এসএসসি ২০২৪ মানুষ মুহম্মদ (স) mcq : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য বই মানুষ মুহম্মদ (স) mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ মানুষ মুহম্মদ (স) mcq
১. ‘ধী’ শব্দটির অর্থ কী?
ক. ধুরন্ধর
খ. বুদ্ধি
গ. স্থির
ঘ. চঞ্চল
২. ‘হিজরত’ শব্দের অর্থ কী?
ক. প্রার্থনা
খ. বাতি
গ. পরিত্যাগ
ঘ. বন্ধু
৩. কোথায় সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) প্রস্তারাঘাতে আহত হন?
ক. মদিনায়
খ. মক্কায়
গ. তায়েফে
ঘ. জেদ্দায়
৪. কোন যুদ্ধে মুহম্মদ (স.)-এর মিথ্যা পরাজয়ের সংবাদ শুনে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল?
ক. বদরের যুদ্ধে
খ. ওহোদের যুদ্ধে
গ. খন্দকের যুদ্ধে
ঘ. খয়বরের যুদ্ধে
৫. হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল?
ক. অপমানের
খ. গৌরবের
গ. লাভজনক
ঘ. প্রতিশোধের
৬. মুহম্মদ (স.)-এর মৃত্যুর পর কার গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হলো?
ক. উমর (রা.)-এর
খ. আবু বকর (রা.)-এর
গ. আয়েশা (রা.)-এর
ঘ. উসমান (রা.)-এর
৭. মুহম্মদ (স.) এর মৃত্যু সংবাদ শুনে কার শিথিল অঙ্গ মাটিতে লুটায়?
ক. আবু বকর (রা.)-এর
খ. উমর (রা.)-এর
গ. আয়েশা (রা.)-এর
ঘ. আবু মা’বুদের
৮. বক্তৃতার মাঝখানে মুহম্মদ (স.)-কে প্রশ্ন করে থামিয়েছিল কে?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. জনৈক পথচারী
ঘ. জনৈক অন্ধ
৯. অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় মুহম্মদ (স.)-এর ললাট সামান্য কুঞ্চিত হলো কেন?
ক. রাগে
খ. দুঃখে
গ. বিরক্তিতে
ঘ. ঘৃণায়
১০. “হযরত মুহম্মদ (স.) আমাদের মতোই রক্ত-মাংসে গড়া মানুষ” এ কথা আবু বকর (রা.) কাদের বুঝিয়ে দিলেন?
ক. পৌত্তলিকদের
খ. তায়েফবাসীদের
গ. মূর্ছিত মুসলমানদের
ঘ. উমর (রা.)-কে
১১. মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে কোনটি গ্রহণ করেন?
ক. শিক্ষকতা
খ. আইন ব্যবসা
গ. সাংবাদিকতা
ঘ. ব্যবসায়
১২. শেষ পর্যন্ত মুহম্মদ (স.)-এর মৃত্যুশয্যার পাশে ছিলেন কে?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
১৩. হযরত মুহম্মদ (স.) মানুষের মন আকর্ষণ করেছিলেন কী দ্বারা?
ক. বংশমর্যাদা দ্বারা
খ. মানবীয় গুণাবলি দ্বারা
গ. ক্ষমতা দ্বারা
ঘ. শক্তি দ্বারা
১৪. মক্কা থেকে মদিনায় হিজরতের পথে মুহম্মদ (স.) কার কুটিরে আশ্রয় নেন?
ক. আবু বকরের
খ. আবু মা’বদের
গ. উসমান (রা.)-এর
ঘ. উমাইর (রা.)-এর
১৫. রাহী-পথিকদের সেবা করা কাদের ব্রত ছিল?
ক. আবু মাবদ দম্পতির
খ. মক্কাবাসীর
গ. মদিনার মুসলমানদের
ঘ. তায়েফবাসীর
১৬. মুহম্মদ (স.) আশ্রয় গ্রহণ করলে উম্মে মাবদ কী দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেন?
