ইসলামের ইতিহাস ও সংস্কৃতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষার সাজেশন। মুসলমানদের ইতিহাস ৭৫০ ১২৫৮ সাজেশন বিষয় কোড: ২১১৬০৩। বিষয়: মুসলমানদের ইতিহাস (৭৫০ ১২৫৮ খ্রি:) [আব্বাসী খিলাফত ও আঞ্চলিক রাজবংশসমূহ]
মুসলমানদের ইতিহাস ৭৫০ ১২৫৮ সাজেশন
ক-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. আব্বাসি খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আব্বাসি খিলাফত 750 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২. আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ।
৩. আব্বাসী বংশের কতজন খলিফা ছিলেন?
উত্তর: আব্বাসি খিলাফত খলিফার সংখ্যা 37 জন।
৪. আব্বাসী আন্দোলনের উদ্যোক্তা কে?
উত্তর: আব্বাসী আন্দোলনের সূচনা করেন হযরত মুহাম্মদ (সা.) এর চাচা আল আব্বাসের বংশধর মোহাম্মদ বিন আলী।
৫. আল মনসুর শব্দের অর্থ কি?
উত্তর: আল মনসুর শব্দের অর্থ হলো বিজয়ী।
৬. সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন?
উত্তর: সানবাদ পারস্যর মাজুসী সম্প্রদায়ের নেতা ছিলেন।
৭. ‘আন ন্ফস উজ জাকিয়া’ (পবিত্র আত্না) কার উপনাম?
উত্তর: ‘আন ন্ফস উজ জাকিয়া’ ইমাম হাসান (রা.) এর প্রপৌত্র মোহাম্মদের উপনাম উপাধি।
৮. কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?
উত্তর: খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেন।
৯. বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বাগদাদ নগরী দজলা নদীর তীরে অবস্থিত।
১০. রুসাফা কি?
উত্তর: আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুরের কর্তৃক নির্মিত একটি ভবনের নাম হল রুসাফা।
১১. ‘আরবীয় জোয়ান অফ আর্ক’ কাকে বলা হয়?
উত্তর: খারেজী নেতা ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে ‘আরবীয় জোয়ান অব আর্ক’ বলা হয়
১২. নহর-ই জুবাইদা কি?
উত্তর: আব্বাসী খলিফা হারুন অর রশিদের স্ত্রী জুবাইদা হজ পালন করার সময় মক্কায় আগত মুসলমানদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য যে খাল খনন করেন তাই নহর ই জুবাইদা নামে পরিচিত।
১৩. খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কি?
উত্তর: খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম ফজল বিন সাহল।
১৪. কাকে ‘অনুবাদকের শেখ’ বলা হয়?
উত্তর: হুনাইন বিন ইসহাককে ‘অনুবাদকের শেখ’ বলা হয়।
১৫. ‘বার্মাকী’ কি শব্দের অর্থ কি?
উত্তর:‘বার্মাকী’ শব্দের অর্থ হলো পুরোহিত।
১৬. বার্মাকী উজির পরিবারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বার্মাকী উজির পরিবারের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বার্মাক।
১৭. আব্বাস আ কে ছিলেন?
উত্তর: আব্বাসা ছিলেন খলিফা হারুনুর রশিদের বোন।
১৮. কোন খলিফা বাগদাত হতে সামাররাতে রাজধানী স্থানান্তর করেন?
উত্তর: তুর্কি সেনাদের স্বেচ্ছাচারিতার হাত থেকে পরিত্রাণের জন্য আল মুতাসিম রাজধানী বাগদাদ থেকে সামাররায় স্থানান্তরিত করেন।
১৯. মাওয়ালী কারা?
উত্তর: উমাইয়া ও আব্বাসী শাসনামলে অনারব মুসলমানদেরকে মাওয়ালী বলা হত।
২০. ‘আরব্য রজনী’ কে সংকলন করেন?
উত্তর: ‘আরব্য রজনী’ সংকলন করেন আব্বাসী খলিফা হারুন অর রশিদ।
২১. ইতিহাসে প্রথম শিয়া বংশ কোনটি?
অথবা, ইসলামের ইতিহাসে প্রথম শিয়া মতানুসারী রাজবংশ কোনটি?
উত্তর: ইতিহাসে প্রথম শিয়া বংশ হলো ইদ্রিসী বংশ।
২২. আগলাবী বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: আগলাবী বংশের রাজধানী ছিল কায়রোয়ানে।
২৩. ইখশিদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ইখশিদি রাজবংশের প্রতিষ্ঠাতা হল মহম্মদ বিন তুগজ।
২৪. তাহেরি বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: তাহেরি বংশের রাজধানী ছিল মার্ভ।
২৫. গজনবী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গজনবী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন আলপ্তগিনেরজামাতা সবুক্তগীন।
২৬. বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মুইজ উদ দৌলা।
২৭. ওমর খৈয়াম কোন মানমন্দিরের অধ্যক্ষ ছিলেন?
