তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সবার জন্য শুভকামনা। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে প্রতি বছরই নতুনত্ব আসে। আর সেই নতুনত্বের আলোকে আজ আমরা কোর্সটিকায় তোমাদের জন্য মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf শেয়ার করতে চলেছি। আমাদের এ সাজেশনটি তোমাদের জন্য শতভাগ কমন নিশ্চিত করবে।
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf
নিচে মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো উল্লেখ করা হয়েছে। এই প্রতিটি অধ্যায় থেকেই উত্তরসহ PDF সংগ্রহ করতে পারবে। আর এজন্য প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলে অধ্যায়ভিত্তিক প্রতিটি সাজেশন আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারবে।
১ম অধ্যায় – ইতিহাসের ধারণা
২য় অধ্যায় – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
৩য় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ
৪র্থ অধ্যায় – সংঘবদ্ধতার গোরার কথা
৫ম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
১ম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ?
উত্তর: ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক মধুসূদন গুপ্ত ।
২. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
উত্তর: ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি ।
৩. ‘নবান্ন ‘ নাটক কে রচনা করেন ?
উত্তর: বিজন ভট্টাচার্য ।
৪. ভারতমাতা ছবিটি কার আঁকা ?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুরের ।
৫. মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ?
উত্তর: 1835 খ্রিস্টাব্দে ।
৬. ‘জীবনের ঝরাপাতা ‘ প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় ?
উত্তর: ‘ দেশ ’ নামক সাপ্তাহিক পত্রিকায় ।
৭. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ?
উত্তর: রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় ।
৮. অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করে ?
উত্তর: ফারনান্দ ব্রদেল ।
৯. চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তর: সুন্দরলাল বহুগুণা ।
১০. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ?
উত্তর: মেধা পাটেকর ।
১১. ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ?
উত্তর: 1878 খ্রিস্টাব্দে ।
১২. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
উত্তর: মহাফেজখানায় দিল্লিতে অবস্থিত ) ।
১৩. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?
উত্তর: বেঙ্গল গেজেট ( 1780 খ্রিস্টাব্দে , সম্পাদক অগাস্টাস হিকি ) ।
১৪. বঙ্গদর্শন পত্রিকা কবে , কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , 1872 খ্রিস্টাব্দে ।
১৫. ‘বন্দেমাতরম ‘ গান কোন উপন্যাসের অন্তর্গত ?
উত্তর: ‘ আনন্দমঠ ‘ ।
১৬. একাত্তরের ডায়েরি কার লেখা ?
উত্তর: সুফিয়া কামালের লেখা ।
১৭. ‘হতুমপ্যাচার নক্সা ‘ কে রচনা করেন ?
উত্তর: কালীপ্রসন্ন সিংহ ।
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf
১৮. ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: নবগোপাল মিত্র ।
১৯. ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় ?
উত্তর: ইংল্যান্ডে ।
২০. ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি ?
উত্তর: সারদারঞ্জন রায়ের ‘ ক্রিকেট খেলা ’।
২য় অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. হুতোম পেঁচা’ কার ছদ্মনাম?
উত্তর : কালীপ্রসন্ন সিংহের
২. কাদের উদ্যোগে ‘পার্থেনন’ নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছিল?
উত্তর : নব্যবঙ্গ গোষ্ঠীর
৩. বামাবোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত একজন লেখিকার নাম লেখো।
উত্তর : ঊষা প্রভা দত্ত
৪. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর : ওয়েলেসলি
৫. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮১৭ খ্রিস্টাব্দে
৬. কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথাকে নিষিদ্ধ করা হয়?
উত্তর : ১৮২৯ খ্রিস্টাব্দে
৭. গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর : কুমারখালি
৮. কে, কবে দিগদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন?
উত্তর : ১৮১৮ খ্রিস্টাব্দে, জন ক্লার্ক মার্শম্যান
৯. বামাবোধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬৩ খ্রিস্টাব্দে
১০. “হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর : গিরিশচন্দ্র ঘোষ
১১. ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী? কে এটি প্রকাশ করেন ?
