কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সহজ করতে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের সাজেশন গুলো দেওয়া শুরু করা হয়েছে। তোমাদের জন্য আজকে মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে এই সাজেশন তৈরি করার কারণে পরীক্ষায় রয়েছে শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম। সমাজকর্ম বিভাগের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩২১১৩। এই সাজেশন ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়েই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে।
মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম Thomas Paine, ১৭৮৯ সালে ব্যবহার করেন।
২. সামাজিক ন্যায়বিচার কী?
উত্তর: সামাজিক ন্যায় বিচার হলো সামাজিক সমতা, ন্যায়পরায়নতা ও নিরপেক্ষতার মূর্ত প্রকাশ।
৩. মানবাধিকারের ২টি উৎস লেখ।
উত্তর: মানবাধিকারের ২টি উৎস হলো- ১. আইন ও ২. মানুষের ন্যায়বোধ।
৪. পৃথিবীর ইতিহাসে প্রথম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কোথায়?
উত্তর: পৃথিবীর ইতিহাসে প্রথম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মদিনায়।
৫. সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুটি উদাহরণ লেখ।
উত্তর: সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুটি উদাহরণ হলো: ১. বয়স্ক ভাতা ও ২. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা।
৬. ম্যাগনাকার্টা কত সালে প্রণীত হয়?
অথবা, ম্যাগনাকার্টা কখন প্রবর্তিত হয়?
উত্তর: ম্যাগনাকার্টা ১২১৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রণীত হয়।
৭. পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তর: পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ।
৮. ধর্ম কী?
উত্তর: মানুষ ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্তরে যা। ধারণ করে ও বিশ্বাস করে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে তাই ধর্ম।
৯. আইনগত সহায়তা আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: আইনগত সহায়তা আইন ২০০০ সালে প্রণীত হয়।
১০. জাতিসংঘের শিশু অধিকার সনদ কখন কার্যকর হয়?
উত্তর: জাতিসংঘের শিশু অধিকার সনদ ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে কার্যকর হয়।
১১. সংশ্লিষ্ট আইন অনুযায়ী ‘ভোক্তা’ কে?
উত্তর: সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভোক্তা হলো এমন ব্যক্তি যিনি পুনঃবিক্রয় ও বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত মূল্য পরিশোধের প্রতিশ্রুতিতে কোনো পণ্য ক্রয় ও ব্যবহার করেন।
১২. BSTI-এর পূর্ণরূপ কী?
উত্তর: BSTI-এর পূর্ণরূপ হলো Bangladesh Standard Testing Institute.
১৩. জাতিসংঘ ঘোষিত ভোক্তা অধিকার কয়টি?
উত্তর: জাতিসংঘ ঘোষিত ভোক্তা অধিকার ৭টি।
১৪. বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কখন প্রবর্তিত হয়?
উত্তর: বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সালে প্রবর্তিত হয়।
১৫. জাতিসংঘ কবে গঠিত হয়?
অথবা, জাতিসংঘ কোন তারিখে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জাতিসংঘ ১৯৪৪ সালের ২৪ অক্টোবর গঠিত হয়।
১৬. পিটিশন অব রাইটস কী?
উত্তর: ব্রিটিশ জনগণের মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে ১৬২৮ সালে পার্লামেন্ট কর্তৃক গৃহীত সর্বপ্রথম সাংবিধানিক দলিল হচ্ছে পিটিশন অব রাইটস।
১৭. সবর্জনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় কখন?
উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সবর্জনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়।
১৮. সর্বজনীন মানবাধিকার ঘোষণার ধারা কয়টি?
উত্তর: সর্বজনীন মানবাধিকার ঘোষণার ধারা ৩০টি।
১৯. শিশু অধিকার সনদে কতটি ধারা আছে?
অথবা, শিশু অধিকার সনদ, ১৯৮৯ এ কয়টি ধারা রয়েছে?
উত্তর: শিশু অধিকার সনদে ৫৪টি ধারা রয়েছে।
২০. শিশু সনদ অনুযায়ী শিশু কারা?
