জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। বাংলা সাহিত্য বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা মাস্টার্স বাংলা নাটক সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়: বাংলা নাটক, বিষয় কোড: ৩১১০০৭।
মাস্টার্স বাংলা নাটক সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘রক্তকরবী’ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : ‘রক্তকরবী’ প্রথম ‘প্রবাসী’ পত্রিকায় (১৯২৪) ১৩৩১ সনে প্রকাশিত হয়।
২. বিশু নন্দিনীকে কী গান শোনায়?
উত্তর : বিশু নন্দিনীকে পৌষের গান বা ফসল কাটার গান।
৩. রাজা নাটকে অন্ধকার ঘরের দাসী কে?
উত্তর : রাজা নাটকে অন্ধকার ঘরের দাসীÑ সুরঙ্গমা।
৪. ‘অচলায়তন’ নাটকের প্রথম গানটি কার?
উত্তর : ‘অচলায়তন’ নাটকের প্রথম গানটি পঞ্চকের।
৫. আঙ্গিক বিচারে ‘প্রথম পার্থ’ নাটকটি কোন ধরনের?
উত্তর : আঙ্গিক বিচারে ‘প্রথম পার্থ’ নাটকটি- কাব্যনাট্য।
৬. হা-ভগবান-ঐ পাপিষ্ঠা আমাদের মা’-কে, কার কথা বলেছেন?
উত্তর : হা-ভগবান-ঐ পাপিষ্ঠা আমাদের মা’- কর্ণ, কুন্তীদেবীর কথা বলেছেন।
৭. ‘অঙ্গার’ নাটকটি উৎপল দত্ত কাকে উৎসর্গ করেন?
উত্তর : ‘অঙ্গার’ নাটকটি উৎপল দত্ত শ্রদ্ধেয় চিত্ত চৌধুরীকে উৎসর্গ করেন ।
৮. ‘টিনের তলোয়ার’ নাটকটি কত সালে রচিত?
উত্তর : ‘টিনের তলোয়ার’ নাটকটি ১৯৭১ সালে রচিত
৯. ‘সূর্য শিকার’ নাটকে মধুকরিকা কে?
উত্তর : ‘সূর্য শিকার’ নাটকে মধুকরিকা- ক্রীহদাসী।
১০. ‘বহিপীর’ নাটকে হকিকুল্লার দুই খেয়াল কি কি?
উত্তর : ‘বহিপীর’ নাটকে হকিকুল্লার দুই খেয়াল- এক হচ্ছে পীরের সেবা, দ্বিতীয় হচ্ছে হুঁকা টানা।
১১. ‘তরঙ্গভঙ্গ’ নাটকে কয়টি মৃত্যুর কথা উল্লেখ আছে?
উত্তর : ‘তরঙ্গভঙ্গ’ নাটকে চারটি মৃত্যুর কথা উল্লেখ আছে ।
১২. ‘রক্তকবরী’ নাটকে রাজা কাকে নিজের প্রতিদ্বন্ধী মনে করে হত্যা করে?
উত্তর : ‘রক্তকবরী’ নাটকে রাজা রঞ্জনকে নিজের প্রতিদ্বন্ধী মনে করে হত্যা করে ।
১৩. ‘রাজা’ নাটকে রাজা কিসের প্রতিক ?
উত্তর : ‘রাজা’ নাটকে রাজা- পরমাত্মার প্রতিক।
১৪. অচলায়তনের বন্ধ জানালাটি কত বছর ধরে বন্ধ ছিল?
উত্তর : অচলায়তনের বন্ধ জানালাটি ৩৪৫ বছর ধরে বন্ধ ছিল।
১৫. ‘যশস্বিনী পৃথা’- কে?
উত্তর : ‘যশস্বিনী পৃথা’- কৃষ্ণ।
১৬. অদ্রি কে?
উত্তর : অদ্রি- মনোরমার ছেলে।
১৭. ‘অঙ্গার’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘অঙ্গার’ নাটকটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়।
১৮. কোন অপেরাকে কেন্দ্র করে ‘টিনের তলোয়ার’ নাটকের কাহিনী গড়ে ওঠে?
