যুক্তিবিদ্যা ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq : যুক্তিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো বিধেয়ক। আমরা জানি, প্রতিটি যুক্তিবাক্যে দু’টি পদ থাকে । এদের একটিকে বলা হয় উদ্দেশ্য ও অপরটিকে বলা হয় বিধেয়। যুক্তিবাক্যের ক্ষেত্রে যে পদটি সম্পর্কে কিছু বলা হয় তাই উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই বিধেয়।
যেমন-‘কাক হয় কালো’। এ যুক্তিবাক্যে ‘কাক’ হচ্ছে উদ্দেশ্য পদএবং ‘কালো’ বিধেয়পদ। এই উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে বিভিন্ন প্রকার সম্পর্ক থাকতে পারে। সদর্থক যুক্তিবাক্যে ব্যবহৃত উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সেই সম্পর্কের নাম হলো বিধেয়ক।
যুক্তিবিদ্যা ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq
১. ‘সকল মানুষ হয় বিবেকবান’ বাক্যটি কোন বিধেয়ক নির্দেশ করে?
ক. জাতি
খ. উপজাতি
● লক্ষণ
ঘ. উপলক্ষণ
২. কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ?
ক. দানশীলতা
খ. হাস্যপ্রিয়তা
● বিচক্ষণতা
ঘ. কর্মক্ষমতা
৩. পরফিরি বিধেয়কের তালিকা থেকে কোনটি বাদ দেন?
● সংজ্ঞা
খ. জাতি
গ. উপলক্ষণ
ঘ. অবান্তর লক্ষণ
৪. ‘সব কৃষক হয় বাঙালি’— এখানে ‘কৃষক’ পদটি বাঙালি পদের—
ক. জাতি
● উপজাতি
গ. উপলক্ষণ
ঘ. বিভেদক লক্ষণ
৫. কোনো গুণকে উপলক্ষণ বলার কারণ হলো-
i. জাত্যর্থের অংশ নয় বলে
ii. জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে
iii. জাত্যর্থ থেকে ব্যাপক বলে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জুয়েল আহম্মেদ পৌরসভা নির্বাচনের প্রার্থী হলেন এবং ভাবলেন সকলের কাছেই যেতে হবে। কারণ সকল নাগরিক হন ভোটার।
৬. উদ্দীপকের ‘সকল নাগরিক হন ভোটার’ – কোন যুক্তিবাক্য?
● সার্বিক সদর্থক
খ. সার্বিক নঞর্থক
গ. বিশেষ সদর্থক
ঘ. বিশেষ নঞর্থক
৭. ‘ভোটার’ এবং ‘নাগরিকের’ মধ্যকার সম্পর্ক কী নির্দেশ করে?
ক. সংজ্ঞা
● বিধেয়ক
গ. বিধেয়
ঘ. উদ্দেশ্য
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
M → N → O
৮. চিত্রে প্রদর্শিত M জাতির দিক থেকে কোন ধরনের বিধেয়ককে প্রকাশ করেছে?
● পরতম জাতি
খ. মধ্যবর্তী জাতি
গ. সমজাতীয় উপজাতি
ঘ. ক্ষুদ্রতম উপজাতি
৯. চিত্রে প্রদর্শিত M এবং O এর মধ্যকার সম্পর্ক হলো-
ক. সমজাতীয় উপজাতি ও ক্ষুদ্রতম উপজাতি
● বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতি
গ. মধ্যবর্তী জাতি ও ক্ষুদ্রতম উপজাতি
ঘ. আসন্নতম জাতি ও ক্ষুদ্রতম উপজাতি
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১নং ছক ২নং ছক
ফুল → গোলাপ, বেলী, রজনীগন্ধা
কলা → সাগর, সবরী, চাঁপা
১০. উদ্দীপকে ১নং ছক কোন বিধেয়ককে নির্দেশ করে?
ক. লক্ষণ
খ. উপজাতি
● জাতি
ঘ. উপলক্ষণ
১১. উদ্দীপকে- ১ ও ২ নং ছকের মধ্যকার সম্পর্ক বিধেয়কের আলোকে-
ক. পরিপুরক
খ. বিপরীত ধর্মী
গ. সম্পূরক
● সাপেক্ষ
১২. উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ককে কী বলে?
ক. অনুমান
খ. আবর্তন
গ. প্রতিবর্তন
● বিধেয়ক
১৩. বিধেয়ক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
ক. পরফিরি
খ. মিল
● এরিস্টটল
ঘ. প্লেটো
১৪. এরিস্টটলের মতে বিধেয় ও উদ্দেশ্য পদের মধ্যে কত ধরনের সম্বন্ধ থাকতে পারে?
