প্রিয় মাধ্যমিকের পরীক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই জেনেছো যে, কোর্সটিকায় আমরা বাংলা সকল গল্প-কবিতার পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের জন্য মাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায় সাজেশন প্রকাশ করতে চলেছি। আজকের এ সাজেশনে তোমরা এবছর অনুষ্ঠিতব্য সকল প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে। পূর্ণাঙ্গ সাজেশনটি তোমরা পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে।
মাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায় সাজেশন
১. স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন
ক. রাধাকান্ত দেব
খ. রামমোহন রায়
গ. ডেভিড হেয়ার
ঘ. ড্রিঙ্কওয়াটার বেথুন
২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
ক. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
খ. শিশিরকুমার ঘোষ
গ. গিরিশচন্দ্র ঘোষ
ঘ. দীনবন্ধু মিত্র
৩. ওয়ারেন হেস্টিংসের শিক্ষানীতি ছিল।
ক. পাশ্চাত্যবাদী
খ. সমন্বয়বাদী
গ. প্রাচ্যবাদী
ঘ. কোনোটিই নয়
৪. বামাবোধিনী’ ছিল ।
ক. সাপ্তাহিক পত্রিকা
খ. মাসিক পত্রিকা
গ. ত্রৈমাসিক পত্রিকা
ঘ. দৈনিক পত্রিকা
৫. জনশিক্ষা কমিটি গঠন করা হয়।
ক. ১৮১৩ খ্রিস্টাব্দে
খ. ১৮২৩ খ্রিস্টাব্দে
গ. ১৮৩৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৩৫ খ্রিস্টাব্দে
৬. হুতোম পেঁচার নকশা’ রচনা করেন।
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. রাজা রামমোহন রায়
গ. হরিচরণ মজুমদার
ঘ. দীনবন্ধু মিত্র
৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন
ক. জেমস উইলিয়াম কোলভিল
খ. লর্ড ক্যানিং
গ. ডেভিড হেয়ার
ঘ. মন্টফোর্ড ব্রামলি
৮. কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন?
ক. উমাচরণ শেঠ
খ. মধুসূদন গুপ্ত
গ. তারকনাথ পালিত
ঘ. নীলরতন সরকার
৯. গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক
ক. দীনবন্ধু মিত্র
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. হরিচরণ মজুমদার
ঘ. কালীপ্রসন্ন সিংহ
১০. ভারতে ‘পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা’ বলা হয়
ক. উডের ডেসপ্যাচকে
খ. মেকলে মিনিটসকে
গ. চার্টার আইনকে
ঘ. বেন্টিঙ্কের ঘোষণাকে
১১. নীলদর্পণ’ নাটকটির লেখক হলেন।
ক. দীনবন্ধু মিত্র
খ. মধুসূদন দত্ত
ঘ. হরিশচন্দ্র মুখার্জী
গ. জেমস্ লঙ
১২. নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন।
ক. দীনবন্ধু মিত্র
খ. রেভারেন্ড লর্ড
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কালীপ্রসন্ন সিংহ
১৩. আইন পাশ করে সতীদাহপ্রথা রদ করা হয়েছিল, তা হল
ক. পঞ্চদশ আইন
খ. সপ্তদশ বিধি
গ. তিন আইন
ঘ. অষ্টাদশ বিধি
১৪. উনিশ শতকের বাংলার নবজাগরণ যে শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল
ক. শ্রমিক
খ. মধ্যবিত্ত
গ. উচ্চবিত্ত
ঘ. কৃষক
১৫. ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ হল
ক. স্কটিশ চার্চ
খ. বিটন
গ. লেডি ব্রেবোর্ন
ঘ. বিদ্যাসাগর
১৬. ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠা করেন
ক. কেশবচন্দ্র সেন
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. রামমোহন রায়
১৭. পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির সঙ্গে মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়
ক. লর্ড হার্ডিঞ্জের প্রতিবেদনে
খ. মেকলের প্রতিবেদনে
গ. অকল্যান্ডের প্রতিবেদনে
ঘ. চার্লস উডের প্রতিবেদনে
১৮. মেকলে মিনিটস’ প্রকাশিত হয়
ক. ১৮৩৩ খ্রিস্টাব্দে
খ. ১৮১৩ খ্রিস্টাব্দে
গ. ১৮৩৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৮২৩ খ্রিস্টাব্দে
১৯. ‘উডের ডেসপ্যাচ’ প্রকাশিত হয়
ক. ১৮৫৭ খ্রিস্টাব্দে
খ. ১৮৫৪ খ্রিস্টাব্দে
গ. ১৮৫৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৫৩ খ্রিস্টাব্দে
২০. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়
ক. ১৭৮২ খ্রিস্টাব্দে
খ. ১৭৮৪ খ্রিস্টাব্দে
গ. ১৮১৩ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৩৫ খ্রিস্টাব্দে
বিভাগ-খ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. হুতোম পেঁচা’ কার ছদ্মনাম?
