জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষার সাজেশন। মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ সাজেশন বিষয় কোড: ২১১৬০১। বিষয়: মুসলমানদের ইতিহাস (৫৭০-৫৭০ খ্রি.) [মহানবী মুহাম্মদ (সা:), খোলাফায়ে রাশেদুন ও উমাইয়া খিলাফত]
মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. জাজিরাতুল আরব অর্থ কী?
উত্তর: জাজিরাতুল আরব অর্থ আরোব উপদ্বীপ।
২. আরব উপদেবের কোন অংশকে মেরুদন্ড বলা হয়?
উত্তর: লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বতমালাকে আরবের মেরুদন্ড বলে।
৩. হাজরে আসওয়াদ কী?
উত্তর: হাজরে আসওয়াদ হল কাবাগৃহের প্রাঙ্গনে স্থাপিত একটি পবিত্র পাথর।
৪. গোত্রকে আরবীতে কী বলা হত?
উত্তর: গোত্রকে আরবিতে কাবিলা বলা হত।
৫. আল মালা কী?
উত্তর: প্রাক ইসলামী আরবে কুরাইশ গোত্রপতিদের সম্বন্ধে গঠিত মন্ত্রনা পরিষদকে আল-মালা হতো।
৬. আরবের সেক্সপিওর কে ছিলেন?
উত্তর: ইমরুল কায়েসকে আরবের সেক্সপিওর বলা হয়।
৭. প্রাক ইসলামি আরবের একজন বিখ্যাত কোভিদ নাম লেখ।
উত্তর: প্রাক ইসলামী আরবের দুজন প্রসিদ্ধ কোভিদ নাম হল- ১. ইমরুল কায়েস ও ২. লবিত বিন রাবিয়াহ।
৮. প্রাক ইসলামী আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম লেখ।
উত্তর: প্রাক ইসলামী আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম হল ১. ইমরুল কায়েস, ২ আনতারা বিন সাদ্দাত, ৩ আমর বিন কুলসুম।
৯. ‘সাবআ মুয়াল্লাকাত’ কী?
উত্তর: ইসলাম পূর্ব যুগে আরবে কাবা ঘরের দেওয়ালে ঝুলন্ত প্রধান তিনটি সাতটি কবিতার সং কলনকে ‘সাবআ মুয়াল্লাকাত’ বলা হয়।
১০. হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: হিলফুল ফুজুল ৫৮৫ মতান্তরে ৫৯০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
১১. মিরাজ শব্দের অর্থ কী?
উত্তর: মিরাজ শব্দের অর্থ উর্ধ্বগমন।
১২. মুসলমানদের প্রথম কেবলা কোনটি?
উত্তর: মুসলমানদের প্রথম কেবলা হল বায়তুল মুকাদ্দাস।
১৩. মদিনার পূর্ব নাম কী?
উত্তর: মদিনার পূর্ব নাম ইয়াসরিব।
১৪. মদিনার মসজিদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুহাম্মদ (সা.)।
১৫. মদিনা সনদ কখন লিখিত হয়?
উত্তর: মদিনা সনদ ৬২৪ খ্রিস্টাব্দে লিখিত হয়।
১৬. বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
১৭. সাইফুল্লাহ কার উপাধি ছিল?
উত্তর: সাইফুল্লাহ খলিল বিন ওয়ালিদের উপাধি ছিল।
১৮. মহানবী (সা.)- এর সমসাময়িক রোমান সম্রাট কে ছিলেন?
উত্তর: মহানবী (সা.)- এর সমসাময়িক রোমান সম্রাট ছিলেন হিরাক্লিয়াস।
১৯. সিদ্দিক শব্দের অর্থ কী?
উত্তর: সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী।
২০. হযরত ওমর (রাঃ) কখন পারস্য জয় করেন?
উত্তর: হযরত ওমর রাদিয়াল্লাহু ৬৩৭ খ্রিস্টাব্দে ১২০৬ পারস্য জয় করেন।
২১. খোলাফায়ে রাশেদুনের হযরত ওমর (রাঃ) খলিফাকে ‘প্রশাসনিক মেধা’ হিসেবে আখ্যায়িত করা হয়?
উত্তর: খোলাফায়ে রাশেদুনের কোন খলিফাকে ‘প্রশাসনিক মেধা’ হিসেবে আখ্যায়িত করা হয়।
২২. ‘বায়তুল- মাল’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: খলিফা ওমর (রাঃ) বায়তুলমাল প্রতিষ্ঠা করেন।
২৩. ‘জুন্নুরাইন’ কার উপাধি?
উত্তর: ‘জুন্নুরাইন’ হযরত ওসমান (রাঃ)- এর উপাধি।
২৪. কোন খলিফা মুসলিম বিদ্রোহীদের হাতে শহীদ হন?
উত্তর: খলিফা হযরত ওসমান (রাঃ) মুসলিম বিদ্রোহীদের হাতে শহীদ হন।
২৫. উষ্ট্রের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: উষ্ট্রের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে হয়।
২৬. উষ্ট্রের যুদ্ধ কোথায় সংঘটিত হয় উত্তর উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: বর্তমান ইরাকের বসরা নগরীর উপকণ্ঠে কারবালার নামক স্থানে।
২৭. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুয়াবিয়া (রাঃ)।
২৮. কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?
উত্তর: হযরত মুয়াবিয়া (রাঃ) সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন।
২৯. মুসলমানদের আরেকজনের বলা হয় কাকে?
