জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা বাংলাদেশের ভূ রাজনীতি ও বাংলাদেশ সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়: মৌখিক পরীক্ষা, বিষয় কোড: ৩১১৯১৬।
মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মৌখিক পরীক্ষা
১. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People’s Republic of Bangladesh).
২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩. বাংলাদেশ ও ভারত সীমান্ত কখন ,কে কে স্বাক্ষর করে?
উত্তর : ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী।
৪. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৯৭ সালে।
৫. কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ দেশের নাম পাওয়া যায়?
উত্তর : ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।
৬. বাংলার প্রাচীন জনপদগুলো কি কি?
উত্তর : বঙ্গ, পুন্ড্র, গৌড় , রাঢ় , সমতট, হরিকেল ও বরেন্দ্র।
৭. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল?
উত্তর : অস্টিক।
৮. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
উত্তর : সম্রাট আকবর।
৯. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর : মুর্শিদকুলী খান।
১০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর : পর্তুগিজরা।
১১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
উত্তর : ১৭৬৫ সালে।
১২. বাংলায় কে, কখন চিরস্থায়ী ভূমিব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তর : লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ খ্রি.।
১৩. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ও সংগঠন কে ছিলেন?
উত্তর : মজনু শাহ।
১৪. The Spirit of Islam গ্রন্থটি কার রচিত?
উত্তর : সৈয়দ আমীর আলী।
১৫. বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় কাদের মধ্যে এবং কখন?
উত্তর : হিন্দু-মুসলমানদের মধ্যে ১৯২৩ সালে।
১৬. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
১৭. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে?
উত্তর : UNESCO।
১৮. ঐতিহাসিক লোহার প্রস্তাব কে উপস্থাপন করেন?
উত্তর : শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক।
১৯. ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন?
উত্তর : লর্ড-মাউন্ট- ব্যাটেন।
২০. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কি?
উত্তর : বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে।
২১. নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল?
উত্তর : নৌকা।
২২. ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনে কে সক্রিয় ভূমিকা রাখেন।
উত্তর : শেখ মুজিবুর রহমান।
২৩. আগরতলা ষড়যন্ত্র মামলান প্রধান আসামি কে ছিলেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান।
২৪. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?
উত্তর : ১৬৭ টি।
২৫. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল কখন?
উত্তর : ২ মার্চ ১৯৭১ সালে।
২৬. রাষ্ট্র শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর : মেকিয়াভেলী।
২৭. ‘রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণের সম্মতি’- উক্তিটি কার?
উত্তর : জনলক এর।
২৮. ‘আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি’- উক্তিটি কার?
উত্তর : এরিস্টটলের।
২৯. জাতীয়তাবাদের জনক কে?
উত্তর : নিকোলো মেকিয়াভেলী।
৩০. বিশ্বের প্রথম ও সংক্ষিপ্ত লিখিত সংবিধান কোনটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
৩১. পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোনটি?
উত্তর : ভারতের সংবিধান।
৩২. বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর : এককক্ষ বিশিষ্ট।
৩৩. শাসন বিভাগের প্রধান হিসাবে কে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক?
উত্তর : রাষ্ট্রপতি।
৩৪. বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন কে?
উত্তর : রাষ্ট্রপতি।
৩৫. ভোটাধিকার নাগরিকের কি অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
৩৬. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকম-লী।
৩৭. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহারণ দেও।
উত্তর : বণিক সমিতি, শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন।
৩৮. Voice of god বলা হয় কাকে?
উত্তর : জনমতকে।
৩৯. প্লেটোর কোথায় জন্মগ্রহন করেন?
উত্তর : গ্রিসের এথেন্সে।
৪০. রুশো কোন দেশের দার্শনিক?
উত্তর : ফ্রান্সের।
৪১. সাংসদীয় গণতন্ত্রের জন্মভূমি বলা হয় কোন দেশ কে?
উত্তর : গ্রেট ব্রিটেনকে।
৪২. লর্ড সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর : লর্ড চ্যান্সেলর।
৪৩. পৃথিবীর প্রাচীনতম ও বৃহত্তম দ্বিতীয় কক্ষ কোনটি?
উত্তর : ব্রিটেনের লর্ডসভা।
৪৪. মার্কিন সংবিধানের ব্যাখ্যাকর্তা কে?
উত্তর : মার্কিন সুপ্রিম কোর্ট।
৪৫. ফরাসি বিপ্লবের শ্লোগান কি?
উত্তর : স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
৪৬. সচিবালয় গঠনের কাঠামো কি রূপ?
উত্তর : সচিবালয় গঠনের কাঠামো নি¤œরূপ-
সিনিয়ার সচিব- সচিব- অতিরিক্ত সচিব- যুগ্নসচিব- উপসচিব- সিনিয়ার সহকারি সচিব- সহকারি সচিব।
৪৭. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
৪৮. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : নবাব সলিমুল্লাহ।
৪৯. দ্বি- জাতি তত্ত্ব ঘোষণা করেন কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ।
৫০. গণতন্ত্রের মানস পুত্র বলা হয় কাকে?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে।
৫১. অর্থনীতির জনক কে?
উত্তর : এ্যাডাম স্মিথ।
৫২. বাংলাদেশে কোন ধরণের অর্থনীতি?
উত্তর : মিশ্র অর্থনীতি।
৫৩. সরকারি আয়ের প্রধান উৎস কি?
উত্তর : রাজস্ব কর।
৫৪. জেলা প্রশাসনের জনক কে?
উত্তর : উড্রো উইলসন।
৫৫. জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে?
উত্তর : ডেপুটি কমিশনার।
৫৬. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তর : সচিব।
৫৭. পদসোপান শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তর : Hierarchy.
আরো দেখো : মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মৌখিক পরীক্ষা pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post