মানবতা
—তাসনিম ইসলাম আনিকা
আশেপাশে চলছে যত
আজব আজব নানান কথা,
বানোয়াট কথার ছড়াছড়ি
নেই যে তাদের মানবতা।
আরেক জনের দোষ খুঁজিতে
ব্যস্ত ওরা সবসময়,
নিজের দোষের পায়না হদিশ
মানছে না ভুল তারো হয়।
অন্যজনের স্বপ্ন ভাঙ্গে
মিথ্যাটাকে সত্য বলে,
খুঁটিয়ে খুটিয়ে বের করে দোস
প্রমাণ করে হাজার ছলে।
মনে মনে বড্ড খুশি
মানবতায় পরিয়ে ফাঁসি!
ব্যবহারেই পাই পরিচয়
ওরা হলো সর্বনাশী।
কবিতাটি লিখেছেন:
তাসনিম ইসলাম আনিকা
অষ্টম শ্রেণি,
ইছাইল সরকারি উচ্চ বিদ্যালয়।
Discussion about this post