মরু ভাস্কর mcq : হযরত জ্ঞানের ওপর জোর দিয়েছেন সব সময়। জ্ঞান যেন হারানো উটের মতো- তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। এছাড়া তিনি বলেছেন, জ্ঞান সাধকের দোয়াতের কালি শহিদের রক্তের চেয়ে পবিত্র।
মরু ভাস্কর mcq
১. হবীবুল্লাহ্ বাহার কোন কবির ভক্ত ছিলেন? (জ্ঞান)
● কাজী নজরুল ইসলামের
খ রবীন্দ্রনাথ ঠাকুরের
গ জসীমউদ্দীনের
ঘ সুকুমার রায়ের
২. হবীবুল্লাহ বাহার মূলত কী ছিলেন? (জ্ঞান)
ক গল্পকার
● প্রবন্ধকার
গ কবি
ঘ ঔপন্যাসিক
৩. হবীবুল্লাহ বাহার কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৯০৪
খ ১৯০৫
● ১৯০৬
ঘ ১৯০৭
৪. হাবীবুল্লাহ্ বাহার কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৯৬৫
● ১৯৬৬
গ ১৯৭০
ঘ ১৯৭২
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫. হবীবুল্লাহ্ বাহার ছিলেন- (অনুধাবন)
র. চিন্তায় মানবতাবাদী
রর. কর্মে মানবতাবাদী
ররর. রাজনীতিতে মানবতাবাদী
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৬. হবীবুল্লাহ্ বাহারের উল্লেখযোগ্য জীবনীগ্রন্থ হলো- (অনুধাবন)
র. ওমর ফারুক
রর. আমীর আলী
ররর. অসমাপ্ত আত্মজীবনী
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৭. যেসব মহাপুরুষদের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? (জ্ঞান)
ক হযরত ওমর (রা.)
● হযরত মুহাম্মদ (স.)
গ হযরত আবুবকর (রা.)
ঘ হযরত আলী (রা.)
৮. হযরত মুহাম্মদ (স.)-এর জীবন আলোচনা করতে গেলে প্রথমে চোখে পড়ে কোনটি? (অনুধাবন)
● ঐতিহাসিকতা
খ ভৌতিকতা
গ মানবতা
ঘ সহিষ্ণুতা
৯. আরবের লোকদের স্মৃতিশক্তি কেমন ছিল? (জ্ঞান)
● অসাধারণ
খ সাধারণ
গ বিচক্ষণ
ঘ কম
১০. আরবের লোকেরা সহজেই মুখস্থ করে ফেলত কী? (জ্ঞান)
● কাব্যগ্রন্থ
খ কবিতা
গ উপন্যাস
ঘ প্রবন্ধ গ্রন্থ
১১. সাহিত্যের ইতিহাসে মুখস্থ না করে লিখে রাখাকে কারা লজ্জার কথা বলে মনে করত? (জ্ঞান)
● আরবরা
খ আর্যরা
গ পাদ্রিরা
ঘ মিশররা
১২. সাহাবিরা হাজার হাজার কী মুখস্থ করে রাখত? (জ্ঞান)
● হাদিস
খ গজল
গ কলেমা
ঘ গল্প
১৩. হযরত মুহাম্মদ (স.) নিজেকে কী মনে করতেন? (জ্ঞান)
ক জ্ঞানী
খ নবি
গ রাসুল
● সাধারণ মানুষ
১৪. আরব ভূমিতে অবিসংবাদিত নেতা কে ছিলেন? (জ্ঞান)
ক হযরত ওমর (রা.)
খ হযরত আলী (রা.)
গ হযরত আবুবকর (রা.)
● হযরত মুহাম্মদ (স.)
১৫. কার মুখে সবসময় হাসি থাকত? (জ্ঞান)
ক হযরত আলী (রা.)
খ হযরত আয়েশা (রা.)
● হযরত মুহাম্মদ (স.)
ঘ হজরত খাদিজা (রা.)
১৬. ছেলেপিলের সঙ্গে হযরত মুহাম্মদ (স.) কীভাবে মিশতেন? (জ্ঞান)
ক সহিষ্ণুতা নিয়ে
● শিশুর মন নিয়ে
গ বৃদ্ধদের মন নিয়ে
ঘ অসহায়দের মন নিয়ে
১৭. পথে দেখা হলে বালক-বন্ধুকে কী জিজ্ঞেস করতে হযরত মুহাম্মদের ভুল হয় না? (জ্ঞান)
● বুলবুলির কথা
খ টুনটুনির কথা
গ টুকটুকির কথা
ঘ তুলতুলির কথা
১৮. বহুদিন পর মা হালিমাকে দেখে হযরত মুহাম্মদ (স.) কেমন হয়ে পড়েন? (জ্ঞান)
ক ব্যথিত
খ আত্মহারা
● আকুল
ঘ উদগ্রীব
১৯. মক্কা বিজয়ের পর কোন পর্বতের পাদদেশে বসে হযরত মুহাম্মদ বক্তৃতা করছিলেন? (জ্ঞান)
● সাফা
খ হেরা
গ উহুদ
ঘ আলপস
২০. একজন লোক হযরত মুহম্মদ (স.)-এর সামনে এসে কাঁপতে লাগল কেন? (জ্ঞান)
ক ক্ষুধায়
খ আঘাতে
● ভয়ে
ঘ জ্বরে
২১. শুষ্ক খাদ্য কার আহার্য ছিল?
