উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আমরা এর পূর্বের আলোচনায় মনোবিজ্ঞান সৃজনশীল অংশের সাজেশন প্রকাশ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ কোর্সটিকায় মনোবিজ্ঞান mcq সাজেশন প্রকাশ করব। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রতিটি অধ্যায় থেকে তোমরা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে।
শিক্ষার্থীরা, এবছর তোমাদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। তাই মনোবিজ্ঞানের জন্য ১ম পত্র থেকে ৫টি এবং ২য় পত্র থেকে ৫টি অধ্যায় বাছাই করা হয়েছে। আমরা প্রতিটি অধ্যায় থেকে তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন উত্তরসহ তুলে ধরেছি। এ প্রশ্নগুলো তোমরা উত্তরসহ পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে।
মনোবিজ্ঞান mcq সাজেশন
এই একই পোস্টে তোমরা প্রথম ও দ্বিতীয় পত্রের সাজেশন পেয়ে যাবে। নিচে আমরা প্রথম পত্রের বাছাইকৃত অধ্যায়গুলো তুলে ধরেছি এবং তারপর কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখানো হয়েছে। একেবারে নিচে দ্বিতীয় পত্রের বাছাইকৃত অধ্যায়গুলো তুলে ধরেছি এবং তারপর কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখানো হয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করে সাজেশন ডাউনলোড করে নাও।
মনোবিজ্ঞান ১ম পত্রের সিলেবাস
১ম অধ্যায়: মনোবিজ্ঞান পরিচিতি
৩য় অধ্যায়: আচরণের জৈবিক ভিত্তি
৪র্থ অধ্যায়: প্রেষণা ও আবেগ
৫ম অধ্যায়: শিখন ও স্মৃতি
৬ষ্ঠ অধ্যায়: সংবেদন ও প্রত্যক্ষণ
মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায়ের mcq
১. মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে?
ক. ১৭৮৯
● ১৮৭৯
গ. ১৯১৩
ঘ. ১৯৭৯
২. Psychology শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
ক. ল্যাটিন
● গ্রিক
গ. জার্মান
ঘ. ফরাসি
৩. ”Psyche” এবং ”Logos” শব্দ দুটি কোন ভাষার শব্দ?
ক. ইটালিয়ান
খ. ল্যাটিন
● গ্রিক
ঘ. ইংরেজি
৪. ”Psyche” শব্দের অর্থ কী?
ক. মন
● আত্মা
গ. জ্ঞান
ঘ. পাগল
৫. আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে কী সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়?
ক. মন
খ. আচরণ
● আত্মা
ঘ. ধারণা
৬. কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার স্থাপিত হয়?
ক. ১৮৭৫ সালে
খ. ১৮৬৭ সালে
● ১৮৭৫ সালে
ঘ. ১৯০৫ সালে
৭. উন্ড মনোবিজ্ঞানকে কীসের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন?
● চেতনার
খ. মানসিক কার্যকলাপের
গ. আচরণের
ঘ. মনের
৮. ইঁদুর নিয়ে গবেষণা করেন কে?
ক. প্যাভলভ
● ই. এল. থর্নডাইক
গ. কোলার
ঘ. রাউজার
৯. কুকুর নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
ক. থর্নডাইক
খ. উন্ড
● প্যাভলভ
ঘ. স্কিনার
১০. শ্রেণিকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ?
ক. খণ্ডিত আচরণ
খ. অভ্যন্তরীণ আচরণ
● সামগ্রিক আচরণ
ঘ. অনৈচ্ছিক আচরণ
মনোবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায়ের mcq
১. উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়?
ক. হাতে
খ. পায়ে
গ. নাকে
● মস্তিষ্কে
২. আসমা রাগে উত্তেজিত হয়ে মায়াকে থাপ্পড় দিল- এটি কিসের উদাহরণ?
ক. সন্নিকর্ষের ক্রিয়া
খ. কার্যসম্পাদন
গ. স্নায়বিক ক্রিয়া
● প্রতিবর্তী ক্রিয়া
৩. কাজ অনুসারে স্নায়ুকোষ মূলত কত ধরনের?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৪. বাইরের উদ্দীপনা গ্রহণে নিউরনের কোন অংশ দায়ী?