উত্তর: ১৮ বছরের নিচে সকল মানব সন্তানই শিশু।
২১. আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে?
অথবা, ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ কোন তারিখে পালিত হয়?
উত্তর: আন্তর্জাতিক প্রবীণ দিবস ১ অক্টোবর।
২২. মৌলিক অধিকার কী?
উত্তর: মৌলিক অধিকার বলতে সেসব প্রাকৃতিক ও সহজাত অধিকারকে বুঝায়, যেগুলো ব্যক্তি তার দেশের নাগরিক অধিকার হিসেবে ভোগ করে এবং এগুলো পূরণ ব্যতীত মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব।
২৩. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়।
২৪. নারীর ক্ষমতায়ন কী?
উত্তর: সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হচ্ছে নারীর ক্ষমতায়ন।
২৫. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম হলো “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”।
২৬. বাংলাদেশের সংবিধান কখন কার্যকর হয়?
অথবা, বাংলাদেশে সংবিধান কার্যকর হয় কবে?
উত্তর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
২৭. রিট কী?
অথবা, রিট বলতে কী বুঝ?
উত্তর: প্রতিকার চেয়ে উচ্চ আদালতে যে আবেদন করা হয় তাই রিট। এটি একটি মৌলিক অধিকার।
২৮. কত সালে আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৬ সালে আইন ও সালিশ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
২৯. আইনি সহায়তা কী?
উত্তর: আইনি সহায়তা বলতে অধিকার বঞ্চিত ও অসহায় মানুষকে আইনগত সহায়তা প্রদানকে বুঝায়।
৩০. কত সালে ‘পারিবারিক আদালত’ প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ১৯৮৫ সালে ‘পারিবারিক আদালত’ প্রতিষ্ঠা করা হয়।
৩১. সরকারের মানবাধিকার বিষয়ক সংস্থার নাম কী?
উত্তর: সরকারের মানবাধিকার বিষয়ক সংস্থার নাম বাংলাদেশ মানবাধিকর কমিশন।
৩২. ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের’ প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের’ প্রতিষ্ঠাতা হলেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেন সেন।
৩৩. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
উত্তর: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
৩৪. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তর: আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
৩৫. TIB কী?
উত্তর: TIB হলো বার্লিন ভিত্তিক একটি দুর্নীতি বিরোধী সংস্থা। যার পূর্ণরূপ Transparency International Bangladesh.
৩৬. কিশোর আদালত কী?
অথবা, কিশোর আদালত বলতে কী বুঝ?
উত্তর: কিশোর আদালত হলো কিশোর অপরাধ সংশোধনমূলক একটি প্রতিষ্ঠান, যেখানে কিশোর অপরাধীদের সংশোধনের মাধ্যমে বিচার করা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মানবাধিকারের সংজ্ঞা দাও।
অথবা, মানবাধিকার বলতে কী বুঝায়?
২. মানবাধিকারের উৎসগুলো লেখ।
৩. মানবাধিকারের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
৪. মদিনা সনদ কী?
৫. ধর্ম বলতে কি বুঝ?
অথবা, ধর্মের সংজ্ঞা দাও।
৬. ইসলাম ধর্মে কী কী মানবাধিকার সংরক্ষিত হয়েছে উল্লেখ কর।
৭. শিশুশ্রম কী?
৮. বাংলাদেশ শিশু একাডেমীর পটভূমি লেখ।
৯. ১৯৩৯ সালের মাতৃত্ব কল্যাণ আইনের ধারা উল্লেখ কর।
১০. শ্রম অধিকার বলতে কী বুঝ?
অথবা, শ্রম অধিকার কী?
১১. ভাড়াটিয়া অধিকার বলতে কী বুঝ?
১২. সিডও (CEDAW) বলতে কী বুঝ? [
১৩. সিডোর লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
১৪. নারীর প্রতি বৈষম্য বলতে কী বুঝ?
১৫. প্রবীণদের অধিকারসমূহ লেখ।
১৬. মৌলিক অধিকার বলতে কী বুঝ?
