যুক্তিবিদ্যা ১ম পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : মনির ও জামান দুই বন্ধু। মনির জামানকে ঠাট্টা করে বললো, বন্ধু সেইদিন ক্লাশে স্যার বলেছেন, সকল মানুষ হয় স্বার্থপর। তার মানে তুইও কিন্তু স্বার্থপর। এক পর্যায়ে জামান মনিরকে হাসতে হাসতে বললো, আমি স্বার্থপর হলে তুইও স্বার্থপর। ঠিকই বলেছিস এ দুনিয়ার সবাই স্বার্থপর।
ক. অনুমান প্রধানত কত প্রকার?
খ. অনুমান বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে মনিরের বক্তব্যে কোন বিষয়টির ঘটেছে? বিশ্লেষণ করো।
ঘ. তোমার পাঠ্যবইয়ের আলোকে মনির ও জামানের বক্তব্যের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : যুক্তরাজ্য থেকে আট বছর পর ড. শফিক সাহেব বাংলাদেশে বেড়াতে এসেছেন। বন্ধু রফিক-এর সাথে বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী প্রভৃতি স্থানে ঘুরে রাস্তাঘাটসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন দেখে তিনি আনন্দিত হয়ে বলেন, আরে বাহঃ সমগ্র বাংলাদেশের উন্নয়ন ঘটেছে। রফিক সাহেব বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়নকারী। আর একজন বাংলাদেশি হিসেবে আমিও বাংলাদেশের উন্নয়নে আনন্দিত ও গর্বিত।
ক. যুক্তি কী?
খ. অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত স্থানের নামগুলো কোন ধরনের পদকে নির্দেশ করে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে রফিক সাহেবের উক্তির সাথে ড. শফিক সাহেবের উক্তির পার্থক্য অনুমানের আলোকে মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মহামতি গ্রিক দার্শনিক সক্রেটিস বলেন, ‘জ্ঞানই পুণ্য অথবা পুণ্যই জ্ঞান।’ সত্যি কথা জীবনধারণ এবং জীবনকে উন্নত করার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করা অপরিহার্য। জ্ঞানলাভের প্রক্রিয়া প্রত্যক্ষ ও পরোক্ষ হতে পারে। কিন্তু প্রত্যক্ষভাবে আমরা প্রকৃতির সবকিছু জানতে পারি না। তাই জ্ঞানলাভের জন্য অনেক পরোক্ষ মাধ্যমের ওপর আমাদের নির্ভর করতে হয়।
ক. যুক্তিবিদ্যায় জ্ঞানলাভের প্রধান উৎস কী?
খ. অনুমান বলতে কী বোঝ?
গ. পাঠ্যপুস্তকের কোন বিষয়টি উদ্দীপকে নির্দেশিত হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে জ্ঞানলাভের জন্য পরোক্ষ মাধ্যম কীভাবে গুরুত্বপূর্ণ? মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : কলেজ পড়ুয়া মেয়ে লুনাকে নিয়ে তার বাবা ঢাকা আসেন চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল থেকে রিকসাযোগে যাওয়ার পথে পিছন থেকে একটি বাস প্রচণ্ড গতিতে আঘাত করলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয় এবং লুনা আহত হয়। লুনার মামা সান্ত্বনা দিয়ে বলেন, ‘মা শান্ত হও অস্থির হয়ো না। দেখ তোমার দাদা, দাদি, নানা কেউ বেঁচে নেই। সবাইকেই মরতে হবে। এমন সময় চাচা সেলিম সাহেব লুনাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘সবাই মারা যাবে, আমিও একদিন মারা যাব।’
ক. অনুমান কাকে বলে?
খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয় কেন?
গ. উদ্দীপকে লুনার মামার উদাহরণটি কোন ধরনের অনুমান নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. লুনার মামা ও চাচা সেলিম সাহেবের উদাহরণের মধ্যে কোনটিকে তোমরা তুলনামূলক বেশি বাস্তবসম্মত বলে মনে করবে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : পলাশ ও সুজন দুই বন্ধু। পলাশ সুজনকে ঠাট্টা করে বললো, বন্ধু সেদিন ক্লাসে স্যার বলেছেন, সকল মানুষ হয় স্বার্থপর। তার মানে তুইও কিন্তু স্বার্থপর। এক পর্যায়ে সুজন পলাশকে হাসতে হাসতে বললো, আমি স্বার্থপর হলে, তুইও স্বার্থপর। ঠিকই বলেছিস এ দুনিয়ার সবাই স্বার্থপর।
ক. অনুমান কী?
