জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। বাংলা সাহিত্য বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা মাস্টার্স বাংলা উপন্যাস সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়: বাংলা উপন্যাস, বিষয় কোড: ৩১১০০৩।
মাস্টার্স বাংলা উপন্যাস সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. মতিবিবির আসল নাম কি?
উত্তর : মতিবিবির আসল নাম পদ্মাবতি ওরফে লুৎফ-উন্নিসা।
২. রোহিণীর স্বামীর নাম কি?
উত্তর : রোহিণীর স্বামীর নাম গোবিন্দলাল।
৩. ‘কীর্ত্তিই রাজাদিগের রোগ’Ñ উক্তিটি কার?
উত্তর : ‘রাজসিংহ’ উপন্যাসে আলোচ্য উক্তিটি রূপনগরের রাজকন্যা চঞ্চলকুমারীর।
৪. শৈবলিনী কে?
উত্তর : ‘রাজসিংহ’ উপন্যাসে রূপনগরের রাজকন্যা চঞ্চলকুমারীকে শৈবালিনী বলা হয়।
৫. রাজলক্ষ্মীর জন্মভূমি কোথায়?
উত্তর : রাজলক্ষ্মীর জন্মভূমি বারাসত।
৬. কুমুুদিনীকে কোন ফুলের ডাঁটার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর : কুমুুদিনীকে রজনীগন্ধা ফুলের ডাঁটার সঙ্গে তুলনা করা হয়েছে।
৭. মিরজানের নৌকার দাম কত হবে বলে সে জানায়?
উত্তর : মিরজানের নৌকার দাম দুই হাজারের কম নয় বলে সে জানায়।
৮. “আমারে নিবা মাঝি লগে”Ñ উক্তিটি ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে কতবার করা হয়েছে?
উত্তর : “আমারে নিবা মাঝি লগে”Ñ উক্তিটি ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে দুইবার করা হয়েছে।
৯. শ্যামাসুন্দরীর ‘দেওরে’র নাম কি?
উত্তর : শ্যামাসুন্দরীর ‘দেওরে’র নাম মধুসূদন ঘোষাল।
১০. ‘গণদেবতা’ উপন্যাসে পরিচ্ছেদ সংখ্যা কত?
উত্তর : ‘গণদেবতা’ উপন্যাসে পরিচ্ছেদ সংখ্যা ২৮ (আটাশ)।
১১. ডিউই কাকে বেশি ভয় করতো?
উত্তর : ডিউই সাপকে বেশি ভয় করতো।
১২. ‘চিহ্ন’ উপন্যাসে অক্ষয়ের স্ত্রীর নাম কি?
উত্তর : ‘চিহ্ন’ উপন্যাসে অক্ষয়ের স্ত্রীর নাম সুধা।
১৩. নবকুমারকে দেখে কপালকুন্ডলা কি বলেছিল?
উত্তর : নবকুমারকে দেখে কপালকুন্ডলা বলেছিল পথিক তুমি পথ হারাইয়াছ।
১৪. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটি কতটি পরিচ্ছেদে বিভক্ত?
উত্তর : ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটি পঞ্চদশ পরিচ্ছেদে বিভক্ত।
১৫. ‘যোগাযোগ’ উপন্যাসের তিন পুরুষের নাম কী?
উত্তর : ‘যোগাযোগ’ উপন্যাসের তিন পুরুষের নাম হলÑ আনন্দ ঘোষাল এবং তার দুই পুত্র মধুসূদন ঘোষাল ও অবিনাশ ঘোষাল।
১৬. ‘চোখের বালি’ উপন্যাসে বিষবৃক্ষ কে?
উত্তর : ‘চোখের বালি’ উপন্যাসে বিষবৃক্ষÑ বিনোদিনী।
১৭. বিমলার স্বামির নাম কি?