ক. কোষদেহ
● স্নায়ুকেশ
গ. স্নায়ুশাখা
ঘ. প্রান্তগুচ্ছ
৫. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. গ্রন্থি
খ. নিউরন
● মস্তিষ্ক
ঘ. কলা
৬. মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী?
ক. বুদ্ধি
খ. মন
গ. আবেগ
● আচরণ
৭. আচরণের জৈবিক ভিত্তি কোনটি?
ক. মস্তিষ্ক
● স্নায়ুতন্ত্র
গ. কলা
ঘ. নিউরন
৮. দেহের একক কী?
ক. কলা
● কোষ
গ. স্নায়ুতন্ত্র
ঘ. নিউরন
৯. খালি চোখে দেখা যায় না কোনটি?
ক. স্নায়ুতন্ত্র
খ. পাকস্থলী
● কোষ
ঘ. গ্রন্থি
১০. একই জাতীয় অনেকগুলো কোষ মিলে কী গঠিত হয়?
ক. গ্রন্থি
খ. তন্ত্র
গ. অঙ্গ
● কলা
মনোবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায়ের mcq
১. প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম কী?
● অনুভূতি
খ. আগ্রহ
গ. অভিজ্ঞতা
ঘ. আবেগ
২. মানুষকে তার নির্দিষ্ট লক্ষে পরিচালিত করে কোনটি?
ক. আবেগ
খ. জ্ঞান
● প্রেষণা
ঘ. বুদ্ধি
৩. কোনটির জন্য মানুষের কর্মস্পৃহা পরিলক্ষিত হয়?
ক. সংবেদন
● প্রেষণা
গ. প্রত্যক্ষণ
ঘ. আবেগ
৪. কোনটি না থাকা মানে মানুষের জীবন নিষ্ক্রিয় হয়ে যাওয়া?
ক. প্রত্যক্ষণ
খ. আবেগ
গ. বুদ্ধি
● প্রেষণা
৫. মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কীসের উপর নির্ভরশীল?
ক. বুদ্ধির উপর
● প্রেষণার উপর
গ. শিক্ষণের উপর
ঘ. আবেগের উপর
৬. প্রেষণা শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
ক. Motion
● Motive
গ. Desire
ঘ. Need
৭. ‘যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে তাকে প্রেষণা বলে’- সংজ্ঞাটি কার?
ক. জন সি রাচ
খ. ক্রাইডার
● জন এল. ভোগেল
ঘ. সলোমন
৮. ব্যাপকার্থে, প্রেষণাকে আচরণের কারণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সংজ্ঞাটি দিয়েছেন কোন বিজ্ঞানী?
ক. ক্লাইডার
খ. গোথালস
গ. জন এল. ভোগেল
● উইলিয়াম বাসকিস্ট
৯. প্রাণীরা জীবনে যা কিছু করে সবকিছুর মৌলিক উৎস কোনটি?
ক. শিক্ষণ
● প্রেষণা
গ. জ্ঞান
ঘ. স্মৃতি
১০. প্রেষণা চক্র প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি?
ক. অভাববোধ
খ. উদ্দেশ্য সাধন
গ. করণ আচরণ
● তাড়না
মনোবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়ের mcq
১. অনুষঙ্গ কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২. অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভবনাসূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন কারা?
● ক্রাইডার, গোথাল্স
খ. কোহলার, কোফ্কা
গ. মর্গান, স্কোপলার
ঘ. বাসকিস্ট, জারবিং
৩. শিক্ষণ কী?
ক. বই পড়া জ্ঞান
খ. টিভি দেখা জ্ঞান
● অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন
ঘ. অপরিবর্তিত আচরণ
৪. আচরণ যা সম্ভাবনাসূচক আচরণের পরিবর্তন কোনটির কারণে ঘটে?
ক. ক্লান্তি
● পরিবেশগত অভিজ্ঞতা
গ. ঔষধ
ঘ. আঘাতজনিত কারণে
৫. শিক্ষণকে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেন কে?
