মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : বাংলাদেশের বিশিষ্ট কবি আহসান হাবীব। তিনি ১৯১৭ খ্রিষ্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে: ‘রাত্রিশেষ’, ‘ছায়াহরিণ’, ‘সারাদুপুর’, ‘আশায় বসতি’ ইত্যাদি। তাঁর লেখা শিশুতোষ গ্রন্থগুলো বেশ জনপ্রিয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দে কবি আহসান হাবীব ঢাকায় মৃত্যুবরণ করেন।
মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব ১৯১৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
২. আহসান হাবীবের পেশা কী ছিল?
উত্তর: আহসান হাবীবের পেশা ছিল সাংবাদিকতা।
৩. আহসান হাবীবের লেখা উপন্যাসটির নাম কী?
উত্তর: আহসান হাবীবের লেখা উপন্যাসটির নাম ‘অরণ্যে নীলিমা’।
৪. একটি সুরের সাথে সবারই সুর মিলিয়ে যায়, সেই সুরটি কী?
উত্তর: একটি সুরের সাথে সবারই সুর মিলিয়ে যায়, সেই সুরটি হলো এক দুনিয়া, এক মানুষ।
৫. শিশু-কিশোররা সাত সাগরের বুক থেকে কী নেয়?
উত্তর: শিশু-কিশোররা সাত সাগরের বুক থেকে ভালোবাসার ঢেউ নেয়।
৬. আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য বিভাগের পরিচালনার দায়িত্বে ছিলেন?
উত্তর: আহসান হাবীব ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য বিভাগের পরিচালনার দায়িত্বে ছিলেন।
৭. জগৎজুড়ে কী ছড়িয়ে যায়?
উত্তর: জগৎ জুড়ে আশার আলো ছড়িয়ে যায়।
৮. তারা সবাই কোথা থেকে সুর তুলে নেয়?
উত্তর: তারা সবাই পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয়।
৯. ‘ভাই বোনের এই যে মেলা’—কীসের মেলা?
উত্তর: ভাই বোনের এই হলো ভালোবাসার মেলা।
১০. কচি সবুজ ভাইবোনদের মধ্যে কী দেখা যায়?
উত্তর: কচি সবুজ ভাইবোনদের মধ্যে লক্ষ মনের প্রীতি দেখা যায়।
১১. সাত সাগরে কীসের মেলা বসে?
উত্তর: সাত সাগরে ঢেউয়ের মেলা বসে।
১১. নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা?
উত্তর: ভাইরা মিলে, বোনরা মিলে নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায়।
১২. আহসান হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
১৩. নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা?
উত্তর: ভাইরা ও বোনরা মিলে নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায়।
১৪. ‘নিত্য’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘নিত্য’ শব্দটির অর্থ রোজ বা প্রতিদিন।
১৫. আহসান হাবীব দীর্ঘদিন কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
উত্তর: আহসান হাবীব দীর্ঘকাল ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন।
১৬. আহসান হাবীব রচিত একটি কাব্যগ্রন্থের নাম লিখ।
উত্তর: আহসান হাবীব রচিত একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে—‘ছায়া হরিণ’।
মেলা কবিতার প্রশ্ন উত্তর class 7
১৭. আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব ১৯১৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
১৮. আকাশ জুড়ে কিসের মেলা?
উত্তর: আকাশ জুড়ে তারার মেলা।
১৯. নীল আকাশের রং কুড়িয়ে বেড়ায় কারা?
উত্তর: ভাইরা ও বোনরা মিলে নীল আকাশের রং কুড়িয়ে বেড়ায়।
২০. রাতের পথে শিশু-কিশোরেরা কীসের দ্বীপ জ্বেলে নেয়?
উত্তর: রাতের পথে শিশু-কিশোরেরা তারার দ্বীপ জ্বেলে নেয়।
২১. ‘সুবাস’ অর্থ কী?
উত্তর: ‘সুবাস’ অর্থ হলো সুগন্ধ।
২২. আহসান হাবীব কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।
২৩. ভাই-বোনেরা সাত সাগরের বুক থেকে কী তুলে নেয়?
উত্তর: ভাই-বোনেরা সাত সাগরের বুক থেকে ভালোবাসার ঢেউ তুলে নেয়।
২৪. ‘মেলা’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: ‘মেলা’ কবিতাটি পাঠের উদ্দেশ্য হলো সকল মানুষের মধ্যে ঐক্য ও মিলনের সুর জাগ্রত করা।
২৫. কখন রঙের মেলা দেখা যায়?
উত্তর: রোজ সকালে রঙের মেলা দেখা যায়।
২৬. প্রতিদিন আকাশ নিংড়ে কী ওঠে?
উত্তর: প্রতিদিন আকাশ নিংড়ে রোদ উঠে।
২৭. ‘মেলা’ কবিতায় ভাই-বোনরা কেমন?
উত্তর: ‘মেলা’ কবিতায় ভাই-বোনরা কচি সবুজের মতো।
২৮. কবি আহসান হাবীব কোথায় মৃত্যুবরণ করেন।
উত্তর: কবি আহসান হাবীব ঢাকায় মৃত্যুবরণ করেন।
২৯. নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা?
উত্তর: নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় ভাই ও বোনেরা।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post