মহাজাগতিক কিউরেটর mcq
১. মুহম্মদ জাফর ইকবালের পিতার নাম কী?
ক. শহিদ আবিদুর রহমান খান
খ. শহিদ লুৎফর রহমান
গ. শহিদ মফিজুল হক
ঘ. শহিদ ফয়জুর রহমান আহমেদ
২. মুহম্মদ জাফর ইকবালের জননী-
ক. সায়েরা খাতুন
খ. লতিফা খাতুন
গ. ইয়াসমিন আকতার খাতুন
ঘ. আয়েশা আখতার খাতুন
৩. মুহম্মদ জাফর ইকবাল বগুড়ায় সমাপ্ত করেন-
ক. প্রাথমিক শিক্ষা
খ. মাধ্যমিক শিক্ষা
গ. উচ্চ মাধ্যমিক শিক্ষা
ঘ. উচ্চতর শিক্ষা
৪. মুহম্মদ জাফর ইকবাল উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন-
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
খ. আনন্দমোহন কলেজ থেকে
গ. ঢাকা কলেজ থেকে
ঘ. সিটি কলেজ থেকে
৫. জাফর ইকবাল এম.এস. সি. ডিগ্রি লাভ করেন-
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
গ. খুলনা বিশ্ববিদ্যালয় থেকে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
৬. মুহম্মদ জাফর ইকবাল ১৯৮২ সালে কোন বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ. ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
ঘ. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড
৭. সায়েন্স ফিকশনের লেখক কে?
ক. হুমায়ূন আহমেদ
খ. আনিসুল হক
গ. মুহম্মদ জাফর ইকবাল
ঘ. মোহিত কামাল
৮. একই সঙ্গে লেখক, অধ্যাপক, বিজ্ঞানী এবং স্বপ্নচারী মানুষ-
ক. গী দ্য মোপাসাঁ
খ. হুমায়ূন আহমেদ
গ. মুহম্মদ জাফর ইকবাল
ঘ. দিলওয়ার
৯. তার সাহিত্যে সম্মিলন ঘটেছে-
ক. মানবীয় কল্পনা ও গাণিতিক ভাবনা
খ. বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতা ও মানবীয় কল্পনা
গ. বস্তুবাদ ও ভাববাদ
ঘ. মননশীলতা ও সৃজনশীলতা
১০. বিজ্ঞানমুখী তরুণ-প্রজন্মের আইডল কে?
ক. জামিলুর রেজা চৌধুরী
খ. আনিসুল হক
গ. মোঃ কায়কোবাদ
ঘ. মুহম্মদ জাফর ইকবাল
১১. ‘নিঃসঙ্গ গ্রহচারী’ মুহম্মদ জাফর ইকবাল রচিত-
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. কিশোর উপন্যাস
ঘ. সায়েন্স ফিকশন
১২. বিজ্ঞান লেখক হিসেবে মুহম্মদ জাফর ইকবাল যে পুরস্কার পান-
ক. আদমজী পুরস্কার
খ. একুশে পদক
গ. বাংলা একডেমি পুরস্কার
ঘ. স্বাধীনতা পুরস্কার
১৩. মুহম্মদ জাফর ইকবালের বিশেষ উপন্যাস কোনটি?
ক. আমার বন্ধু রাশেদ
খ. কপোট্রনিক সুখ দুঃখ
গ. টুকুনজিল
ঘ. মহাকাশে মহাত্রাস
১৪. মুহম্মদ জাফর ইকবাল কত খিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
ক. ২০০০
খ. ২০০২
গ. ২০০৪
ঘ. ২০০৬
১৫. প্রথম কিউরেটর পৃথিবীতে কিসের বিকাশ ঘটেছে বলে জানাল-
ক. মানুষের
খ. সভ্যতার
গ. প্রাণের
ঘ. জীবজগতের
১৬. পৃথিবীতে রয়েছে-
ক. এককোষী থেকে বহুকোষী প্রাণী
খ. এককোষী থেকে লক্ষ-কোটি কোষী প্রাণী
গ. অতিকায় বিরাট প্রাণী
ঘ. ক্ষুদ্র ও বৃহৎ প্রাণী
১৭. ‘না আসলে এটি জটিল প্রাণ নয়। খুব সহজ এবং সাধারণ’ উক্তিটি কার?
