মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল : এই কবিতায় বাংলা ভাষার গুরুত্ব ও সারল্যের কথা বলা হয়েছে। এটি সাধারণ মানুষের ভাষার প্রতি ভালোবাসা ও সহজীকরণের আহ্বান প্রকাশ করে। কবিতায় কামার, কুমার, জেলে, চাষির কথা উঠে এসেছে, যা বাংলার মাটির মানুষের প্রতিনিধিত্ব করে।
বিদেশি শব্দ ও ভাষার আধিপত্যের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। ভাষা আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কবিতার শেষাংশে সহজ-সরল বাংলা ভাষার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল
কবি বেগম সুফিয়া কামাল ২০শে জুন ১৯১১ খ্রিষ্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সমাজসেবী ছিলেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে ‘সাঁঝের মায়া’, ‘মায়াকানন’, ‘ইতল বিতল’, ‘স্বনির্বাচিত কবিতা সংকলন’ ইত্যাদি উল্লেখযোগ্য। ২০শে নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
মোদের বাংলা ভাষা কবিতার শুরু এখানে
মোদের দেশের সরল মানুষ
কামার কুমার জেলে চাষা
তাদের তরে সহজ হবে
মোদের বাংলা ভাষা।
বিদেশ হতে বিজাতীয়
নানান কথার ছড়াছড়ি
আর কতকাল দেশের মানুষ
থাকবে বল সহ্য করি।
যারা আছেন সামনে আজও
গুণী, জ্ঞানী, মনীষীরা
আমার দেশের সব মানুষের
এই বেদন বুঝুন তারা।
ভাষার তরে প্রাণ দিল যে
কত মায়ের কোলের ছেলে
তাদের রক্ত-পিছল পথে
এবার যেন মুক্তি মেলে।
সহজ সরল বাংলা ভাষা
সব মানুষের মিটাক আশা।
এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ
১. জেনে নিই।
আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, ঠাকুরদা-ঠাকুমা সকলেই বাংলায় কথা বলেন।
দেশের সব মানুষই বাংলায় কথা বলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ছাত্র-ছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল। তখন তাঁদের ওপর পুলিশ গুলি চালায়।
গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যান। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের সব মানুষের মনের কথা, আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো।
২. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি।
কামার, কুমার, সহ্য করা জ্ঞানী, মনীষী, রক্ত-পিছল, মুক্তি, বিজাতীয়, বেদন, মিটাক
৩. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি।
ক. বাংলাদেশে ‘কামার কুমার জেলে চাষা’ কোন ভাষাতে কথা বলেন?
খ. এ দেশের মানুষের ‘বেদন’ কী?
গ. কী সহ্য করতে মানা করা হয়েছে?
ঘ. তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে?
ঙ. বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন?
৪. কবিতাটি পড়ে কী বুঝলাম তা সংক্ষেপে লিখি।
৫. কবিতার প্রথম আট লাইন মুখস্থ বলি।
৬. কবিতার প্রথম আট লাইন বই না দেখে ঠিকভাবে লিখি।
৭. আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি।
৮. ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।
জ্ঞানী, কামার, রক্ত-পিছল পথ, কুমার
ক. লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন _______ ।
খ. মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন _______ ।
গ. যাঁর অনেক জ্ঞান আছে তিনি হলেন _______ ।
ঘ. রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হলো _______ ।
৯. কর্ম-অনুশীলন।
ক. বাংলা ভাষার ওপর লিখিত অন্য কোনো কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি।
খ. শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণিকক্ষের দেয়ালে প্রদর্শন করি।
◉ আরও দেখুন: চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের সকল গল্প-কবিতার সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা মূল বই থেকে মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল কবিতাটি আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান পেতে উপরের উত্তরমালা অপশনে ক্লিক করো। এছাড়াও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত বেশকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে।
Discussion about this post