যুক্তিবিদ্যা ১ম পত্র ৩য় অধ্যায় mcq : যুক্তিবিদ্যা পরিচিতি অধ্যায়ে যুক্তিবিদ্যার ধারণা, বিষয়বস্তু ও স্বরূপ সম্পর্কিত আলোচনা থেকে আপনি জানতে পেরেছেন যে, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান বা যুক্তি। কোন জানা বিষয় বা স্বীকৃত সত্য বা জ্ঞাত তথ্য থেকে অজানা বিষয় বা অজ্ঞাত তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তা হয়ে যায় যুক্তি।
অর্থাৎ ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি। যুক্তি গঠনের জন্য প্রয়োজন একাধিক যুক্তিবাক্যের। যুক্তিবাক্য হলো বিবৃতিমূলক বাক্য যা উদ্দেশ্য ও বিধেয় নিয়ে গঠিত। এ উদ্দেশ্য ও বিধেয়কে যুক্তিবিদ্যার ভাষায় পদ বলা হয়। তাই এ পদগুলো না থাকলে যুক্তিবাক্য গঠন করা যায় না। যুক্তিবাক্য না হলে যুক্তিও গঠন করা যাবে না। সেজন্যই যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় অনুমান বা যুক্তি নিয়ে আলোচনা করার জন্য পদ কী, শব্দ কী, পদ ও শব্দের সম্পর্ক, পদের মূল বৈশিষ্ট্য এবং পদের প্রকারভেদ আলোচনা করা প্রয়োজন।
যুক্তিবিদ্যা ১ম পত্র ৩য় অধ্যায় mcq
১. উদ্দীপকে ১নং ও ২নং চিত্র দ্বারা যে দুটি যুক্তিবাক্যকে প্রকাশ করে তাদের মধ্যকার সাদৃশ্য হল –
● উভয়ই বিশেষ যুক্তিবাক্য
খ. উভয়ই সার্বিক যুক্তিবাক্য
গ. উভয়েই সদর্থক যুক্তিবাক্য
ঘ. উভয়ই নঞর্থক যুক্তিবাক্য
২. ‘দেশপ্রেম হয় মহৎগুণ’-প্রদত্ত যুক্তিবাক্যে ‘দেশপ্রেম’ কোন ধরনের পদ?
● উদ্দেশ্য পদ
খ. বিধেয় পদ
গ. প্রধান পদ
ঘ. অপ্রধান পদ
৩. যদি রাইয়ান সৎ হয় তবে সে বুদ্ধিমান। দৃষ্টান্তটি কোন ধরনের যুক্তিবাক্য?
● প্রাকল্পিক
খ. বৈকল্পিক
গ. সমমানিক
ঘ. সংযৌগিক
৪. ‘সব স্বপ্ন মধুর নয়’— বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তর হবে—
ক. A-সকল স্বপ্ন হয় মধুর
খ. E-কোনো স্বপ্ন নয় মধুর
গ. F—কোনো কোনো স্বপ্ন হয় মধুর
● O-কোনো কোনো স্বপ্ন নয় মধুর
৫. তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ কোনটি?
ক. সরল ও যৌগিক
● সংশ্লেষক ও বিশ্লেষক
গ. নিরপেক্ষ ও সাপেক্ষ
ঘ. সদর্থক ও নঞর্থক
৬. নিচের কোনটি বিরুদ্ধ পদ?
ক. সাদা ও কালো
খ. পিতা ও মাতা
● সাদা ও অসাদা
ঘ. রাজা ও রানি
৭. পদের জাত্যর্থ বলতে কোনটি বোঝায়?
ক. অর্থের দিক
খ. ব্যাপ্যতার দিক
গ. সংখ্যার দিক
● গুণের দিক
৮. ‘স্কাউট দল’ শব্দটি কোন ধরনের পদ?
● পদযোগ্য
খ. সহ-পদযোগ্য
গ. পদ-নিরপেক্ষ
ঘ. অপদ
৯. কোনো যুক্তিতে প্রতিটি পদ কয় বার করে ব্যবহৃত হয়? ক ১ বার
● ২ বার
গ ৩ বার
ঘ. ৪ বার
১০. পদের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Tarm
খ. Turm
● Term
ঘ. Tearm
১১. ন্যায় অনুমানের যুক্তিতে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হলো-
ক. সম্ভাব্য
খ. নিরপেক্ষ
● অনিবার্য
ঘ. সাপেক্ষ
১২. সরলতা, উদারতা, মানবতা- এগুলো কোন ধরনের পদ?
