অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাস ১৭৭৬-১৮৬০ সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—যুক্তরাষ্ট্রের ইতিহাস ১৭৭৬-১৮৬০ এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫০৭। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাস ১৭৭৬-১৮৬০ সাজেশন ২০২৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. কে প্রথম আমেরিকা আবিষ্কার করেন?
উত্তর: ক্রিস্টোফার কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেন।
২. কোয়াটারিং অ্যাক্ট কী?
উত্তর: ঔপনিবেশিকগণের নিরাপত্তার স্বার্থে মোতায়েনকৃত সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী জর্জ গ্রেনভিল ১৭৬৫ খ্রিস্টাব্দে যে আইন পাস করেন তাই কোয়াটারিং অ্যাক্ট।
৩. ‘স্ট্যাম্প অ্যাক্ট’ কী?
উত্তর : উপনিবেশগুলোকে রক্ষার্থে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রেনভিল আমেরিকায় ১০,০০০ সৈন্যের একটি স্থায়ী দল রেখে তাদের ব্যয়ভারের কিয়দংশ ও সপ্তবর্ষব্যাপী যুদ্ধঘটিত জাতীয় ঋণের অর্ধাংশ আদায় করতে ১৭৬৫ খ্রিস্টাব্দে স্ট্যাম্প অ্যাক্ট নামে একটি আইন তৈরি হয়।
৪. বোস্টন হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়।
উত্তর : বোস্টন হত্যাকান্ড ১৭৭০ খ্রিস্টাব্দের ৫ মার্চ সংঘটিত হয়।
৫. ‘বোস্টন টি পার্টি’ কেন বিখ্যাত?
উত্তর: ম্যাসাচুসেটস উপনিবেশের বোস্টন বন্দরে ১৭৭৩ খ্রিস্টাব্দের ১৩ ডিসেম্বর কিছু বোস্টনবাসী রেড ইন্ডিয়ানদের ছদ্মবেশে ব্রিটিশ জাহাজে আরোহণ করে জাহাজের সব চা সমুদ্রে নিক্ষেপ করে এজন্য ‘বোস্টন টি পার্টি’ বিখ্যাত।
৬. ব্রিটেনের কতটি উপনিবেশ নিয়ে আমেরিকা গঠিত?
অথবা, আমেরিকায় ব্রিটেনের কয়টি উপনিবেশ ছিল?
উত্তর: ব্রিটেনের ১৩টি উপনিবেশ নিয়ে আমেরিকা গঠিত।
৭. উপনিবেশগুলো কত সালের কোন তারিখে স্বাধীনতা ঘোষাণা করে?
উত্তর: উপনিবেশগুলো ১৭৭৬ খ্রিস্টাব্দের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে।
৮. ব্রিটেন কত সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ব্রিটেন ১৭৮৩ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে।
৯. প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কখন?
উত্তর: প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ১৭৮৩ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর।
১০. আমেরিকার অঙ্গরাজ্য কয়টি?
অথবা, আমেরিকায় কতটি রাষ্ট্র আছে?
উত্তর: আমেরিকার অঙ্গরাজ্য ৫০টি। এছাড়া ১টি স্বতন্ত্র জেলা আছে।
১১. যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের, আইনসভার নাম কংগ্রেস।
১২. আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হলেন জর্জ ওয়াশিংটন।
১৩. স্যামুয়েল অ্যাডাম কে ছিলেন?
উত্তর: স্যামুয়েল অ্যাডাম ছিলেন নিয়মতান্ত্রিক গোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতা।
১৪. কনফেডারেশনের বিধানসমূহে কনফেডারেশনের নাম কী ছিল?
উত্তর: কনফেডারেশনের বিধানসমূহে কনফেডারেশনের নাম ছিল The United States of America.
১৫. যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় কোন সনে?
উত্তর: যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় ১৭৮৭ খ্রিস্টাব্দে।
১৬. আমেরিকার প্রথম বিচারপতি কে?
উত্তর: আমেরিকার প্রথম বিচারপতি ছিলেন জেমস মেডিসন।
১৭. ‘Bill of Rights’ কী?
উত্তর: ১৭৯১ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে গৃহীত দশম সংশোধনীর নাম হলো ‘Bill of Rights’
১৮. যুক্তরাষ্ট্রের প্রথম রাজস্ব সচিবের নাম কী?
