আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র সাজেশন বিষয় কোড: ১৩২৪০১। বিষয়: আন্তর্জাতিক বাণিজ্য এবং অধ্যায়ন।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বুঝায়?
উত্তর : দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে বিভিন্ন প্রকার পণ্য ও সেবাসমূহের আদান- প্রদান আমদানি- রপ্তানি সংক্রান্ত কার্যক্রমকেই বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য।
২. চালানপত্র কী?
উত্তর : যে পত্রে পণ্যের নাম, ওজন, সংখ্যা, মূল্য, তারিখ ক্রেতা- বিক্রেতার বিস্তারিত ঠিকানা উল্লেখ করে রপ্তানিকারক আমদানিকারকের বরাবরে প্রেরণ করে তাকে চালানপত্র বলে।
৩. বাণিজ্য কোটা বলতে কী বোঝায়?
উত্তর : সরকার কর্তৃক পরিমাণ বা মূল্যের দিক থেকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের জন্য যে সীমা বেঁধে দেয়া হয় তাকেই বাণিজ্য কোটা বলে।
৪. সুযোগ ব্যয় কী?
উত্তর : একটি উৎপন্ন দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।
৫. বাণিজ্য সংরক্ষণ কী?
উত্তর : যে বাণিজ্য ব্যবস্থায় রাষ্ট্র বা কর্তৃপক্ষ কর্তৃ ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হয় তাকে বাণিজ্য সংরক্ষণ বা সংরক্ষিত বাণিজ্য বলে।
৬. GATT- এর পূর্ণরূপ কী?
উত্তর : GATT- এর পূর্ণরূপ হল- General Agreement on this Tariffs and Trade.
৭. অনূকূল বাণিজ্য ভারসাম্য বলতে কী বুঝ?
উত্তর : একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দৃশ্যমান বস্তুগত পণ্যসামগ্রী রপ্তানি করে তার মোট মূল্য যদি যে পরিমাণ দৃশ্যমাণ বস্তুগত পণ্যসামগ্রী আমদানি করে তার মোট মূল্য অপেক্ষা অধিখ হয় তাহলে তাকে অনুকূল বাণিজ্য ভারসাম্য বাণিজ্য বলে।
৮. মুদ্রার অবমূল্যায়ন কী?
উত্তর : সরকারি সিদ্ধান্ত ও ঘোষণা অনুসারে অন্যান্য দেশের মুদ্রার প্রেক্ষিতে দেশীয় মুদ্রার বিনিময় হার হ্রাসকরণকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
৯. পরোক্ষ বিনিময় হার বলতে কী বুঝায়?
উত্তর : যে পদ্ধতিতে দেশীয় মুদ্রাকে স্থির ধরে এবং বৈদেশিক মুদ্রাকে পরিবর্তনশীল ধরা হয় তাকে পরোক্ষ বিনিময় হার বলে।
১০. ওয়েজ আর্নার স্কিম কী
উত্তর : যে কর্মসূচির আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রার সরাসরি কতিপয় নির্ধারিত পণ্য আমদানির সুযোগ দেয়া হয় তাকে ওয়েজ আর্নার স্কিম বলে।
১১. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে বলে।
উত্তর : রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা এলাকা বলতে একটি সুনির্দিষ্ট সীমানা পরিবেষ্টিত এলাকা ভৌগলিক অবস্থান বুঝানো হয়, যেখানে শিল্প বা প্রক্রিয়াকরণ একককে প্রেরণা ও সুবিধা প্রদান করা হয়?
১২. BEPZA- পূর্ণ রূপ কী?
উত্তর : BEPZA- পূর্ণ রূপ হলো- Bangladesh Export Processing Zone Authority.
১৩. আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বকে কী বলা হয়?
উত্তর : হিকসার-ওলিন তত্ত্ব বলা হয়।
১৪. ব্রেটন উডস সিস্টেম বলতে কী বুঝায়?
উত্তর : ব্রেটন উডস সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী সমন্বয় বিধানকারী বিনিময় হারের অবস্থা হলো Adjustable peg system, এই হারে পদ্ধতিকে ব্রেটন উডস সিস্টেম বলে।
১৫. আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভবের প্রধান কারণ কী?
উত্তর : আন্তর্জাতিক শ্রম বিশেষায়নই আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভবের প্রধান কারণ।
১৬. পেগিং বিনিময় হার ব্যবস্থা কী?
উত্তর : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিধি মোতাবেক এক আউন্স স্বর্ণের নির্ধারিত মূল্য ছিল ৩৫ ডলার এবং বিনিময় হার নির্ধারিত হয়ে থাকত ডলারের ভিত্তিতে। এক্ষেত্রে সদস্য দেশসমূহের জন্য সমতা বিন্দু থেকে বিনিময় হার শতকরা ১ ভাগ বেশি বা কম স্তরে পরিবর্তনের সুযোগ রাখা হয়।
১৭. বৈদেশিক বিনিময় বলতে কী বুঝায়?
উত্তর : দুটি দেশে বৈদেশিক বাণিজ্যর সময়ে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তকরণকে বৈদেশিক বিনিময় বলে।
১৮. বাণিজ্য হার কাকে বলে?