উত্তর: ওমর খৈয়াম নিশাপুর মানমন্দিরের অধ্যক্ষ ছিলেন।
২৮. নিজাম উল মুলক অর্থ কি?
উত্তর: নিজামুল মুলক রাজ্যের সংগঠক।
২৯. আতাবেগ কার উপাধি ছিল?
উত্তর: আতাবেগ নিজামুল মুলকের উপাধি ছিল।
৩০. ঈগলের বাসা কি?
উত্তর: হাসান বিন সিবাহ কর্তৃক নির্মিত আলামুত পর্বতের ঘাঁটির অপর নাম ঈগলের বাসা।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আব্বাসী বংশের পরিচয় দাও।
২. আবুল আব্বাস আস সাফফাহর পরিচয় দাও।
৩. আবুল আব্বাস কে আস সাফফাহ বলা হয় কেন?
৪. নাসিবিন যুদ্ধ সম্পর্কে কি জান?
অথবা, নাসিবিন যুদ্ধ সম্পর্কে একটি ধারণা দাও।
৫. আবু মুসলিম খোরাসানী কিভাবে নিহত হয়েছিল?
৬ বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস লেখ।
৭ রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা?
৮. বায়তুল হিকমার উপর একটি টীকা লেখ।
৯.নাইসিফোরাসের পরিচয় দাও।
১০.নাইসিফোরাসের সাথে খলিফা হারুন অর রশিদের সম্পর্ক আলোচনা কর।
১১.খালিদ বিন বার্মাক সম্পর্কে টীকা লেখ।
অথবা, খালিদ বার্মাক কে ছিলেন?
১২. আব্বাসী শাসনের চারটি বৈশিষ্ট্য লেখ।
১৩. মুতাজিলা সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ সম্পর্কে একটি ধারণা দাও।
১৪. মাওয়ালি সম্বন্ধে কি জান?
১৫. ইখশিদি বংশ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত ধারণা দাও।
১৬. সামানি বংশের উপর একটি টীকা লেখ।
অথবা, সামানিদের পরিচয় দাও।
১৭. সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য আলোচনা কর।
১৮ তুঘ্রিল বেগের পরিচয় দাও।
১৯. নিজামুল মুলক সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
২০. গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. আব্বাসী আন্দোলনের প্রকৃতি আলোচনা কর।
২. খলিফা আল মাহদীর রাজত্বকাল আলোচনা কর।
৩. খলিফা হারুন আর রশিদের গৌরবজ্জ্বল রাজত্বের বর্ননা দাও।
৪. আলামিন আল মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের কারণ উল্লেখ কর।
৫. আল-আমিন ও আল মামুন এর মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা কর।
৬ খলিফা হারুন অর রশিদ এর সাথে বাইজান্টাইনদেন সম্পর্ক নির্ণয় কর।
৭. আব্বাসী বংশের পতনের কারণগুলো ব্যাখ্যা কর।
অথবা, আব্বাসী বংশের পতনের কারণসমূহ আলোচনা কর।
৮. আব্বাসী বংশের পতনের কারণ ফলাফল ও লেখ।
৯. 1958 খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের ফলাফল আলোচনা কর।
১০.1258 খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের ফলাফল আলোচনা কর।
১১. ইদ্রিসি বংশের উত্থান- পতনের ইতিহাস আলোচনা কর।
১২. আগলাবী বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ইব্রাহিম বিন আগলাবের কৃতিত্ব নিরূপণ কর।
১৩. তুলনী বংশের সংক্ষিপ্ত ইতিহাস লেখ।
১৪. মুতাজিলা সম্প্রদায়ের পরিচয় দাও। মুতাজিলা সম্প্রদায়ের বিভিন্ন মতবাদ ব্যাখ্যা কর।
১৫. আহমদ ইবনে তুলুনের জনকল্যাণমূলক কাজের বর্ণনা দাও।
১৬. তাহিরি বংশের ইতিহাস লেখ।
অথবা তাহিরি বংশের প্রতিষ্ঠার ইতিহাস লেখ।
১৭. সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
১৮. “আজাদ উদ দৌলা কেবল শ্রেষ্ঠ বুয়াইয়া ছিলেন না, তার সময়ে সবচেয়ে উজ্জল শাসকও ছিলেন।”- উক্তিটি বিশ্লেষণ কর।
১৯. তাহির বিন হুসাইন কর্তৃক তাহিরি বংশ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস লেখ।
২০. সেলজুক সুলতান মালিক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, সেলজুক শাসকদের মধ্যে তুমি কাকে বলে মনে কর।
আরো দেখো: ইসলামের ইতিহাস ১ম বর্ষের সকল বিষয়ের সাজেশন
অনার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুসলমানদের ইতিহাস ৭৫০ ১২৫৮ সাজেশন উত্তরসহ তোমরা উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও প্রথম বর্ষের অন্যান্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন উত্তরসহ পেতে ওপরের নীল রঙের লিংকটি অনুসরণ করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post