প্রিয় মাধ্যমিকের পরীক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই জেনেছো যে, কোর্সটিকায় আমরা বাংলা সকল গল্প-কবিতার পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের জন্য মাধ্যমিক ইতিহাস ৩য় অধ্যায় সাজেশন প্রকাশ করতে চলেছি। আজকের এ সাজেশনে তোমরা এবছর অনুষ্ঠিতব্য সকল প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে। পূর্ণাঙ্গ সাজেশনটি তোমরা পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে।
মাধ্যমিক ইতিহাস ৩য় অধ্যায় সাজেশন
১. হুল’ নামে পরিচিত
ক. সাঁওতাল বিদ্রোহ
খ. নীল বিদ্রোহ
গ. মুন্ডা বিদ্রোহ
ঘ. কোল বিদ্রোহ
২. বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে?
ক. সন্ন্যাসী ও ফকির
খ. বারাসত
গ. ফরাজি
ঘ. পাগলপন্থী
৩. প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়।
ক. ১৮৫৫ খ্রিস্টাব্দে
খ. ১৮৬৫ খ্রিস্টাব্দে
গ. ১৮৭৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৮৫ খ্রিস্টাব্দে
৪. ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল
ক. ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করা
খ. ইসলাম ধর্মের সংস্কার সাধন
গ. সমাজসংস্কার সাধন
ঘ. কৃষক আন্দোলন গড়ে তোলা
৫. কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন?
ক. বীরসা
খ. সিধু
গ. কানু
ঘ. ভৈরব
৬. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয়
ক. দুটি স্তরে
খ. তিনটি স্তরে
গ. চারটি স্তরে
ঘ. পাঁচটি স্তরে
৭. নীল বিদ্রোহের সূচনা হয়
ক. চৌগাছা গ্রামে
খ. রংপুরে
গ. দিনাজপুরে
ঘ. শ্রীরামপুরে
৮. ‘দিকু’ শব্দের অর্থ হল
ক. অপরিচিত
খ. দেশি
গ. বহিরাগত
ঘ. একই অঞ্চলের মানুষ
৯. হান্টার কোন বিদ্রোহীদের ‘লাল প্রজাতন্ত্রী বলেছেন?
ক. সাঁওতাল
খ. ওয়াহাবি
গ. ফরাজি
ঘ. মুন্ডা
১০. উলগুলান’ নামে পরিচিত
ক. সাঁওতাল বিদ্রোহ
খ. চূয়াড় বিদ্রোহ
গ. ভিল বিদ্রোহ
ঘ. মুন্ডা বিদ্রোহ
১১. সুই মুন্ডা নেতৃত্ব দেন
ক. মুন্ডা বিদ্রোহের
খ. কোল বিদ্রোহের
গ. সাঁওতাল বিদ্রোহের
ঘ. নীল বিদ্রোহের
১২. খুৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল
ক. মুন্ডা সমাজে
খ. সাঁওতাল সমাজে
গ. কোল সমাজে
ঘ. ভিল সমাজে
১৩. মেদিনীপুরে চূয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন
ক. রানি শিরোমণি
খ. রানি লক্ষ্মীবাঈ
গ. রাজমাতা ঝিন্দন
ঘ. রানি দুর্গাবতী
১৪. কোন্ বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল?
