ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি, বিষয় কোড: ২৪১৬০৫।
মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মুসাব্বির অর্থ কী?
উত্তর : মুসাব্বির অর্থ গঠনকারী, রূপদাতা, আকারদানকারী, চিত্রকর প্রভৃতি।
২. ফ্রেস্কো কী?
উত্তর : ফ্রেস্কো চিত্রকলার একটি ধরন। কোনো দালানের ভিতরে পানি মিশানো রঙের সাহায্যে কাঁচা প্লাস্টারে উপর দীর্ঘ ব্রাশের সাহায্যে বৃহদাকার যে চিত্র অঙ্কন করা হয় তাই ফ্রেস্কো।
৩. টেরাকোটা কাকে বলে?
উত্তর : কাদামাটির ফলকে নকশার ছাপ দিয়ে পোড়াবার পর পোড়ামাটির ফলক তৈরি করা হয় এবং ইটের ইমারতে তা দিয়ে আচ্ছাদন করা হলে তাকে টেরাকোটা বলে।
৪. ত্রিমাত্রিক পদ্ধতি কী?
উত্তর : ত্রিকোনাকার বা বাস্তবরূপ পরিগ্রহ করে এমনভাবে চিত্র অঙ্কন পদ্ধতিকে ত্রিমাত্রিক পদ্ধতি বলা হয়।
৫. ‘মেটিরিয়া মেডিকা’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : ‘মেটিরিয়া মেডিকা’ গ্রন্থটি রচনা করেন ডায়স্করাইডস।
৬. ‘কালিলা ওয়া দিমনা’ এর গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘কালিলা ওয়া দিমনা’ রচয়িতা কবি বিদপাই।
৭. ‘দাস্তান ই আমির হামজা’ কোন ধরনের পাণ্ডুলিপি?
উত্তর : ‘দাস্তন ই আমির হামজা’ বীরত্বমূলক পাণ্ডুলিপি।
৮. মুসলিম চিত্রকলার উৎস কয়টি?
উত্তর : মুসলিম চিত্রকলার মূল উৎসগুলো হলো- ১. বাইজান্টাইন, ২. ম্যানিকিয়ান, ৩. সাসানীয় ৪. চীনা, ৫. কপটিক ও ৬. রাজপুত।
৯. মেসোপটেমীয় চিত্রকলা কী?
উত্তর : ত্রয়োদশ শতাব্দীতে আব্বাসি খলিফাদের সময়ে বাগদাদকে কেন্দ্র করে যে চিত্রকলা বিকাশ লাভ করে তাকে মেসোপটেমীয় চিত্রকলা বলা হয়।
১০. ইলখানি আমলে সর্বশ্রেষ্ঠ চিত্রিত পাণ্ডুলিপির নাম কী?
উত্তর : ইলখানি আমলে সর্বশ্রেষ্ঠ চিত্রিত পাণ্ডুলিপির নাম জামি আত তাওয়ারিখ।
১১. মাকামাত ই হারিরির চিত্রকরের নাম লেখ।
উত্তর : মাকামাত ই হারিরির চিত্রকরের নাম হলো ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিত।
১২. রশিদ উদ্দিন কে ছিলেন?
উত্তর : গাজান খানের প্রধানমন্ত্রী ছিলেন রশিদ উদ্দিন।
১৩. ‘মুনজির দিওয়ান’ এ কোন চিত্ররীতির প্রভাব দেখা যায়?
উত্তর : ‘মুনজির দিওয়ান’ এ চীনা চিত্ররীতির প্রভাব দেখা যায়।
১৪. কোনটি জালাইরি স্কুলের প্রথম শাখা?
উত্তর : তাব্রিজ জালাইরি স্কুলের প্রথম শাখা ছিল।
১৫. জালাইরি বংশ ধ্বংস করেন কে?
উত্তর : জালাইরি বংশ ধ্বংস করেন কারা ইউসুফ।
১৬. তৈমুরীয় চিত্রকলার দুটি স্কুলের নাম লেখ।
উত্তর : তৈমুরীয় চিত্রকলার দুটি স্কুলের নাম হিরাত ও সিরাজ।
১৭. মির সৈয়দ আলি কোন চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন?
উত্তর : মির সৈয়দ আলি হুমায়ুনের চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন।
১৮. কোন মুসলিম চিত্রকরকে ‘প্রাচ্যের র্যাফেল’ বলা হয়?
