জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন সমাজ মনোবিজ্ঞান pdf download।
মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন
বিষয় কোড: ১২৩৪০৩
ক-কিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. ‘দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা প্লেটো।
২. সমাজ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: সমাজ মনোবিজ্ঞানের জনক কার্ট লুইন।
৩. সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত দুটি পদ্ধতির নাম উল্লেখ কর।
উত্তর: সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত দুটি পদ্ধতির নাম হল: ১. পর্যবেক্ষণ পদ্ধতি ও ২. পরীক্ষণ পদ্ধতি।
৪. সামাজিক শিখন প্রক্রিয়াকে এককথায় কী বলা হয়?
উত্তর: সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এককথায় জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়।
৫. সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া?
উত্তর: সামাজিকীকরণ একটি জীবনব্যাপী চলমান শিক্ষণ প্রক্রিয়া।
৬. সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো কী?
উত্তর: সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো হল- ১. অনুকরণ, ২. শিক্ষণ, ৩. সাংস্কৃতিক দিক্ষা ইত্যাদি।
৭. সামাজিকীকরণের মাধ্যমগুলো কী?
উত্তর: সামাজিকীকরণের মাধ্যমগুলো হল পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় আদর্শ, সংঙ্গী ও খেলার সাথী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্র, সাহিত্য ইত্যাদি।
৮. মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি কয় বিন্দু বিশিষ্ট?
উত্তর: মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি পাঁচ বিন্দু বিশিষ্ট।
৯. মনোভাব গঠনের দুটি উপাদানের নাম লেখ।
উত্তর: মনোভাব গঠনের দুটি উপাদানের নাম হল: ১. জ্ঞান বা অভিজ্ঞতা ও ২. অনুভূতিমূলক উপাদান।
১০. যোগাযোগ প্রক্রিয়ার ধাপসমূহ লেখ।
উত্তর: যোগাযোগ প্রক্রিয়ার ধাপ সমূহ হলো: পেরক বা উৎস- লিপিবদ্ধকরণ বা এনকোডিং- তথ্য প্রেরণ যন্ত্র বা মাধ্যম- তথ্য প্রেরণের পথ- তথ্য গ্রহণ- শ্রোতা বা গন্তব্যস্থল।
১১. প্রধান অবাচনিক সংকেতগুলোর মধ্য থেকে যে কোন চারটি নাম লেখ।
উত্তর: প্রধান চারটি সংকেতের নাম হলো- ১. দৈহিক স্পর্শ, ২. ইশারা, ৩. মাথা নাড়ানো ও ৪. নৈকট্য।
১২. তিনটি অবাচনিক যোগাযোগের নাম লেখ।
উত্তর: তিনটি অবাচনিক যোগাযোগের নাম হল- ১. মুখভঙ্গি, ২. দেহভঙ্গি ও ৩. ইশারা।
১৩. নেতৃত্তের উপাদান কয়টি ও কী কী?
উত্তর: নেতৃত্তের উপাদান তিনটি। যথা: ১. নেতা, ২. অনুগামী ও ৩. পরিস্থিতি।
১৪. নেতৃত্ব প্রক্রিয়ার মধ্যে কয়টি উপাদান লক্ষ্য করা যায়?
উত্তর: নেতৃত্ব প্রক্রিয়ার মধ্যে তিনটি উপাদান লক্ষ করা যায়।
১৫. কোন প্রকার নেতা দলের সদস্যদের ভোটে নির্বাচিত হন?
উত্তর: কেন্দ্রীয় নেতা দলের সদস্যদের ভোটে নির্বাচিত হন।
১৬. যে কোন চারটি যৌথ আচরণের নাম লেখ।
উত্তর: চারটির যৌথ আচরণের নাম হল- ১. জনতা, ২. প্রচারণা ও ৩. পূর্বসংস্কার, ৪. জনমত।
১৭. জনমত সৃষ্টির পর্যায় কয়টি?
উত্তর: জনমত সৃষ্টির পর্যায় চারটি।
১৮. ঊশৃঙ্খল জনতা কত প্রকার ও কী কী?
উত্তর: ঊশৃঙ্খল জনতা চার প্রকার। যথা: ১. আক্রমনাত্মক উশৃংখল জনতা ২. আতঙ্কিত উশৃঙ্খল জনতা, ৩. সংগ্রহপ্রবণ উশৃংখল জনতা এবং ৪. অভিব্যক্তি উশৃংখল জনতা।
১৯. কত সালে আমেরিকায় প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপতি হয়?
উত্তর: ১৯৪৭ সালে আমেরিকায় প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপিত হয়।
২০. হল্যান্ডার এর মতে নেতৃত্তের উপাদান কয়টি?
উত্তর: হল্যান্ডার এর মতে নেতৃত্তের উপাদান তিনটি। যেমন- ১. নেতা, ২. অনুগামী ও ৩. পরিস্থিতি।
২১. গৌণ দলের দুটি উদাহরণ দাও।
উত্তর: গৌণ দলের দুটি উদাহরণ হল- ১. শিক্ষক সমিতি ও ২. ট্রেড ইউনিয়ন।
২২. নির্দেশক দল কী?
