বর্তমান সময়ে জন্মনিয়ন্ত্রণের জন্য অতি জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে মারভেলন পিল। মারভেলন পিল এতটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে- এই পিলের অপকারিতা খুবই কম। মারভেলন পিল খাওয়ার নিয়ম এর ব্যতিক্রম না হলে এই পিল কাজ করার সম্ভাবনা ৯৯.৯৯%। তাই মহিলারা নিশ্চিন্তে এটি ব্যবহার করে থাকে।
পিলের ধরণ অনুযায়ী খাওয়ার নিয়ম কিছুটা ভিন্ন হয়ে থাকে। কখনো পিল খাওয়ার নিয়মের ব্যতিক্রম হলে স্বল্পমেয়াদী ক্ষতি থেকে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। ঘটতে পারে অনাকাঙ্খিত গর্ভধারণ। তাই মারভেলনসহ যে কোন প্রকার পিল গ্রহণের সময় নিয়ম অনুযায়ী খেতে হবে।
বাজারে যেসকল পিলের পাতা পাওয়া যায় সেগুলোতে ২৮টি করে ঔষধ থাকলেও মারভেলন পিলে ২১টি ঔষধ থাকে। মারভেলন পিলে ২১ টি ঔষধ থাকলেও এই পিল অন্যান্য পিলগুলোর মতো সমান কার্যকর।
মারভেলন পিল খাওয়ার নিয়ম
মারভেলনসহ স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পিল গুলো ব্যবহারের নিয়ম প্রায়ই একই। তবে, মারভেলন পিলের পাতায় ২১ টি পিল থাকার কারণে মারভেলন পিল খাওয়ার নিয়ম সেগুলোর তুলনায় একটু ভিন্ন। মারভেলন জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম হচ্ছে–
১. মাসিক শুরুর ১ম হতে ৫ম দিনের মধ্যে মারভেলন পিল খাওয়া শুরু করতে হবে।
২. পিলের পাতায় দেওয়া তীর চিহ্ন বরাবর খাওয়া শুরু করতে হবে।
৩. প্রতিদিন একই সময়ে ১ টি করে পিল খেতে হবে।
৪. ২১ দিনে ২১টি পিল খেতে হবে।
৫. ২১টি পিল পিল খাওয়া শেষ হলে মাসিক শুরুর জন্য ৭দিন অপেক্ষা করতে হবে।
৬. ৭ দিনের মধ্যে মাসিক শুরু হলে, মাসিক শুরুর ১ম হতে ৫ম দিনের মধ্যে পিল খাওয়া শুরু করুন।
৭. মারভেলন পিলের পাতা শেষ হওয়ার ৭দিন পরেও মাসিক না হয় এবং যিনি পিল খেয়েছেন তিনি যদি নিশ্চিত থাকেন যে, পিল খাওয়ার নিয়মের ব্যতিক্রম হয়নি তাহলে ৭দিন পর হতে আবার পিল খাওয়া শুরু করতে হবে।
৮. যদি পিল খাওয়ার নিয়মের ব্যতিক্রম হয় এবং মাসিক দেরিতে হয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।
মারভেলন পিল খেতে ভুলে গেলে করণীয়
১. যদি ১টি পিল খেতে ভুলে যান তাহলে তারপরের দিন মনে পড়ার সাথে সাথে খেয়ে নিন। এবং সেই দিনের পিলটি সময়মতো খেয়ে নিন।
২. ২টি পিল খেতে ভুলে গেল মনে পড়ার সাথে সাথে ২টি পিল খেয়ে নিন। সেদিনের পিলটি আর খেতে হবে না। তারপরের দিন দুটি পিল খেয়ে নিন। তারপরের দিন হতে মাসিক না হওয়া পর্যন্ত দৈনিক একটি করে পিল খাওয়া চলমান রাখুন। পাশাপাশি অন্য কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন।
৩. ৩টি পিল খেতে ভুলে গেলে সেই পিলের পাতা হতে আর পিল খেতে হবে না। মাসিক না হওয়া পর্যন্ত পিল ব্যতীত অন্য কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন।
সবশেষে যা জানা দরকার
মারভেলন পিল খাওয়ার নিয়ম এর ব্যতিক্রম হলে এই পিল কাজ নাও করতে পারে। তাই শতভাগ কার্যকারিতার জন্য নিয়ম অনুযায়ী মারভেলন পিল খান। কখনো পিল খেতে ভুলে গেলে কি করবেন তাও উপরে বলে দেওয়া হয়েছে। এই উপায়ে পিল খেলে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। হলেও তা স্বল্প সময়ের জন্য হবে।
Discussion about this post