মমতাদি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন
৫৮৭. বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত?
ক. নারায়ণগঞ্জ
ড়. মুন্সিগঞ্জ
গ. মানিকগঞ্জ
ঘ. নরসিংদী
৫৮৮. ১৯২৬ সালের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক রয়েছে
ড়. ম্যাট্রিক পাসের ক্ষেত্রে
খ. আই.এসসি পাসের ক্ষেত্রে
গ. বি.এসসি পাসের ক্ষেত্রে
ঘ. এম.এসসি পাসের ক্ষেত্রে
৫৮৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
ড়. অতসীমামী
খ. প্রাগৈতিহাসিক
গ. সরীসৃপ
ঘ. চিত্রাবলী
৫৯০. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন?
ক. পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়
খ. দারিদ্র্যের কারণে
ড়. সাহিত্য সাধনায় অতি মগ্ন হওয়ায়
ঘ. রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ায়
৫৯১. মানিক বন্দ্যোপাধ্যায় কোন খ্রিষ্টাব্দে মারা যান?
ড়. ১৯৫৬ খ্রিষ্টাব্দে
খ. ১৯৫৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯৫৮ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৬০ খ্রিষ্টাব্দে
৫৯২. ১৯৫৬ সালের ডিসেম্বর মাসের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন?
ড়. ৩
খ. ৫
গ. ৭
ঘ. ৯
৫৯৩. ‘মমতাদি’ গল্পে রোদে বসে লেখক কী করছিলেন?
ক. গায়ে তেল মাখছিলেন
খ. খেলা করছিলেন
গ. শাস্তি ভোগ করছিলেন
ড়. পড়া তৈরি করছিলেন
৫৯৪. ‘মমতাদি’ গল্পে “আপনারা রান্নার জন্য লোক রাখবেন?” বাক্যটি দ্বারা কী বোঝায়?
ড়. জিজ্ঞাসা
খ. তথ্য অনুসন্ধান
গ. অনুজ্ঞা
ঘ. বিস্ময়
৫৯৫. ‘যেটুকু সঙ্কোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই’ কার?
ক. লেখকের
খ. লেখকের মায়ের
ড়. মমতাদির
ঘ. মমতাদির স্বামীর
৫৯৬. মমতাদির বয়স কত ছিল?
ড়. তেইশ বছর
খ. চব্বিশ বছর
গ. পঁচিশ বছর
ঘ. তেত্রিশ বছর
৫৯৭. মমতাদির চোখ দুটি কেমন দেখাচ্ছিল?
ক. উজ্জ্বল
ড়. স্থির অচঞ্চল
গ. নিষ্প্রভ
ঘ. চঞ্চল
৫৯৮. মমতাদির দেহাবয়ব ও পরিচ্ছদের বর্ণনায় কী ফুটে উঠেছে?
ক. রাঁধুনির বেশ
খ. চাকরিপ্রার্থিনীর অবস্থা
গ. মধ্যবিত্তের মূর্তি
ড়. দারিদ্র্যের ক্লেশ
৫৯৯. ‘মমতাদি’ গল্পে কে রান্না ছাড়া ছোট ছোট কাজও করবে?
ক. রাঁধুনি
খ. বামুনদি
ড়. মমতাদি
ঘ. বামুন ঠাকুর
৬০০. ‘মা তাকে জেরা করলেন।’ এখানে ‘জেরা’ শব্দের সাথে সম্পর্ক রয়েছে-
ক. শিক্ষকের
ড়. উকিলের
গ. ব্যবসায়ীর
ঘ. ডাক্তারের
৬০১. ‘মমতাদি’ গল্পে মা মমতাদিকে জেরা করলেন কেন?
ড়. কাজে নিয়োগদানের প্রয়োজনে
খ. তাকে পছন্দ হয়নি বলে
গ. তাকে সন্দেহ হওয়ায়
ঘ. মা’র বাবা উকিল তাই
৬০২. ‘মমতাদি’ গল্পে মমতাদির স্বভাব কেমন?