উত্তর : ‘দি গ্রেট বেঙ্গল’ অপেরাকে কেন্দ্র করে ‘টিনের তলোয়ার’ নাটকের কাহিনী গড়ে ওঠে।
১৯. বেণী মাধবের আরেক নাম কি?
উত্তর : বেণী মাধবের আরেক নাম কাপ্তেন বাবু।
২০. ‘আসুন’ আমরা চলিয়া যাই’ কথাটি কে বলেছেন?
উত্তর : ‘আসুন’ আমরা চলিয়া যাই’ কথাটি বহিপীর বলেছেন ।
২১. ‘উজানে মৃত্যু’ নাটকে মোট কয়টি চরিত্র আছে?
উত্তর : ‘উজানে মৃত্যু’ নাটকে মোট তিনটি চরিত্র আছে।
২২. পান্ডুলিপি রূপে ‘রক্তকরবী’ নাটকের নাম কী ছিল?
উত্তর : পান্ডুলিপি রূপে ‘রক্তকরবী’ নাটকের নাম- নন্দিনী।
২৩. অচলায়তন শব্দের অর্থ কি?
উত্তর : অচলায়তন শব্দের অর্থ পর্বতগৃহ বা পাথরের বাড়ি।
২৪. ‘প্রথম পার্থ’ নাটকে যাজ্ঞসেনী কে?
উত্তর : ‘প্রথম পার্থ’ নাটকে যাজ্ঞসেনী দ্রৌপদী।
২৫. গ্রিক মিথে ইলেকট্রা কার কন্যা?
উত্তর : গ্রিক মিথে ইলেকট্রা- আগামেমননের কন্যা।
২৬. ‘কালসন্ধ্যা’ নাটকে সুভদ্রা কাকে ‘শ্রেষ্ঠ বীর’ বলেছে?
উত্তর : যে বাক্য আচরণে শান্তিন সাধক।
২৭. ‘অঙ্গার’ নাটকে দয়াল কোন অঞ্চলের গান করে?
উত্তর : ‘অঙ্গার’ নাটকে দয়াল পূর্ববঙ্গের গান করে ।
২৮. ‘সূর্য শিকার’ নাটকে বিজ্ঞান কার হাতে বেঁচে রইল?
উত্তর : ‘সূর্য শিকার’ নাটকে বিজ্ঞান মধুকরিকার পুত্র বীরকের হাতে বেঁচে রইল ।
২৯. ‘বহিপীর’ নাটকে পীর কোথায় তসবি হারিয়েছিলেন?
উত্তর : ‘বহিপীর’ নাটকে পীর নদীগর্ভে তসবি হারিয়েছিলেন।
৩০. ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের বাল্যবন্ধু কে?
উত্তর : ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের বাল্যবন্ধু সাদা পোশাক পরিহিত ব্যক্তি।
খ-বিভাগ: সংক্ষিপ প্রশ্ন
১. ‘রক্তকরবী’ নাটক অনুসারে নন্দিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. ‘আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম-এখানকার লীলা শেষ হলো।” ব্যাখ্যা কর।
৩. দ্রৌপদী কে? কর্ণের সঙ্গে তার সম্পর্ক কী?
৪. ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে অদ্রির পরিণতি ব্যাখ্যা কর।
৫. উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের প্রেক্ষাপট কি?
৬. “আমি গরু ঘোড়া নই, পশু নই। আমি মা। রাজপথে আমাকে এইভাবে লাঞ্চিত করবেন না, দেব।- কে কেন এমন বলেছেন?
৭. বহিপীর কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৮. “আলোকে যার ঘৃণা, ফাসিতে তার ভয় নাই।”-ব্যাখ্যা কর।
৯. পঞ্চকের পরিচয় দাও।
১০. অবিশ্বাসী কাঞ্চীরাজ জড়বাদী দার্শনিকতার প্রতীকÑব্যাখ্যা কর।
১১. কুন্তীর পরিচয় দাও।
১২. ‘অঙ্গার’ নাটকে বর্ণিত শ্রমিক বিদ্রোহের কারণ ব্যাখ্যা কর।
১৩. ময়না কীভাবে শঙ্করীতে পরিণত হয়? তার বিবরণ দাও।
১৪. হাশেম আলীর পিতা হাসেম আলী একটি দ্বন্দ্বমথিতা সত্তাÑ ব্যাখ্যা কর।
১৫. আমেনা কেন তার স্বামী ও সন্তানকে হত্যা করে? এর কারণ ব্যাখ্যা কর।
১৬. রক্তকরবী নাটকে রঞ্জন চরিত্রের প্রতীকী তাৎপর্য কী?