ক. প্রথম প্রাণীর
খ. প্রথম কিউরেটরের
গ. দ্বিতীয় প্রাণীর
ঘ. মহাজাগতিক কাউন্সিলরের
১৮. প্রকৃতপক্ষে কাকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়?
ক. ভাইরাসকে
খ. ব্যাকটেরিয়াকে
গ. এককোষী প্রাণীকে
ঘ. বহুকোষী প্রাণীকে
১৯. ব্যাকটেরিয়া সাধারণত-
ক. বহুকোষী
খ. অস্তিত্বহীন
গ. পরজীবী
ঘ. সংঘবদ্ধ
২০. সালোক সংশ্লেষণ হলো-
ক. মানুষের খাবার তৈরির প্রক্রিয়া
খ. ভাইরাসের খাবার তৈরির প্রক্রিয়া
গ. প্রাণীর খাবার তৈরির প্রক্রিয়া
ঘ. বৃক্ষের খাদ্য প্রস্তুতপ্রণালি
২১. কাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন?
ক. পানিতে বাসকারী প্রাণীদের
খ. ডাঙ্গায় বাসকারী প্রাণীদের
গ. এককোষী প্রাণীদের
ঘ. কীটপতঙ্গের
২২. অত্যন্ত নিম্নশ্রেণীর বুদ্ধির বিকাশ ঘটেছে-
ক. উষ্ণ রক্তের স্তন্যপায়ীদের
খ. শীতল রক্তের কীটপতঙ্গদের
গ. শীতল রক্তের স্তন্যপায়ীদের
ঘ. উষ্ণ রক্তের সরীসৃপদের
২৩. “কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রন করার চেষ্টা করছে” কারা?
ক. মানুষ
খ. ডাইনোসর
গ. ডলফিন
ঘ. রয়েল বেঙ্গল টাইগার
২৪. পৃথিবীর ভিনড়ব ভিন্ন প্রাণীর মধ্যে কোনটি নেই?
ক. স্বাভাবিকত্ব
খ. সুক্ষ্ম পার্থক্য
গ. মৌলিকত্ব
ঘ. মৌলিক পার্থক্য
২৫. বিভিনড়ব প্রজাতির মধ্যে বাহ্যিক পার্থক্য হলো-
ক. অবয়বগত পার্থক্য
খ. অভ্যন্তরীণ পার্থক্য
গ. মৌলিক পার্থক্য
ঘ. সূক্ষ পার্থক্য
২৬. সব প্রাণীর ডি.এন.এ কী দিয়ে তৈরি করে রাখা আছে?
ক. একই বেস পেয়ার
খ. একই কোষ
গ. একই RNA
ঘ. একই
২৭. প্রাণীর বিকাশের নীলনকশা কী দিয়ে তৈরি করে রাখা আছে?
ক. DNA
খ. RNA
গ. কোষ
ঘ. সাইটোপ্লাজম
২৮. মহাজাগতিক কিউরেটরদের কাজটি সহজ নয় কেন?
ক. বিশ্বব্রহ্মাণ্ডের সব গ্রহে যেতে হবে বলে
খ. সব গ্রহ থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলো সংগ্রহ করতে হবে বলে
গ. সব প্রাণীর নমুনা সংগ্রহ করতে হবে বলে
ঘ. ছোট প্রাণীদেরও খুঁজে বের করতে হবে বলে
২৯. কাদের সংরক্ষণ করা অনেক কঠিন হবে?