ক. চপলা
খ. কুটিল
ড়. ভারি চাপা
ঘ. মুখরা
৬০৩. ‘মমতাদি’ গল্পের লেখকের বাড়ি থেকে খানিক দূরে কী?
ক. রূপচান লালের গলি
খ. পাতলাখানের গলি
গ. মরণময়ের গলি
ড়. জীবনময়ের গলি
৬০৪. মমতাদি কত নম্বর বাড়িতে থাকে?
ক. সতেরো নম্বর
খ. একুশ নম্বর
ড়. সাতাশ নম্বর
ঘ. সাঁইত্রিশ নম্বর
৬০৫. মমতাদির সংসারে কে কে আছে?
ড়. স্বামী আর এক ছেলে
খ. স্বামী আর বুড়ো বাপ
গ. স্বামী-সন্তান, শ্বশুর-শাশুড়ি
ঘ. এক ছেলে আর বুড়ো শ্বশুর
৬০৬. মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
ক. ১০ টাকা
খ. ১২ টাকা
ড়. ১৫ টাকা
ঘ. ১৮ টাকা
৬০৭. মমতাদিকে লেখক কোথায় পাকড়াও করলেন?
ড়. গেটের কাছে
খ. রান্নাঘরে
গ. রাস্তায়
ঘ. বারান্দায়
৬০৮. ‘মমতাদি’ গল্পে কাকে লেখকের ভালো লেগেছিল?
ক. নিরুপমাকে
খ. কাদম্বরীকে
ড়. মমতাদিকে
ঘ. মঞ্জুলিদিকে
৬০৯. ‘দীর্ঘদিন পর চাকরি পেয়ে সুমনের খুশির আর সীমা নেই’ সুমনের সাথে মিল রয়েছে কোন চরিত্রের?
ক. নিরুপমা
ড়. মমতাদি
গ. হরিহর
ঘ. অবনি
৬১০. মমতাদির মিষ্টি খেতে বারণ করার মধ্যে কী ফুটে উঠেছিল?
ড়. আবেদন
খ. ভর্ৎসনা
গ. তিরস্কার
ঘ. ব্যঙ্গ
৬১১. মমতাদি চমকে হাসি বন্ধ করল কেন?
ড়. লেখক বামুনদি বলায়
খ. লেখক তার কথা শোনায়
গ. রান্নাঘরে মা’র আগমনে
ঘ. চুলার আঁচে ডাল পুড়ে যাওয়ায়
৬১২. ‘মমতাদি’ গল্পে বামুনদি সম্বোধনটি কিসের সাথে তুলনীয় হয়েছে?
ক. ভর্ৎসনা
খ. কটুকথা
ড়. গাল
ঘ. কৌতুক
৬১৩. মমতাদির গালে কিসের দাগ পড়ে ছিল?
ক. মেছতার
খ. আঁচড়ের
গ. শ্বেতের
ড়. আঙুলের
৬১৪. মমতাদি কীভাবে আনমনা ও গম্ভীর হয়ে গেল?
ড়. গালে হাত ঘষতে ঘষতে
খ. হাসতে আরম্ভ করে
গ. ভাতের হাঁড়ির বুদবুদ দেখতে দেখতে
ঘ. নিচের ঠোঁট দাঁতে কামড়ে
৬১৫. চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন? [অনু. ২]
ক. লজ্জা পেয়ে
ড়. আত্মসম্মানের জন্য
গ. বিপদের আশঙ্কায়
ঘ. চাকরি যাওয়ার ভয়ে
৬১৬. “কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?” বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. দারিদ্র্য ও বঞ্চনা
ড়. কাঙ্খিত জনের কাছে অনাদর অবহেলা
গ. নিম্ন বেতন-ভাতা
ঘ. স্বামী-সন্তানের দুরবস্থা
৬১৭. স্বামীর চাকরি হওয়ার পরেও মমতাদির কাজ করার কারণ কী?