উত্তর : বিমলার স্বামির নামÑ নিখিলেশ।
১৮. ‘গণদেবতা’ উপন্যাসে উল্লেখিত নদীটির নাম কি?
উত্তর : ‘গণদেবতা’ উপন্যাসে উল্লেখিত নদীটির নামÑ ময়ূরাক্ষী নদী।
১৯. ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে কোন রথযাত্রাকে ভারতবর্ষের প্রথম রথযাত্রা বলা হয়?
উত্তর : ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে পুরীতে জগন্নাথ বিগ্রহকে ভারতবর্ষের প্রথম রথযাত্রা বলা হয়।
২০. “আমারে নিবা মাঝি লগে”Ñউক্তিটি কার?
উত্তর : “আমারে নিবা মাঝি লগে”Ñউক্তিটি ‘কাপিলার’।
২১. দিবারাত্রির কাব্য” উপন্যাসটি ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : দিবারাত্রির কাব্য” উপন্যাসটি ধারাবাহিকভাবে ১৯৩৫ সালে ‘পূর্বাশা’ পত্রিকায় প্রকাশিত হয়।
২২. ‘চিহ্ন’ উপন্যাসটি বসুমতি সাহিত্য মন্দির থেকে কখন প্রকাশ পায়?
উত্তর : ‘চিহ্ন’ উপন্যাসটি বসুমতি সাহিত্য মন্দির থেকে ১৯৪৭ সালের জানুয়ারি মাসে প্রকাশ পায়।
২৩. রোহিনী কোন পুকুরে ডুবে মরতে চেয়েছিল?
উত্তর : রোহিনী বারুনীর পুকুরে ডুবে মরতে চেয়েছিল।
২৪. ‘কপালকুন্ডলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা কত দিন র্পূবের?
উত্তর : ‘কপালকুন্ডলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা ২৫০ বছর র্পূবের।
২৫. ‘রাজসিংহ’ উপন্যাসের অশ^ারোহীর অশে^র নাম কী?
উত্তর : ‘রাজসিংহ’ উপন্যাসের অশ^ারোহীর অশে^র নাম বিজয়।
২৬. ‘ঘরে-বাইরে’ উপন্যাসে কোন ইংরেজ কবির কবিতার বই- এর উল্লেখ পাওয়া যায়?
উত্তর : ‘ঘরে-বাইরে’ উপন্যাসে ইংরেজ কবি লংফেলোর কবিতার বই- এর উল্লেখ পাওয়া যায়।
২৭. আশালতার জেঠা অনুকূল বাবুর বাড়িতে কত তলা?
উত্তর : আশালতার জেঠা অনুকূল বাবুর বাড়িতে তিন তলা।
২৮. কতসালে বাংলাদেশে জরিপ আইন পাস হয়?
উত্তর : ১৮৭৫ সালে বাংলাদেশে জরিপ আইন পাস হয়।
২৯. ‘গণদেবতা’ উপন্যাসে জগন্নাথের পেশা কি?
উত্তর : ‘গণদেবতা’ উপন্যাসে জগন্নাথের পেশা ডাক্তারি।
৩০. ‘অরণ্য-বহ্নি’ উপন্যাসের সিধুর স্ত্রী নাম কি?
উত্তর : ‘অরণ্য-বহ্নি’ উপন্যাসের সিধুর স্ত্রী নাম ফুল।
৩১. ধনঞ্জয়কে সবাই কী বলে ডাকে?
উত্তর : ধনঞ্জয়কে সবাই ‘আজান খুড়া’ বলে ডাকে।
৩২. কুবেরের দুই ছেলের নাম কি?
উত্তর : কুবেরের দুই ছেলের নাম লখা ও চ-ী।ু
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. চন্দ্রকলা নাচ কি?
২. ‘‘আমি বনচর ছিলাম, আবার বনচর হবো” কেন একথা বলেছেন?
৩. মালতীর মেয়ে আনন্দকে দেখে হেরম্বের কী ভাবান্তর হয়?
