যুক্তিবিদ্যা ২য় পত্র ৪র্থ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন : এককে একটি নিয়ম বা নীতির কিংবা তত্ত্বের পর্যায়ে উন্নীত করার জন্য একাকে প্রমাণের মানদণ্ডে পরীক্ষিত হতে হয়। প্রকল্প মানুষের আনুমানিক ধারণামাত্র। তাই প্রকল্প সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। প্রকল্প সত্য ও সঠিক হতে হলে বৈধ প্রকল্প যাচাইকরণের মাধ্যমে প্রমাণিত হতে হবে। তাহলেই তা তত্ত্বের মর্যাদা লাভ করবে। অর্থাৎ বৈধ প্রকল্প বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ার পরই কেবল নিয়ম বা তত্ত্বে পরিণত হয়।
যুক্তিবিদ্যা ২য় পত্র ৪র্থ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. প্রকল্পকে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা থাকতে হয় কেন?
উত্তর : প্রকল্পকে প্রমাণ করার জন্য ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা থাকতে হবে।
ব্রিটিশ যুক্তিবিদ উইলিয়াম হিওয়েল বলেন, ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা হলো প্রকল্পের অন্যতম প্রমাণ। প্রকল্প একটি আনুমানিক ধারণার ওপর ভিত্তি করে কোনো ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে থাকে। পরবর্তীতে দেখা গেলো ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়। তখন প্রকল্পটি যথার্থ ও সঠিক বলে বিবেচিত হয়। তাই প্রকল্প প্রমাণের জন্য ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. প্রকল্পকে বাস্তব কারণভিত্তিক হতে হয় কেন?
উত্তর : প্রকল্পকে বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে।
যে কোনো প্রাথমিক অনুমান বা ধারণা বৈধ প্রকল্প নয়। বৈধ হতে হলে তাকে বাস্তব কারণভিত্তিক হতে হবে। বাস্তব অস্তিত্ব নেই, এমন কোনো কারণকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হলে তা বৈধ হবে না। যেমন: মানুষের বদনজরে ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু বদনজরে কখনোই বাস্তবে ফসল নষ্ট হয়নি। যদি বলা হতো অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, তাহলে সেটি বৈধ প্রকল্প হিসেবে গণ্য হতো। তাই প্রকল্পটি বৈধ হতে হলে অবশ্যই বাস্তব কারণভিত্তিক হতে হয়।
৩. প্রতিবেদক অনুকল্পের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর : কোনো ঘটনা প্রত্যক্ষভাবে প্রমাণ করা না গেলেও পরোক্ষভাবে প্রমাণ করার জন্য প্রতিবেদক অনুকল্পের প্রয়োজন হয়।
এমন অনেক ঘটনা আছে যার বাস্তব কারণ আছে, কিন্তু কারণটিকে। প্রত্যক্ষ করা যায় না, তখন প্রতিবেদক অনুকল্পের প্রয়োজন হয়। কারণ এসব ঘটনাবলির বর্ণনা বা প্রকাশের ক্ষেত্রে এ প্রকল্প খুবই উপযোগী। প্রতিবেদক অনুকল্পের উদাহরণ হিসেবে আমরা ইথারের কথা বলতে পারি। কারণ ইথার রাস্তবে প্রত্যক্ষযোগ্য নয়। রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা পরোক্ষভাবে এর প্রমাণ পাই ।
৪. আরোহ সমন্বয় বলতে কী বোঝ?
উত্তর : কোনো ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্পের সহায়ক গুণকে আরোহ সমন্বয় বলে।
সাধারণত কোনো ঘটনার সত্যতা নির্ণয়ের জন্য প্রকল্প গঠন করা হয়। অনেক ক্ষেত্রে একটি প্রকল্পের সাহায্যে একাধিক ঘটনার কারণ ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই গুণকে বলা হয় আরোহ সমন্বয়। যেমন: জড়বস্তুর ভূপতন ব্যাখ্যা করার জন্য মাধ্যাকর্ষণ শক্তিকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছিল। পরে দেখা যায়, মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে জোয়ার-ভাটার ঘটনাকেও ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই অতিরিক্ত গুণকে আরোহ সমন্বয় বলে।
৫. বৈধ প্রকল্পের শর্ত বলতে কী বোঝায়?
উত্তর : প্রকল্প প্রণয়ন করতে গেলে কতকগুলো নীতিমালা অনুসরণ করতে হয়, সেইসব নীতিমালাকে বৈধ প্রকল্পের শর্ত বলে।
কোনো প্রকল্পকে বৈধ হতে হলে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট, যৌক্তিক, প্রাসঙ্গিক, বাস্তবকারণভিত্তিক, আত্মবিরোধী ও প্রমাণযোগ্য হতে হবে। এই সকল শর্তাবলি বৈধ প্রকল্প হওয়ার পিছনে কার্যকরী ভূমিকা পালন করে। এগুলোকে যথার্থ বা বৈধ প্রকল্পের শর্ত বলে।
৬. পরীক্ষণাত্মক সমর্থন কত প্রকার?