অথবা, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও।
১৭. বাংলাদেশের মৌলিক অধিকার বলবৎকরণ পদ্ধতি লেখ।
১৮. NGO’র শ্রেণিবিভাগ লেখ।
১৯. জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্দেশ্যসমূহ লেখ।
২০. বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কার্যক্রম লেখ।
২১. বাংলাদেশ মানবাধিকার কমিশন কী?
২২. বাংলাদেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর পাঁচটি কর্মসূচি লেখ।
২৩. মানবাধিকার রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা লেখ।
২৪. ভিজিডি কর্মসূচি কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. মানবাধিকারের দার্শনিক ভিত্তি আলোচনা কর।
অথবা, ‘মানবাধিকারের দর্শন আলোচনা কর।
২. মানবাধিকার বাস্তবায়নে ও উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা লেখ।
৩. সামাজিক ন্যায়বিচারের দর্শন আলোচনা কর।
৪. মানবাধিকার বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা কর।
৫. আন্তর্জাতিক মানবাধিকারের পর্যায়গুলো বর্ণনা কর।
৬. মানবাধিকার সংরক্ষণে ইসলাম ধর্মের অবদান ব্যাখ্যা কর।
অথবা, ইসলাম ধর্মের মানবাধিকার সম্পর্কিত দিকগুলো চিহ্নিত কর।
৭. মানবাধিকারে ধর্মের ভূমিকা বর্ণনা কর।
৮. শিশু কারা? বাংলাদেশে শিশু অধিকার লঙ্ঘনের কারণ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে শিশু অধিকার সংরক্ষণে সমস্যাসমূহ আলোচনা কর।
৯. বাংলাদেশে প্রবীণদের অধিকার সংরক্ষণের পদক্ষেপ ব্যাখ্যা কর।
১০. বাংলাদেশে প্রবীনদের অধিকার সংরক্ষণে বাধাগুলো আলোচনা কর।
১১. মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
অথবা, আধুনিক বিশ্বে মানবাধিকার উন্নয়নে জাতিসংঘের অবদান আলোচনা কর।
১২. সর্বজনীন মানবাধিকার ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, “সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে আন্তর্জাতিক মানবাধিকারের মূল ভিত্তি বলা হয়।” ব্যাখ্যা কর।
অথবা, সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে আন্তর্জাতিক মানবাধিকারের মূল ভিত্তি বলা হয় কেন?
অথবা, ‘সর্বজনীন মানবাধিকার বিশ্বে মানবাধিকার রক্ষার মূল ভিত্তি’ -উক্তিটি ব্যাখ্যা কর।
১৩. নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচি আলোচনা কর।
১৪. বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহের বর্ণনা কর/ দাও।
অথবা, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহ সংক্ষেপে লেখ।
অথবা, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারসমূহ আলোচনা কর।
১৫. সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের প্রেক্ষিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্ণনা কর।
১৬. বাংলাদেশের সংবিধান অনুসারে মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন কর।
অথবা, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন কর।
১৭. বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা কর।
১৮. হটলাইন বাংলাদেশের উদ্দেশ্য লেখ।
১৯. বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে আইন ও সালিশ কেন্দ্রের ভূমিকা মূল্যায়ন কর।
২০. বাংলাদেশ মানবাধিকার কমিশনকে শক্তিশালীকরণে আমার সুপারিশ উল্লেখ কর।
২১. বাংলাদেশের মানবাধিকার উন্নয়নে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভূমিকা মূল্যায়ন কর।
২২. মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সরকারি সংস্থা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ব্যাখ্যা কর।
২৩. বাংলাদেশের জনগণের মানবাধিকার সংরক্ষণে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অবদান আলোচনা কর।
২৪. মানবাধিকার প্রয়োগ ও সংরক্ষণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা আলোচনা কর।
অথবা, মানবাধিকার প্রয়োগ ও উন্নয়নে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা ব্যাখ্যা কর।
উপরে কিওয়ার্ড নিয়ে মানবাধিকার সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম সাজেশন ২০২৪ আলোচনা করা হলো। আলোচনায় তোমরা দেখতে পেলে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post