১৭. সত্যভামার পরিচয় দাও।
১৮. ‘অঙ্গার’ নাটকে বর্ণিত হাইকোটের বিচারসভার পরিচয় দাও।
২০. ‘থিয়েটার ছাড়া আমি বাঁচবো না’- ব্যাখ্যা কর।
২১. বহিপীর নাটকে জমিদার কে? তার সংক্ষেপে পরিচয় দাও।
২২. ‘তরঙ্গভঙ্গ’ নাটক অবলম্বনে সৈয়দ ওয়ালীউল্লাহর সমাজচেতনার পরিচয় দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘রক্তকরবী’ নাটক অনুসারে নন্দিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
২. “আলো এবং অন্ধকার ‘রাজা’ নাটকের মৌল প্রতিক।”- ‘রাজা’ নাটকের অবলম্বনে যথার্থতা বিশ্লেষণ কর।
৩. ‘বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ কাব্যনাটকের যুদ্ধ-বিরোধী চেতনা প্রকাশ পেয়েছে”- মন্তব্যটি মূল্যায়ন কর।
৪. প্রকাশবাদী নাটক বলতে কী বুঝ? প্রকাশবাদী নাটকের বৈশিষ্ট্যনুসারে ‘অঙ্গার’ নাটকের বিচার কর।
৫. ‘টিনের তলোয়ার’ নাটকে প্রতিফলিত শ্রেনীসংগ্রামের স্বরূপ বিশ্লেষণ কর।
৬. ‘বহিপীর’ নাটকের বিষয়বস্তু ও শিল্পমূল্য বিচার কর।
৭. ‘উজানে মৃত্যু’ নাটকে তিনটি চরিত্রের মাধ্যমে আধুনিক জীবনের উপলব্ধি, নিঃসঙ্গতা, হতাশা ও মৃত্যুর অনুষঙ্গ উপস্থিত ”- এ সম্পর্কে তোমার মতামত উপস্থাপন কর।
৮. “তরঙ্গভঙ্গ’ নাটকে একজন বিচারকের স্বরূপ প্রকাশ করা হয়েছে।”- এ সম্পর্কে তোমার মতামত দাও।
৯. সাংকেতিক নাটক হিসাবে ‘রাজা’ নাটকের সার্থকতা বিচার কর।
১০. নন্দিনী চরিত্র বিশ্লেষণ কর।
১১. ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকের শিল্পসার্থকতা বিচার কর।
১২. ‘প্রথম পার্থ’ নাটকে পুরাণের পুননির্মাণে বুদ্ধদেব বসুর মুন্সিয়ানার পরিচয় দাও।
১৩. ‘অঙ্গার’ নাটকের পটভূমি ব্যাখ্যা কর।
১৪. ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের পরিচয় দাও।
১৫. রূপক নাটক কি? রূপক নাটক হিসাবে ‘রক্তকরবী’ নাটকের সার্থকতা বিচার কর।
১৬. ‘অচলায়তন’ নাটকের নামকরণের যৌক্তিকতা বিচার কর।
১৭. কাব্যনাট্য বলতে কি বুঝ? কাব্যনাট্য হিসাবে ‘কালসন্ধ্যা’ নাটকের বৈশিষ্ঠ্য নিরূপণ কর।
১৮. উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের শিল্পমূল্য বিচার কর।
১৯. ‘উজানে মৃত্যু’ একটি অ্যাবসার্ডধর্মী নাটক। – আলোচনা কর।
২০. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘তরঙ্গভঙ্গ’ নাটকের বিষয় ভাবনার পরিচয় দাও।
আরো দেখো : মাস্টার্স বাংলা সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের মাস্টার্স বাংলা নাটক সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post