তথ্য প্রযুক্তির এই অ্যাডভান্স সময়ে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় সৃষ্টি হয়েছে। এখনকার স্মার্টফোনগুলো শুধুমাত্র কথপকথনের যন্ত্রই নয়, বরং অর্থ উপার্জনেরও হাতিয়ার। আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটির সব ধরনের ব্যবহার জানেন, তবে অনলাইনে ইনকাম করার পদ্ধতিতে আপনিও দক্ষ হয়ে উঠবেন।
একটা সময় ছিল যখন অনলাইনে ইনকামের মাধ্যম বলতে কেবলই কম্পিউটার বা ল্যাপটপ বোঝানো হত। সময় বদলে গেছে। তারই ধারাবাহিকতায় মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে মোবাইল এখন তরুণ এবং ছাত্র বয়সী যুবকদের অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম।
মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায়
বিভিন্ন উপায়ে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করা যায়। ওয়েব সার্ফিং থেকে শুরু করে ভিডিও দেখার মত সহজ সব কাজ করে আপনি এখন মোবাইল দিয়েই ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। কোর্সটিকায় আজকের এই আর্টিকেলে আমরা মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার ১০ টি সহজ উপায় জানবো, যা অনুসরণ করে আপনি সফল হতে পারেন। তাহলে চলুন, শুরু করি।
১. ওয়েব সার্ফিং এবং ভিডিও দেখে
বেশ কিছু ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ রয়েছে, যারা ব্যবহারকারীকে বিজ্ঞাপন অথবা ছোট ভিডিও ক্লিপ দেখে অর্থ উপার্জনের সুযোগ করে দেয়। আপনার কাজ হচ্ছে, এসব প্লাটফর্মে একাউন্ট করা এবং তাদের দেয়া ভিডিওগুলো নির্দিষ্ট সময় ধরে দেখা। এমন দুটি জনপ্রিয় মোবাইল অ্যাপ হচ্ছে:
- Swagbucks: এটি এমন একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন যেখানে আপনি শপিং, ভিডিও দেখে এবং বিভিন্ন সার্ভের জবাব দিয়ে অর্থোপার্জন করতে পারেন। শেষে আপপনার ব্যালেন্সে জমাকৃত টাকা পেপাল বা গিফট কার্ডের ব্যবহারের মাধ্যমে হাতে পেতে পারেন।
- Fronto: এই মোবাইল অ্যাপে আপনি বিভিন্ন নিউজ, আর্টিকেল, প্রোডাক্ট ডিল এবং রিভিউ পড়তে পারবেন। পাশাপাশি পয়েন্ট অর্জনের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পারবেন। ফ্রি অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি বোনাস পয়েন্টও উপার্জন করতে পারেন।
২. গেম খেলে ইনকাম
এখনকার সময় গেম শুধু আনন্দ বা মনরঞ্জনের জন্যই না, উপার্জনের জন্যও। বর্তমানে গেমপ্রেমীদের জন্য বিভিন্ন মোবাইল গেমস খেলে এবং সেগুলো সম্পর্কে ইতিবাচক রিভিউ করে আয়ের সুযোগ রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলো সত্যিকার অর্থেই ভালো মূল প্রদান করে। যার ফলে গেমে খেলে ইনকাম এর জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
গেম খেলে ইনকাম করা যায় এমন কিছু গেমস হচ্ছে:
- Mistplay
- Lucktastic
- Gamehag
- Wizard of Oz Slots
- Lucky Level
- Willy Wonka Slots
- Game of Thrones Slot Casino
- My Konami Slots
৩. কুইজ খেলে ইনকাম
প্রতিদিনই তো অযথা আমরা কত সময় মোবাইলে অপচয় করি। এর ফলে আমাদের সময় তো নষ্ট হচ্ছেই, পাশাপাশি উক্ত সময়টি প্রোডাক্টিভ কোন কাজে ব্যবহার না করায় আমরা আর্থিকভাবেও পিছিয়ে পরছি।
কিন্তু আপনি কি জানেন, মোবাইল দিয়ে এখন কুইজ খেলেও খুব সহজে ইনকাম করা যায়? হ্যাঁ, এমন অনেক মোবাইল অ্যাপ রয়েছে যেখানে বিভিন্ন কুইজের সঠিক উত্তর দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। এখানে বিভিন্ন বিষয়ের ওপর কুইজ দেয়া থাকবে। Logo Quiz, General Knowledge Quiz, Geography, Science এবং Sports এর মধ্যে অন্যতম।
কুইজ খেলে ইনকাম করা যায় এমন কয়েকটি অ্যাপ:
- Qureka Quiz
- Loco Quiz
- Brain Bazi Quiz
- MobShow Quiz
- Play Prime Time Quiz
- Zupee Quiz
- Just Play Quiz
- GameOn Cricket Quiz
৪. অনলাইন সার্ভে (Surveys)
