জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা সাজেশন ও প্রশ্ন উত্তর। বিষয়: সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা, বিষয় কোড: ৩১১৯০১।
মাস্টার্স সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও উদারতাবাদ।
২. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে সংঘটিত হয়।
৩. হেগেল কোন দেশের দার্শনিক ছিলেন??
উত্তর : হেগেল জার্মানির দার্শনিক ছিলেন।
৪. কার্ল মার্কস কোন ধরনের সমাজব্যবস্থার কথা বলেছেন?
উত্তর : কার্ল মার্কস সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার কথা বলেছেন।
৫. লেনিনবাদ কি?
উত্তর : মার্কস ও এঙ্গেলস যে তত্ত্ব দিয়ে গেছেন সেগুলোর পূর্ণ আলোচনা এবং ব্যাখ্যা করে লেনিন যে তত্ত্ব প্রচার করেন তাই হলো লেনিনবাদ।
৬. ‘বলশেভিক’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘বলশেভিক’ শব্দের অর্থ সংখ্যাগরিষ্ঠ।
৭. স্থায়ী বিপ্লব কার তত্ত্ব?
উত্তর : স্থায়ী বিপ্লব ট্রটস্কির তত্ত্ব।
৮. ‘একদেশে সমাজতন্ত্র’ কার নীতি ছিল?
উত্তর : ‘একদেশে সমাজতন্ত্র’ স্ট্যালিনের নীতি ছিল।
৯. কত সালে সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়।
১০. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কখন হয়েছিল?
উত্তর : ১৬৮৮ সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছিল।
১১. অস্তিত্ববাদ কি?
উত্তর : অস্তিত্ববাদ হলো এমন একটি মতবাদ যা মানুষের অস্তিত্ব, ব্যক্তিত্ব, স্বাতন্ত্র্য, ক্ষমতা এবং সত্তার ওপর জোর দেয়।
১২. সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা কী?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র নিয়ে চিন্তাভাবনা, মতামতকেই সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বলে।
১৩. আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য কী?
উত্তর : আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ।
১৪. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?
উত্তর : ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল “সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা’’।
১৫. নাৎসিবাদের জনক কে?
উত্তর : নাৎসিবাদের জনক এডলফ হিটলার (Adlof Hitler).
১৬. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস।
১৭. Das kapital কার রচিত গ্রন্থ?
উত্তর : Das kapital কার্ল মার্কস-এর রচিত।
১৮. কার্ল মার্কস-এর মতে আধুনিক কালে কোন দুটি শ্রেণির উপস্থিতি বিদ্যমান?
উত্তর : কার্ল মার্কস-এর মতে আধুনিক কালে বুর্জোয়া এবং প্রলেতারিয়েত দুটি শ্রেণির উপস্থিতি বিদ্যমান।
১৯. The Foundation of Leninism কার রচিত?
উত্তর : “The Foundation of Leninism” J. V. Stalin এর রচিত।
২০. সমাজতন্ত্র কী?
উত্তর : সমাজতন্ত্র বলতে এমন একটি পূণাঙ্গ সমাজব্যবস্থাকে বোঝায় যেখানে উপাদানগুলোর ওপর মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়।
২১. চীনের গণ বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
উত্তর : মাও সে-তুং-এর নেতৃত্বে চীনের গণ বিপ্লব হয়েছিল।
২২. “Will, not force, is the basis of the state” উক্তিটি কার?
উত্তর : “Will, not force, is the basis of the state” টমাস হিল গ্রিন-এর।
২৩. ফ্যাসিবাদের প্রবক্তা কে?
উত্তর : ফ্যাসিবাদের প্রবক্তা বেনিটো মুসলিনি।
২৪. আধুনিককালের ভাববাদী দর্শনের জনক বলা হয় কাকে?
উত্তর : ইমানুয়েল কান্টকে আধুনিককালের ভাববাদী দর্শনের জনক বলা হয়।
২৫. “Lecture on the Principles of Political Obligations” গ্রন্থটির লেখক কে?
উত্তর : “Lecture on the Principles of Political Obligations” গ্রন্থটির লেখক টমাস হিল গ্রিন।
২৬. “The Second Sex (1949)” কার লেখা?
উত্তর : “The Second Sex (1949)” সিমন দ্য বেভোয়ার-এর।
২৭. ঐতিহাসিক বস্তবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কার্ল মার্কস।
২৮. ‘প্রলেতারিয়েত’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘প্রলেতারিয়েত’ শব্দের অর্থ শ্রমজীবী শ্রেণী।
২৯. কত সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৯৪৯ সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
৩০. স্ট্যালিনের পূর্ণনাম লিখ।
উত্তর : স্ট্যালিনের পূর্ণনাম জোসেফ ভিসারিওনভিচ জুগাশভিলি।
৩১. “বিশ্ব বিপ্লব ও চিরন্তর বিপ্লব” কার তত্ত্ব?