উত্তর : কালীপ্রসন্ন সিংহের
২. কাদের উদ্যোগে ‘পার্থেনন’ নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছিল?
উত্তর : নব্যবঙ্গ গোষ্ঠীর
৩. বামাবোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত একজন লেখিকার নাম লেখো।
উত্তর : ঊষা প্রভা দত্ত
৪. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তর : ওয়েলেসলি
৫. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮১৭ খ্রিস্টাব্দে
৬. কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথাকে নিষিদ্ধ করা হয়?
উত্তর : ১৮২৯ খ্রিস্টাব্দে
৭. গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর : কুমারখালি
৮. কে, কবে দিগদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন?
উত্তর : ১৮১৮ খ্রিস্টাব্দে, জন ক্লার্ক মার্শম্যান
৯. বামাবোধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?
উত্তর : ১৮৬৩ খ্রিস্টাব্দে
১০. “হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর : গিরিশচন্দ্র ঘোষ
১১. ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী? কে এটি প্রকাশ করেন ?
উত্তর : বেঙ্গল গেজেট, হিকি
১২. হুতোম পেঁচার নকশা’ কে রচনা করেন?
উত্তর : কালীপ্রসন্ন সিংহ
১৩. কবে তিন আইন পাশ হয়?
উত্তর : ১৮৭২ খ্রিস্টাব্দে
১৪. গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর : কাঙাল হরিনাথের
১৫. কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী?
উত্তর : হরিচরণ মজুমদার
১৬. নীলদর্পণ’ নাটকটি কার লেখা? ইংরেজিতে কে নাটকটির অনুবাদ করেন?
উত্তর : দীনবন্ধু মিত্রের, মধুসূদন দত্ত
১৭. ফিল্টারেশন থিযোরি’র প্রবক্তা কে?
উত্তর : মেকলে
১৮. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ড্রিঙ্কওয়াটার বেথুন
১৯. চার্লস উড কে ছিলেন?
উত্তর : বোর্ড অব কন্ট্রোলের সভাপতি
২০. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৫৭ খ্রিস্টাব্দে
২১. কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : মেকলে
২২. বিধবাবিবাহ আইন কবে পাশ হয়?
উত্তর : ১৮৫৬ খ্রিস্টাব্দে
২৩. কবে মেকলে মিনিট পেশ হয়?
উত্তর : ১৮৩৫ খ্রিস্টাব্দে
২৪. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রবক্তা কে?
উত্তর : ডিরোজিও
২৫. নববিধান কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : কেশবচন্দ্র সেন
২৬. রামকৃয় মিশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : স্বামী বিবেকানন্দ
২৭.ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় ?
উত্তর : বাংলায় ।
২৮. কে প্রথম বাঙ্গালি সাংবাদ পত্রের প্রকাশক ছিলেন ?
উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।
২৯.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ?
উত্তর : মধুসূদন রায় ।
৩০.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
ঠিক বা ভুল নির্ণয় করো
১. বিটন বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন।
২. লর্ড হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
৩. হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা নীলকরদের সমর্থন করে।
৪. গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কুমারখালি গ্রাম থেকে প্রকাশিত হত।
৫. ডিরোজিও নব্যবঙ্গ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।
৬. স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার।
৭. সতীদাহপ্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়।
৮. বিদ্যাসাগর বিধবাবিবাহের বিরোধিতা করেন.।
ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর
১. পাশ্চাত্য শিক্ষার কেন্দ্ররূপে শ্রীরামপুর ও চুঁচুড়া ।
২. নবজাগরণের এলাকা
৩. সংস্কার আন্দোলনের কেন্দ্ররূপে-কলকাতা, বেলুড়
৪. লালন ফকিরের সাধনাশ্রম কুষ্টিয়া
নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো
১. বিবৃতি : উনিশ শতকে বাংলায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির আবির্ভাব হয়।
ব্যাখ্যা ১: এই সময় প্রাচ্য শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটে।
ব্যাখ্যা ২: এই সময় পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির প্রসার ঘটে।
ব্যাখ্যা ৩: বাঙালিরা নিজস্ব শিক্ষা-সংস্কৃতির প্রতি বিশেষ যত্নবান হয়ে ওঠে।
উত্তর : ব্যাখ্যা 2
