মাথা ব্যথার সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কারণে অকারণে মাথা ব্যথা সকলেরই কোন না কোন সময় হয়ে থাকে। হঠাৎ করে কোন সময় মাথা ব্যথা হলে দুশ্চিন্তা না করে মাথা ব্যথার ঔষধ খেয়ে দেখতে হবে। তার জন্য আগে থেকে মাথা ব্যথার ঔষধ এর নাম কি তা জেনে রাখতে হবে এবং সেগুলো বাসার মধ্যে ব্যবস্থা করে রাখতে হবে কিংবা ফার্মেসি থেকে কিনে নিতে হবে।
হঠাৎ করে মাথা ব্যথা ও পেটে ব্যথা হলে দুশ্চিন্তা না করে মাথা ব্যথা ও পেটে ব্যথা কমানোর ঘরোয়া উপায় গুলো অনুসরণ করতে হবে। কারণ হঠাৎ করে মাথা ব্যথা কিংবা পেটে ব্যথা হলে তা কোন রোগ নয় বরং সেটি হতে পারে রোগের লক্ষণ। তাই প্রথমে ঘরোয়া উপায়ে কিংবা প্রাথমিক চিকিৎসা নিতে হবে। এই ধরনের শারীরিক সমস্যা হঠাৎ করেই হয়ে থাকে এমন খুব দ্রুত সেরেও যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় যে, বিশ্বে যত বয়স্ক মানুষ রয়েছে তাদের অর্ধেকেরও বেশী মানুষ প্রতি বছরে একবারের জন্য হলেও মাথা ব্যথা অনুভব করে। শুধু বয়স্ক নয় সাধারণ মানুষেরাও মাথাব্যথায় ভুগে থাকেন তবে এটা নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। যত ধরনের মাথা ব্যথা রয়েছে তার প্রায় ৯০ শতাংশই কোন ধরনের জটিলতা বয়ে আনে না।
মাথা ব্যথার ঔষধ এর নাম কি
মাথা ব্যথা হওয়ার অনেক কারণ আছে। কারণ অনুযায়ী মাথা ব্যথা সারানোর উপায় কিংবা ঔষধ খেতে হবে। ২০০ এরও বেশী মাথা ব্যথার ধরণ রয়েছে। তবে আমরা আজকে সেই কারণগুলো নিয়ে আলোচনা করবো যেসব কারণে সবচেয়ে বেশী মানুষ মাথাব্যথায় ভুগে।
মাথাব্যথার ধরণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তাহলে মাথা ব্যথা দ্রুত সময়ে সেরে যাবে। নয়তো মাথা ব্যথা সারতে সময় নেয় কিংবা সাময়িক সময়ের জন্য মাথা ব্যথা কমলেও পরবর্তী সময়ে আবার মাথা ব্যথা শুরু হয়।
মাথা ব্যথার ধরন
মাথা ব্যথা কোন রোগ নয়, এটি রোগের উপসর্গ। তবে মাথাব্যথা শুধু একটি রোগের উপসর্গ নয় যে মাথাব্যথা হলেই সেই রোগ হয়েছে ধরে নিবো। শারীরিক বিভিন্ন সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। তবে, প্রতিমাসে নারীদের হরমোনের তারতম্য ও বিভিন্ন কারণে তাদের মাথা ব্যথার সমস্যা বেশী হয়ে থাকে। তাই প্রত্যেক নারীকে নারীস্বাস্থ্য এর প্রতি খেয়াল রাখা উচিত।
চলুন মাথা ব্যথার ধরনগুলো জেনে নেওয়া যাক-
- মাইগ্রেনের ব্যথা
- সাইনুসাইটিস জনিত মাথা ব্যথা
- টেনশনজনিত মাথা ব্যথা
- এলার্জির কারণে মাথা ব্যথা
- গ্যাস্ট্রিক এর কারণে মাথা ব্যথা
- নারীদের বিভিন্ন ধরনের মাথাব্যথা
মাইগ্রেনের মাথা ব্যথার ঔষধ এর নাম
মাইগ্রেন যাকে আমরা আধ কপালি ব্যথা বলে থাকি। এই ব্যথার তীব্রতা খুবই বেশী হয়ে থাকে। এই ধরনের মাথা ব্যথা কয়েকদিন পরপর হতেই থাকে। এই ব্যথা হলে ঔষধ খেয়ে সাময়িক সময়ের জন্য কমানো যাবে। তবে কয়েকদিনের মধ্যে আবার শুরু হবে। এই ব্যথা হলে ডাক্তার দেখানো জরুরী। চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেনের মাথা ব্যথার ঔষধ এর নাম কি –
- Napa Extra
- Norium
- Tufnil
- Rizamig
- Lasmi
মাইগ্রেনের মাথাব্যথা শুরু হলেই একটি ট্যাবলেট খেয়ে নিবেন। ব্যথা কমে যাবে।
সাইনুসাইটিস জনিত মাথা ব্যথা