ক. হাতি বা নীল তিমি
খ. ভাইরাস ও ব্যাকটেরিয়া
গ. মানুষ
ঘ. পিঁপড়া
৩০. ‘যেখানে গতিশীল প্রাণী আছে যেখানে স্থির প্রাণী নেওয়ার অর্থ হয় না’ এখানে স্থির প্রাণী বলতে বোঝানো হয়েছে-
ক. ভাইরাসকে
খ. ব্যাকটেরিয়াকে
গ. শৈবাল
ঘ. বৃক্ষ
৩১. প্রথম কিউরেটরের পাখিকে পছন্দ করার কারণ-
ক. ওড়ার ক্ষমতা
খ. লাফানোর ক্ষমতা
গ. সুরেলা কণ্ঠ
ঘ. আকাশে ছোট
৩২. পছন্দ হওয়া সত্ত্বেও পাখির নমুনা না নেয়ার কারণ-
ক. পাখিদের বুদ্ধি সম্পর্কে অনিশ্চয়তা
খ. তারা শীতকালে স্থবির হয়ে যায়
গ. তাদের প্রাণে বৈচিত্র্য নেই
ঘ. তারা সভ্যতা তৈরি করেনি বলে
৩৩. কিউরেটরদের কুকুর পছন্দ হওয়ার কারণ-
ক. এরা অসামাজিক
খ. এরা দল বেধে ঘুরে বেড়ায়
গ. এদের রক্ত ঠান্ডা
ঘ. এরা একা একা চলাফেরা করে
৩৪. কুকুর প্রাণীটির নমুন সংগ্রহ না করার প্রধান কারণ
ক. এরা স্বকীয়তা হারিয়েছে
খ. এরা খুব হিংস্র
গ. এরা মানসিকতায় স্থির না
ঘ. এরা গ্রহপালিত
৩৫. হরিণ কী ধরনের প্রাণী?
ক. তৃণভোজী
খ. চালক ও সজাগ
গ. স্তন্যপায়ী
ঘ. সরীসৃপ
৩৬. হরিণ কী ধরণের প্রাণী-
ক. ঘাস খেয়ে
খ. দল বেঁধে ঘুরে
গ. অলস সময় নষ্ট করে
ঘ. তৃণ সংগ্রহ করে
৩৭. মানুষ নগর তৈরি করেছে-
ক. সভ্যতার বিকাশের জন্য
খ. নিজেদের আরামের জন্য
গ. প্রযুক্তি ব্যবহারে জন্য
ঘ. একত্রে বাস করার জন্য
৩৮. বাতাসের কোন স্তর ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে?
ক. ট্রাপোস্ফিয়ার
খ. মেসোমন্ডল
গ. ওজোন স্তর
ঘ. ট্রপোমন্ডল
৩৯. মানুষ কত মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে?
ক. দুই মিলিয়ন
খ. এক মিলিয়ন
গ. পাঁচ মিলিয়ন
ঘ. দশ মিলিয়ন
৪০. পিঁপড়া নিজের শরীরের কত গুণ বেশি ওজন বহন করতে পারে?
ক. পাঁচ
খ. দশ
গ. পনেরো
ঘ. বিশ
৪১. আগে থেকেই খাবার জমিয়ে রাখে কারা?
ক. মানুষ
খ. বানর
গ. মৌমাছি
ঘ. পিঁপড়া
৪২. ঐ ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই- এভাবে নিষ্ঠাবান ও একাগ্রচিত্তে কারা কাজ করে?
ক. মানুষ
খ. বানর
গ. পিঁপড়া
ঘ. বাঘ
৪৩. নিউক্লিয়ার বোমা হচ্ছে-
ক. পারমানবিক বোমা
খ. রাসায়নিক বোমা
গ. হাইড্রোজেন বোমা
ঘ. স্থল মাইন
৪৪. কিউরেটরগণ শঙ্কিত-
ক. মানুষের বুদ্ধিহীনতার কারণে
খ. মানুষের সংকীর্ণতার কারণে
গ. মানুষের বিবেকহীনতার কারণে
ঘ. মানুষের কূপমন্ডুতার কারণে
৪৫. পৃথিবী শ্রেষ্ঠ জাতি পিঁপড়া-
ক. মানবিকতাসম্পনড়ব প্রাণী
খ. পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী
গ. সুসভ্য প্রাণী
ঘ. বস্তুবাদী ইহজাগতিক প্রাণী
৪৬. গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে-
ক. লেখকের জীবনতৃষ্ণা
খ. লেখকের মানববোধ
গ. তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ
ঘ. ব্যঙ্গ-বিদ্রুপের ব্যবহার
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে তাহারেই পড়ে মনে কবিতার mcq প্রশ্নের উত্তরমালা ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post