ক. দুটো পয়সা অতিরিক্ত আয়
ড়. স্বামীর নিম্ন আয়ের চাকরি
গ. নারীর ক্ষমতায়নের স্পৃহা
ঘ. গৃহকর্ত্রীর স্নেহ-মমতা
৬১৮. ‘মমতাদি’ গল্পের জীবনময় গলিটি কেমন?
ক. অস্বাস্থ্যকর
খ. বিপজ্জনক
ড়. বিশ্রী নোংরা
ঘ. অপরাধপ্রবণ
৬১৯. “সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ, না?” এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?
ক. রোমাঞ্চকর পথ চলা
খ. ভীতিকর পাতাল অভিযান
গ. লেখকের গল্প বলার মুন্সিয়ানা
ড়. জীবনময়গলির ঘিঞ্জি পরিবেশ
৬২০. ‘মমতাদি’ গল্পের সাতাশ নম্বরের বাড়িটা কয় তলা?
ক. একতলা
ড়. দোতলা
গ. তিনতলা
ঘ. চারতলা
৬২১. মমতাদি লেখককে শোবার ঘরে নিয়ে গিয়ে কোথায় বসতে দিল?
ক. চেয়ারে
খ. চৌকিতে
ড়. টুলে
ঘ. মেঝেতে
৬২২. মমতাদির পাঁচ বছরের ছেলেটি সারা রাত ঘুমায়নি কেন?
ড়. পেটের ব্যথায়
খ. জ্বরের তীব্রতায়
গ. ক্ষুধার জ্বালায়
ঘ. ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায়
৬২৩. মমতাদির ঘরে কিসের দীনতা ছিল?
ক. আসবাব সামগ্রীর
খ. টাকা-পয়সার
ড়. আলো-বাতাসের
ঘ. সুখ-শান্তির
৬২৪. ‘তুমি এবার বাড়ি যাও ভাই। তোমার খিদে পেয়েছে।’ মমতাদির এই উক্তিতে প্রকাশ পায়
ক. সে খাবার খাওয়াতে চায় নি
ড়. তার ঘরে খাবার ছিল না
গ. সে ঝামেলা দূর করতে চেয়েছে
ঘ. সে খুব বিরক্তিবোধ করছিল
৬২৫. মমতাদি লেখককে শুধু ‘দিদি’ বলে ডাকতে বলেছিল কেন?
ড়. আত্মমর্যাদার জন্য
খ. সে ব্রাহ্মণকন্যা নয় বলে
গ. সে লেখকের বোন হতে চায় বলে
ঘ. ডাকটি তার প্রিয় বলে
৬২৬. বর্তমান প্রেক্ষাপটে মমতাদিকে বলা যায়
ড়. কর্মঠ নারী
খ. সাহসী নারী
গ. বিনয়ী নারী
ঘ. সংসারী নারী
৬২৭. ‘বাছা’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাদ দেওয়া
খ. পছন্দ করা
গ. বাছাই করা
ড়. বৎস বা সম্বোধন
৬২৮. ‘পর্দা ঠেলে’ শব্দগুলোর ক্ষেত্রে নিচের কোন অর্থটি সমর্থনযোগ্য?
ক. পর্দা সরিয়ে
খ. পর্দা উঁচু করে
ড়. প্রথা ভঙ্গ করে
ঘ. লজ্জাশরম ভুলে
৬২৯. ‘মমতাদি’ গল্পে কোন দিকটি প্রাধান্য পেয়েছে?
ক. গৃহকর্মীদের কর্তব্যকর্মে দক্ষতা
খ. গৃহকর্মীদের দুঃখগাথা
ড়. গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ
ঘ. গৃহকর্মীদের প্রতি পেশাদার আচরণ
৬৩০. ‘মমতাদি’ কেমন ঘরের নারী?
ক. বনেদি ঘরের
ড়. মর্যাদাসম্পন্ন ঘরের
গ. বামুন ঘরের
ঘ. বস্তিঘরের
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” অপশনগুলো সঠিক উত্তর।
শিক্ষার্থীরা, ওপরের বাটনে ক্লিক করে মমতাদি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post