মোবাইলে সার্ভে বা জরিপের কাজ করে ইনকাম করা এখন বেশ জনপ্রিয় হচ্ছে। বর্তমানে শিক্ষার্থীদের মোবাইল ইনকামের একটি ক্রমবর্ধমান উপায় হল অনলাইন সার্ভে বা জরিপ। দেশে-বিদেশে প্রচুর গবেষণা সংস্থা রয়েছে। যাদের গবেষণার কাজে বিভিন্ন তথ্য সংগ্রের জন্য সার্ভে করতে হয়। সারাবিশ্ব জুড়ে অনলাইনে ইনকাম করতে আসা শিক্ষার্থীরা তথ্য দিয়ে এসব সার্ভেতে অংশগ্রহণ করে থাকে।
শুধু গবেষণা সংস্থাই নয়, বিভিন্ন কোম্পানী তাদের পণ্য সম্পর্কে মানুষের মতামত জানতে চায়। তারা তাদের পণ্যের বাজারজাত, প্রতিদ্বন্দ্বী এবং জনপ্রিয়তা সম্পর্কে জেনে পরবর্তী মার্কেটিং পরিকল্পনা সাজায়। আর এজন্য তাদের দরকার পরে অভিজ্ঞ সার্ভেয়ার বা জরিপকারী।
মোবাইলে সার্ভে কাজ করা তুলনামূলক সহজ। আপনাকে সার্ভে কাজে সহযোগিতা করার জন্য রয়েছে বহু প্রতিষ্ঠান। তাদের সাথে চুক্তি করলে তারা প্রশ্ন তৈরী করে সেগুলি অনলাইনে ব্যবহার করে। এ সকল সাইটে রেজিস্ট্রেশন করলে বিভিন্ন জড়িপের তালিকা পাওয়া যায়।
- Survey Junkie
- InboxDollars
- Swagbucks
- LifePoints
- National Consumer Panel
- Pinecone Research
- Opinion Outpost
উপরে দেয়া তালিকা থেকে আপনার পছন্দের সার্ভেটি বেছে নিতে পারেন। বিভিন্ন ধরনের সার্ভের জন্য প্রশ্ন কম-বেশি, সহজ বা জটিল হতে পারে। আর এর সাথে মিল রেখেই অর্থের পরিমাণ কম-বেশি হয়। সাধারণ একটি সার্ভের জন্য কয়েক সেন্ট থেকে শুরু করে কিছুটা বড় সার্ভের জন্য কয়েক ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন।
৫. অ্যাপ ডাউনলোড করে ইনকাম
এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যা আপনার স্মার্টফোনে ডাউনলোড করে রাখার জন্য আপনাকে পুরষ্কার দিয়ে থাকে। আপনার কাজ হচ্ছে এসব অ্যাপ ডাউনলোড করে কিছুক্ষণের জন্য ব্যবহার করা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের অনেক অ্যাপ কাজ অর্থ প্রদান নিয়ে জটিলতা সৃষ্টি করে। তাই কাজ করার আগে যাচাই-বাছাই করে নেবেন।
৬. ওয়েবসাইট এবং অ্যাপস রিভিউ
Google Play Store এ বিভিন্ন অ্যাপস রিভিউ করেও এখন ইনকাম করা সম্ভব। প্রতিদিনই Google Play Store এ প্রকাশিত হচ্ছে অসংখ্য অ্যাপস। এ সকল অ্যাপসের মালিকেরা তাদের প্রোডাক্টগুলোর জনপ্রিয়তা বাড়ানোর জন্য রিভিউ কিনে থাকে। আর এসব রিভিউ লিখে থাকে আপনার আমার মতই সাধারণ মানুষেরা।
স্টুডেন্ট পর্যায়ে ব্যক্তিদের জন্য অ্যাপস রিভিউ বর্তমানে অনলাইনে অর্থোপার্জন করার এটি একটি দ্রুততম উপায়। একটি অ্যাপ ব্যবহারকারীরা কিভাবে ব্যবহার করছেন, এ বিষয়ে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, তবে এ কাজটি আপনার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠান এ কাজটি করার জন্য ১০ ডলার পর্যন্ত দিয়ে থাকে।
৭. ইউটিউব ভিডিও তৈরি করে আয়
তরুণ প্রজন্মের কাছে ইউটিউবিং এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ, ইউটিউব কেবল বিনোদনেরই জায়গা নয়, অর্থ উপার্জনেরও দারুণ একটি উৎস। যেকোন বিষয়ে আপনি যদি ভালো কনটেন্ট তৈরি করতে পারেন, তাহলে সেগুলো ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে সেখানে সেগুলো আপলোড করুন, প্রচার করুন।
ইউটিউবিং করতে গেলে আপনাকে কি ভালো অভিনয় জানতে হবে? একদমই না। আপনি ভালো রান্না পারেন? তাহলে নিত্য নতুন মজাদার রেসিপি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আপনি কি সৌন্দয্য সচেতন? তাহলে অন্যদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেয়ার জন্য বিউটি টিপস শেয়ার করতে পারেন।
তাহলে বুঝতেই পারছেন, ইউটিউবিং করার জন্য অভিনয়টা মূখ্য বিষয় নয়। বর্তমানে ইউটিউবে টিউটোরিয়াল ক্লাস করানোর মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থোপার্জন করা যায়। তাই আজই লেগে পড়ুন আপনার স্বপ্নের ইউটিউব চ্যানেলের কাজে। যা আপনাকে চূাড়ান্ত সফলতা দিতে পারে।
৮. Google’s Opinion Rewards