উত্তর : বেঙ্গল গেজেট, হিকি
১২. হুতোম পেঁচার নকশা’ কে রচনা করেন?
উত্তর : কালীপ্রসন্ন সিংহ
১৩. কবে তিন আইন পাশ হয়?
উত্তর : ১৮৭২ খ্রিস্টাব্দে
১৪. গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর : কাঙাল হরিনাথের
১৫. কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী?
উত্তর : হরিচরণ মজুমদার
১৬. নীলদর্পণ’ নাটকটি কার লেখা? ইংরেজিতে কে নাটকটির অনুবাদ করেন?
উত্তর : দীনবন্ধু মিত্রের, মধুসূদন দত্ত
১৭. ফিল্টারেশন থিযোরি’র প্রবক্তা কে?
উত্তর : মেকলে
১৮. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ড্রিঙ্কওয়াটার বেথুন
১৯. চার্লস উড কে ছিলেন?
উত্তর : বোর্ড অব কন্ট্রোলের সভাপতি
২০. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দে
৩য় অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. “উলগুলান’ শব্দের অর্থ কী?
উত্তর : বিদ্রোহ
২. তিতুমীরের প্রকৃত নাম কী ছিল?
উত্তর : মির নিশার আলি
৩. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন?
উত্তর : রানি শিরোমণি
৪. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
উত্তর : লুই বোনার্ড
৫. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর : বুদ্ধুভগত, জোয়া ভগত
৬. সাঁওতাল বিদ্রোহে আর কোন্ কোন্ উপজাতিরা যোগদান করেছিল?
উত্তর : কামার, কুমোর
৭. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে
৮. রানি শিরোমণি কে ছিলেন?
উত্তর : চূয়াড় বিদ্রোহের নেত্রী
৯. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
উত্তর : ব্রিটিশ প্রশাসন
১০. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর : দুদুমিঞা
১১. চূয়াড় বিদ্রোহ’ কোথায় হয়?
উত্তর : পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায়
১২. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তর : সিধু
১৩. বীরসাইট’ কাদের বলা হয়?
উত্তর : বীরসা মুন্ডার অনুগামীদের
১৪. ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
উত্তর : নবজাগরণ
১৫. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তর : শাহওয়ালিউল্লাহ ও তাঁর পুত্র আজিজ
১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন ?
উত্তর : মির নিশার আলি
১৭. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তর : বীরসা মুন্ডা
১৮. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
উত্তর : ১৮৬৪ খ্রিস্টাব্দে
১৯. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী?
উত্তর : পাহাড়ের প্রান্তদেশ
২০. ‘দিকু’ কাদের বলা হয়?
উত্তর : বহিরাগত জমিদার ও মহাজনদের
৪র্থ অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। হিন্দুমেলা’ প্রথমে কী নামে পরিচিত ছিল?
উত্তর : চৈত্র মেলা
২। হিন্দুমেলার বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়?
উত্তর : গাও ভারতের জয়গান
৩। কীসের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?
উত্তর : মহারানীর ঘোষণাপত্র
৪। ‘আনন্দমঠ উপন্যাসে লেখক কোন সময়ের কথা তুলে ধরেছেন?
উত্তর : সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময়কাল
৫। কোন্ গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
উত্তর : ‘আনন্দমঠ
৬। ভারতমাতা’ চিত্রটি কে অঙ্কন করেন?
উত্তর : অবনীন্দ্রনাথ ঠাকুর
৭। বিবেকানন্দের বর্তমান ভারত’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৯৯ খ্রিস্টাব্দে
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf
৮। এনফিল্ড রাইফেলের টোটা কীভাবে ব্যবহার করতে হত?