ক. জন সি. রাচ
খ. মর্গান
গ. ওয়াইনী ওয়াইটেন
● উইলিয়াম বাসকিস্ট
৬. শিক্ষণের সংজ্ঞায় কয়টি বিষয় সুস্পষ্টভাবে ফুটে উঠে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭. শিক্ষণ হলে কী ঘটবে?
● আচরণের পরিবর্তন
খ. অপরিবর্তিত আচরণ দেখা যাবে
গ. দৈহিক বিকাশ
ঘ. জ্ঞানের ঘাটতি
৮. আচরণের পরিবর্তন কীসের ফলে হতে হবে?
ক. বই পড়ার ফলে
খ. জানার ফলে
গ. দেখার ফলে
● অনুশীলন বা অভ্যাসের ফলে
৯. আচরণের পরিবর্তন কেমন হতে হবে?
ক. স্বল্পস্থায়ী
● দীর্ঘস্থায়ী
গ. খুবই কম
ঘ. খুবই বেশি
১০. শিক্ষণের উপাদান বা শর্তসমূহ শিক্ষণের সূত্রপাত হয় কীভাবে?
ক. প্রেষণার ফলে
খ. চাওয়ার ফলে
● সমস্যাকে কেন্দ্র করে
ঘ. আবেগের ফলে
মনোবিজ্ঞান ২য় পত্রের সিলেবাস
১ম অধ্যায়: বুদ্ধি
২য় অধ্যায়: ব্যক্তিত্ব
৫ম অধ্যায়: মানসিক চাপ এবং চাপ মোকাবিলা
৬ষ্ঠ অধ্যায়: মূল্যবোধ
৭ম অধ্যায়: মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ
মনোবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায়ের mcq
১. “বুদ্ধি হলো জগতকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবেলা করার সামর্থ্য”- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ম্যাকমোহন
খ. গর্ডন আলপোর্ট
● ডেভিড ওয়েক্সলার
ঘ. বাস্কিষ্ট এবং জারবিং
২. বুদ্ধি কী?
ক. বিশেষ কোনো দক্ষতা
খ. কল্পনাশক্তি
গ. স্মৃতিশক্তি
● মানসিক ক্ষমতা
৩. বুদ্ধি কোন ধরনের মানসিক ক্ষমতা?
● মৌলিক
খ. যৌগিক
গ. জটিল
ঘ. মিশ্র
৪.“বুদ্ধি হলো বিদ্যুতের মতো – এটি পরিমাপ করা সহজ, কিন্তু সংজ্ঞায়ি করা প্রায় অসাধ্য।”
ক. ফ্রিম্যান
খ. ওয়েকস্লার
● ক্রাইডার
ঘ. ফ্রান্সিস গ্যাল্টন
৫.“বুদ্ধি হলো জগতকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবিলা করার সামর্থ্য।- ডেভিড ওয়েকস্লার কত সালে এ সংজ্ঞাটি প্রদান করেন?
ক. ১৯২৮
খ. ১৯৩৬
গ. ১৯৫২
● ১৯৫৮
৬. ব্যক্তির অর্জিত জ্ঞানের উপযুক্ত ব্যবহারকে কী বলে?
ক. সামথ্য
● বুদ্ধি
গ. দক্ষতা
ঘ. বুদ্ধিমান
৭. বুদ্ধি হলো জ্ঞানার্জনের ক্ষমতা এবং সমস্যা সমাধানে ঐ জ্ঞানকে ব্যবহার করা।” – সংজ্ঞাটি দিয়েছেন কে?
ক. ম্যাকমথেন
● ফসকিস্ট এবং জারবিং
গ. গ্যাল্টন
ঘ. ফ্রিম্যান
৮. মনোবিজ্ঞানী ডোনাল্ড হেব বুদ্ধির জন্মগত প্রকৃতিকে কী বলে উল্লে করেন?
● A-type Intelligence
খ. B-type Intelligence
গ. C-type Intelligence
ঘ. D-type Intelligence
৯. কেলাসিত বুদ্ধি বলা হয় নিচের কোনটিকে?
ক. বুদ্ধির জন্মগত প্রকৃতিকে
● বুদ্ধির পরিবেশগত প্রকৃতিকে
গ. বুদ্ধির সাংগঠনিক কাঠামোকে
ঘ. বুদ্ধির সাধারণ সামর্থ্যকে
১০. মনোবিজ্ঞানী ডোনাল্ড হেব বুদ্ধির পরিবেশগত প্রকৃতিকে কোন ধরনের বুদ্ধি বলে অভিহিত করেন?
