মানুষ জাতি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : মূল কবিতার নাম ‘জাতির পাঁতি’। দেশে দেশে, ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি।
এই ধরণীর স্নেহ-ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা-কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত।
মানুষ জাতি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘একই পৃথিবীর স্তন্যে লালিত’- কথাটার মর্মকথা কী?
ক. গোটা মানবজাতি এক পৃথিবীর স্নেহছায়ায় প্রতিপালিত
খ. মানব জাতি অন্য পৃথিবীতে প্রতিপালিত
গ. সৌর জগতে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ নেই
ঘ. যে পৃথিবীর স্তন আছে আমরা সেখানকার মানুষ
২. ‘বনেদি’ কথাটার মানে কী?
ক. সম্ভ্রান্ত
খ. মুসলিম
গ. বনে যে বাস করে
ঘ. বনের পাখি
৩. ‘বুনিয়াদ’ বলতে বোঝায়-
ক. বংশ
খ. ভিত্তি
গ. আগা
ঘ. গোড়া
৪. ‘দুনিয়া সবারই জনম বেদি’-কথাটার ব্যাখ্যা কী?
ক. পৃথিবীতে কোনো কষ্ট নেই
খ. এ পৃথিবীর সব মানুষের জন্ম হয়েছে
গ. এ পৃথিবীতে সবাই ধনী
ঘ. এ পৃথিবী অবিনশ্বর
৫. ‘পৃথিবীর স্তন্য’ বলা হয়েছে-
ক. পৃথিবীর নদীনালাকে
খ. পৃথিবীর বুকে যেখান থেকে জীবন ও জীবিকার উপকরণ আসে
গ. পৃথিবীর গাছপালাকে
ঘ. পৃথিবীর ফসলি জমিকে
৬. ‘একই রবি শশী’ বলতে কোনটি?
ক. চাঁদ ও তারা
খ. সূর্য ও চাঁদ
গ. সূর্য ও তারা
ঘ. তারা ও উল্কপিণ্ড
৭. ‘এক পৃথিবীর স্তন্যে লালিত’-পঙ্ক্তির পরের পঙ্ক্তি কোনটি?
ক. সে জাতির নাম মানুষ জাতি
খ. দেখেছি আমি অনেক হাতি
গ. একই রবি শশী মোদের সাথী
ঘ. সকলে জ্বালায় মোমের বাতি
৮. ‘জনম-বেদি’ বলতে বোঝায়-
ক. সূতিকা গৃহ
খ. প্রাচীন গৃহ
গ. সম্প্রীতির বন্ধন
ঘ. উপরের সবগুলো
৯. ‘ডাঙা’ শব্দের অর্থ কোনটি?
ক. স্থল
খ. জল
গ. আকাশ
ঘ. বাতাস
১০. রবি থেকে আমরা কোনটি পাই?
ক. সুগন্ধ
খ. আলো
গ. দুঃখ
ঘ. যন্ত্রণা
১১. ক্ষুধা লাগলে আমরা কোনটি করি?
ক. দৌড়াদৌড়ি
খ. খাবার গ্রহণ
গ. খেলাধুলা
ঘ. পড়ালেখা
১২. বাহ্যিক দিক থেকে মানুষের অবয়ব কোনটি?
ক. লাল ও হলুদ
খ. লাল ও কালো
গ. কালো আর ধলো
ঘ. নীল আর বেগুনি
১৩. পৃথিবীর সব মানুষ কোনটির মাধ্যমে ভাব প্রকাশ করে?
ক. হাততালি দিয়ে
খ. ভাষার সাহায্যে
গ. সাঁতার কেটে
ঘ. নৌকা চালিয়ে
১৪. পৃথিবী জুড়ে যে একটি মাত্র জাতি আছে তা বোঝাতে কোনটি সংগত?
