ক. থর্নডাইক
খ. ওয়াটসন
● প্যাভ্লভ্
ঘ. ফ্রয়েড
৩৩. প্যাভ্লভ্ কান দেশের নাগরিক?
● রাশিয়া
খ. ব্রিটেন
গ. অস্ট্রিয়া
ঘ. পোল্যান্ড
৩৪. প্যাভ্লভ কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৮৫৬
খ. ১৮৯০
● ১৯০৪
ঘ. ১৯১২
৩৫. প্যাভ্লভ্ কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
ক. শান্তিতে
খ. রসায়নে
গ. পদার্থবিজ্ঞানে
● মডিসিন ও শারীরবিদ্যায়
৩৬. প্যাভ্লভ্ কী ছিলেন?
ক. রসায়নবিদ
● শারীরবিদ
গ. মনোবিদ
ঘ. দার্শনিক
৩৭. কে বিশ্বাস করতেন স্বাধীন বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান ছিল সম্পূর্ণ অসহায়?
● প্যাভ্লভ্
খ. ফ্রয়েড
গ. ওয়াটসন
ঘ. স্কিনার
৩৮. উইলিয়াম জেমস্-এর ছাত্র কে?
ক. স্কিনার
খ. আর্নেস্ট জোনস
● থর্নডাইক
ঘ. রোজার্স
৩৯. কত বছর বয়সে থর্নডাইক বিড়াল নিয়ে পরীক্ষালব্ধ তথ্য সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশ করেন?
ক. ২৩ বছর
● ২৪ বছর
গ. ২৬ বছর
ঘ. ২৯ বছর
৪০. জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির মূল নিহিত কোথায়?
ক. অভিজ্ঞতাবাদে
● অন্তর্দর্শনবাদে
গ. আচরণবাদে
ঘ. মনঃসমীক্ষণ বাদে
৪১. মানুষকে তথ্যের চরম সক্রিয় প্রক্রিয়াজাতকারক হিসেবে দেখে থাকেন কারা?
ক. আচরণবাদীরা
খ. মনোসমীক্ষণবাদীরা
গ. মানবিক মনোবিজ্ঞানীরা
● জ্ঞানীয় মনোবিজ্ঞানিগণ
৪২. নিচের কোন জন জ্ঞানীয় মনোবিজ্ঞানী হিসেবে পরিচিত?
ক. কার্ল রজার্স
খ. সুলিভান
● আলরিক নিসার
ঘ. কারেন হর্নি
৪৩. নিচের কোনটি সাধারণ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়?
ক. প্রেষণা
খ. শিক্ষণ
● মানসিক রোগ
ঘ. ব্যক্তিত্ব
৪৪. মনোবিজ্ঞানের কোন শাখার অবদানের ফলে মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
ক. সাধারণ মনোবিজ্ঞান
খ. সমাজ মনোবিজ্ঞান
গ. শিক্ষা মনোবিজ্ঞান
● পরীক্ষণ মনোবিজ্ঞান
৪৫. পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয় কবে?
ক. ১৮২০ সালে
খ. ১৮৪৭ সালে
● ১৮৭৯ সালে
ঘ. ১৯০০ সালে
৪৬. পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা শুরু করেন কে?
ক. কার্ল রজার্স
● উইলহেম উন্ড
গ. প্যাভ্লভ্
ঘ. মসলো
৪৭. রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানী কী প্রয়োগ করে থাকেন?
ক. অন্তর্দর্শন
খ. ঔষধ
● অভীক্ষা
ঘ. পর্যবেক্ষণ
৪৮. নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়?
ক. শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব
খ. শিক্ষার পদ্ধতি
গ. শিক্ষার পরিবেশ
● শৈশবকাল
৪৯. শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি?
ক. বয়োসন্ধিকাল
● শিক্ষার পরিবেশ
গ. অপরাধ
ঘ. মানসিক রোগ
৫০. নিচের কোনটি শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়?
ক. অপরাধ
খ. শিক্ষার পদ্ধতি
গ. বার্ধক্য
● শ্রমিক-মালিক সম্পর্ক
শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে উত্তরমালাটি সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post