উত্তর : বাণিজ্য হার বলতে পণ্য সামগ্রীর আমদানি ও রপ্তানির বিনিময় হারকে নির্দেশ বা চিহ্নিত করা হয়ে থাকে। পারস্পরিক চাহিদার তীব্রতা অনুযায়ী প্রতি একক রপ্তানিকৃত পণ্যদির বিপরীতে অধিক পরিমাণ আমদানিকৃত পণ্যদি প্রাপ্তির বিষয়টিকে রপ্তানিকারক দেশের বানিজ্য লাভ হিসেবে দেখানো হয়ে থাকে। এর ফলে রপ্তানি শিল্পে নিয়জিত শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।
১৯. ASEAN এর পূর্ণরূপ কী?
উত্তর : ASEAN = Association of South East Asian Nations
২০. আন্তর্জাতিক বাণিজ্যের দুটি সুবিধা লিখ।
উত্তর : আন্তর্জাতিক বাণিজ্যের দুটি সুবিধা হলো- ১. উৎপাদন বৃদ্ধি, ২. প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার।
২১. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : আপেক্ষিক সুবিধা/ তুলনামূলক ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন ডেভিড রিকার্ডো।
২২. WTO এর পূর্ণরূপ কী?
উত্তর : WTO – এর পূর্ণরূপ হলো: World Trade Trade Organization.
২৩. আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা কাকে বলে?
উত্তর : আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো দেশের সরকার বা প্রতিষ্ঠানের মধ্যে অর্থের আদান-প্রদানের পদ্ধতিকে বুঝায়।
২৪. জি. এস. পি সুবিধা বলতে কী বুঝায?
উত্তর : জি. এস. পি জনিত শুল্ক সুবিধা আমদানিকৃত পণ্য সামগ্রীর ক্ষেত্রে হ্রাসকৃত হারে অথবা বিনা শুল্কের মাধ্যমে প্রদত্ত হয়ে থাকে। এক্ষেত্রে জি. এস. পি সুবিধা ভোগকারী দেশকে শুল্ক সুবিধা গ্রহীতা দেশ এবং সুবিধা প্রদানকারী দেশকে শুল্ক সুবিধা দাতা দেশ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আমদানি বাণিজ্য ও রপ্তানি বাণিজ্যেরে মধ্যে পার্থক্য দেখাও।
২. আন্তর্জাতিক বাণিজ্যে হতে লাভ লাভ বলতে কী বোঝায়?
৩. অবাধ বাণিজ্য ধারণাটি বর্ণনা কর।
৪. আর্থিক পদ্ধতির উপাদানসমূহ আলোচনা কর।
৫. বিনিময় হারের ধারণাটি ব্যাখ্যা কর।
৬. সংরক্ষণ বাণিজ্যর সুবিধাসমূহ আলোচনা কর।
৭. প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের পার্থক্য উরেুল্লখ কর।
৮. মুদ্রার অবমূল্যায়নের কারণসমূহ আলোচনা কর।
৯. একটি ছোট দেশ বাণিজ্যর মাধ্যমে কিভাবে লাভবান হয়? ব্যাখ্যা কর।
১০. বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্যসমূহ লিখ।
১১. আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি আলোচনা কর।
১২. বাণিজ্য হারের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণ না কর।
১৩. বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য লিখ।
১৪. বাণিজ্য সংরক্ষণ কীভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে সাহায্য করে?
১৫. ক্লাসিক্যাল তত্ত্ব ও হেকসার-ওলিন তত্ত্বের মধ্যে পার্থক্য লিখ।
১৬. মুদ্রার অবমূল্যায়নের ফলাফর আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. ক. আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
খ. বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
২. ক. আন্তর্জাতিক বাণিজ্যের অর্থনৈতিক ভিত্তিসমূহ উল্লেখ কর।
খ. তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বটি আলোচনা কর।
৩. ক. অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তিসমূহ লিখ।
খ. সংরক্ষণের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
৪. ক. বৈদেশিক বিনিময় হারের তত্ত্বসমূহ সংক্ষেপে আলোচনা কর।
খ. লেনদেনের ভারসাম্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৫. ক. বিশ্বব্যাংকের প্রধান উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
খ. বাংলাদেশ কীভাবে বিশ্বব্যাংক দ্বারা উপকৃত হচ্ছে- ব্যাখ্যা কর।
৬. ক. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
খ. বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ কর কর।
৭. ক. অবাধ বাণিজ্যের সুুবধাসমূহ আলোচনা কর।
খ. অবাধ ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যকার পার্থক্যসমূহ বর্ণনা কর।
৮. ক. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের কারণসমূহ বর্ণনা কর।
খ. বাংলঅদেশের লেনদেণেল ভঅরসাম্যের প্রতিকূলতা দূরীকরণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এর ভূমিকা আলোচনা কর।
৯. ক. আন্তর্জাতিক বাণিজ্য হেক্সার ওলিন তত্ত্বটি ব্যাখ্যা কর।
খ. ‘বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো’- ব্যাখ্যা কর।
১০. ক. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সমস্যাসমূহ আলোচনা কর।
খ. বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।
১১. ক. বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনীয়তা আলোচনা কর।
খ. বাংলাদেশের প্রেক্ষিতে বৈদেশিক বাণিজ্যের গতিধারা বর্ণনা কর।
১২. ক. আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্বের প্রয়োজনীয়তা কি?
খ. অ্যাডাম স্মিথের গরম ব্যয় সুবিধা তত্ত্বটি বর্ণনা কর।
১৩. ক. সংরক্ষণবাদের হাতিয়ারসমূহ আলোচনা কর।
খ. আমাদের দেশে কোন ধরনের শিল্পে সংরক্ষণ নীতি প্রয়োগ করা আবশ্যক? ব্যাখ্যা কর।
১৪. ক. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অগ্রগতি সম্পর্কে আলোচনা কর।
খ. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে স্থাপনযোগ্য শিল্পসমূহের বর্ণনা দাও।
১৫. ক. রপ্তানি অধ্যায়ন কাকে বলে?
খ. বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানির পদ্ধতি আলোচনা কর।
১৬. ক. বাংলাদেশের রপ্তানি পণ্যের বর্ণনা দাও।
খ. সাপটাচুক্তিতে বাণিজ্য সম্প্রসারণের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি মার্কেটিং ৫ম পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post