খ. অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে পলাশের বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ করো।
ঘ. তোমার পাঠ্যবইয়ের আলোকে পলাশ ও সুজনের বক্তব্যের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মা বললেন দুপুরে মাছ ও মুরগি দুটিই রান্না করা হয়েছে। তোমরা দুপুরে মাছ ও রাতে মুরগি খাবে। তমা বলল, ‘না আমি দুপুরে মাছ ও মুরগি এক সাথে খাব।’ তখন মা বললেন, ‘না দুপুরে যে কোনো একটা খেতে পারবে।’
ক. যুক্তিবাক্য কয় প্রকার?
খ. কোন ধরনের যুক্তিবাক্যকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলা হয়?
গ. উদ্দীপকে মা এর শেষ বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে?
ঘ. উদ্দীপকের মা ও তমার বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : সাকিব ও সাদমান ফুটবল খেলা পছন্দ করে। সাকিব বলল ‘লাতিন আমেরিকার ফুটবল অবকাঠামো ভালো নয়। অন্যদিকে সাদমান বলল, ‘ইউরোপীয় ফুটবল অবকাঠামো হয় ভালো মানের’। সাকিব ও সাদমানের অপর বন্ধু রাকিব বলল, FIFA এর সহযোগী দেশসমূহের মধ্যে ইউরোপীয় সকল দেশের অবকাঠামো হয় সুন্দর ।
ক. Proposition কী?
খ. কোন ধরনের যুক্তিবাক্যে দুটি পদই ব্যাপ্য হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সাদমানের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সাকিব ও রাকিবের উক্তি দুটির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : ফেনীতে বৃষ্টি হচ্ছে দেখে রফিক ভাবলো যে, নিশ্চয় ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। এ সময় রফিকের ঢাকার বন্ধু সুমন ফোন করে বললো, “ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের বাসার আশে পাশের রাস্তা পানিতে থৈ-থৈ করছে। টেলিভিশনে দেখলাম চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে বৃষ্টি হচ্ছে। আর তুমি জানালে ফেনীর বৃষ্টির কথা। অতএব সারাদেশেই বৃষ্টি হচ্ছে। কিন্তু বরিশালের কোনো খবর এখনও পাওয়া যায়নি।” রফিক বললো, “বরিশাল শহরতো বাংলাদেশেরই অংশ। অতএব, বরিশালেও বৃষ্টি হচ্ছে।
ক. অনুমান কী?
খ. কোন অনুমানের ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল পাওয়া যায়?
গ. উদ্দীপকে রফিকের বক্তব্যে অনুমানের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. পাঠ্যপুস্তকের আলোকে রফিক ও সুমনের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : জামাল সব সময় একটি আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে বিকাশ একাধিক আশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে তাদের সিদ্ধাস্তে একটি বিষয় মিল রয়েছে। তা হলো উভয়ের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক।
ক. সামগ্রিকভাবে অবান্তর লক্ষণকে কয়ভাগে ভাগ করা যায়?
খ. অবরোহ ও আরোহের মধ্যে দুটি পার্থক্য লেখো।
গ. জামাল ও বিকাশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কোন অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত অনুমানন্বয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব আরিফ তরফদার একজন মৃত্তিকাবিজ্ঞানী। তিনি বিভিন্ন এলাকার মাটি নিয়ে গবেষণা করছেন। তিনি ‘ক’ এলাকার উর্বর মাটির তথ্য নিয়ে দেখলেন সেখানে ভালো ফসল জন্মে। ‘খ’ এলাকার উর্বর মাটির তথ্য নিয়ে দেখলেন সেখানে ভালো ফসল জন্মে এবং ‘গ’ এলাকার উর্বর মাটির তথ্য নিয়ে দেখলেন, সেখানেও ভালো ফসল জন্মে। এর পর জনাব তরফদার সিদ্ধান্ত নিলেন, সকল উর্বর মাটিতেই ভালো ফসল জন্মে।
ক. যোসেফের মতে অনুমান কী?
খ. অবরোহ ও আরোহ অনুমানের দুটি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে জনাব আরিফ তরফদার উর্বর মাটি সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করে তার মাধ্যমে কোন প্রকার অনুমানের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত অনুমানের কোন কোন ক্ষেত্রে মূল্য ও গুরুত্ব আছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
যুক্তিবিদ্যা ১ম পত্রের অন্যান্য অধ্যায়ের উত্তর ডাউনলোড করো
►► অধ্যায় ১ : যুক্তিবিদ্যা পরিচিতি
►► অধ্যায় ২ : যুক্তিবিদ্যার প্রয়োগিক দিক
►► অধ্যায় ৩ : যুক্তির উপাদান
►► অধ্যায় ৪ : বিধেয়ক
►► অধ্যায় ৫ : অনুমান
►► অধ্যায় ৬ : অবরোহ অনুমান
►► অধ্যায় ৭ : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি
►► অধ্যায় ৮ : প্রতীকী যুক্তিবিদ্যা
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে যুক্তিবিদ্যা ১ম পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post