ক. বস্তুবাচক পদ
খ. বিশেষ পদ
গ. সাধারন পদ
● গুণবাচক পদ
১৩. জাত্যর্থ হলো পদের-
● আবশ্যিক গুণ
খ. অনাবশ্যক গুণ
গ. সার্বিক গুণ
ঘ. বিশেষ গুণ
১৪. কোন ধরনের যুক্তিবাক্যে নতুন তথ্য বা অভিজ্ঞতা পাওয়া যায়?
ক. বিশেষ যুক্তিবাক্য
● সংশ্লেষক যুক্তিবাক্য
গ. নিরপেক্ষ যুক্তিবাক্য
ঘ. সাপেক্ষ যুক্তিবাক্য
১৫. ব্যাকরণগত বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান?
ক. সংযৌগিক
● বৈকল্পিক
গ. প্রাকল্পিক
ঘ. সমমানিক
১৬. সে কবিগান শুনবে অথবা নাটক দেখবে। এটি কোন বাক্যের দৃষ্টান্ত?
ক. সংযৌগিক
● বৈকল্পিক
গ. প্রাকল্পিক
ঘ. সমমানিক
১৭. যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক বিকল্প সম্ভাবনা উল্লেখ থাকে তাকে বলা হয়-
● বৈকল্পিক যুক্তিবাক্য
খ. অনিবার্য যুক্তিবাক্য
গ. সম্ভাব্য যুক্তিবাক্য
ঘ. প্রাকল্পিক যুক্তিবাক্য
১৮. ‘দার্শনিক হন জ্ঞানী’- কোন ধরনের যুক্তিবাক্য?
● সার্বিক সদর্থক যুক্তিবাক্য
খ. সার্বিক নঞর্থক যুক্তিবাক্য
গ. বিশেষ সদর্থক
ঘ. বিশেষ নঞর্থক যুক্তিবাক্য
১৯. কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য?
ক. সদর্থক
● নঞর্থক
গ. সার্বিক
ঘ. বিশেষ
২০. ‘সংযোজক সবসময় ‘হওয়া’ বর্তমান রূপ হবে।’ কে বলেছেন?
● হ্যামিল্টন
খ. রেনে দিকার্ত
গ. জন লক
ঘ. মিল
২১. মানুষের জীবন ও বুদ্ধির’ অস্তিত্বকে কী বলে?
ক.ব্যক্ত্যর্থ
● জাত্যর্থ
গ. ব্যাপ্যতা
ঘ. লক্ষণ
২২. পদের বিপরীত হ্রাস-বৃদ্ধির নিয়মটি একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন?
● পরিবর্তন হয় না বলে
খ. নতুন পদের সৃষ্টি হয় বলে
গ. বিপরীত পদ হয়ে যায় বলে
ঘ. অর্থহীন হয়ে যায় বলে
২৩. পবিত্র বলেন, নামবাচক পদগুলো প্রথমে অজাত্যর্থক এবং পরে জাত্যর্থক হয়। পবিত্রের বক্তব্যের সাথে সাদৃশ্য রয়েছে—
ক. মিলের
খ. জেভন্সের
● পি. কে রায়
ঘ. হ্যামিলটন
২৪. ‘কিছু কিছু ছবি হয় তেল রঙে আঁকা’- এটি কোন ধরনের যুক্তিবাক্য?
ক. A
খ. E
● I
ঘ. O
২৫. সকল + উদ্দেশ্য + হয় + বিধেয় – এটি কোন যুক্তিবাক্যের রূপ?
● সার্বিক সদর্থক
খ. সার্বিক নঞর্থক
গ. বিশেষ সদর্থক
ঘ. বিশেষ নঞর্থক
২৬. পাখি, গরু, বই, আমগুলো, ফলটি, নদী এখানে পদযোগ্য শব্দ হলো-
i. পাখি, ফলটি
ii. বই, গরু
iii. নদী, আমগুলো
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
● i, ii ও iii
২৭. সকল অধ্যাপক হন জ্ঞানী- উক্ত বাক্যের ‘অধ্যাপক’ পদ ব্যাপ্য হওয়ার যৌক্তিকতা হচ্ছে-
i. আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে
ii. সামগ্রিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে
iii. সামগ্রিক জাত্যর্থ প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
ক. i
● ii
গ. iii
ঘ. i, ii ও iii
২৮. ঢাকা হয় বাংলাদেশের রাজধানী—A যুক্তিবাক্য। এখানে A যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হলো-
ক. ব্যাপ্য— ব্যাপ্য
খ. অব্যাপ্য -ব্যাপ্য
● ব্যাপ্য—অব্যাপ্য
ঘ. অব্যাপ্য—অব্যাপ্য
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোনো প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রে পাস করেছে ৪৫ জন। ছাত্র বেড়ে ১০০ জন হলে পাস করে ৬০ জন।
২৯. উদ্দীপকের ধারণাটির পদের কোন দিকটির সাথে মিল রয়েছে?