উত্তর : “বিশ্ব বিপ্লব ও চিরন্তর বিপ্লব” ট্রটস্কিরে তত্ত্ব।
৩২. ‘‘ট্রটস্কি” কবে মারা যান?
উত্তর : ১৯৪০ সালে ‘‘ট্রটস্কি” মারা যান।
৩৩. মাও-সে-তুং কে?
উত্তর : ১৯৪৯ সালের চীনের বিপ্লবের নেতা ও দার্শনিক “মাও-সে-তুং”।
৩৪. “গ্রাম দিয়ে শহর ঘেরাও” নীতিটি কার?
উত্তর : “গ্রাম দিয়ে শহর ঘেরাও” নীতিটি মাও-সে-তুং-এর।
৩৫. “শতফুল ফুটতে দাও” ও “গ্রেটলিক ফরোয়ার্ড” নীতি কার?
উত্তর : মাও-সে-তুং এর নীতি “শতফুল ফুটতে দাও” ও “গ্রেটলিক ফরোয়ার্ড।
৩৬. “The Communist manifesto” কার লেখা?
উত্তর : মার্কস ও এঙ্গেলস-এর লেখা “The Communist manifesto’’
৩৭. “আমি চিন্তা করি সুতরাং আমি আছি” কে বলেছেন?
উত্তর : দেকার্ত (Descartes) বলেছেন আমি চিন্তা করি সুতরাং আমি আছি।
৩৮. ল্যাটিন শব্দ ‘Existere’ এর অর্থ কি?
উত্তর : সচেতন ক্রমবিকাশ-(Stand out)।
৩৯. ভাববাদীদের মূলসূত্র কি?
উত্তর : ভাববাদীদের মূলসূত্র Essence precedes existence.
৪০. রাসেল কার রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন দ¦ারা প্রভাবিত হয়েছিলেন?
উত্তর : রাসেল ‘কার্ল মার্কস’ রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন দ¦ারা প্রভাবিত হয়েছিলেন।
৪১. গণতন্ত্রকে “বর্তমান যুগের শ্রেষ্ঠ আবিষ্কার” কে বলেছেন?
উত্তর : গণতন্ত্রকে “বর্তমান যুগের শ্রেষ্ঠ আবিষ্কার” বলেছেন জেমস মিল।
৪২. “Democracy is a Government of the people, by the people and for the people” উক্তিটি কার?
উত্তর : “Democracy is a Government of the people, by the people and for the people” উক্তিটি আব্রাহাম লিংকনের।
৪৩. “Essay on the Former Character” গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর : “Essay on the Former Character” গ্রন্থটি ‘রবার্ট ওয়েন’ রচনা করেছেন।
৪৪. উত্তর আধুনিকতাবাদ কি?
উত্তর : অনিশ্চয়তা রয়েছে সেগুলো সমাধানের জন্য আধুনিককালের পরবর্তী দার্শনিকরা যে চিন্তার জগৎ উন্মুক্ত করার প্রয়াস পেয়েছেন তা উত্তর আধুনিকতাবাদ নামে পরিচিত লাভ করেছে।
৪৫. কাল্পনিক সমাজতন্ত্রের পথিকৃত বলা হয় কাকে?
উত্তর : সেন্ট সাইমন’কে কাল্পনিক সমাজতন্ত্রেও পথিকৃত বলা হয়।
৪৬. সারা জাগানো রুশ বিপ্লব কতদিন স্থায়ী হয়েছিল?
উত্তর : সারা জাগানো রুশ বিপ্লব ১০ দিন স্থায়ী হয়েছিল।
৪৭. গণতন্ত্র কি?
উত্তর : গণতন্ত্র হলো জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা।
৪৮. “Demos’’ শব্দের অর্থ কি?
উত্তর : “Demos’’ শব্দের অর্থ জনগণ।
৪৯. ফুরিয়েরের পুরো নাম কি?
উত্তর : ফুরিয়েরের পুরো নাম – Francois Maric Charles fourier.
৫০. রাষ্ট্রচিন্তার ইতিহাসকে কয়টি ভাগে বিভক্ত করা যায়?
উত্তর : রাষ্ট্রচিন্তার ইতিহাসকে চারটি ভাগে বিভক্ত করা যায়। যথা- প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সাম্প্রতিক কাল।
৫১. গণতন্ত্র কোথায় উদ্ভব হয়েছিল?
উত্তর : গণতন্ত্র প্রচীন গ্রিসে উদ্ভব হয়েছিল।
৫২. একনায়কতন্ত্র কি?
উত্তর : যখন সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে তখন তাকে একনায়কতন্ত্র বলা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. জাতীয়তাবাদ কী? আলোচনা করো।
২. একনায়কতন্ত্র কী? ব্যাখ্যা করো।
৩. ভাববাদ কি? আলোচনা করো।
৪. উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বলতে কী বুঝ?