উত্তর: যুক্তরাষ্ট্রের প্রথম রাজস্ব সচিবের নাম আলেকজান্ডার হ্যামিল্টন।
১৯. হুইস্কি বিদ্রোহ সংঘটিত হয় কোন প্রেসিডেন্টের সময়?
উত্তর: দুইদ্ধি বিদ্রোহ সংঘটিত হয় প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময়।
২০. ফেডারেলিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফেডারেলিস্ট পার্টির প্রতিষ্ঠাতা আলেকজান্ডার হ্যামিলটন।
২১. রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা টমাস জেফারসন।
২২. টমাস জেফারসন কে ছিলেন?
উত্তর: টমাস জেফার ছিলেন ম্যর্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট।
২৩. যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র কে রচনা করেন?
উত্তর: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন টমাস জেফারসন।
২৪. জেফারসনীয় গণতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর: জেফারসনীয় গণতন্ত্রের প্রবক্তা হলেন টমাস জেফারসন।
২৫. অ্যামবার্গো অ্যাক্ট পাস করেন কে?
উত্তর: অ্যামবার্গো অ্যাক্ট (Embargo Act) পাস করেন টমাস জেফারসন।
২৬. ঘেন্টের শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ঘেন্টের শান্তিচুক্তি ১৮১৪ সালে স্বাক্ষরিত হয়।
২৭. লুইস এবং ক্লার্ক কে ছিলেন?
উত্তর:লুইস এবং ক্লার্ক ছিলেন ইউরোপীয় পর্যটক।
২৮. পশ্চিমমুখী অভিযানে কোন দুজন পর্যটক ভূমিকা রাখেন?
উত্তর: পশ্চিমমুখী অভিযানে লুইস ও ক্লার্ক নামক দুজন পর্যটক ভূমিকা রাখেন।
২৯. আমেরিকার পশ্চিমমুখী অভিযান শেষ হয় কত সালে?
উত্তর: আমেরিকার পশ্চিমমুখী অভিযান শেষ হয় ১৮৯০ সালে।
৩০. অ্যান্ড্রু জ্যাকসন কে ছিলেন?
উত্তর: অ্যান্ড্রু জ্যাকসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট ও গণতান্ত্রিক আন্দোলনের নায়ক।
৩১. পকেট ভেটো কী?
উত্তর: পকেট ভেটো হলে। আমেরিকার কংগ্রেস ১০ দিন মুলতবি থাকা অবস্থায় এমন একটি বিল যে বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর দান থেকে বিরত থাকেন।
৩২. জেমস কে পোক কে ছিলেন?
উত্তর: জেমস কে পোক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
৩৩ . মেক্সিকো-আমেরিকা যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে?
উত্তর: মেক্সিকো-আমেরিকা যুদ্ধ গুয়াদালুপে হিদালগো চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. আমেরিকায় ব্রিটিশ উপনিবেশসমূহের নাম লেখ।।
অথবা, যুক্তরাষ্ট্রে ব্রিটেনের ১৩টি উপনিবেশের নাম লেখ।
২. স্ট্যাম্প অ্যাক্ট সম্পর্কে আলোচনা কর।
অথবা, স্ট্যাম্প অ্যাক্ট কী?
৩. টাউনসেন্ড আইন সম্পর্কে আলোচনা কর।
অথবা, টাউনসেন্ড অ্যাক্ট সম্পর্কে একটি টীকা লেখ।
৪. বোস্টন হত্যাকাণ্ড আলোচনা কর।
অথবা, বোস্টন হত্যাকাণ্ড কী?
৫. জর্জ গ্রেনভিলের নতুন অর্থনৈতিক নীতি সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, জর্জ গ্রেনভিলের নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে লেখ।
৬. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংরেজদের পরাজয়ের কারণসমূহ লেখ।
অথবা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংল্যান্ড কেন পরাজিত হয়?
৭. প্যারিস শান্তিচুক্তির (১৭৮৩) শর্তগুলো লেখ।
অথবা, প্যারিস শান্তিচুক্তির (১৭৮৩) শর্তগুলো উল্লেখ কর।
৮. কনফেডারেশন যুগ বলতে কী বুঝ?
অথবা, কনফেডারেশন যুগ সম্পর্কে কী জান?
৯. কনফেডারেশন যুগের সাফল্য আলোচনা কর।
অথবা, কনফেডারেশনের যুগে কংগ্রেসের সাফল্য লেখ।
১০. ফিলাডেলফিয়া সম্মেলন কী?