● ব্যক্ত্যর্থ
খ. জাত্যর্থক
গ. জাত্যর্থ
ঘ. অজাত্যর্থক
৩০. অজাত্যর্থক পদ কী?
ক. যে পদের শুধু জাত্যর্থ থাকে
খ. যে পদের শুধু ব্যক্ত্যর্থ থাকে
গ. যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই থাকে
● যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ একটি থাকে
৩১. কোন পদটি অজাত্যর্থক?
● সততা
খ. মানুষ
গ. জীব
ঘ. সৎ মানুষ
৩২. কোনটি সমষ্টিবাচক পদ?
● জুরি
খ. বিশ্ববিদ্যালয়
গ. ছাত্র
ঘ. বই
৩৩. সমষ্টিবাচক পদকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. পাঁচ ভাগে
খ. চার ভাগে
গ. তিন ভাগে
● দুই ভাগে
৩৪. কোন পদকে ‘বিমূর্ত পদ’ বলা হয়?
ক. বিশেষ পদকে
● গুণবাচক পদকে
গ. যৌগিক পদকে
ঘ. বস্তুবাচক পদকে
৩৫. কোন পদ একই সাথে সত্য না হলেও একই সাথে মিথ্যা হতে পারে?
ক. বিরুদ্ধ
● বিপরীত
গ. অসীম
ঘ. জাত্যর্থক
৩৬. যে পদের জাত্যর্থ ও ব্যক্ত্যর্থ উভয় আছে তাকে কী বলে?
● জ্যাতার্থক
খ. ব্যাক্তার্থক
গ. নিরপেক্ষ
ঘ. বিপরীত
৩৭. সামান্য গুণবাচক পদ কোনটি?
● পুন্য
খ. দয়া
গ. সাহস
ঘ. মানুষ
৩৮. যে পদ কোনো বস্তু বা জাতিকে নির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে কী বলে?
ক. অনির্দিষ্ট পদ
● নির্দিষ্ট পদ
গ. গুণবাচক পদ
ঘ. সাপেক্ষ পদ
৩৯. কোনটি অনির্দিষ্ট পদ?
ক. মানুষটি
● সাদাফুল
গ. সব আম
ঘ. একটি কলম
৪০. যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝানো হয় না তাকে কীরূপ পদ বলে?
ক. নির্দিষ্ট পদ
● অনির্দিষ্ট পদ
গ. সরল পদ
ঘ. বিরুদ্ধ পদ
৪১. নিচের কোনটি বিরুদ্ধ পদ?
ক. আলো-আঁধার
● শুদ্ধ-অশুদ্ধ
গ. মাতা-পিতা
ঘ. বোবা
৪২. “স্বকীয় নামবাচক পদগুলো জাত্যৰ্থক” কার মতে?
ক. মিল
● পি. কে. রায়
গ. কার্ভেথ রিড
ঘ. জেভন্স
৪৩. কোন পদটি সমষ্টিবাচক নয়?
ক. জুরি
খ. মুক্তিবাহিনী
● গ্রন্থ
ঘ. সমিতি
৪৪. যে পদ তার অর্থের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল তাকে বলে?
ক. নিরপেক্ষ পদ
● সাপেক্ষ পদ
গ. নির্দিষ্ট পদ
ঘ. অনির্দিষ্ট পদ
৪৫. নিচের কোনটি গুণবাচক পদ?
ক. পিতা
খ. মাতা
● সততা
ঘ. রহিমা
৪৬. যৌগিক পদের উদাহরণ কোনটি?
● বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নির্দয়
ঘ. দার্শনিক
৪৭. যে পদের ব্যক্ত্যর্থ থাকলে জাত্যর্থ থাকে না অথবা জাত্যর্থ থাকলে ব্যস্ত্যর্থ থাকে না, তাকে কোন পদ বলা হয়?
ক. ব্যক্ত্যর্থক
খ. অব্যাক্তার্থক
গ. জাত্যর্থক
● অজ্যার্থক
৪৮. সমষ্টিবাচক পদ হলো—
i. জুরি
ii. সেনাবাহিনী
iii. গ্রন্থাগার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৯. নিচের পদযুগলের মধ্যে বিরুদ্ধ পদযুগল হলো—
i. ভালো ও মন্দ
ii. সৎ ও অসৎ
iii. সাদা ও অসাদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. রুনার মতে, শুধুমাত্র বিশেষণ পদগুলোই গুণবাচক পদ। এখানে রুনার সাথে সাদৃশ্য রয়েছে—
i. মিলের
ii. ওয়েলটনের
iiii. জেভন্সের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
►► আরো দেখো: যুক্তিবিদ্যা ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ যুক্তিবিদ্যা ১ম পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post