২. বিবৃতি – ভারতের অনেক সমাজসংস্কারক ব্রিটিশ শাসন থেকে দেশীয় উন্নয়ন সম্ভব বলে মনে করতেন।
ব্যাখ্যা ১— অনেক সমাজসংস্কারক ঔপনিবেশিক ভাবনার প্রতি আস্থাশীল ছিল।
ব্যাখ্যা ২- তাদের মনে হয়েছিল ব্রিটিশের শিক্ষা-সংস্কৃতি ছিল আধুনিক।
ব্যাখ্যা ৩- তারা মনে করত ইংরেজদের সাহায্যে দেশের উন্নতি সম্ভব।
উত্তর : ব্যাখ্যা 2
৩. বিবৃতি – উনিশ শতকে সমাজ ও ধর্মসংস্কার আন্দোলন শুরু হয়।
ব্যাখ্যা ১- এই সময়ে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যুক্তিবাদী চেতনার বিকাশ ঘটে।
ব্যাখ্যা ২- এই সময়ে ইংরেজরা একাধিক আইন পাশ করে।
ব্যাখ্যা ৩— এই সময়ে অর্থনৈতিক উন্নতি ঘটে।
উত্তর : ব্যাখ্যা 1
বিভাগ-গ
সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলার প্রথম দুজন মহিলা স্নাতকের নাম লেখো।
২. পাশ্চাত্য শিক্ষাপ্রসারে ডেভিড হেয়ারের দুটি অবদান লেখো।
৩. কে, কবে, কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
৪. নব্যবঙ্গ’ কাদের বলা হয়?
৫. মেকলে মিনিটস্কী ?
৬. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
৭. কেশবচন্দ্র সেন সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।
৮. উনিশ শতকে ধর্মসংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল?
৯. প্রাচ্যবাদী কাদের বলা হয়?
১০. রামমোহন রায় ভারতীয় শিক্ষার পাঠক্রমে কী ধরনের পরিবর্তনের উৎসাহী ছিলেন?
১১. সতীদাহপ্রথা’ কী?
১২. কে, কবে, কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
১৩. ‘উডের ডেসপ্যাচ’ কী?
১৪. প্রাচ্যবাদী কাদের বলা হয়?
১৫. পাশ্চাত্যবাদী কাদের বলা হয় ?
১৬. নব্যবঙ্গ গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখো।
১৭. কে, কবে বিধবাবিবাহ আইন পাশ করেন ?
১৮. কে, কবে সতীদাহপ্রথা নিষিদ্ধ করেন?
১৯. নববিধান কী?
২০. কে, কবে ব্রাক্ষ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
২১. বাংলার নবজাগরণ কাকে বলে?
২২. নব্যবেদান্ত’ কাকে বলে?
২৩. সাধারণ ব্রাহ্বসমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন?
২৪. আদি ব্রাত্যসমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন?
২৫. সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো?
২৬. ভারতবর্ষের ব্রাম্মসমাজ কেন বিভক্ত হল?
২৭. স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
২৮. নারীশিক্ষা বিস্তারে রাধাকান্তের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ-ঘ
বিশ্লেষণধর্মী প্রশ্ন
১. বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
২. টীকা লেখো : বিধবাবিবাহ আন্দোলন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩. নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে ‘হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে?
৪. সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো।
৫. সমাজসংস্কার আন্দোলনে ব্রাত্যসমাজের কীরূপ ভূমিকা ছিল?
৬. নারীমুক্তি আন্দোলনে ‘বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী ছিল?
৭. জাতীয় জাগরণে ও সমাজসংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী ছিল?
৮. উনিশ শতকের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিষয়ক দ্বন্দ্ব সম্পর্কে কী জানো?
৯. আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল ?
১০. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
বিভাগ-ঙ
ব্যাখ্যামূলক প্রশ্ন
১. ব্রাহ্মসমাজের বিভাজন কীভাবে ঘটে?
২. হুতোম পেঁচার নকশা-তে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন?
৩. উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো।
৪. বাংলার নবজাগরণের সঙ্গে ইটালির নবজাগরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো।
৫. বাংলার সমাজসংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের গুরুত্ব কী ছিল?
৬. শিক্ষাবিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব কী?উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
৭. উনিশ শতকের সাময়িকপত্র, সংবাদপত্র, সাহিত্য প্রভৃতি ছিল তৎকালান সমাজজীবনের আয়না—বিভিন্ন উদাহরণ সহযোগে মন্তব্যটির তাৎপং বুঝিয়ে দাও।
►► উচ্চ মাধ্যমিক: ইতিহাস সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে মাধ্যমিক ইতিহাস ২য় অধ্যায় সাজেশন pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post