৪. কুমুদিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. চিরুপালের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৬. কাপালিকের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৭. ‘অরণ্য বহ্নি’ উপন্যাসের ইংরেজরা কিভাবে সাঁওতালদের জীবনকে প্রভাবিত করেছে?
৮. বিনোদিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৯. দুর্গার সংক্ষিপ্ত পরিচয় দাও।
১০. অধিকারী কে ? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
১১. ‘চিহ্ন’ উপন্যাসের ওসমান চরিত্রে সংক্ষিপ্ত পরিচয় দাও।
১২. “জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষন্ন’- কোথায় এবং কেন?
১৩. সন্দীপের মতে প্রকৃতির বরপুত্র কারা? তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৪. ‘মরিব না, চরণে না রাখ, বিদায় দেও।”- কে,কাকে , কেন বলেছে?
১৫. স্বদেশী আন্দোলন সম্পর্কের নিখিলেশের ভাবনা কি ছিল? ব্যাখ্যা দাও।
১৬. ‘জীবনের কবিত্ব-অধ্যায়ে মা খুড়ী যে এমন বিঘœ,তাহা মহেন্দ্র জানিত না।”- বুঝিয়ে লেখ।
১৭. “দায়ে পড়ে সন্ধি হতে পারে, কিন্তু শান্তি হয় না।” কেন?
১৮. ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসে উইলটি কতবার এবং কেন চুরি হয়?
১৯. মহেন্দ্রের কাশি গমনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা কর।
২০. রামদাস গোঁসাইর বাবার সংক্ষিপ্ত পরিচয় দাও।
২১. অমূল্য কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. দিবা কাব্য’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার ক র।
২. ঐতিহাসিক উপন্যাস হিসাবে ‘রাজসিংহ’ উপন্যাসের সার্থকতা বিচার কর।
৩. “অন্ত্যজ ও উপেক্ষিত শ্রেনীর চরিত্র অঙ্গনে মানিক সার্থকতা বিচার কর।
৪. ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে বিষয়বস্তু লিখ।
৫. রোমান্সধর্মী উপন্যাস হিসাবে ‘কপালকুন্ডলা’ উপন্যাসের সার্থকতা বিচার কর।
৬. ‘চোখের বালি’ উপন্যাসের বিনোদনী চরিত্রের স্বরূপ অংকন কর।
৭. ‘ঘরে বাইরে’ উপন্যাসের আলোকে বিমলা চরিত্র বিশ্লেষণ কর।
৮. ‘অরণ্য বহ্নি’ উপন্যাসের প্রান্তিক জনজীবনের পরিচয় দাও।
৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘চিহ্ন’ উপরন্যাসে যেসব চরিত্রের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়েছে তাদের পরিচয় দাও।
১০. ‘কপালকুন্ডলার’ উপন্যাসের কাহিনী বিশ্লেষণ কর।
১১. রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’ উপন্যাস মূলত বিপ্রদাসের ট্রাজেডি” আলোচনা কর।
১২. কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসে নীতিবাদী বঙ্কিম ও শিল্পী বঙ্কিমের যে দ্বন্দ্ব তা বিশ্লেষণ কর।
১৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’ উপন্যাস অবলম্বনের লেখকের দেশভাবনার স্বরূপ বিশ্লেষণ কর।
১৪. চোখের বালি’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।
১৫. ‘পুতুর নাচের ইতিকথা’ উপন্যাসের শশীর চরিত্রালোচনা কর।
১৬. ‘রাজসিংহ’ উপন্যাসের শৈবলিনীর চরিত্র বিশ্লেষণ কর।
১৭. উপন্যাস হিসাবে ‘যোগাযোগ’ এর সার্থকতা নিরূপণ কর।
আরো দেখো : মাস্টার্স বাংলা সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের মাস্টার্স বাংলা উপন্যাস সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post