অথবা, ফিলাডেলফিয়া সম্মেলন (১৭৮৭ সাল) সম্পর্কে সংক্ষেপে লেখ।
১১. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের উদ্ভব সংক্ষেপে আলোচনা কর।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের উৎপত্তি সম্পর্কে লেখ।
১২. আমেরিকার সংবিধান দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কী?
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কেন দীর্ঘস্থায়ী?
১৩. জর্জ ওয়াশিংটন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, জর্জ ওয়াশিংটনের পরিচয় দাও।
অথবা, জর্জ ওয়াশিংটনের ওপর সংক্ষিপ্ত টাকা লেখ।
১৪. আলেকজান্ডার হ্যামিল্টনের পরিচয় দাও।
অথবা, আলেকজান্ডার হ্যামিল্টন কে ছিলেন?
১৫. অর্থনৈতিক ক্ষেত্রে আলেকজান্ডার হ্যামিল্টন কী কী সংস্কার করেছিলেন?
অথবা, আলেকজান্ডার হ্যামিল্টনের অর্থনৈতিক সংস্কারসমূহ উল্লেখ কর।
১৬. যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের উদ্ভবে প্রেসিডেন্ট ওয়াশিংটনের প্রশাসনের ভূমিকা কী ছিল?
অথবা, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের উদ্ভবে প্রেসিডেন্ট ওয়াশিংটনের প্রশাসনের ভূমিকা বর্ণনা কর।
১৭. ফেডারেলিস্ট ও রিপাবলিকান পার্টির মধ্যে আদর্শগত পার্থক্য লেখ।
অথবা, ফেডারেলিস্ট ও রিপাবলিকান পার্টির মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৮. ‘Midnight Judges’ কাদের বলা হতো?
অথবা, ‘Midnight Judges’ নামে কারা পরিচিত?
১৯. আমেরিকার ইতিহাসে লুইজিয়ানা ক্রয়ের গুরুত্ব লেখ।
অথবা, আমেরিকার ইতিহাসে লুইজিয়ানা ক্রয়ের গুরুত্ব বর্ণনা কর।
২০. ম্যাকনস বিল, ১৮১০ কী?
অথবা, ম্যাকনস বিল, ১৮১০ সম্পর্কে যা জান লেখ।
২১. ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের গুরুত্ব কী ছিল?
অথবা, ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের গুরুত্ব লেখ।
২২. পশ্চিমমুখী অভিযানের কারণসমূহ লেখ।
অথবা, পশ্চিমমুখী অভিযান কেন হয়েছিল?
২৩. পশ্চিমমুখী অভিযানের অর্থনৈতিক গুরুত্ব লেখ।
অথবা, পশ্চিমমুখী অভিযানের অর্থনৈতিক গুরুত্ব কী ছিল?
২৪. জ্যাকসনীয় গণতন্ত্রের প্রকৃতি আলোচনা কর।
অথবা, জ্যাকসনীয় গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২৫. মেক্সিকো-আমেরিকা যুদ্ধের ফলাফল লেখ।
অথবা, মেক্সিকো ও আমেরিকার মধ্যকার যুদ্ধের ফলাফল কী ছিল?
২৬. ক্যানসাস-নেবরাদ্ধা বিলের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, ক্যানসাস-নেবরাস্কা বিল সম্পর্কে সংক্ষেপে লেখ।
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল পর্যালোচনা কর।
২. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পটভূমি বিশ্লেষণ কর।
অথবা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণসমূহ আলোচনা কর।
৩. আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অর্থনৈতিক কাঁরণগুলো আলোচনা কর।
অথবা, তুমি কি মনে কর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের জন্য প্রধানত অর্থনৈতিক কারণই দায়ী ছিল? ব্যাখ্যা কর।
৪. ১৭৮৩ খ্রিস্টাব্দে প্যারিস শান্তিচুক্তি সম্পর্কে আলোচনা কর।
অথবা, ১৭৮৩ খ্রিস্টাব্দে প্যারিস শান্তিচুক্তি সম্পর্কে টাকা লেখ।
৫. কনফেডারেশনের বিধানসমূহ বর্ণনা কর। অথবা, কনফেডারেশনের বিধানসমূহ ব্যাখ্যা কর।
৬. আমেরিকার সংবিধান রচনার ইতিহাস আলোচনা কর।
অথবা, কীভাবে যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত ও গৃহীত হয়েছিল?