ক. পানি দিয়ে
খ. শরবত দিয়ে
গ. ছাগীদুগ্ধ দিয়ে
ঘ. উষ্ট্রদুগ্ধ দিয়ে
১৭. কিসের নিবিড় সাধনায় মুহম্মদ (স.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল?
ক. ধর্মবোধের
খ. সত্যের
গ. রূপমাধুর্যের
ঘ. ইসলামের
১৮. কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. আবু মাবদ
ঘ. মুহম্মদ (স.)
১৯. পথিমধ্যে কাকে হত্যা করার জন্য মক্কার কাফেররা শত শত ঘাতক পাঠায়?
ক. মুহম্মদ (স.)-কে
খ. উমর (রা)-কে
গ. আবু মাবদকে
ঘ. উসমান (রা)-কে
২০. মক্কা বিজয়ের পর মুহম্মদ (স.) কাফেরদের প্রতি কোনটি করেছিলেন?
ক. প্রতিশোধ নিয়েছিলেন
খ. ক্ষমা করেছিলেন
গ. বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেন
ঘ. ইসলাম গ্রহণে বাধ্য করেছিলেন
২১. কোনটির মাধ্যমে মুহম্মদ (স.)- এর মনুষ্যত্বের সুমহান প্রকাশ ঘটেছে?
ক. বদর যুদ্ধ
খ. মদিনায় হিজরত
গ. তায়েফে রক্তাক্ত হওয়া
ঘ. মক্কা বিজয়ের পর কাফেরদের ক্ষমা করা
২২. হযরত মুহম্মদ (স.) মুহূর্তের জন্যও তাঁর অন্তরে কোনটিকে স্থান দেননি?
ক. বংশগৌরব
খ. মদিনায় যাওয়ার কথা
গ. দয়া ও ভালোবাসা
ঘ. কঠোরতা
২৩. মক্কার শ্রেষ্ঠ বংশ কোনটি?
ক. বনু হাশিম
খ. বনু তাইম
গ. কুরাইশ
ঘ. উমাইয়া
২৪. পৌত্তলিকদের পাথরের আঘাতে আহত হলে মুহম্মদ (স.) কী করেন?
ক. সকলকে অভিশাপ দেন
খ. যুদ্ধ ঘোষণা করেন
গ. তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন
ঘ. মক্কা ছেড়ে পালিয়ে যান
২৫. কার নবিত্বলাভের শুরু থেকেই মক্কার কাফিররা অমানুষিক অত্যাচার শুরু করে?
ক. মুহম্মদ (স.)-এর
খ. আবু বকর (রা.)-এর
গ. উমর (রা.)-এর
ঘ. আবু মা’বদের
২৬. মক্কার কাফেররা কার ছিন্ন মস্তক আনতে পুরস্কারের লোভ দেখিয়ে ঘাতক প্রেরণ করে?
ক. মুহম্মদ (স.)-এর
খ. উমর (রা.)-এর
গ. আবু মাবদের
ঘ. বিবি খাদিজার
২৭. খায়বরের যুদ্ধে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল কেন?
ক. মুসলমানরা পলায়ন করায়
খ. মুহম্মদ (স.)-এর পরাজয়ের মিথ্যা সংবাদে
গ. যুদ্ধে জয়লাভ করায়
ঘ. কাফেরদের কেউ নিহত না হওয়ায়
২৮. মক্কা বিজয়ের দিন কাফেররা কার সাথে হাঙ্গামা বাধিয়ে দেয়?
ক. আবু বকরের সাথে
খ. উমরের সাথে
গ. খালিদের সাথে
ঘ. মুহম্মদ (স.)-এর সাথে
২৯. মুহম্মদ (স.) তাঁর মায়ের নিত্যকার আহার্য হিসেবে কোন খাদ্যের কথা বলেন?
ক. যবের রুটি
খ. খেজুর
গ. সাধারণ শুষ্ক মাংস
ঘ. দুম্বার মাংস
৩০. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ব্যবহৃত ‘স্থিতধী’ শব্দটির অর্থ কী?
