জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। বাংলা সাহিত্য বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা মাস্টার্স বাংলা কবিতা সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়: বাংলা কবিতা, বিষয় কোড: ৩১১০০১।
মাস্টার্স বাংলা কবিতা সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের ‘সময়ের তীরে’ কবিতায় কবি সময়কে কোথায় পেয়েছে?
উত্তর : ডানে বায়ে ওপর নিচে সময়ের জ¦লন্ত জিনিসের ভিতর পেয়েছে।
২. ‘পুনশ্চ’ কাব্যের ‘সাধারণ মেয়ে’ কবিতায় নরেশ কার সাথে সমুদ্রে নাইতে গিয়েছিলেন?
উত্তর : বিলাতি মেয়ে লিজার সাথে ।
৩. ‘সর্বহারা কাব্যের ‘সর্বহারা’ কবিতাটি কোথায় প্রকাশ পেয়েছে?
উত্তর : ‘সর্বহারা কাব্যের ‘সর্বহারা’ কবিতাটি ‘লাঙ্গল’ পত্রিকায় প্রকাশ পেয়েছিল।
৪. ‘শেষলেখা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘শেষলেখা’ কাব্যটি প্রকাশিত হয় ভাদ্র, ১৩৪৮ (১৯৪৮) সালে।
৫. ‘বলাকা’ কাব্যের ‘ছবি’ কবিতায় চিরচঞ্চলের মাঝে কে শান্ত হয়ে থাকে?
উত্তর : ‘বলাকা’ কাব্যের ‘ছবি’ কবিতায় চিরচঞ্চলের মাঝে কবির প্রিয়তমা শান্ত হয়ে থাকে।
৬. ‘তূর্যনিনাদ’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘তূর্যনিনাদ’ শব্দের অর্থ রণবাদ্যের গর্জন।
৭. ‘বনলতা সেন’ কবিতায় পান্ডলিপি কখন আয়োজন করা হয়?
উত্তর : ‘বনলতা সেন’ কবিতায় পান্ডলিপি আয়োজন করা হয় পৃথিবীর সব রং মুছে গেলে।
৮. ‘একজ¦ালা এক ব্যথা নিয়া তুমি কাদঁ,আমি কাদিঁ, কাদেঁ মোর প্রিয়া।’- কোন কবিতার অংশবিশেষ?
উত্তর : ‘একজ¦ালা এক ব্যথা নিয়া তুমি কাদঁ,আমি কাদিঁ, কাদেঁ মোর প্রিয়া।’- সিন্ধু কবিতার অংশবিশেষ।
৯. ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছেন?
উত্তর : ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যটি কবির প্রিয়াকে উৎসর্গ করেছেন।
১০. ‘রৌদ্র করোটিতে’ কাব্যের ‘দুঃখ’ কবিতায় কোন চরের নাম আছে?
উত্তর : ‘রৌদ্র করোটিতে’ কাব্যের ‘দুঃখ’ কবিতায় মনিকন্ঠ পাখি ডাকাচরের নাম আছে।
১১. ‘উদ্ভদ উটের পিটে চলেছে স্বদেশ’ কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছেন?
উত্তর : ‘উদ্ভদ উটের পিটে চলেছে স্বদেশ’ কাব্যগ্রন্থটি কবি আবদুর রাজ্জাক খান বন্ধু বরেষুকে উৎসর্গ করেছেন।
১২. ‘মহাপৃথিবী’ কাব্যের সিন্ধুসারস’ কবিতায় কোন নারীর নাম উল্লেখ আছে?
উত্তর : ‘মহাপৃথিবী’ কাব্যের সিন্ধুসারস’ কবিতায় শঙ্খমালা নারীর নাম উল্লেখ আছে।
১৩. ‘মহাপৃথিবী’ কাব্যের ‘আট বছর আগের একদিন’ কবিতায় কোন নদীর নাম আছে?
উত্তর : ‘মহাপৃথিবী’ কাব্যের ‘আট বছর আগের একদিন’ কবিতায় কালীদহ নদীর নাম আছে।
১৪. প্রথম দিনের সূর্য কি প্রশ্ন করেছিল?
উত্তর : প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল ‘কে তুমি’?