ক. দুই
খ.তিন
● চার
ঘ. পাঁচ
১৫. বিধেয়ককে প্রথমে চার প্রকার এবং পরবর্তীতে পাঁচ প্রকারে ভাগ করেন কারা?
ক. এরিস্টটল ও মিল
খ. মিল ও পরফিরি
● এরিস্টটল ও পরফিরি
ঘ. পরফিরি ও প্লেটো
১৬. বিধেয়কের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Proprium
খ. Genus
● Predicables
ঘ. Species
১৭. বিধেয়ক অনুপস্থিত থাকে কোন ধরনের যুক্তিবাক্যে?
ক. সার্বিক
খ. বিশেষ
গ. সদর্থক
● নঞর্থক
১৮. নিচের কোন বাক্যটিতে বিধেয়ক নেই?
ক. মানুষ হয় হাস্যপ্রিয়
খ. মানুষ হয় দ্বিপদবিশিষ্ট
● মানুষ নয় চতুষ্পদী
ঘ. মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী
১৯. যুক্তিবাক্যের বিধেয় পদ কীরূপ হলে বিধেয়ক অনুপস্থিত থাকে?
ক. সরল পদ
খ. সার্বিক পদ
● বিশিষ্ট পদ
ঘ. বিশেষ পদ
২০. নিচের কোনটি পরফিরির বিধেয়কের অন্তর্ভুক্ত নয়?
● সংজ্ঞা
খ. জাতি
গ. উপলক্ষণ
ঘ. অবান্তর লক্ষণ
২১. “বিধেয়ক হচ্ছে সদর্থক যুক্তিবাক্যের এক শ্রেণির সাধারণ বিধেয় পদের সাথে উদ্দেশ্যের সম্ভাব্য সম্পর্কসমূহ।” উক্তিটি কার?
ক. L. S. Stebbing
খ. J. S. Mill
● Latta and Macbeath
ঘ. H. W. B Joseph
২২. তপু যুক্তিবাক্যে উদ্দেশ্যের সাথে বিধেয় পদের সম্বন্ধ সম্পর্কে আলোচনা করছিল। তপুর আলোচ্য বিষয়ের নাম কী?
● বিধেয়ক
খ. আশ্রয়বাক্য
গ. সিদ্ধান্ত
ঘ. অনুমান
২৩. দার্শনিক পদের জাত্যর্থ নয় কোনটি?
ক. বুদ্ধিবৃত্তি
খ. জীববৃত্তি
● জ্ঞানানুরাগ
ঘ. সততা
২৪. মানুষ পদের আসন্নতম জাতি কোনটি?
ক. জড়বস্তু
খ. সপ্রাণবস্তু
● জীব
ঘ. সভ্যজীব
২৫. কয়টি সম্বন্ধের আওতায় বিধেয়ক হবে?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২৬. জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলার যথার্থতা কী?
ক. সবচেয়ে দূরবর্তী বলে
খ. স্বচেয়ে শক্তিশালী বলে
গ. সবচেয়ে নিকটবর্তী বলে
● সবচেয়ে বড় বলে
২৭. বিধেয়ক কীসের নাম?
ক. পদের
খ. শব্দের
গ. যুক্তিবাক্যের
● সম্পর্কের
২৮. কোনটি এরিস্টটলের বিধেয়কের প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়?
ক. সংজ্ঞা
খ. জাতি
● উপজাতি
ঘ. উপলক্ষণ
২৯. কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়কের উল্লেখ রয়েছে—
i. সদর্থক যুক্তিবাক্যে
ii. বিশিষ্ট্য যুক্তিবাক্যে
iii. সার্বিক যুক্তিবাক্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. ‘দ্রব্য’ হলো পরতম জাতি, কারণ—
i. ব্যক্ত্যর্থ বেশি
iii. লক্ষণ হিসেবে
iii. এটি শ্রেণিবাচক পদ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iiii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
৩১. কোনো বাক্যের বিধেয়ক না থাকার যথার্থ কারণ হলো—
i. সংযোজক না থাকা
ii. বাক্যটি নঞর্থক হওয়া
iii. বিধেয় বিশিষ্ট হওয়া
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. একটি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যেভাবে থাকে—
i. জাতি হিসেবে
ii. উপজাতি হিসেবে
iii. লক্ষণ হিসেবে
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩. বিধেয়ক অনুপস্থিত থাকে
i. নঞর্থক যুক্তিবাক্যে
ii. সদর্থক যুক্তিবাক্যে
iii. বিধেয় পদ বিশিষ্ট পদ হলে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘ক’ নামক একজন গ্রিক দার্শনিক বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করেন এবং তিনি দেখান যে, অনেক যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত।
৩৪. উদ্দীপকে ‘ক’ নামক দার্শনিকের সাথে কার মিল রয়েছে?
