মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) হতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে।
১০ জানুয়ারি (বুধবার) চিকিৎসা শিক্ষা (স্বাস্থ্য শিক্ষা) অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এর স্বাক্ষরিত এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি এর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আবেদনকারী শিক্ষার্থীরা ৫/৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রবেশপত্র অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা।
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ বিজ্ঞপ্তি
মেডিকেলে ভর্তিতে বিস্তারিত নির্দেশনা অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় শুধু তারা অংশগ্রহণে করতে পারবে যারা ২০২৩ সালে এইচএসসি/ এ লেভেল/সমমান ও ২০২১ সালে এসএসসি/ ও লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অথবা, ২০২২ সালে এইচএসসি/ এ লেভেল/সমমান ও ২০২০ সালে এসএসসি/ ও লেভেল/ সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীকে এসএসসি/ ও লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে এইচএসসি/ এ লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এসএসসি/ ও লেভেল/ সমমান ও এইচএসসি/ এ লেভেল/ সমমান পরীক্ষা দু’টি মিলিয়ে অন্তত জিপিএ ৯ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে দু’টি পরীক্ষা মিলিয়ে জিপিএ অন্তত ৮ হতে হবে। এককভাবে কোন পরীক্ষায় ৩.৫০ হলে সেই শিক্ষার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
ভর্তি পরীক্ষা নম্বর বণ্টন
মেডিকেল ভর্তি পরীক্ষার নির্দেশনা ও বিজ্ঞপ্তি অনুযায়ী তে এইচএসসি বা সমমান সিলেবাস হতে ১০০টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নে ১ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
মেডিকেল লিখিত ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক বিভাজন:
- পদার্থবিদ্যা ২০
- জীববিজ্ঞান ৩০
- রসায়নবিদ্যা ২৫
- ইংরেজি ১৫
- সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০
মেডিকেলে ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য
- লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
- লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।
- ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।
শেষ কথা
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হলে অনেকগুলো নিয়ম এর মধ্যে দিয়ে যেতে হবে। মেডিকেল ভর্তি সম্পর্কিত নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। আবেদনের শুরু, শেষ, আবেদনের যোগ্যতা, পরীক্ষা শুরু তারিখসহ মেডিকেলে ভর্তি সম্পর্কিত যা যা প্রয়োজন সবকিছু বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন।
Discussion about this post