৭. মার্কিন সংবিধান রচনাকল্পে বিভিন্ন প্রস্তাবের বর্ণনা দাও।
অথবা, মার্কিন সংবিধান রচনাকল্পে বিভিন্ন প্রস্তাবসমূহ আলোচনা কর।
৮. মার্কিন সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৯. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা কর।
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণনা কর।
১০. আমেরিকা স্বাধীনতা সংগ্রামের পিছনে জর্জ ওয়াশিংটনের অবদান মূল্যায়ন কর।
অথবা, আমেরিকার স্বাধীনতা অর্জনের পিছনে জর্জ ওয়াশিংটনের অবদান আলোচনা কর। ।
১১. জর্জ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা কর।
অথবা, জর্জ ওয়াশিংটনের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
১২. ফেডারেলিস্টদের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
অথবা, ফেডারেল শাসনামলে আমেরিকার পররাষ্ট্রনীতি ব্যাখ্যা কর।
১৩. ফেডারেলিস্ট যুগে আমেরিকার শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
অথবা, ফেডারেলিস্টদের যুগে আমেরিকার শাসনব্যবস্থার বিবরণ দাও।
১৪. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে টমাস জেফারসনের অবদান মূল্যায়ন কর।
অথবা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে টমাস জেফারসনের মূল্যায়ন কর।
অথবা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে টমাস জেফারসনের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৫. ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের কারণগুলো আলোচনা কর। এ যুদ্ধকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি?
অথবা, ১৮১২ খ্রিস্টাব্দে ইঙ্গ-মার্কিন যুদ্ধের কারণগুলো লেখ। এ যুদ্ধকে আমেরিকার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা হয় কেন?
অথবা, ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের কারণ বিশ্লেষণ কর। এই যুদ্ধকে আমেরিকার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলা যায় কী?
১৬. মনরো মতবাদ কী? আমেরিকার বৈদেশিক নীতিতে এর প্রভাব কী ছিল?
অথবা, মনরো মতবাদ বলতে কী বুঝায়? আমেরিকার ইতিহাসে এর গুরুত্ব লেখ।
অথবা, আমেরিকার ইতিহাসে মনরো মতবাদের গুরুত্ব বিশ্লেষণ কর।
১৭. ১৮১২ সালের যুদ্ধ পরবর্তী আমেরিকার নতুন জাতীয়তাবাদের স্বরূপ আলোচনা কর।
অথবা, ১৮১২ সালের যুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকার জনগণের মধ্যে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত লেখ।
১৮. পশ্চিমমুখী অভিযানের কারণ ও ফলাফল বর্ণনা কর।
অথবা, পশ্চিমমুখী অভিযানের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৯. পশ্চিমমুখী অভিযানের কারণগুলো ব্যাখ্যা কর।
অথবা, পশ্চিমমুখী অভিযানের প্রধান কারণগুলো ব্যাখ্যা কর।
২০. গণতান্ত্রিক আদর্শের উল্লেখপূর্বক প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের শাসনকালের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের অবদান মূল্যায়ন কর।
২১. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অ্যান্ড্রু জ্যাকসনের মূল্যায়ন কর।
অথবা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অ্যান্ড্রু জ্যাকসনের অবদান মূল্যায়ন কর।
২২. ১৮৪৮ সালের মেক্সিকো-আমেরিকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ১৮৪৮ সালের মেক্সিকো-আমেরিকান যুদ্ধের কারণ ও ফলাফল লেখ।
২৩. ১৮৪৮ সালে মেক্সিকো ও আমেরিকার মধ্যে সংঘটিত যুদ্ধের ইতিহাস বর্ণনা কর।
অথবা, ১৮৪৮ সালে মেক্সিকো-আমেরিকা যুদ্ধের ইতিহাস বর্ণনা কর।
২৪. ১৮৪৮ সালে মেক্সিকো-আমেরিকা যুদ্ধের ফলাফল আলোচনা কর।
অথবা, ১৮৪৮ সালে ‘সংঘটিত মেক্সিকান-আমেরিকান যুদ্ধের ফলাফল বর্ণনা কর।
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের যুক্তরাষ্ট্রের ইতিহাস ১৭৭৬-১৮৬০ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post