গুগলের Google’s Opinion Rewards নামে অফিসিয়াল একটি অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি কিছু জড়িপ সম্পন্ন করে কিছু পুরষ্কার পয়েন্ট সংগ্রহ করতে পারেন। গুগলের ফ্রি সেবার পাশাপাশি এমন কিছু সেবা আছে যেগুলো উপভোগ করতে হলে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। আপনি যদি Google’s Opinion Rewards এর মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করতে পারেন, তাহলে গুগলের পেইড সার্ভিসগুলো আপনি এই পয়েন্টের মাধ্যমে কিনতে পারবেন।
Google’s Opinion Rewards অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে, আপনি প্রতি সপ্তাহে ২০ থেকে ৩০ টি সার্ভে শেষ করে প্রাপ্ত পয়েন্টগুলো অ্যাকাউন্টে সংগ্র করতে পারবেন। যদিও এখানে পুরষ্কারের পরিমাণ খুব একটি বেশি না। তবে এ্যাপটি যেহেতু গুগলের, আপনি এটির ওপর আস্থা রাখতে পারেন।
৯. ফ্রিল্যান্সিং করে আয়
অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় মাধ্যম। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এখন যে কেউ মোবাইল দিয়েই ঘরে বসে যথেষ্ট পরিমাণে উপার্জন করতে পারে। যুগান্তরে ৬ সেপ্টেম্বর ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ৬ লক্ষের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছেন। যারা প্রতি বছর দেশে ১০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন।
Photo background removal, Logo design, Ad design এবং Content writing এর মত ছোট খাট কাজগুলো করতে এখন আর কম্পিউটারের প্রয়োজন হয় না। এগুলো এখন বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল সম্পন্ন করারই উপায় রয়েছে। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, তবে এগুলোই হতে পারে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ার।
এছাড়াও আপনি যদি বিশেষ কোন কাজে দক্ষ হয়ে থাকেন, তবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি বেশ সফলতা অর্জন করতে পারেন। অনলাইনে ফাইবার বা আপওয়ার্কের মত বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে, যেখানে মানুষ বিশেষ কোন কাজ সম্পাদনের জন্য দক্ষ লোক খোঁজে। আপনার যদি এসব মার্কেটপ্লেসে প্রোফাইল থাকে, তবে আপনি খুব সহজেই উক্ত কাজগুলো করতে পারেন।
১০. ছবি বিক্রি করে আয়
ভালো ছবি তোলার জন্য এখন আর অনেক দামী ক্যামেরার প্রয়োজন হয় না। আমাদের সবার হাতেই রয়েছে স্মার্টফোন। বর্তমানে স্মার্টফোনের ক্যামেরাগুলো এতটাই আধুনিক যে এর মাধ্যমেই আপনি দুর্দান্ত সব ছবি তুলতে পারেন। মোবাইল ক্যামেরা দিয়ে তোলা এসব ছবি অনলাইনে বিক্রি করা যায় এবং এর মাধ্যমে উপার্জন করা যায় বেশ কিছু অর্থ।
ছবি বিক্রি করে ইনকাম করার কথা আজও অনেকে জানে না। পক্ষান্তরে এ সেক্টরে প্রচুর ইনকাম করা মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনলাইনে এমন অনেক মার্কেটপ্লেস রয়েছে, যেখানে আপনি আপনার তোলা চমৎকার ছবিগুলো বিক্রি করে রয়্যালিটি উপার্জন করতে পারেন।
অনলাইনে ছবি বিক্রির কয়েকটি ওয়েবসাইট:
- Pexels
- Adobe Stock
- Pixabay
- Getty Images
- Shutterstock
এ সকল ওয়েবসাইটে প্রতিবার ছবি বিক্রিতে কমিশনের উপর আপনার আয় নির্ভর করবে। স্টক ইমেজ বিভিন্ন সাইটে বিভিন্ন পরিমাণে মূল্য দেয়া হয়। এর পরিমাণ সাধারণত ২৫%-৮৫% পর্যন্ত হয়ে থাকে।
►► আরো দেখুন: অনলাইনে ইনকাম করার ১০ উপায়
►► আরো দেখুন: Android Phone সুপার ফাস্ট করার উপায় জানুন
►► আরো দেখুন: ২০২২ সালে সেরা ১০ টি Battery Saver Android App
শেষ কথা
কোর্সটিকায় দীর্ঘ এই আর্টিকেলে আপনি মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার উপায় জানলেন। আপনি যদি একজন তরুণ বা ছাত্র হয়ে থাকেন, তবে মোবাইল দিয়ে ইনকামের এসব উৎস অবশ্যই পরীক্ষা করে দেখবেন। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে এসকল উপায় অনুসরণ করে আসলেই উপার্জন করা সম্ভব।
আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post