মেলা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : পৃথিবীর চারদিকে যদি আমরা দৃষ্টি দিই তবে দেখতে পাই বাগানে ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা আর আকাশে তারার মেলা। এ হলো প্রকৃতির জগৎ। অন্যদিকে পৃথিবীর শিশু-কিশোরদের রয়েছে একটা আলাদা জগৎ। আর এটিও একটি মেলার মতো।
আকাশের নীলের মধ্যে যে উদারতা রয়েছে, ফুলের মধ্যে যে পবিত্র সুবাস রয়েছে, পাখির গানের মধ্যে যে সুর রয়েছে সবই পেয়েছে শিশু-কিশোররা। প্রতিদিন আকাশ নিঙড়ে যে রোদ ওঠে, সেখান থেকে তারা নেয় জীবনের উত্তাপ, সাত-সাগরের বুক থেকে তারা নেয় ভালোবাসার ঢেউ। তাই তারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশার আলো।
মেলা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. মেলা কবিতানুসারে আকাশে কিসের মেলা বসে?
ক. ফুলের
খ. তারার
গ. ঢেউয়ের
ঘ. রঙের
২. “আর এক মেলা জগৎ জুড়ে”- এখানে কোন মেলার কথা বলা হয়েছে?
ক. ভাই-বোনদের
খ. নীল আকাশের
গ. ফুলের
ঘ. রঙের
৩. ‘মেলা’ কবিতানুসারে ভাই-বোনেরা মিলে কী কুড়িয়ে বেড়ায়?
ক. কাপড়
খ. পাখি
গ. ফুল
ঘ. রং
৪. সবাই কোথা থেকে সুর তুলে নেয়?
ক. তবলা
খ. হারমোনিয়াম
গ. বাতাস
ঘ. পাখির কলকণ্ঠ
৫. ‘মেলা’ কবিতানুসারে জগৎ জুড়ে কিসের আলো ছড়িয়ে যায়?
ক. আশার
খ. গানের
গ. শান্তির
ঘ. শিক্ষার
৬. “গড়বে নতুন একটি বাগান”- কবিতার এ চরণটিতে ‘বাগান’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বাগিচা
খ. বন
গ. বিশ্ব
ঘ. স্বপ্ন
৭. “এই যে প্রীতি লক্ষ মনের”- কবিতার এ চরণটিতে কী লুকায়িত রয়েছে?
ক. লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিভেদ
খ. লক্ষ লক্ষ মানুষের বসবাস
গ. ফুল, পাখি ও তারার মেলা
ঘ. পৃথিবীর সকল শিশুর মধ্যে সম্প্রীতির প্রকাশ
৮. শিশুরা সাত সাগরের বুক থেকে কিসের ঢেউ তুলে নেয়?
ক. ভালোবাসার
খ. স্বপ্নের
গ. প্রীতির
ঘ. কলকণ্ঠের
৯. তারারা আকাশে অবাক দীপ জ্বেলে দেয় কখন?
ক. রাতে
খ. সকালে
গ. সন্ধ্যায়
ঘ. বিকালে
১০. ‘মেলা’ কবিতানুসারে রাতের আকাশে অবাক দীপ জ্বেলে দেয় কে?
ক. সূর্য
খ. চন্দ্র
গ. তারা
ঘ. নক্ষত্র
১১. ‘আলোর পাখি’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. সকালের পাখি
খ. ভোরের পাখি
গ. সূর্য
ঘ. চন্দ্র
১২. ‘মেলা’ কবিতায় কবি জগৎজুড়ে কিসের মেলার কথা বলেছেন?
ক. সুরের
খ. ভালোবাসার
গ. গানের
ঘ. আলোর
১৩. ‘মেলা’ কবিতায় কারা ভালোবাসার মেলা গড়ে তোলে?
ক. কচি সবুজ ভাই-বোনেরা
খ. শিশু কিশোররা
গ. প্রবীণ বৃদ্ধরা
ঘ. যুবক-যুবতীরা
১৪. মনুষ্যত্বের দিক দিয়ে পৃথিবীর সকল মানুষ এক হওয়ার কারণ কী?
ক. মিলনের সুরে বিভেদ মুছে যায় বলে
খ. পৃথিবীতে মানুষের মধ্যে ভেদাভেদ নেই বলে
গ. মানবতা মানুষের বড় পরিচয় বলে
ঘ. মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান বলে
১৫. জগৎজুড়ে আশার আলো ছড়িয়ে যাওয়ার তাৎপর্য কী?
ক. ভালোবাসার এক সুন্দর জগৎ সৃষ্টি
খ. সূর্যের আলোর প্রকাশ
গ. আলোয় উদ্ভাসিত পৃথিবী
ঘ. প্রকৃতির কোলে আনন্দের বিকাশ
মেলা কবিতার mcq প্রশ্ন
১৬. সুষিন এক পাখি ব্যবসায়ীর কাছ থেকে একটা পাখি কিনে সেটিকে আকাশে ছেড়ে দেয় আর খুশিতে হাততালি দেয়। উদ্দীপকের সুষিনের সঙ্গে ‘মেলা’ কবিতায় কাদের মিল রয়েছে?
ক. ভাই-বোনের
খ. তারার মেলার
গ. সাগরের ঢেউয়ের
ঘ. আলোর পাখির
১৭. পাঁচ বছরের ছোট শিশু ঐশী প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ফুল বাগিচায় পানি দেয়, গাছের যত্ন নেয়। উদ্দীপকের ঐশীর মধ্যে ‘মেলা’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?