উত্তর: কোন দলের সদস্য না হয়েও যদি কোন ব্যক্তি সেই গোষ্ঠীর সদস্য হিসেবে নিজেকে কল্পনা করে গর্ববোধ করে ওই গোষ্ঠীর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে এবং নিজেকে ওই দলের সাথে একান্ত করে ফেলে তাকে নির্দেশক দল বলে।
২৩. প্রাথমিক দলের একটি উদাহরণ দাও।
উত্তর: প্রাথমিক দলের একটি উদাহরণ হল পরিবার।
২৪. পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক সমাদৃত?
উত্তর: পৃথিবীতে গণতান্ত্রিক নেতৃত্ব সর্বাধিক সমাদৃত।
২৫. অর্ন্তগোষ্ঠী কাকে বলে?
উত্তর: যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে গভীর মমত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে তাকে অর্ন্তগোষ্ঠী বলে।
২৬. জনমত গঠনে শক্তিশালী মাধ্যম কোনটি?
উত্তর: জনমত গঠনে শক্তিশালী মাধ্যম হলো প্রচারণা।
২৭. ব্লুমার এর মতে জনতা কত প্রকার?
উত্তর: ব্লুমার এর মতে জনতা চার প্রকার।
২৮. `The Psychology of Rumour’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: `The Psychology of Rumour’ গ্রন্থটির রচয়িতা আলপোর্ট ও পোস্টম্যান।
২৯. `Introduction to Social Psychology গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: `Introduction to Social Psychology গ্রন্থটির রচয়িতা এইচ. সি. লিন্ডগ্রিন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজ মনোবিজ্ঞান বলতে কী বুঝায়?
২. বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের চারটি বৈশিষ্ট্য লেখ।
৩. সমাজ মনোবিজ্ঞানের পর্যবেক্ষণ পদ্ধতি বর্ণনা কর।
৪. সামাজিকীকরণ বলতে কী বুঝায়?
৫. শিশুর সামাজিকীকরণে ধর্মের ভূমিকা কী?
৬. ভূমিকা শিক্ষণ কী?
৭. মনোভাব মতামত ও মূল্যবোধ ব্যাখ্যা কর।
৮. যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা কী?
৯. সফল নেতার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১০. অবাচনিক যোগাযোগ বলতে কী বুঝায়?
১১. জনমত গঠনে বেতার ও টেলিভিশনের ভূমিকা লেখ।
১২. জনতা ও উৎশৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য দেখাও।
১৩. গুজব সৃষ্টির কারণসমূহ উল্লেখ কর।
১৪. প্রচারণা বলতে কী বুঝ?
১৫. কিভাবে পূর্বসংস্কার হ্রাস করা যায়?
১৬. বদ্ধমূল ধারণা ব্যাখ্যা কর।
১৭. সামাজিক দল বলতে কী বুঝায়?
১৮. নেতা ও নেতৃত্বের মধ্যে পার্থক্য কর।
১৯. ব্যক্তি প্রত্যক্ষণ নির্ণয়কারী উপাদানসমূহ ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. সমাজ মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ বর্ণনা কর।
২. সমাজ মনোবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক নিরূপণ কর।
৩. প্রশ্নমালা ও অনুসূচী বলতে কী বূঝ? প্রশ্নমালা অনুসুচিত মধ্যকার পার্থক্য আলোচনা কর।
৪. সামাজিকীকরণের মাধ্যমগুলো আলোচনা কর।
৫. শিক্ষণ প্রক্রিয়া হিসেবে সামাজিকীকরণ বর্ণনা কর।
৬. সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।
৭. সামাজিকীকরণের ওপর কৃষ্টির প্রভাব আলোচনা কর।
৮. মনোভাব বলতে কী বুঝায়? মনোভাব গঠনের প্রক্রিয়াগুলো আলোচনা কর।
৯. মনোভাবের সংজ্ঞা দাও। মনোভাব পরিবর্তন প্রক্রিয়াগুলো আলোচনা কর।
১০. ভাষা কী? সমাজ জীবনে ভাষার প্রয়োজনীয়তা বর্ণনা কর।
১১. অবাচনিক যোগাযোগের প্রধান সংকেতগুলো বিশ্লেষণ কর।
১২. একজন আদর্শ নেতার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৩. ফলপ্রসূ নেতৃত্বের বৈশিষ্ট্য ও কার্যাবলী বর্ণনা কর।
১৪. জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
১৫. গুজব কী? কিভাবে গুজবের উৎপত্তি হয় এবং ছড়ায়?
১৬. মুখ্য জোয়ার ও গৌণ দলের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৭. সামাজিক দল কী? মানব জীবনের সামাজিক দলের গুরুত্ব বর্ণনা কর।
১৮. দল/দলীয় ও প্রত্যক্ষণের বিষয়বস্তু আলোচনা কর।
১৯. নেতৃত্ব কী? প্রভুত্বব্যজক নেতৃত্ব ও গণতান্ত্রিক পার্থক্য নির্দেশ কর।
২০. মনোভাব বলতে কী বুঝ? প্রক্রিয়াগুলো আলোচনা কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে আজকের বিষয় ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post