শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
মানুষ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘পাশ্ব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পাশ্ব’ অর্থ পথিক।
২. ‘ভুখারি’ অর্থ কী?
উত্তর: ‘ভুখারি’ অর্থ ক্ষুধার্ত ব্যক্তি।
৩. মোল্লা ভুখারিকে কোথায় গিয়ে মরতে বলেছে?
উত্তর: মোল্লা ভুখারিকে গো-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে।
৪. ‘মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র কীরূপ ছিল?
উত্তর: ‘মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র ছিল জীর্ণ।
৫. ‘মানুষ’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর: ‘মানুষ’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
৬. মোল্লা সাহেব মুসাফিরকে কী প্রশ্ন করেছিল?
উত্তর: মোল্লা সাহেব মুসাফিরকে প্রশ্ন করেছিল “নমাজ পড়িস বেটা?”
৭. কবি কেন কালাপাহাড়কে আহ্বান জানিয়েছেন?
উত্তর: ভজনালয়ের তালা দেওয়া দ্বার ভেঙে ফেলার জন্য কবি কালাপাহাড়কে আহ্বান জানিয়েছেন।
৮. মানুষ কবিতায় লোভী চরিত্র কোনটি?
উত্তর: মোল্লা ও পূজারি ‘মানুষ’ কবিতায় লোভী।
৯. কী দেখে পূজারি ভজনালয় খুলল?
উত্তর: ক্ষুধার ঠাকুর দুয়ারে দাঁড়িয়ে আছে, সেই স্বপ্ন দেখে পূজারি ভজনালয় খুলল।
১০. ‘মানুষ’ কবিতায় ‘নমাজ পড়িস বেটা?’- উক্তিটি কার?
উত্তর: ‘মানুষ’ কবিতায় ‘নমাজ পড়িস বেটা?’- উক্তিটি মোল্লার।
১১. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
১২. মুসাফির কতদিন ভুখা ছিল?
উত্তর: মুসাফির সাত দিন ভুখা ছিল।
শিক্ষার্থীরা, ওপরে সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post