ক আবু হানিফা এর
খ আবুবকর (রা.) এর
● হযরত মুহাম্মদ (স.) এর
ঘ খাদিজা (রা.) এর
২২. ‘মরু-ভাস্কর’ প্রবন্ধে কোন দিকটি প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
● হযরত মুহাম্মদ (স.) এর উদারতা
খ হযরত মুহাম্মদ (স.) এর মানবীয় গুণাবলি
গ হযরত মুহাম্মদ (স.) এর মামার দৃষ্টান্ত
ঘ হযরত মুহাম্মদ (স.) এর ধর্ম প্রচার
২৩. কোন বক্তব্যের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স.) এর সাদাসিধা জীবন যাপনের চিত্র ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
ক একজন রসুল বৈ আর কিছুনন
● আমি রাজা নই, কারও মুনিবও নই
গ মা আমার, মা আমার
ঘ বেহেশত মায়ের পায়ের নিচে
মরু ভাস্কর বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২৪. হযরত মুহাম্মদ (স.) কার পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বলেছে? (জ্ঞান)
ক পিতার
খ মায়ের
গ স্বামীর
ঘ শ্বশুরের
২৫. মরু-ভাস্কর প্রবন্ধের সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
● মরু-ভাস্কর
খ মাল্যদান
গ সেই ছেলেটি
ঘ লখার একুশে
২৬. ‘জ্ঞান যেন হারানো উটের মতো’ এ উক্তিটি করেছেন কে? (অনুধাবন)
ক হযরত আলী (রা.)
খ হযরত খাদিজা
● হযরত মুহাম্মদ (স.)
ঘ হযরত আয়েশা
২৭. প্রচলিত সমাজব্যবস্থা ও দাস-ব্যবসায়ের অত্যাচার জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিল, তখন রাসুলুল্লাহ্ (স.) কীসের বাণী প্রকার করেন? (অনুধাবন)
ক ইসলামের
● সাম্যের
গ মানবতার
ঘ উদারতার
২৮. আনাস নামক ভৃত্য কত বছর হযরতের চাকরি করার পরও কড়া কথা শোনেননি? (জ্ঞান)
ক পাঁচ
খ ছয়
গ সাত
● দশ
২৯. হযরত (স.) এর কন্যা ফাতেমা (রা.)-কে কেন্দ্র করে সে যুগে কী গড়ে উঠেছে? (অনুধাবন)
● নারীর আদর্শ
খ শান্তির আদর্শ
গ ন্যায়ের আদর্শ
ঘ শিষ্টাচারের আদর্শ
৩০. মানুষকে সালাতে আহ্বান করার জন্য হযরত মুহাম্মদ (স.) কাকে মুয়াযযিন নিযুক্ত করেছিলে? (জ্ঞান)
● হযরত বেলালকে
খ হযরত হেলালকে
গ হযরত ওমরকে
ঘ হযরত আলীকে
৩১. হযরত মুহাম্মদ (স.) কোনোদিনই কী প্রশ্রয় দেননি? (অনুধাবন)
ক মানবতা
● কুসংস্কার
গ ভীতু
ঘ দুর্বলতা
৩২. ‘জ্ঞান সাধকের দোয়াতের কালি শহিদের লহুর চাইতেও পবিত্র’ -এ উক্তিটি কে করেছেন? (অনুধাবন)
ক মা হালিমা
খ হযরত মা ফাতেমা
● হযরত মুহাম্মদ (স.)
ঘ হযরত ওমর (রা.)
৩৩. জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়েছেন কে?
(অনুধাবন)
● হযরত মুহাম্মদ (স.)
খ মা হালিমা
গ হযরত আলী (রা.)
ঘ হযরত খাদিজা (রা.)
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৪. হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তাঁর ঘরের আসবাবপত্র ছিল-
(অনুধাবন)
র. একখানা খেজুর পাতার বিছানা
রর. একটি পানির সুরাহি
ররর. একটি মশারি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৫. হযরত মুহাম্মদ (স.) বিশ্বাসে ছিলেন- (অনুধাবন)
র. অজেয়
রর. অকুতোভয়
ররর. নির্ভীক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৬. হযরত মুহাম্মদ (স.)-এর সামনে একজন লোক ভয়ে কাঁপতে লাগলে, তখন তিনি অভয় দিয়ে বললেন- (প্রয়োগ)
র. ভয় করছ কেন? রর. কী করেছ তুমি?