১৫. পুনশ্চে’র কবিতাগুলো কোন ছন্দে রচিত?
উত্তর : পুনশ্চে’র কবিতাগুলো প্রবাহমান পয়ার ছন্দে রচিত।
১৬. রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ “শেষ লেখা”।
১৭. ‘সেদিন সুদূর নয়’- কোন দিন?
উত্তর : যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।
১৮. ‘দারিদ্র’ কোন কাব্যগ্রন্থের কবিতা?
উত্তর : ‘দারিদ্র’ সর্বহারা কাব্যগ্রন্থের কবিতা।
১৯. জীবনানন্দ দাশের প্রিয় ঋতু কোনটি?
উত্তর : জীবনানন্দ দাশের প্রিয় ঋতু হেমন্ত।
২০. ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি?
উত্তর : ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম ‘হে হৃদয়’।
২১. সারারাত বিস্তীর্ণ হাওয়া কোথায় খেলেছে ?
উত্তর : সারারাত বিস্তীর্ণ হাওয়া খেলেছে কবির মশারিতে।
২২. হীরের প্রদীপ জে¦লে কে হাসে?
উত্তর : হীরের প্রদীপ জে¦লে শরতের খুশির জ্যোতিকণা হাসে।
২৩. ‘বিষের বাশি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘বিষের বাশি’ কাব্যটি বাংলা ১৩৩১ সালের ১৬ শ্রাবণ/ইংরেজি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
২৪. ‘বাঁশি’ কবিতায় কোন নদীতীরে পিসিদের গ্রাম?
উত্তর : ‘বাঁশি’ কবিতায় ধলেশ^রী নদীতীরে পিসিদের গ্রাম।
২৫. ‘শেষ লেখা’ কাব্যে ২ সংখ্যক কবিতায় শুধু ছায়া ফেলে কে?
উত্তর : ‘শেষ লেখা’ কাব্যে ২ সংখ্যক কবিতায় রাহুর মতন মৃত্যু শুধু ছায়া ফেলে।
২৬. ‘মহাপৃথিবী’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘মহাপৃথিবী’ কাব্যটি ইংরেজি ১৯৪৪ সালে প্রকাশিত হয়
২৭. শামসুর রহমানের ছদ্মনাম কি?
উত্তর : শামসুর রহমানের ছদ্মনাম ‘মজলুম আদিব’।
২৮. ‘আট বছর আগে একদিন’ কবিতায় নায়ক দড়ি হাতে কোন গাছের কাছে গিয়েছিলেন?
উত্তর : ‘আট বছর আগে একদিন’ কবিতায় নায়ক দড়ি হাতে অশ্বথের গাছের কাছে গিয়েছিলেন।
২৯. ‘রৌদ্র করোটিতে’ কাব্যটি ‘সূর্যাবর্ত’ কবিতাটি কাকে উদ্দেশ্য করে রচিত?
উত্তর : ‘রৌদ্র করোটিতে’ কাব্যটি ‘সূর্যাবর্ত’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে রচিত।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘পুনশ্চ’ কাব্য রবীন্দ্রনাথের কবিজীবনের এক নতুন পালার শুরু। আলোচনা কর।
২. ‘রূপা- নারানের কূলে’ কবিতায় কঠিন সত্য সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব সংক্ষেপে বিশ্লেষণ কর।
৩. কাজী নজরুল ইসলাম- ‘কান্ডারী হুঁশিয়ার’ কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লিখ।
৪. ‘সিন্ধু’ কবিতায় বর্ণিত প্রেমের স্বরূপ সংক্ষেপে লিখ।
৫. ‘হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে’- কবির পরিভ্রমণের কারণ বিশ্লেষন কর।
৬. ‘সুচেতনা’ কবিতার মূলভাব আলোচনা কর।
৭. “পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ।” – কেন? সংক্ষেপে লিখ।
৮. ‘শিকলপরার গান’ কবিতার মূলভাব বিশ্লেষণ কর।
৯. “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”।- ব্যাখ্যা কর।
১০. ‘রূপালি ¯œান’ কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ কর।