ক. ধুরন্ধর
খ. স্থিরবুদ্ধিসম্পন্ন
গ. স্থির
ঘ. চঞ্চল
৩১. ‘গ্রীবা’ শব্দের অর্থ কী?
ক. গাল
খ. কপাল
গ. ঘাড়
ঘ. মাথা
৩২. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘তিতিয়া’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিরক্ত অর্থে
খ. ভেজা অর্থে
গ. রাগ অর্থে
ঘ. রোদ অর্থে
৩৩. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘অরাতি’ শব্দের অর্থ কী?
ক. প্ৰাৰ্থনা
খ. বাতি
গ. শত্রু
ঘ. বন্ধু
৩৪. ইসলামের দ্বিতীয় খলিফা কে?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৩৫. উমর (রা.) কার কণ্ঠে পবিত্র কুরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করেন?
ক. মুহম্মদ (স.)-এর
খ. তার ভগ্নীর
গ. আবু বকর (রা.)-এর
ঘ. উসমান (রা.)-এর
৩৬. বীরবাহু উমর কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. কুরাইশ বংশে
খ. আব্বাসীয় বংশে
গ. বনু তাইম বংশে
ঘ. সাদ বংশে
৩৭. ইসলামের প্রথম খলিফা কে?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৩৮. ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি কে?
ক. আবু বকর (রা.)
খ. উমর (রা.)
গ. উসমান (রা.)
ঘ. আলী (রা.)
৩৯. পবিত্র কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. মদিনায়
খ. মক্কায়
গ. তায়েফে
ঘ. জেদ্দায়
৪০. মুহম্মদ (স.) কোন নগরীতে জন্মগ্রহণ করেন?
ক. মক্কায়
খ. মদিনায়
গ. তায়েফে
ঘ. রিয়াদে
৪১. আয়েশা (রা.) কার কন্যা ছিলেন?
ক. আবু বকর (রা.)-এর
খ. উমর (রা.)-এর
গ. উসমান (রা.)-এর
ঘ. আবু তালিবের
৪২. মুহম্মদ (স.)-এর মৃত্যুর কথা প্রচারিত হলে-
i. সকল মুসলমান শোকে বিহ্বল হয়ে পড়ে
ii. মুসলিম জাতি হতাশায় মুহ্যমান হয়ে যায়
iii. কাফেররা মুসলমানদের ওপর আক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. মুহম্মদ (স.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল-
i. সত্যের নিবিড় সাধনায়
ii. বংশমর্যাদার কারণে
iii. কুসুম কোমল করুণার ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. মক্কার কোরেশরা মুহম্মদ (স.)-কে হত্যা করার জন্য ঘাতক প্রেরণ করে-
i. ইসলামকে পৃথিবী থেকে মুছে ফেলার প্রয়াসে
ii. তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে
iii. মদিনায় হিজরত করার কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
বাড়ির অভিভাবকের মৃত্যু কেউ মেনে নিতে পারে না। জামান সাহেবের মৃত্যুতে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। জামান সাহেবের বড় ছেলে রায়হান। বাবার মৃত্যুর শোক সামলে সে ছোট ভাই-বোনদের সত্যকে মেনে নেওয়ার জন্য বলে।
৪৫. উদ্দীপকে ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের কোন ঘটনার প্রতিফলন লক্ষণীয়?
ক. তায়েফের ঘটনা
খ. হুদাযবিয়ার ঘটনা
গ. খয়বর যুদ্ধের ঘটনা
ঘ. হযরতের মৃত্যুকালীন ঘটনা
৪৬. উদ্দীপকের রায়হানের মাঝে আবু বকর (রা.)-এর যে গুণের প্রতিফলন ঘটেছে তা হলো-
i. সহনশীলতা
ii. স্থিতধী
iii. সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ মানুষ মুহম্মদ (স) mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post