ক. স্নেহ-প্রীতির প্রকাশ
খ. সুন্দর পৃথিবী গড়ার প্রয়াস
গ. অভিন্ন মনুষ্যত্ববোধ
ঘ. অন্তরের ভালোবাসার উন্মেষ
১৮. সারিকা নামের ছোট মেয়েটি একদিন বাড়ি থেকে পালিয়ে বনের মধ্যে গিয়ে কোকিলের স্বরে সুর মিলিয়ে গান গাইছিল। -উদ্দীপকের সারিকা মূলত কী চাচ্ছিল?
ক. শিশুদের আলাদা জগৎ
খ. সুরের ঐক্যতান
গ. স্নেহ-মমতার বন্ধন
ঘ. মোহ বিচ্ছিন্ন জগৎ
১৯. কমলাপুর রেলস্টেশনে একদল শিশু সারাদিন নেশা করে পড়ে থাকে – উদ্দীপকের শিশুদের মধ্যে ‘মেলা’ কবিতার কোন দিকটি অনুপস্থিত?
ক. মানবিকবোধ
খ. সবুজ মনের স্নেহ-প্রীতি
গ. স্বার্থকেন্দ্রিকতা
ঘ. বিকৃত শৈশব
২০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়ের নেতৃত্বে ঢাকা শহরের পথশিশুদের নিয়ে একটা নৈশ বিদ্যালয় খোলা হয়েছে। উদ্দীপকের জয়ের প্রয়াসটি ‘মেলা’ কবিতার কোন লাইনে পাওয়া যায়?
ক. আকাশজুড়ে তারার মেলা
খ. সারাবেলাই সেই এক খেলা
গ. এই যে প্রীতি লক্ষ মনের
ঘ. এক দুনিয়া এক মানুষের-স্বপ্ন তারা যায় মিলিয়ে
২১. “আনন্দ ধারা বহিছে ভুবনে”-লাইনটির সমর্থনে ‘মেলা’ কবিতার কোন চেতনাটি ধরা পড়ে?
ক. প্রকৃতিতে সৌন্দর্যের মেলা
খ. অভিন্ন মানুষ জাতি
গ. মানুষের প্রতি শ্রদ্ধাবোধ
ঘ. ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্যবোধ
২২. ছোট্ট ছেলে রানা একটি গাড়ির গ্যারেজে রাত-দিন পরিশ্রম করেও দু’বেলা পেটপুরে খেতে পায় না। উদ্দীপকের রানার মধ্য দিয়ে শিশুর প্রতি মানুষের কী প্রকাশ পেয়েছে?
ক. শ্রদ্ধাবোধ
খ. সম্মানবোধ
গ. অবহেলা
ঘ. স্নেহ ও ভালোবাসা
২৩. নিতু ও জিতু দুই ভাইবোন আকাশে চাঁদ-তারার দিকে, রাতের জোনাকি পোকার দিকে অবাক হয়ে তাকিয়ে উদাস মনে ভাবতে থাকে। ‘মেলা’ কবিতার আলোকে উদ্দীপকের নিতু ও জিতুর ভাবনা কিরূপ?
ক. জোনাকি কেন আলো জ্বালে?
খ. আকাশে চাঁদ কেন উঠে?
গ. এ পৃথিবী কতই না সুন্দর
ঘ. তারা ও জোনাকির আলোর পার্থক্য কী?
২৪. “রোজ সকালে রঙের মেলা”- ‘মেলা’ কবিতানুসারে এ রং কে সরবরাহ করে?
ক. রৌদ্র
খ. বাতাস
গ. পানি
ঘ. গাছপালা
২৫. “এই মেলাতে নিত্য চলে আপন মনে একটি খেলা” -চরণে উল্লিখিত-এ মেলাকে কবি কী হিসেবে আখ্যায়িত করেছেন?
ক. শক্তি
খ. সূর্য
গ. উৎসব
ঘ. প্রকৃতি
২৬. কবি বিশ্ব জুড়ে কোন মেলার আহ্বান জানিয়েছেন?
ক. ভালোবাসার
খ. আনন্দের
গ. একতার
ঘ. প্রাচুর্যের
২৭. ‘মেলা’ কবিতায় কবি সেইসব শিশু-কিশোরের কথা বলেছেন, যারা-
i. প্রকৃতি থেকে দুঃখ খুঁজে
ii. যারা সুন্দর জগৎ সৃষ্টির স্বপ্ন দেখে
iii. গোটা বিশ্বকে একটি দেশ মনে করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iও ii
ঘ. i ও iii
২৮. ‘মেলা’ কবিতায় কবি নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষের প্রতি-
i. শ্রদ্ধা ও সম্মান জাগ্রত করতে চেয়েছেন
ii. সুন্দর পৃথিবী গড়ার আহ্বান করেছেন
iii. প্রকৃতি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা দিয়েছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ i, ii ও iii
২৯. জগৎজুড়ে ভাই-বোনেরা মিলে-
i. নীল আকাশের রং কুড়িয়ে নেয়
ii. পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয়
iii. ঘাসের বুক থেকে শিশির মেখে নেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ i, ii ও iii
৩০. কবির চোখে জগৎজুড়ে রয়েছে-
i. ফুল ও পাখির মেলা
ii. আকাশজুড়ে তারার মেলা
iii. রোজ সকালে ঢেউয়ের মেলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ i, ii ও iii
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে মেলা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post