উত্তর : পরীক্ষণাত্মক সমর্থন দুই প্রকার। যথা- প্রত্যক্ষ সমর্থন ও পরোক্ষ সমর্থন।
প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যখন কোনো প্রকল্পকে যাচাই বা সমর্থন করা হয় তখন তাকে প্রত্যক্ষ সমর্থন বলে। আর অবরোহ পদ্ধতি ও ঘটনা সংকলনের সাহায্যে কোনো প্রকল্প প্রমাণ করাকে পরোক্ষ সমর্থন বলে।
৭. প্রকল্প কখন গ্রহণযোগ্য হয়? ব্যাখ্যা করো।
উত্তর : বৈধ প্রকল্পের শর্তাবলি অনুসরণ করলেই প্রকল্প গ্রহণযোগ্য হবে।
কোনো বস্তু বা ঘটনা ব্যাখ্যা করার জন্য আমরা প্রকল্প গঠন করি। কিন্তু সব প্রকল্প গ্রহণযোগ্যতা পায় না। কোনো একটি প্রকল্পের গ্রহণযোগ্যতা পেতে হলে প্রকল্পকে অবশ্যই কতকগুলো শর্ত অনুসরণ করতে হয়। যেমন: কোনো প্রকল্পকে সুনির্দিষ্ট, আত্মসঙ্গতিপূর্ণ, যৌক্তিক, বাস্তব কারণভিত্তিক, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাহলেই প্রকল্প গ্রহণযোগ্যতা অর্জন করবে।
৮. প্রকল্পকে কেন প্রমাণের মানদণ্ডে পরীক্ষিত হতে হয়? ব্যাখ্যা করো।
উত্তর : এককে একটি নিয়ম বা নীতির কিংবা তত্ত্বের পর্যায়ে উন্নীত করার জন্য একাকে প্রমাণের মানদণ্ডে পরীক্ষিত হতে হয়।
প্রকল্প মানুষের আনুমানিক ধারণামাত্র। তাই প্রকল্প সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। প্রকল্প সত্য ও সঠিক হতে হলে বৈধ প্রকল্প যাচাইকরণের মাধ্যমে প্রমাণিত হতে হবে। তাহলেই তা তত্ত্বের মর্যাদা লাভ করবে। অর্থাৎ বৈধ প্রকল্প বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ার পরই কেবল নিয়ম বা তত্ত্বে পরিণত হয়।
৯. বাস্তব কারণ বলতে কী বোঝায়?
উত্তর : কোনো একটি ঘটনার ব্যাখ্যার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয় যার বাস্তব অস্তিত্ব আছে, সেই কারণকেই বাস্তব কারণ বলে।
প্রকল্পের প্রকৃত কারণকেই বাস্তব কারণ হিসেবে মনে করা হয়। বস্তুত কোনো অবাস্তব প্রকল্প কখনো প্রকৃত ঘটনার ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে না। তাই কারণ হিসেবে এমন কিছু বিষয় সম্পর্কে ধারণা করা যায় যে, যার অবস্থান সম্পর্কে উপযুক্ত প্রমাণের মাধ্যমে বর্ণনা করা সম্ভব। এ ধরনের একটি আনুমানিক কারণকেই বাস্তব কারণ হিসেবে আখ্যায়িত করা হয়।
১০. ‘আরোহ সমন্বয়’ বলতে কী বোঝায়?
উত্তর : একই প্রকল্প সংশ্লিষ্ট ঘটনা ব্যাখ্যা করা ছাড়াও অন্যান্য ঘটনা ব্যাখ্যা করতে সক্ষম হয় তাকে আরোহ সমন্বয় বলে।
সাধারণত কোনো ঘটনার সত্যতা নির্ণয়ের জন্য প্রকল্প গঠন করা হয়। অনেক ক্ষেত্রে একটি প্রকল্পের সাহায্যে একাধিক ঘটনার কারণ ব্যাখ্যা করা যায়। প্রকল্পের এই গুণকে আরোহ সমন্বয় বলে। যেমন: ভূ-পৃষ্ঠে জড়বস্তু পতনের কারণ হিসেবে বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কিত একটি প্রকল্প গঠন করেছিলেন। পরে দেখা যায়, জোয়ার-ভাটা, গ্রহ-নক্ষত্রের গতি ইত্যাদি বিষয়গুলো ব্যাখ্যা প্রদানেও সক্ষম।
►► আরো দেখো: যুক্তিবিদ্যা ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ যুক্তিবিদ্যা ২য় পত্র ৪র্থ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post