মানুষ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগরহ্থ থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংকলিত হয়েছে। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মপন্থও আছে। মানুষ ধর্মগরন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবনবাজিও রাখে।
কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এ রকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্মও সে কথাই বলে।
মানুষ কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : যেখানেই রোগ, দুঃখ, দারিদ্র সেখানেই চেয়ারম্যান নজরুল সাহেব সেবার হাত বাড়িয়ে দেন। সেবার মধ্য দিয়েই সারাটি জীবন কাটিয়ে দিবেন এমন প্রতিজ্ঞা করেন তিনি। তাই তিনি মানবতাকে সবার উপরে স্থান দিয়েছেন। যে কারণে মানুষ তাকে ভালোবেসে বার বার চেয়ারম্যান নির্বাচিত করেন। সকলের কাছে তিনি পরম শ্রদ্ধার মানুষে পরিণত হয়েছে।
ক.মোল্লা মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছেন?
খ. মোল্লা সাহেব হেসে কুটি কুটি হয় কেন?
গ.‘মানুষ’ কবিতার মোল্লা সাহেবর সাথে উদ্দীপকের নজরুল সাহেবর কী বৈসাদৃশ্য আছে- ব্যাখ্যা কর।
ঘ. সমাজের উন্নয়ন ও পরিবর্তনের জন্য চেয়ারম্যান নজরুল সাহেবের মতো মানুষ কেন দরকার? ‘মানুষ’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ :
শোনো হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
জাতপাত যাই নিয়ে গর্ব করিনা কেন ভাই
আসল সত্য আমরা সবাই মানুষ, সৃষ্টির সেরা তাই,
ক. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
খ. ‘একই পৃথিবীর স্তন্যে লালিত’—লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপক ও ‘মানুষ’ কবিতার মধ্যে কী মিল রয়েছে—ব্যাখ্যা করো।
ঘ. কালো আর ধলো বাহিরে কেবল। ভিতরে সবারই সমান রাঙা—উদ্দীপকের আলোকে চরণটি ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : আজাদ ও কালাম প্রতিবেশী। দেশে তারা যে চাকরি করে তাতে তাদের চলে যায়, তবে সচ্ছলতা আসে না। বাড়তি আয়ের আশায় তারা দুজনেই মালয়েশিয়া যাবার সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের নিকটতম প্রতিবেশী অটোবাইক চালক দুলালের মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে মেয়ের চিকিৎসা ব্যয় নির্বাহ করা দুলালের পক্ষে কঠিন হয়। আজাদ এ কথা জেনে কোনো সাহায্য করবে না বলে দুলালকে জানায়। কালাম বিষয়টি জানার পর বিদেশে যাওয়ার জন্য জমানো টাকা থেকে দুলালের মেয়ের চিকিৎসার টাকা দিয়ে দিলেন।
ক. ক্ষুধার দেবতা কে?
খ.মোল্লা সাহেব হেসে কুটিকুটি হয় কেন?
গ. উদ্দীপকের আজাদ ‘মানুষ’ কবিতার যে চরিত্রের প্রতিনিধি তা ব্যাখ্যা কর।
ঘ. ‘ উদ্দীপকের কালামের সাহায্য মানবিক কিন্তু বৈপ্লবিক নয়।’- ‘মানুষ’ কবিতা অবলম্বনে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : আজম সাহেব কুসুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে এলাকার ব্যাপক ক্ষতি হলে জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নানাবিধ ত্রাণসামত্রী আসে। ত্রাণ সাহায্য নিতে আসা প্রত্যেককে আজম সাহেব নিজ হাতে ত্রাণসামথ্রী তুলে দেন। সবাই তীর প্রশংসা করতে করতে খুশি মনে ঘরে ফেরে।
ক. ক্ষুদার ঠাকুর কথাটির অর্থ কি?
খ. মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” – কেন?
গ. আজম সাহেব “মানুষ” কবিতায় বর্ণিত যে চরিত্রের বিপরীত সত্তা তা ব্যাখ্যা কর।
ঘ. মানুষ” কবিতায় বর্ণিত ভণ্ডদের মানসিকতা পরিবর্তনে আজম সাহেবের মতো ব্যক্তিদের প্রয়োজনীয়তা অপরিসীম – মতামতটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ :
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান
মুসলিম তার নয়নমণি হিন্দু যে তার প্রাণ।
এক সে আকাশ মায়ের কোলে
যেন রবি-শশী দোলে,
এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।
ক. গো-ভাগাড় মানে কী?