উত্তর : দাঁতে কেটে
৯| ভারত সভার নেতৃত্বে গড়ে ওঠা দুটি আন্দোলনের উল্লেখ করো।
উত্তর : ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন, সিভিল সার্ভিস আন্দোলন
১০। ব্রিটিশ ভারত সভা কোন দুটি সংস্থাকে যুক্ত করে গড়ে ওঠে?
উত্তর : জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
১১। ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহ সম্পর্কে জে বি নর্টন কী মন্তব্য করেছিলেন?
উত্তর : জাতীয় বিদ্রোহ
১২। কে ‘বন্দেমাতরম’সংগীতটির সুর দেন?
উত্তর : যদু ভট্ট
১৩। ভারতের প্রথম ভাইসরয় কে?
উত্তর : লর্ড ক্যানিং
১৪। ইলবার্ট বিল কে রচনা করেন?
উত্তর : লর্ড রিপনের আইনসচিব কোর্টনি ইলবার্ট
১৫।‘গোরা’ উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখো।
উত্তর : পরেশবাবু ও কৃয়দয়াল
১৬। ১৮৫৭-এর বিদ্রোহ কোন্ কোন্ অঞলে অনুষ্ঠিত হয়?
উত্তর : অযোধ্যা ও বিহারে
১৭। ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : কলকাতার অ্যালবার্ট হলে
১৮| বঙ্গভাষা প্রকাশিকা সভায় কী বিষয়ে আলোচনা হত?
উত্তর : ভারতবাসীর মঙ্গল ও অমঙ্গল বিষয়ে
১৯। সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ কে?
উত্তর : মঙ্গল পান্ডে
২০। জমিদার সভার সঙ্গে যুক্ত কয়েকজনের নাম উল্লেখ করো।
উত্তর : দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাধাকান্ত দেব প্রমুখ।
৫ম অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। রমন ক্রিয়া’ কে আবিষ্কার করেন?
উত্তর : সি ভি রমন
২। বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উত্তর : হুগলিতে
৩। কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : মাদ্রাজে
৪। প্রতাপাদিত্য চরিত্র’ কার রচনা?
উত্তর : রামরাম বসুর
৫। কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার ও কেশবচন্দ্র সেন
৬। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল?
উত্তর : ১৯৫১ খ্রিস্টাব্দে
৭। পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উত্তর : কুমারখালিতে
৮৷ ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : বিদ্যাসাগর
৯। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল?
উত্তর : ইউ এন রায় অ্যান্ড সন্স
১০। কোন্ গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়?
উত্তর : “শিশুশিক্ষা
১১। কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন?
উত্তর : রাসবিহারী ঘোষ
১২। এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কী ছিল?
উত্তর : এশিয়াটিক রিসার্চেস
১৩। কে ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত?
উত্তর : গুটেনবার্গ
১৪। কবে ‘বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৭ খ্রিস্টাব্দে
১৫। পাখি সব করে রব’ কবিতাটি কার লেখা?
উত্তর : মদনমোহন তর্কালঙ্কারের
১৬। CET-এর পুরোনাম কী?
উত্তর : কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
১৭। টেক’ কাদের প্রকাশিত জার্নাল ?
উত্তর : কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর ছাত্রছাত্রীদের
১৮। রামরাম বসু কে ছিলেন?
উত্তর : প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা
১৯। কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়?
উত্তর : ১৫৫৪ খ্রিস্টাব্দে
২০। কে ‘টুনটুনির বই রচনা করেন?
উত্তর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১ম অধ্যায় – ইতিহাসের ধারণা
২য় অধ্যায় – সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
৩য় অধ্যায় – প্রতিরোধ ও বিদ্রোহ
৪র্থ অধ্যায় – সংঘবদ্ধতার গোরার কথা
৫ম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
ওপরে মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো উল্লেখ করা হয়েছে। এই প্রতিটি অধ্যায় থেকেই উত্তরসহ PDF সংগ্রহ করতে পারবে। আর এজন্য প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলে অধ্যায়ভিত্তিক প্রতিটি সাজেশন আলাদা আলাদা করে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post