আমাদের মুখমন্ডলের হাড়ের অভ্যান্তরে যেসব ফাঁপা জায়গা আছে সেসব ফাকা জায়গায় কোন কারণে ঘা বা প্রদাহ হলে তাকে সাইনুসাইটিস বলে। সাইনুসাইটিসের কারণে মাথাব্যথা সহ, নাকে ও মুখে প্রদাহ হওয়া, ঘ্রাণশক্তি লোপ পাওয়ার মতো সমস্যা হয়। সাইনুসাইটিস হলে মাথা ব্যথার ঔষধ খেলে সাময়িক সময়ের জন্য মাথা ব্যথা কমবে। তবে পরবর্তীতে আবার ফিরে আসবে। পুরোপুরি মাথা ব্যথা সারার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। সাইনুসাইটিস জনিত মাথা ব্যথায় যেসব ঔষধ খাবেন-
- Pizofen
- Napa
- Topirva
টেনশনজনিত মাথা ব্যথার ঔষধ এর নাম কি
দুশ্চিন্তা করলে মাথা ব্যথা করা স্বাভাবিক। এমনটা হলে মাথা ব্যথার ঔষধ খেয়ে সাময়িক সময়ের জন্য মাথা ব্যথা কমানো সম্ভব। তবে পরবর্তীতে আবার দুশ্চিন্তা করলে মাথাব্যথা শুরু হতে পারে। চলুন জেনে নেওয়া যাক টেনশনজনিত মাথা ব্যথার ঔষধ এর নাম কি কি-
- Tryptin
- Pizofen
- Napa extra
- Nexcital
- Emijoy
- Setra
এলার্জির কারণে মাথা ব্যথা
কয়েক ধরনের এলার্জি রয়েছে যে এলার্জিগুলোর কারণে মাথা ব্যথা হয়ে থাকে। এমন হলে আগে এলার্জির ঔষধের নাম এবং ঘরোয়া সমাধান এর উপায়গুলো জেনে এলার্জি কমাতে হবে। নয়তো মাথা ব্যথার ঔষধ খাওয়ার পরেও মাথা ব্যথা সাময়িক সময়ের জন্য কমলেও পরে আবার মাথা ব্যথা শুরু হবে। এলার্জির কারণে মাথা ব্যথা হলে যে ঔষধগুলো খেতে হবে-
- Ace Plus
- Reset Plus
- Cafedon
- Caffo
গ্যাস্ট্রিকজনিত মাথা ব্যথার ঔষধ এর নাম কি
খাবার ঠিকমতো হজম না হলে পেটে গ্যাসের সমস্যা হয়। আর এই গ্যাসের সমস্যার করণে অনেক সময় মাথা ব্যথা হয়ে থাকে। গ্যাস্ট্রিক এর সমস্যার কারণে মাথা ব্যথা হলে গ্যাস্ট্রিক এর ঔষধ এর নাম জেনে গ্যাস্ট্রিক এর ঔষধের সাথে মাথা ব্যথার ঔষধ খেতে হবে। গ্যাস্ট্রিকের ঔষধের সাথে যে ঔষধগুলো খেতে পারেন-
- Feverex
- Fap Plus
- Namitol
নারীদের বিভিন্ন ধরনের মাথাব্যথা
পুরুষদের চেয়ে নারীদের মাথা ব্যথা বেশী হয়ে থাকে। তার কতগুলো কারণও রয়েছে। বিশেষ করে প্রতিমাসে হরমোনের তারতম্য, ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম অনুযায়ী না খাওয়া কিংবা ইমার্জেন্সি পিল বেশি খাওয়ার ফল হিসেবে হতে পারে মাথাব্যথা। তার জন্য প্রতিমাসে হরমোনের তারতম্য বজায় রাখার জন্য প্রতিমাসে হরমোন যুক্ত খাবার খেতে হবে এবং প্রয়োজনের চেয়ে ইমার্জেন্সি পিল বেশি খেলে কি হয় তা জেনে রাখতে হবে। চলুন নারীদের মাথা ব্যথা হলে যেসব ঔষধ খাবেন-
- Anilic
- Arain
- Tolfi
- Miotrol
গর্ভবতী মহিলাদের মাথা ব্যথা হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাবেন না। গর্ভবতী থাকাকালীন মাথা ব্যথা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই মাথা ব্যথা হলে টেনশন না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
সবশেষে যা জানা দরকার
মাথা ব্যথার অনেক ধরণ রয়েছে। মাথা ব্যথার ঔষধ এর নাম কি এবং কীভাবে ব্যবহার করবেন তা জেনে ঔষধ খাওয়ার পরেও যদি দেখেন মাথাব্যথা কমছে না তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি মাথা ব্যথা তীব্র হয়ে থাকে তাহলে উপরোক্ত সমস্যাগুলোর ঠিক কি কারণে মাথা ব্যথা হয়েছে তা ঠিক করে সেই অনুযায়ী ঔষধ খাইয়ে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
Discussion about this post