ররর. আমি রাজ নই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৭. হযরত মুহাম্মদ (স.) জীবনে কাউকে – (অনুধাবন)
র. কড়া কথা বলেননি
রর. অভিসম্পাত দেননি
ররর. মানবতা দেখাননি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৮. “এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।”- এ বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে, হযরত মুহাম্মদ (স.) এর – (উচ্চতর দক্ষতা)
র. মহানুভবতা রর. সহিষ্ণুতা
ররর. করুণা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৯. মহানবি (স.) এর পূর্বে আরো অনেক রসুল মারা গেছেন। তাই তিনি-
(উচ্চতর দক্ষতা)
র. পরলোক গমন করতে পারেন, অবিনশ্বর হতে পারেন
রর. ইন্তেকাল করতে পারেন, নিহত হতে পারেন
ররর. মরতে পারেন, নিহত হতে পারেন না
নিচের কোনটি সঠিক?
ক র ● রর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪০. যে কথায় হযরত মুহাম্মদ (স.)-এর সাধারণ জীবনযাপন ফুটে উঠেছে- (উচ্চতর দক্ষতা)
র. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর
রর. আমি এমন এক মায়ের সন্তান, শুষ্ক খাদ্যই ছিল যাঁর আহার্য
ররর. আমি কারো রাজা নই, কারো মুনিবও নই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও :
একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছেগো খলিফা আঙিনা তলে।
৪১. অনুচ্ছেদের উক্ত পঙ্ক্তিটিতে মরু-ভাস্কর প্রবন্ধের কোন বিষয়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক হযরত মুহাম্মদ (সা.)-এর আড়ম্বরপূর্ণ জীবন
খ হযরত মুহাম্মদ (স.)-এর তুচ্ছ বোধের পরিচয়
● হযরত মুহাম্মদ (স.)-এর সাদাসিধা জীবনযাপন
ঘ হযরত মুহাম্মদ (স.)-এর কষ্টের জীবনযাপন
৪২. উক্ত দিকটি বহিঃপ্রকাশ ঘটেছে- (উচ্চতর দক্ষতা)
র. মহানবির (স.) এর দারিদ্র্যের মুকুট মাথায় পরিধানে
রর. গৃহে প্রদীপ জ্বালাবার তেল না থাকার মাধ্যমে
ররর. মহানবির আত্মপরিচয় সবার কাছে তুলে ধরার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও :
রেজাউল করিম মানব দরদি মানুষ। কাউকে কোনো দিন কটূকথা বা অভিসম্পাত দেননি। তিনি কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি। তার ন্ত্রীর গর্ভে সন্তান থাকা অবস্থায় সূর্যগ্রহণ লেগেছিল। তখন তার স্ত্রী মাছ কেটেছিল। পুত্র হবার পর তার একটি কান কাটা হয়। তখন পাড়াপ্রতিবেশী মহিলারা বলাবলি করছিল, বাচ্চা গর্ভে থাকার সময় তার স্ত্রী মাছ কেটেছিল তাই পুত্রের কান কাটা হয়েছে। রেজাউল করিম মহিলাদের ডেকে বললেন, আপনাদের এ কুসংস্কার ধারণা ত্যাগ করুন।
৪৩. অনুচ্ছেদে তোমার পাঠ্যবইয়ের কোন প্রবন্ধের সাথে সাদৃশ্য রয়েছে?
ক রোকেয়া সাখাওয়াত হোসেন
খ সেই ছেলেটি
● মরু-ভাস্কর ঘ মাল্যদান
৪৪. অনুচ্ছেদে উক্ত প্রবন্ধের যে বিষয় প্রতিফলিত হয়েছে-
র. মানবতা
রর. মহানুভবতা
ররর. সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৫. ‘মরু-ভাস্কর’ শব্দটির অর্থ কী? (জ্ঞান)
ক মরুভূমির চন্দ্র
● মরুভূমির সূর্য
গ মরুভূমির বালি
ঘ মরুভূমির মূর্তি
৪৬. ‘সৌষ্ঠব’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? (অনুধাবন)
ক সুন্দর
● সুগঠন
গ সৌন্দর্য
ঘ সৌরভ
৪৭. ‘লহু’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক লৌহ
খ রক্ত
গ বালু
ঘ কাঁচ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. ‘সুরাহি’ শব্দটির অর্থ- (অনুধাবন)
র. পানির একরকম পাত্র
রর. জলের কুঁজো
ররর. সোরাই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৯. ‘অকুতোভয়’ শব্দটির অর্থ- (অনুধাবন)
র. সাহসী রর. নির্ভীক
ররর. ভয়হীন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, উপরে আমরা মরু ভাস্কর mcq উত্তরসহ আলোচনা করেছি। তোমরা চাইলে এ প্রশ্নোত্তরগুলো একটি পিডিএফ আকারে সংগ্রহ করতে পারো। এজন্য উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post