ক. A-type Intelligence
● B-type Intelligence
গ. C-type Intelligence
ঘ. D-type Intelligence
মনোবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায়ের mcq
১. শেলডনের মতবাদ অনুযায়ী কোন শ্রেণির লোকেরা খেলাধুলা পছন্দ করে এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়?
ক. এনডোমরফিক
● মেসোমরফিক
গ. একটোমরফিক
ঘ. সোমাটোটনিক
২. কোন শব্দ হতে Personality শব্দের সৃষ্টি?
ক. Perform
খ. Person
গ. Predict
● Persona
৩. প্রাচীন রোমে কী কাজে Persona ব্যবহৃত হতো?
● অভিনয়ে
খ. অফিসের কাজে
গ. ব্যবসায়িক কাজে
ঘ. পড়ালেখায়
৪. প্রাচীন রোমে অভিনেতাগণ চবৎংড়হধ ব্যবহার করে কী প্রকাশ করত?
ক. মানবীয় গুণাবলি
খ. কর্মস্পৃহা
গ. জিঘাংসা
● ব্যক্তির বাহ্যিক রূপ
৫. মনোবিজ্ঞানী গর্ডন ডব্লিউ আলপোর্ট কত সালে ব্যক্তিত্বের সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৯০৫
● ১৯৩৭
গ. ১৯১৭
ঘ. ১৯৩১
৬. কার মতে, ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের গতিময় সংগঠন?
● আলপোর্ট
খ. ক্লাইডার
গ. ক্রেৎসমার
ঘ. স্যানট্রোক
৭. ফ্রাইডারের মতে ব্যক্তিত্ব কিসের স্বতন্ত্র প্রতিক্রিয়াকে নির্দেশ করে?
ক. মানবিক গুণাবলি
খ. ব্যক্তিসত্তা
● ব্যক্তিস্বাতন্ত্র্য ও পরিবেশ
ঘ. মানসিক প্রক্রিয়া
৮. ওয়াল্টার মিশেলের মতে ব্যক্তিত্ব কী নিয়ে গঠিত?
● আচরণের পার্থক্য
খ. সামাজিক অবস্থান
গ. পারিপার্শ্বিক দিক
ঘ. অভিযোজন ধারা
৯. সময় ও পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আচরণ সম্পর্কিত ব্যক্তিত্বের ধারণা প্রদান করেন কে?
ক. উডওয়ার্থ মারকুইস
● বাসকিস্ট ও জারবিং
গ. ক্লাইডার ও সহযোগী
ঘ. ম্যাকমোহন এবং ম্যাকমোহন
১০. রফিক ছোটখাট গোলগাল। সে সহিষ্ণু ও সামাজিক। রফিক কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী?
ক. এনডোমরফিক
● সাইক্লোয়েড
গ. এ্যাসথেনিক
ঘ. সিজোয়েড
মনোবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায়ের mcq
১. মানসিক চাপ সৃষ্টিকারী উদ্দীপককে কী বলা হয়?
ক. অসহায়ত্ব
● পীড়ন উদ্দীপক
গ. দ্বনদ্ব
ঘ. উপগতি প্রতিক্ষেপণ
২. কার মতে, অবহিতিমূলক উপাদানসমূহ সুসামঞ্জস্যপূর্ণ হলে ব্যক্তি কোনো প্রকার চাপ অনুভব করে না?
ক. ডেনিস কুন
খ. মরগান
● হেইডার
ঘ. জি. মায়ার্স
৩. মানসিক চাপ কেন সৃষ্টি হয়?
ক. শরীরের চাহিদা
খ. পরিবেশগত অবস্থা
গ. সমাধান অযোগ্যকরণ
● সবগুলো
৪. জৈবিক বা মানসিক, বাহ্যিক বা অভ্যন্তরীণ, অনিষ্টকর বা বনাকর যেকোনো উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ অসুবিধাকে কী বলা হয়?