৫. লেনিনবাদ কি? ব্যাখ্যা করো।
৬. সাংস্কৃতিক বিপ্লব কি? ব্যাখ্যা করো।
৭. অস্তিত্ববাদ কি? আলোচনা করো।
৮. গণতন্ত্রের সংজ্ঞা দাও।
৯. মার্কসবাদ ও লেনিনবাদের মধ্যে পার্থক্য দেখাও।
১০. লেনিনের পার্টিতত্ত্বেও বৈশিষ্ট্য লিখ।
১১. হেগেলীয় দ্বন্দ্ববাদের বৈশিষ্ট্য লিখ।
১২. প্রলেতারিয়েত একনায়কতন্ত্র বলতে কী বুঝ?
১৩. ইমানুয়েল কান্টের ভাববাদী ধারণা উল্লেখ কর।
১৪. অস্তিত্ববাদের বৈশিষ্ট্যসমূহ লিখ।
১৫. নৈরাজ্যবাদ বলতে কী বুঝ? আলোচনা করো।
১৬. আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে ব্যাখ্যা করো।
১৭. সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ৪টি বৈশিষ্ট্য লিখ।
১৮. মার্কসবাদ বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
১৯. লেনিনের পার্টি তত্ত্বের বৈশিষ্ট্য লিখ।
২০. মাওবাদ বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
২১. উদারনৈতিক গণতন্ত্রের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
২২. অস্তিত্ববাদেরদ বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখ।
২৩. কাল্পনিক সমাজতন্ত্র কি? ব্যাখ্যা করো।
২৪. ঐতিহাসিক বস্তুবাদ কি? আলোচনা করো।
২৫. স্ট্যালিনের একাদেশে সমাজতন্ত্রের প্রেক্ষাপট লিখ।
২৬. মাও এর নয়া গণতন্ত্রেও অর্থ ব্যাখ্যা কর।
২৭. মার্কসবাদ কি? আলোচনা করো।
২৮. এডওয়ার্ড বার্নস্টাইনের অভিমত লিখ।
২৯. সংশোধনবাদের সংজ্ঞা দেও।
৩০. অবভাস তত্ত্ব কি? ব্যাখ্যা করো।
৩১. অস্তিত্ববাদের বৈশিষ্ট্যসমূহ লিখ।
৩২. রাসেলের দর্শন শাস্ত্রের মূল্যায়ন কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. আধুনিক ও সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার বিকাশে ফরাসি বিপ্লবের অবদান আলোচনা কর।
২. জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদের উপাদানসমূহ আলোচনা কর।
৩. ইমানুয়েল কান্টের রাষ্ট্রদর্শন আলোচনা কর।
৪. মার্কসীয় সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা ‘করো।
৫. সমালোচনাসহ লেনিনের পার্টিতত্ত্ব আলোচনা কর।
৬. জোসেফ স্ট্যালেনের একাদেশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা কর।
৭. চীনের সমাজতন্ত্র বিকাশের মাওসেতুং-এর অবদান আলোচনা কর।
৮. আধুনিক রাষ্ট্রচিন্তা বার্ট্রান্ড রাসেলের অবদান আলোচনা কর।
৯. লেনিনের সা¤্রাজ্যবাদ তত্ত্ব আলোচনা করা। তার এ তত্ত্ব কীভাবে সমালোচিত হয়েছে?
১০. স্ট্যালিনের একাদেশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা কর। এ তত্ত্বটি সম্পর্কে ট্রটস্কির মতামত কতদূর গ্রহণযোগ্য?
১১. উত্তর আধুনিকতাবাদের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো।
১২. আধুনিক কালে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সংকটসমূহ আলোচনা কর।
১৩. হেগেলীয় দ্বন্দ্ববাদ কী? হেগেলীয় দ্বন্দ্ববাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৪. ভাববাদের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা কর।
১৫. কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল্যনীতিসমূহ আলোচনা কর।
১৬. সমালোচনাসহ লেনিনের পার্টিতত্ত্ব আলোচনা কর।
১৭. চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুং এর অবদান আলোচনা কর।
১৮. আধুনিক রাষ্ট্রচিন্তায় রাসেলের দর্শনের অবদান আলোচনা কর।
১৯. গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি লিখ।
২০. সিমন দ্য বেভোয়ার এর জন্ম পরিচিতি, শিক্ষা সম্পর্কে আলোচনা কর।
২১. আধুনিক রাষ্ট্রচিন্তায় কার্ল কাউটস্কির অবদান আলোচনা কর।
২২. অস্তিত্ববাদের সংজ্ঞা দাও। অস্তিত্ববাদের পটভূমি আলোচনা কর।
২৩. কার্ল কাউটস্কি কেন শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন?
২৪. বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা কর।
২৫. ‘‘গণতন্ত্র কেবল সরকার ব্যবস্থাই নয়, সমাজ ব্যবস্থায় বটে” উক্তিটি ব্যাখ্যা কর।
২৬. গণতন্ত্রের সাফল্যের পথে অন্তরায়সমূহ উল্লেখ কর।
আরো দেখো : মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা সাজেশন pdf download সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post