খ.‘তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।’-চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের ভাবনার সাথে ‘মানুষ’ কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. ‘ উদ্দীপকের চেতনাই ‘মানুষ’ কবিতার মূল প্রতিপাদ্য।’-বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও, আমি তা বলতে চাই নে । অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর কর । অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বল। পথের অসহায় মানুষটির দিকে একটু সদয় দৃষ্টি নিক্ষেপ কর,তাহলেই হবে । দুঃঘী মানুষের ছোট ছোট দুঃখ দূর করা, অসহায় মানুষের মনে আশা জাগানো, কিংবা বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর মতো ছোট ছোট উপকারে ব্রতী হওয়ার মধ্যেই মনুধ্যতের প্রকাশ ঘটে ।
ক. ‘তেরিয়া’ অর্থ কী?
খ. “অভেদ ধর্মজাতি বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের কোন দিকটি “মানুষ’ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? -আলোচনা করো ।
ঘ. “উদ্দীপক ও “মানুষ” কবিতায় চেতনাগত দিক থেকে অভিন্নতা রয়েছে” _বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৭ :
পৃথিবীর সমুদয় নিজ পরিজন।
সন্তোষের সিংহাসনে বাস করে মন।।
আত্মার সহিত সব সমতুল্য গণে।
মাতা পিতা জ্ঞাতি ভাই ভেদ নাহি মনে।।
ক. মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?
খ. কবি কালাপাহাড়কে আহ্বান করেছেন কেন?
গ. উদ্দীপকে ‘মানুষ’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকটি ‘মানুষ’ কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে না।” বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : আমরা সকল দেশের, সকল জাতির সকল ধর্মের, সকল কালের । আমরা মুরিদ যৌবনের ৷ এই জাতি-ধর্মের-কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তীহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর । তাহাদিগকে সকল দেশের সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে ।
ক. দুয়ারে কে দাঁড়িয়েছিল?
খ. “এ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয় ।’ – কেন?
গ. উদ্দীপকে ‘মানুষ’ কবিতার যে বিপরীত দিকগুলো ফুটে উঠেছে তা তুলে ধরো।
ঘ. “উদ্দীপক ও “মানুষ’ কবিতা মানুষের জয়গানে মুখরিত হয়েছে।” – আলোচনা করো৷
সৃজনশীল প্রশ্ন ৯ :
পৃথিবীর সমুদয় নিজ পরিজন |
সান্তোষের সিংহাসনে বাস করে মনা
আত্মার সহিত সব সমতুল্য গণে ।
মাতা পিতা জ্ঞাতি ভাই ভেদ নাহি মনে |
ক. ‘আজারি’ শব্দের অর্থ কী?
খ. “এ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয় । “- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “মানুষ’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকটি “মানুষ’ কবিতার সমগ্ধ ভাবকে প্রকাশ করে না। ” – মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ :
হাশরের দিন খোদা বলিবেন, “হে আদম সন্তান,
আমি চেয়েছিনু ক্ষধার অন্ন, তুমি কর নাই দান ।
আমার তোমারে কেমনে খাওয়াব সে কাজ কি হয় কভু?
বলিবেন খোদা-ক্ষুধিত বান্দা গিয়েছিল তবে দ্বারে
মোর কাছে ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে
ক. মানুষ” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
খ. এ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়? ভুখারির এমন অনুভূতির কারণ কি?
গ. উদ্দীপকের আদম সন্তানের আচরণে মানুষ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বক্তব্য “মানুষ” কবিতার মোল্লা ও পুরোহিতদের জন্য শিক্ষাণীয় হতে পারে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সুভা
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : ঝর্ণার গান
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বই পড়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : অভাগীর স্বর্গ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পয়লা বৈশাখ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমার পরিচয়
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লিসাহিত্য
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : শিক্ষা ও মনুষ্যত্ব
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নিমগাছ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মমতাদি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আম আঁটির ভেঁপু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : প্রবাস বন্ধু
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বহিপীর
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কাকতাডুয়া
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : একাত্তরের দিনগুলি
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পল্লি জননী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জীবন সঙ্গীত
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : সেইদিন এই মাঠ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কপোতাক্ষ নদ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বঙ্গবাণী
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রানার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মানুষ
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : জুতা আবিষ্কার
►► সৃজনশীল প্রশ্ন ও উত্তর : উপেক্ষিত শক্তির উদ্বোধন
এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post