ক. এরিস্টটলের
● পরফিরির
গ. মিলের
ঘ. যোসেফের
৩৫. উদ্দীপকে উল্লেখিত যুক্তিবাক্যে বিষয়টি অনুপস্থিত থাকার যথার্থ কারণ হলো—
i. বাক্যটি নঞর্থক হওয়া
ii. সংযোজক না থাকা
iii.বিশিষ্ট পদ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৬. প্রতিটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩৭. উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে?
● বিধেয়
খ. বিধেয়ক
গ. উদ্দেশ্য
ঘ. সংযোজক
৩৮. উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ককে কী বলে?
ক. অনুমান
● বিধেয়ক
গ. আশ্রয়বাক্য
ঘ. সংযোজন
৩৯. অপেক্ষাকৃত বেশি শর্ত সাপেক্ষ কোনটি?
● বিধেয়ক
খ. বিধেয়
গ. জাতি
ঘ. উপজাতি
৪০. কোন ধরনের পদের ওপর বিধেয়ক নির্ভরশীল?
● জাতি বা শ্রেণিবাচক
খ. বস্তুবাচক
গ. গুণবাচক
ঘ. সদর্থক
৪১. বিধেয় ও বিধেয়কের সম্পর্ক কেমন?
ক. অভিন্ন
● ভিন্ন
গ. বিপরীত
ঘ. বিরুদ্ধ
৪২. ‘সকল মানুষ হয় মরণশীল’ এখানে বিধেয় কোনটি?
ক. মানুষ
খ. সকল মানুষ
গ. হয়
● মরণশীল
৪৩. জুয়েল দুটি সার্বিক ধারণার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তার প্ৰক্ৰিয়া সাদৃশ্যপূর্ণ-
ক. উদ্দেশ্যের সাথে
খ. অনুমানের সাথে
● বিধেয়কের সাথে
ঘ. আকারগত সত্যের সাথে
৪৪. বিধেয়ক সাধারণত কোন বাক্যে থাকে?
● সদর্থক বাক্যে
খ. নঞর্থক বাক্যে
গ. সার্বিক বাক্যে
ঘ. বিশেষ বাক্যে
৪৫. উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার পাঁচ ধরনের সম্বন্ধকে একত্রে কী বলে?
ক. বিধেয়
খ. উদ্দেশ্য
● বিধেয়ক
ঘ. পদ
৪৬. ক্লাসে অভি একটি যুক্তিবাক্য বললো যেখানে বাক্যটির একটি অংশ উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে নিয়েছে। নিচের কোন বাক্যটির উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে নেয়?
● বিধেয়
খ. সংকেত
গ. বিধেয়ক
ঘ. পদ
৪৭. বিধেয় ও বিধেয়ক উভয়ই—
i. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়
ii. উদ্দেশ্য পদের সাথে সম্পর্কিত
iii. একই প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. এরিস্টটলের মতে বিধেয় ও উদ্দেশ্য পদের মধ্যকার সম্বন্ধসমূহ হলো-
i. বিভেদক
ii. উপলক্ষণ
iii. সহানুমান
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. বিধেয়কের ক্ষেত্রে বলা যায়—
i.এটি সম্পর্কের নাম
ii. উদ্দেশ্য ও বিধেয় এর অন্তর্ভুক্ত
iii. অনুমানের একটি আলোচ্য বিষয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের যুক্তিবাক্যটি পড়ো এবং ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৩ ফেব্রুয়ারি ২০২২ এর একটি পত্রিকার শিরোনাম ছিল, বাবা-দাদির পর হাবিবের মৃত্যু। এই শিরোনামটি দেখে রতন সাহেব তার স্ত্রীকে বলেন, ‘সকল মানুষ হয় মরণশীল’।
৫০. উদ্দীপকের ‘মরণশীল’ শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে?
ক. উদ্দেশ্য
● বিধেয়
গ. বিধেয়ক
ঘ. সিদ্ধান্ত
►► আরো দেখো: যুক্তিবিদ্যা ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ যুক্তিবিদ্যা ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post