টেন মিনিট স্কুলের কল্যাণে মুনজেরিন শহীদ নামটি এখন বেশ পরিচিত। অনেকেই মুনজেরিন শহীদ কে এবং তার সম্পূর্ণ পরিচয় নিয়ে বেশ কৌতুহলী। মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, যিনি এখান থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন।
মুনজেরিন শহীদ কে?
মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে ইংরেজি বিভাগে স্নাতক ও পরবর্তী বছরে একই বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। মুনজেরিন শহীদ ১৯৯৬ সালের ১৯ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
ইংরেজি বিভাগে স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর অর্জন করছেন।
মুনজেরিন শহীদ মূলত আলোচনায় জায়গা পান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে। ইংরেজি শিক্ষা সম্পর্কিত তার ভিডিও বার্তাগুলো ইতোমধ্যে দেশ ও বিদেশের প্রায় ২৫ মিলিয়ন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।
মুনজেরিন শহীদের শিক্ষা
- ২০১৫-২০১৮, ইংরেজি (স্নাতক), ঢাকা বিশ্ববিদ্যালয়।
- ভাষাতত্ত্ব এবং ইংরেজি ভাষা শিক্ষায় স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- দ্বিতীয় স্নাতকোত্তর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
মুনজেরিন শহীদ সম্পাদিত বই এবং কোর্সসমূহ
উল্লেখ্য, মুনজেরিন শহীদের IELTS এর স্কোর ছিল ৮.৫। তিনি 10 মিনিট স্কুলে মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
Discussion about this post