উত্তর : মুসলিম চিত্রকর কামালউদ্দিন বিদ্যাদকে ‘প্রাচ্যের র্যাফেল’ বলা হয়।
১৯. ‘বুস্তা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘বুস্তা’ গ্রন্থের রচয়িতা শেখ সাদি।
২০. সুলতান মুহম্মদ কে ছিলেন?
উত্তর : সুলতান মুহম্মদ পারস্যের সাফাভি চিত্রশালার অন্যতম একজন প্রতিভাবান শিল্পী ছিলেন।
২১. রিজাই আব্বাসি কে ছিলেন?
উত্তর : রিজাই আব্বাসি পারস্যের একজন হস্তলিখন শিল্পী হিসেবে পরিচিত ছিলেন।
২২. ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উত্তর : ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র ছিল তাব্রিজে।
২৩. খাজা আবদুস সামাদ কে ছিলেন?
উত্তর : খাজা আবদুস সামাদ ছিলেন পারস্য চিত্রকলার একজন শ্রেষ্ঠ চিত্রকর।
২৪. কার যুগকে মুঘল চিত্রকলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে?
উত্তর : সম্রাট জাহাঙ্গিরের যুগকে মুঘল চিত্রকলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে।
২৫. ‘নাদির উল আসর’ কার উপাধি ছিল?
উত্তর : মনসুরের উপাধি ‘নাদিরুল আসর’ বা ইতিহাসের অমূল্য সম্পদ।
২৬. লিখন শিল্প কী?
উত্তর : লিখন শিল্প হলো হস্তাক্ষরের এক বিশেষ শৈল্পিক রূপ।
২৭. কুফিক রীতি কী?
উত্তর : আরবি লিপির প্রাচীন রীতি ছিল কফি।
২৮. তালিক অর্থ কী?
উত্তর : তালিক অর্থ বালন্ত।
২৯. সাফাভি যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম লেখ।
উত্তর : সাফাভি যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম হলো সুলতান মুহম্মদ।
৩০. ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উত্তর : ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র ছিল তাব্রিজে।
৩১. মুঘল চিত্রকলার একজন বিখ্যাত চিত্রকরের নাম লেখ।
উত্তর : মুঘল চিত্রকলার একজন বিখ্যাত চিত্রকরের নাম হলো খাজা আবদুস সামাদ।
৩২. কখন তালিক লিপিশৈলীর চরম উৎকর্ষ সাধিত হয়?
উত্তর : সাফাভি আমলে ষোড়শ শতাব্দীতে তালিক লিপিশৈলীর চরম উৎকর্ষ সাধিত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মুসলিম চিত্রকলা বলতে কী বুঝ?
২. চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
অথবা, চিত্রকলার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?
৩. ফ্রেসকো চিত্রকলা কী?
অথবা, ফ্রেসকো চিত্রকলা সম্পর্কে লেখ।
৪. কুসাইর আমরার দেয়াল চিত্রাবলির বিষয়বস্তু উল্লেখ কর।
৫. কপটিক চিত্রকলার পরিচয় দাও।
৬. মাহমুদ আল ওয়াসিতির মাকামাতের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৭. কাপিলা ওয়া দিমনার ওপর টীকা লেখ।
০৮. জালায়েরি চিত্রকর্মের বৈশিষ্ট্যসমূহ লেখ।
০৯. চিত্রশিল্পী হিসেবে কামালউদ্দিন বিহজাদের মূল্যায়ন কর।
১০. ওস্তাদ মুহম্মদির চিত্রকলার বৈশিষ্ট্য উল্লেখ কর।
১১. চিত্রকর হিসেবে সুলতান মুহম্মদের মূল্যায়ন কর।
অথবা, চিত্রকর হিসেবে সুলতান মুহম্মদের অবদান তুলে ধর।
অথবা, চিত্রকর হিসেবে সুলতান মুহম্মদের কৃতিত্ব লেখ।
১২. চিত্রশিল্পী হিসেবে রিজা ই আব্বাসির কৃতিত্ব লেখ।
১৩. তৈমুরীয় চিত্রকলার বিকাশে সিরাজের গুরুত্ব নির্ধারণ কর।
১৪. মুঘল চিত্রকলা সম্পর্কে লেখ।
১৫. মুঘল চিত্রশিল্পে ইউরোপীয় উপাদানসমূহ চিহ্নিত কর।
১৬. মুঘল প্রতিকৃতি অঙ্কন সম্পর্কে ধারণা দাও।
১৭. খাজা আবদুস সামাদ কে ছিলেন?