ক. মানব জাতি
খ. জ্বীন জাতি
গ. নিগ্রো জাতি
ঘ. ভারতীয় জাতি
১৫. যে শক্তিকে কাজে লাগিয়ে আমরা ‘শীতাতপ, ক্ষুধা তৃষ্ণার জ্বালা’ বুঝি তা বুঝাতে প্রযোজ্য-
ক. অনুভূতি শক্তি
খ. দৃষ্টিশক্তি
গ. স্মৃতি শক্তি
ঘ. শারীরিক শক্তি
১৬. মানুষের কৃত্রিম ব্যবধান যেখানে লোটে তা বোঝাতে প্রযোজ্য-
ক. পানিতে
খ. গাছপালায়
গ. আকাশে
ঘ. ধুলায়
১৭. মানব জাতির যে জিনিসটি সারা দুনিয়ার সাথে গাঁথা তা বোঝাতে সংগত-
ক. আত্মীয়তা
খ. শত্রুতা
গ. বুনিয়াদ
ঘ. হাসিখুশি
১৮. মানুষ জাতি কবিতার আলোকে কবিকে চিহ্নিত করা যায় কোন পরিচয়ে?
ক. অসাম্প্রদায়িক
খ. সাম্প্রদায়িক
গ. কৌলিন্যবাদী
ঘ. ধর্মপ্রাণ
১৯. কোন সত্যটি অস্বীকার করার উপায় নেই?
ক. মানুষে মানুষে হানাহানি থাকবেই
খ. মানুষে মানুষে কোন পার্থক্য নেই
গ. সব মানুষের রক্ত একই রকম লাল
ঘ. সমগ্র মানব একই মায়ের সন্তান
২০. মানুষের আসল পরিচয় কী?
ক. দেবতা
খ. সৃষ্টির সেরা জীব
গ. জ্ঞানী
ঘ. মানুষ
২১. ব্রাহ্মণ, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র- এগুলোর মধ্যে কোন ভেদ নেই কেন?
ক. সবার উপরে মানুষের অবস্থান
খ. পৃথিবীতে সব মানুষের অবস্থান এক
গ. জগৎ জুড়ে মানুষের একটাই জাতি
ঘ. সকলেই সমান
২২. মানুষের মাঝে কোনটি থাকা উচিত নয়?
ক. ভেদাভেদ
খ. ভালোবাসা
গ. বাড়ি
ঘ. টাকা
২৩. মানুষ কেন দোসর খোঁজে ও বাসর বাঁধে?
ক. সংসার করার জন্য
খ. পথ চলার জন্য
গ. মানুষ একা বাঁচতে পারে না
ঘ. কোনটিই নয়
২৪. ‘কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি।’-উক্তিটির তাৎপর্য কী?
ক. বাচ্চাদের পরিপুষ্ট করা
খ. মানুষে মানুষে একতা
গ. মানুষের মধ্যকার সমতা
ঘ. পরবর্তী প্রজন্মকে প্রতিষ্ঠিত করা
২৫. সত্যেন্দ্রনাথ দত্তের সাথে সম্পর্ক আছে কোন কাব্যগ্রন্থের?
ক. বেণু ও বীণা
খ. গীতাঞ্জলি
গ. অগ্নি-বীণা
ঘ. সোনার তরী
২৬. ‘মানুষ জাতি’ কবিতার মূল বিষয়বস্তু কী?
ক. মানব জাতির ভেদাভেদ
খ. মানুষের মধ্যকার মানবিক চেতনা
গ. মানব জাতির পার্থক্য
ঘ. মানব জাতির বন্দনা
২৭. ‘বাঁচিবার তরে সমান যুঝি’- চরণটি যে অর্থে প্রয়োগ ঘটেছে-
ক. বাঁচার জন্য সবাই পরিশ্রম করে
খ. বাঁচার জন্য সবাই যুদ্ধ করে
গ. সবাই হিংসা মারামারিতে লিপ্ত
ঘ. সবাই প্রতিহিংসাপরায়ণ
২৮. ‘মানুষ জাতি’ কবিতার যে ভাব ফুটে উঠেছে তা হলো-
ক. সংহতি
খ. বিশ্বসমাজ
গ. একতা
ঘ. বিশ্বভ্রাতৃত্ব
২৯. মানুষের নিজেদের পরিচয়কে কীভাবে গণ্ডিবদ্ধ ও সংকীর্ণ করেছে?
i. জাতি ও গোত্রভেদ
ii. বর্ণভেদ
iii. বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
৩০. ‘দোসর’ শব্দটি যে অর্থ ব্যবহৃত-
i. সাথী
ii. বন্ধু
iii. সঙ্গী
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে মানুষ জাতি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post