ক. কোল বিদ্রোহে
খ. সাঁওতাল বিদ্রোহে
গ. মুন্ডা বিদ্রোহে
ঘ. চূয়াড় বিদ্রোহে
১৫. বাঁশের কেল্লা তৈরি করেন
ক. তিতুমীর
খ. দুদুমিঞা
গ. বীরসা মুন্ডা
ঘ) সিধু-কানু
১৬. পাবনার কৃষকবিদ্রোহ ঘটে
ক. ১৭৭০ খ্রিস্টাব্দে
খ. ১৮৭০ খ্রিস্টাব্দে
গ. ১৮৭৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৮৫ খ্রিস্টাব্দে
১৭. নীল বিদ্রোহের নেতৃত্ব দেন
ক. রফিক মণ্ডল
খ. বুড়ি মা
গ. দুদুমিঞা
ঘ. সূর্য সেন
১৮. ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে
ক. কোল জাতি
খ. ভিল জাতি
গ. মুন্ডা জাতি
ঘ. সাঁওতাল জাতি
১৯. সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল
ক. ১৮৫৫ খ্রিস্টাব্দে
খ. ১৮৩৩ খ্রিস্টাব্দে
গ. ১৮৬৫ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৫৪ খ্রিস্টাব্দে
২০. বুধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
ক. কোল বিদ্রোহ
খ. সাঁওতাল বিদ্রোহ
গ. মুন্ডা বিদ্রোহ
ঘ. নীল বিদ্রোহ
বিভাগ-খ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. “উলগুলান’ শব্দের অর্থ কী?
উত্তর : বিদ্রোহ
২. তিতুমীরের প্রকৃত নাম কী ছিল?
উত্তর : মির নিশার আলি
৩. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন?
উত্তর : রানি শিরোমণি
৪. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
উত্তর : লুই বোনার্ড
৫. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর : বুদ্ধুভগত, জোয়া ভগত
৬. সাঁওতাল বিদ্রোহে আর কোন্ কোন্ উপজাতিরা যোগদান করেছিল?
উত্তর : কামার, কুমোর
৭. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে
৮. রানি শিরোমণি কে ছিলেন?
উত্তর : চূয়াড় বিদ্রোহের নেত্রী
৯. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
উত্তর : ব্রিটিশ প্রশাসন
১০. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর : দুদুমিঞা
১১. চূয়াড় বিদ্রোহ’ কোথায় হয়?
উত্তর : পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায়
১২. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তর : সিধু
১৩. বীরসাইট’ কাদের বলা হয়?
উত্তর : বীরসা মুন্ডার অনুগামীদের
১৪. ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
উত্তর : নবজাগরণ
১৫. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তর : শাহওয়ালিউল্লাহ ও তাঁর পুত্র আজিজ
১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন ?
উত্তর : মির নিশার আলি
১৭. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তর : বীরসা মুন্ডা
১৮. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
উত্তর : ১৮৬৪ খ্রিস্টাব্দে
১৯. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী?
উত্তর : পাহাড়ের প্রান্তদেশ
২০. ‘দিকু’ কাদের বলা হয়?
উত্তর : বহিরাগত জমিদার ও মহাজনদের
২১. ফরাজি’ শব্দটির অর্থ কী?
উত্তর : ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
২২. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তর : হাজি শরিয়উল্লাহ
২৩. ‘লাল প্রজাতন্ত্রী’ কাদের বলা হয়?
উত্তর : ফরাজিদের
২৪. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তর : দিগম্বর বিশ্বাস
২৫. নীল কমিশন কবে গঠিত হয়?