১৮. ইসলামি লিপিকলার বিভিন্ন রীতি সংক্ষেপে লেখ।
১৯. কুফিক লিখন পদ্ধতির পরিচয় দাও।
২০. লিপিকলায় ইবনে মাকলার অবদান লেখ।
২১. তুঘরা লিখন পদ্ধতির পরিচয় দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
অথবা, ধর্মতত্ত্ববিদগণের বিরোধিতা সত্ত্বেও কীভাবে ইসলামের চিত্রকলার বিকাশ সাধিত হয় তা আলোচনা কর।
অথবা, চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
২. ফ্লেক্সকো কী? কুসায়ের আমরার ফ্রেসকো চিত্রাবলির বিবরণ দাও।
৩. মেসোপটেমীয় চিত্রকলার সাধারণ বৈশিষ্ট্য লেখ।
৪. মাকামাতে হারিরির উল্লেখপূর্বক মেসোপটেমীয় চিত্রকলার বর্ণন দাও।
অথবা, মাকামাতে হারিরির চিত্রসমূহের আলোকে মেসোপটেমিয়া চিত্ররীতির বৈশিষ্ট্য আলোচনা কর।
৫. চিত্রায়িত পাণ্ডুলিপির উল্লেখপূর্বক মোঙ্গল চিত্রকলার সাধারণ বৈশিষ্ট্যাবলি উপস্থাপন কর।
অথবা, ইলখানি চিত্রকলার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৬. তৈমুরীয় যুগে মুসলিম চিত্রকলা চরম উন্নতির পর্যায়ে পৌছেছিল -ব্যাখ্যা কর।
৭. চিত্রায়িত পাণ্ডুলিপির উল্লেখপূর্বক জালায়েরি চিত্রকর্মের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৮. চিত্রশিল্পী হিসেবে কামালউদ্দিন বিহজাদের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, কামাল উদ্দিন বিহ্যান শিল্পী অপেক্ষা প্রতিষ্ঠান হিসেবেই অধিকতর প্রসিদ্ধ ছিলেন-আলোচনাকর।
অথবা, চিত্রকলার উন্নয়নে কামালউদ্দিন বিহজাদের অবদান মূল্যায়ন কর।
৯. ওস্তাদ মুহম্মদির চিত্রকলার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১০. মুসলিম চিত্রকলার ইতিহাসে ইলখানি চিত্রকলার তাব্রিজ চিত্রশালার ভূমিকা উল্লেখ কর।
অথবা, মুসলিম চিত্রকলার ক্রমবিকাশে তাব্রিজ চিত্রশালার ভূমিকা আলোচনা কর।
অথবা, মুসলিম চিত্রকলার ইতিহাসে তাব্রিজ চিত্রশালার ভূমিকা উল্লেখ কর।
১১. মুঘল চিত্রকলার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস বর্ণনা কর।
অথবা, মুঘল চিত্রকলার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস আলোচনা কর।
১২. মুঘল চিত্রকলায় উন্মেষ ও বিকাশে দাস্তান ই আমির হামজার গুরুত্ব নিরূপণ কর।
১৩. প্রতিকৃতি চিত্র কী? শাহজাহানের আমলের প্রতিকৃতি চিত্রাবলির বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, প্রতিকৃতি সম্পর্কে লেখ। শাহজাহানের আমলের প্রতিকৃতি চিত্রাবলির বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৪. লিপিকলা কী? ইসলামি লিপিকলার রীতি ও বিকাশ সম্পর্কে বিস্তারিত লেখ।
অথবা, ইসলামি লিপিকলার বিভিন্ন রীতি সংক্ষেপে বর্ণনা কর।
১৫. ইসলামি লিপিশিল্পের ওপর একটি নিবন্ধ রচনা কর।
১৬. আরবি লিপিমালায় কৃফি, নাসখ ও নাসতালিক লিখন পদ্ধতির পরিচয় দাও।
১৭. ওরাকাত বলতে কী বুঝ? মুসলিম সমাজে একজন হস্তলিপিকারের মর্যাদা কীরূপ ছিল তা নির্ধারণ কর।
আরো দেখো : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post