● মানসিক চাপ
খ. অবহিতি
গ. অসহায়ত্ব
ঘ. একাত্মীভবন
৫. হ্যান্স সেলাই কত সালে মানসিক চাপ তত্ত্ব প্রদান করেন?
ক. ১৯৩২ সালে
● ১৯৩৬ সালে
গ. ১৯৪০ সালে
ঘ. ১৯৫২ সালে
৬. কোন মনোবিজ্ঞানী মানসিক চাপ তত্ত্ব প্রদান করেন?
ক. ডেনিস কুন
খ. ডভিড মরগান
গ. জি. মায়ার্স
● হ্যান্স সেলাই
৭. কার মতে, মানসিক চাপ ব্যক্তি জীবনের একটি সাধারণ ঘটনা?
ক. রো জেন এন্ড গ্রেগরি
খ. এস স্ক্যাচটার হ্যান্স
● সেলাই ওয়াহনী
ঘ. ওয়েইটেন
৮. কয় ধরনের অবস্থাতে মানসিক চাপ সৃষ্টি হয়?
ক. ২ ধরনের
● ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
৯. নিচের কোনটিতে মানসিক চাপ মোকাবেলার ক্ষেত্রে পর্যায়ক্রমিক প্রতিক্রিয়া উল্লেখ করেন?
ক. মানসিক চাপ তত্ত্ব
● সাধারণ মানসিক চাপ অভিযোজন
গ. চাপ মোকাবেলা তত্ত্ব
ঘ. উদ্দীপকীয় মিথস্ক্রিয়া
১০. নিচের কোনটি মানসিক চাপ মোকাবেলার দ্বিতীয় প্রতিক্রিয়া?
ক. সতর্কীকরণ
খ. শারীরিক বিপর্যয়
গ. অবসন্নতা
● প্রতিরোধ
মনোবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায়ের mcq
১. মূল্যবোধ নিচের কোনটির সমন্বয়ে গঠিত?
ক. ব্যক্তিত্ব
খ. বুদ্ধিমত্তা
গ. সামাজিক আচার
● মনোভাব
২. স্বাধীনতা, সততা, ন্যায়নীতি প্রভৃতি কীসের উদাহরণ?
● মূল্যবোধ
খ. ব্যক্তিত্ব
গ. একাত্মীভবন
ঘ. আত্তীকরণ
৩. মূল্যপবাধের ধারক কোনটি?
ক. স্বাধীনতা
খ. সততা
● কৃষ্টি
ঘ. দায়বদ্ধতা
৪. মূল্যবোধ হলো এক ধরনের-
● আদর্শ
খ. ধর্মীয় উন্মাদনা
গ. গোড়ামী
ঘ. বাণিজ্যিক স্বাতন্ত্র
৫. মনোবিজ্ঞানী রফিকের মতে আমাদের সমাজের মূল্যবোধের সংজ্ঞা কত?
ক. কয়েক শত
খ. কয়েক হাজার
গ. কয়েক লক্ষ
● কয়েক ডজন
৬. নিচের কোনটি মূল্যবোধের অংশবিশেষ?
● মনোভাব
খ. মানসিক চাপ
গ. প্রত্যাশা
ঘ. সামাজিকতা
৭. সমাজে কোনটির সংখ্যা কম?
● মূল্যবোধ
খ. মনোভাব
গ. কৃষ্টি
ঘ. সামাজিকতা
৮. কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের প্রতি অনুকূল প্রতিকূল প্রতিক্রিয়া হলো-
● মনোভাব
খ. মতামত
গ. মূল্যবোধ
ঘ. সম্প্রীতি
৯. মূল্যবোধ মানুষের কীসের একটি বিশেষ মানদন্ড?
● ইচ্ছা
খ. বুদ্ধি
গ. মনোভাব
ঘ. প্রথা
১০. সমাজে ভাল-মন্দের বিচার কী দ্বারা করা হয়?
ক. কৃষ্টি
খ. সামাজিকতা
● মূল্যবোধ
ঘ. মনোভাব
শিক্ষার্থীরা, ওপরের প্রতিটি অধ্যায়ের সাজেশনই তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে। এইচএসসি মনোবিজ্ঞান mcq সাজেশন উত্তরসহ পেতে প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলেই প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা প্রশ্নোত্তর ডাউনলোড করার অপশন পাবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post