উত্তর: মুসলমানদের আলেকজান্ডার বলা হয় ওকবা বিন নাফিকে।
৩০. কোন উমাইয়া খলিফার আমলে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল?
উত্তর: উমাইয়াদের দ্বিতীয় খলিফা ইয়াজিদের আমলে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল।
৩১. খলিফা আব্দুল মালিকের উপাধি কী ছিল?
উত্তর: খলিফা আব্দুল মালেক এর উপাধি ছিল রাজেন্দ্র বা ‘Father of the Kings’.
৩১. কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উত্তর: উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ কে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়।
৩২. নসর বিন সাইয়ার কোন দেশের শাসনকর্তা ছিলেন?
উত্তর: নসর বিন সাইয়ার খোরাসানের শাসনকর্তা ছিলেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আইয়ামে জাহিরিয়া বলতে কী বুঝ?
২. প্রাক ইসলামিক যুগে আরবের রাজনৈতিক চিত্র তুলে ধর।
৩. হানিফ সম্প্রদায় কারা?
৪. ওকাজ মেলা সম্পর্কে আলোচনা কর।
অথবা, ওকাজ মেলা সম্বন্ধে টিকা লেখ।
৫. হিজরতের চারটি কারণ লেখ।
৬. হিজরতের তাৎপর্য আলোচনা কর।
৭. মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর।
৮. ওয়াজির ও আনসার কারা?
৯. বদর যুদ্ধের ফলাফল উল্লেখ কর।
অথবা, বদর যুদ্ধের তাৎপর্য আলোচনা কর।
১০. খোলাফায়ে রাশে দিন বলতে কী বুঝ?
১১. কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত হয়েছিলেন?
১২. ভন্ড নবীদের পরিচয় দাও।
১৩. খালিদ বিন ওয়ালিদের পরিচয় দাও।
১৪. মজলিস উস-শুরা কী?
১৫. হযরত ওসমান (রাঃ)- এর বিরুদ্ধে আনিত দুটি অভিযোগ ব্যাখ্যা কর।
১৬. উষ্ট্রের যুদ্ধ সম্পর্কে লেখ।
১৭. খারিজি কারা?
১৮. খারিজি সম্প্রদায়ের রাজনৈতিক মতাদর্শসমূহ লেখ।
১৯. কারবালার মর্মান্তিক ঘটনা ব্যাখ্যা কর।
২০. আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন?
২১. হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?
২২. টুরস যুদ্ধে বিবরণ দাও।
২৩. কুব্বাতুস সাখরা সম্পর্কে লেখ।
২৪. মুসা বিন নুসাইরের পরিচয় দাও।
২৫. কোমর বিন আব্দুল আজিজকে কেন ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
২৬. আব্বাসি আন্দোলনে মাওয়ালীদের ভূমিকা উল্লেখ কর।
২৭. মাওয়ালী কারা?
২৮. কারবালা হত্যাকাণ্ডের পরবর্তী ফলাফল কী ছিল?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. প্রাক ইসলামি আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা কর।
অথবা, ইসলাম পূর্ব আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিবরণ দাও।
২. প্রাক ইসলামি আরবের আর্থসামাজিক ও রাজনৈতিক আস্থার বিবরণ দাও।
৩. মদিনা সনদের প্রধান ধারাগুলো উল্লেখ কর। ইসলামী রাষ্ট্র গঠনের গুরুত্ব নিরূপণ কর।
৪. বদর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, বদর যুদ্ধের কারণ ও ফলাফল লেখ।
৫. হুদাইবিয়ার শর্তবলি আলোচনা কর। ইহা কি মক্কা বিজয়ের পথ সুগম করেছিল?
৬. মাওয়ালী কারা? আব্বাসি আন্দোলনের মাওয়ালীদের ভূমিকা উল্লেখ কর।
৭. মাওয়ালী কারা? ও মাইয়াদের মাওয়ালী নীতি পর্যালোচনা কর।
৮. খলিফা হিসাবের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর।
৯. ওমর বিন আব্দুল আজিজের চরিত্র ও কৃতিত্ব বর্ণনা কর।
১০. ওমর বিন আব্দুল আজিজ এর প্রশাসনিক সংস্কার আলোচনা কর।
১১. খলিফা আল-ওয়ালিদের কৃতিত্ব মূল্যায়ন কর।
১২. আলো আলীদের সময়ে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণনা কর।
১৩. উমাইয়া শাসন সুদৃঢ়ীকরণে আব্দুল মালিকের অবদান মূল্যায়ন কর।
১৪. আব্দুল মালেক বিন মারওয়ান এর সংস্কারসমূহ আলোচনা কর।
১৫. কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।
১৬. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়া (রাঃ)- এর কৃতিত্ব আলোচনা কর।
১৭. হযরত ওসমান (রাঃ)- এর হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।
১৮. হযরত ওসমান (রাঃ)- এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বিশ্লেষণ কর।
১৯. খলিফা হযরত ওমর (রাঃ)- এর প্রশাসনিক সংস্কারসমূহ মূল্যায়ন কর।
২০. হযরত আবু বকর (রাঃ)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
আরো দেখো: ইসলামের ইতিহাস ১ম বর্ষের সকল বিষয়ের সাজেশন
অনার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ সাজেশন উত্তরসহ তোমরা উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও প্রথম বর্ষের অন্যান্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন উত্তরসহ পেতে ওপরের নীল রঙের লিংকটি অনুসরণ করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post