উত্তর : ১৮৬০ খ্রিস্টাব্দে
ঠিক বা ভুল নির্ণয় করো
১. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে।
২. পাগলপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান।
৩. দেবী সিং-এর অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ শুরু হয়।
৪. ব্রিটিশ সরকার বনভূমির সংরক্ষণের জন্য অরণ্য আইন পাশ করে।
৫. কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা চালু করে।
৬. বীরসা অনুগামীরা ‘বীরসাইট’ নামে পরিচিত।
৭. খুৎকাঠি’ প্রথা জমির যৌথ মালিকানা স্বীকার করে না।
৮. তিতুমীর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন।
৯. ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়।
১০. হাজি শরিয়উল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেন।
১১. বাংলার নানাসাহেব বলা হয় রামরতন মল্লিককে।
ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো
১. সাঁওতাল বিদ্রোহের এলাকা
২. কোল বিদ্রোহের এলাকা
৩. কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর
৪. চুয়াড় বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর, রাইপুর
৫. ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র
৬. বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্ররূপে বারাসত
৭. মুন্ডা বিদ্রোহের এলাকা
৮. নীল বিদ্রোহের একটি কেন্দ্র
নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো
১. বিবৃতি : ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে।
ব্যাখ্যা ১: ইংরেজরা অত্যাচার করত।
ব্যাখ্যা ২: সাঁওতালদের জোর করে যুদ্ধে নিয়ে যেত।
ব্যাখ্যা ৩: সাঁওতাল এলাকায় ঢুকে মহাজন, দেশীয় জমিদার ব্যবসায়ী ও ইংরেজরা তাদের ওপর অত্যাচার করত।
উত্তর : ব্যাখ্যা ৩
২. বিবৃতি : উনিশ শতকের ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহী হয়ে ওঠে।
ব্যাখ্যা ১: উচ্চবর্ণের মানুষেরা তাদের ওপর অত্যাচার চালায়।
ব্যাখ্যা ২: অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের চরম দুর্দশার সম্মুখীন হতে হয়।
ব্যাখ্যা ৩: স্থানীয় জমিদাররা আদিবাসীদের ওপর আর্থিক শোষণ চালায়।
উত্তর : ব্যাখ্যা ২
৩.বিবৃতি : ব্রিটিশ সরকার ভারতের বনজ সম্পদ সংরক্ষণের জন্য আইন পাশ করে।
ব্যাখ্যা ১: রেলপথ নির্মাণ ও জাহাজ তৈরির জন্য।
ব্যাখ্যা ২ : পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য।
ব্যাখ্যা ৩: ইংল্যান্ডে বনজ সম্পদ পাঠাবার জন্য।
উত্তর : ব্যাখ্যা ১
৪. বিবৃতি : উনিশ শতকে ভারতে বারবার কৃষকবিদ্রোহ ঘটে।
ব্যাখ্যা ১: ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন নীতির জন্য।
ব্যাখ্যা ২: ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা অর্জন করারজন্য।
ব্যাখ্যা ৩: অন্যান্য বিদেশিদের প্রচ্ছন্ন সহযোগিতার জন্য।
উত্তর : ব্যাখ্যা ১
বিভাগ-গ
সংক্ষিপ্ত প্রশ্ন
১. খুকাঠি প্রথা কী?
২. “দিকু’ কাদের বলা হয়?
৩. চূয়াড় কাদের বলা হয়?
৪. কেনারাম ও বেচারাম কী?
৫. উনিশ শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল?
৬. মুন্ডা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৭. সাঁওতাল বিদ্রোহের চারজন নেতার নাম লেখো।
৮. বারাসত বিদ্রোহ কী?
৯. কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়?
১০. ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন?
১১. ফরাজি আন্দোলনের নাম ফরাজি হয় কেন?
১২. এলাকা চাষ বলতে কী বোঝো?
১৩. নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো।
১৪. বিশ্বাস ভ্রাতৃদ্বয় কেন বিখ্যাত?
১৫. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
১৬. নীলকর সাহেবরা কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করত সংক্ষেপে আলোচনা করো।
বিভাগ-ঘ
বিশ্লেষণধর্মী প্রশ্ন
১. তিতুমীর ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
২. নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়?
৩. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা স্পষ্ট করো।
৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।
৫. তরিখ-ই-মহম্মদীয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়?
৬. ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল?
৭. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো।
৮. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হওয়ার পিছনে কী কী কারণ ছিল?
বিভাগ- ঙ
ব্যাখ্যামূলক প্রশ্ন
১। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে যা জানো লেখো। ৫+৩
২। নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো।
৩। কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো।
৪। বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো।
৫। ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
৬। ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল?
►► উচ্চ মাধ্যমিক: ইতিহাস সাজেশন সকল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে মাধ্যমিক ইতিহাস ৩য় অধ্যায় সাজেশন pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post