১১. “মানবিকে নয়, নারী, শুধু তোমাকে ভালোবেসে বুঝেছি নিখিল বিষ কি রকম মধুর হতে পারে”। ব্যাখ্যা কর।
১২. জীবনানন্দ দাশের কবিতায় পরাবাস্তবতার স্বরূপ বিশ্লেষণ কর।
১৩. “হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারী! বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার।” ব্যাখ্যা কর।
১৪. ‘প্রথম গান’ দ্বিতীয় মৃত্যুর আগে’ কবিতা অনুসারে নাগরিক চেতনার পরিচয় দাও।
১৫. “তোমার মুখের দিকে আজ যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা।”- ব্যাখ্যা কর।
১৬. শামসুর রহমানের ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’- কবিতার মূল বক্তব্য লিখ।
১৭. ‘ওর ভাষা গৃহস্থ পাড়ার ভাষা, তাকে সাধুভাষা বলে না’-ব্যাখ্যা কর।
১৮. ‘শেষ লেখা’ কাব্যের আলোকে রবীন্দ্রনাথের মৃত্যু- চেতনার পরিচয় দাও।
১৯. কাজী নজরুল ইসলাম প্রেমের কবি ছিলেন- আলোচনা কর।
২০. ‘ক্যামেলিয়া’ কবিতার বিষয়বস্তু আলোচনা কর।
২১. উপমা রচনায় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠত্ব আলোচনা কর।
২২. ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতায় উল্লেখিত চারজন কবির নাম লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. কবি জীবনানন্দ দাশের ‘বনলতাসেন’ কবিতায় কাব্যসৌন্দর্য বিশ্লেষণ কর।
২. ‘বলাকা’ কাব্যের শিল্পমূল্য আলোচনা কর।
৩. শামসুর রহমানের ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যর বিষয়- ভাবনার স্বরূপ তুলে ধর।
৪. ‘বেলা অবেলা কালবেলা’ অবলম্বনে ব্যক্তি মানস সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দেও।
৫. “পুনশ্চ’ কাব্য উপকরণে প্রাত্যহিক বাস্তবময়, প্রকরণে স্বাতন্ত্র্য।” আলোচনা কর।
৬. শামসুর রহমানের ‘রৌদ্র করোটিতে’ কাব্য অণুসরণে কবির বিষয়- ভাবনা এবং শিল্প- চেতনার পরিচয় দাও।
৭. ‘সর্বহারা’ কাব্যের ‘আমার কৈফিয়ৎ’ কবিতার ভাববস্ত আলোচনা কর।
৮. ‘প্রথম গান’ দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্য অবলম্বনে শামসুর রহমানের কবি মানস আলোাচনা কর।
৯. নাগরিক কবি হিসাবে শামসুর রহমানকে মূল্যায়ণ কর।
১০. ‘শেষ লেখা’ কাব্যে কবির পরিণত জীবন জিজ্ঞাসার দার্শনিকতা রূপলাভ করেছে।’ আলোচনা কর।
১১. ‘বিষের বাশী’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্ত্বার পরিচয় দেও।
১২. ‘উদ্ভট উটের পিঠে চরেছে স্বদেশ’ কাব্যের সাফল্য বিচার কর।
১৩. গদ্যকাব্য হিসাবে ‘পুনশ্চ’ কাব্যের সাফল্য বিচার কর।
১৪. রৌদ্র করোটিতে’ কাব্যের প্রেম ও রোমান্টিকতার পরিচয় দাও।
১৫. বেলা অবেলা কালবেলা ’ কাব্যে জীবনানন্দ দাশের সমাজ সচেতনতার পরিচয় দাও।
১৬. ‘আমার কৈফিয়ত’ কবিতায় ভাববস্তু আলোচনা কর।
১৭. জীবনানন্দ দাশের কবিতায় প্রেম ও প্রকৃতি চেতনার যে রূপ চিত্রিত হয়েছে তা বিশ্লেষণ কর।
১৮. ‘সিন্ধু হিন্দোল” কাব্য অনুসরণে নজরুলের প্রেম ও সৌন্দর্যবোধর পরিচয় দাও।
আরো দেখো : মাস্টার্স বাংলা সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের মাস্টার্স বাংলা কবিতা সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post