যুক্তিবিদ্যা ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : যে অনুমান পদ্ধতিতে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের উপর নির্ভর উপর নির্ভর করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। তবে এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নি:সৃত হয় না। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি সম্ভাব্য হয় মাত্র।
যুক্তিবিদ্যা ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. নিচের কোনটি প্রথম সংস্থানের মূর্তি?
● CELARENT
খ. CAMESTRES
গ. CAMENES
ঘ. CESARE
২. দ্বিকল্প সহানুমান কোন ধরনের অনুমান?
● মিশ্র সহানুমান
খ. অমিশ্র সহানুমান
গ. শুদ্ধ প্রাকল্পিক সহানুমান
ঘ. শুদ্ধ বৈকল্পিক
৩. অমাধ্যম অনুমানের শ্রেণিবিভাগ কোনটি?
ক. সহানুমান
● প্রতিবর্তন
গ. দ্বিকল্প সহানুমান
ঘ. আরোহ
৪. ‘হয় তুমি ভাত খাবে না হয় রুটি খাবে’— বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
ক. নিরপেক্ষ
● বৈকল্পিক
গ. প্রাকল্পিক
ঘ. সংযৌগিক
৫. ‘CESARE’ কোন সংস্থানের বৈধ মূর্তি?
ক. প্রথম সংস্থান
● দ্বিতীয় সংস্থান
গ. তৃতীয় সংস্থান
ঘ. চতুর্থ সংস্থান
৬. ‘A’-যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়—
ক. A-যুক্তিবাক্য
খ. I- যুক্তিবাক্য
● E- যুক্তিবাক্য
ঘ. O-যুক্তিবাক্য
৭. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কোনটি?
ক. DISAMIS
খ. BARBARA
● FESTINO
ঘ. FESAPO
৮. প্রথম আকারের বৈধ মূর্তি কয়টি?
● ৪টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৭টি
৯. C – L –R – NT ড্যাস চিহ্নিত স্থানগুলোতে কোন ক্রমধারা বসবে?
ক. AAE
খ. AEA
গ. EEA
● EAE
১০. সহানুমানের গঠনশৈলীতে ব্যবহৃত পদগুলো হলো-
ক. সদর্থক, নঞর্থক ও ব্যাহতার্থক
খ. প্রধান, অপ্রধান ও বিপরীত
● প্রধান, অপ্রধান ও মধ্য
ঘ. জাত্যর্থক, অজাত্যর্থক ও মধ্য
১১. ‘সকল মানুষ হয় বিজ্ঞ’— এই বাক্যের প্রতিবর্তিত রূপ কোনটি?
ক. কিছু কিছু মানুষ হয় অ-বিজ্ঞ
খ. কিছু কিছু মানুষ নয় অ-বিজ্ঞ
গ. সকল মানুষ হয় অ-বিজ্ঞ
● কোনো মানুষ নয় অ-বিজ্ঞ
১২. প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয়—
ক. প্রতিবর্তনীয়
● প্রতিবর্তিত
গ. প্রতি-আবর্তিত
ঘ. প্রতি-আবর্তনীয়
১৩. প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপপত্তি ঘটে?
● দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১৪. কিছু A নয় B; সুতরাং কিছু B নয় A. দৃষ্টান্তটি—
i. একটি অবৈধ আবর্তন
ii. O-বাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি
iii. আবর্তনের নিয়ম বিরোধী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে। সুতরাং Y প্রথম হয়নি।
১৫. উদ্দীপকের অনুমানটি কোন ধরনের?
ক. আবর্তন
খ. দ্বিকল্প
গ. প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
● বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান
১৬. মধ্যপদ ন্যায় অনুমানে কয়বার ব্যাপ্য হতে হয়?
● ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
১৭. মাধ্যম অনুমানের রূপ কোনটি?
ক. সরল আবর্তন
● সহানুমান
গ. প্রতিবর্তন
ঘ. প্রতি-আবর্তন
১৮. সকল লেখক হয় জ্ঞানী (A)
অতএব, কিছু জ্ঞানী লোক হয় লেখক
যুক্তিটি কোন ধরনের অনুমান?
ক. সহানুমান
খ. সরল আবর্তন
● অসরল আবর্তন
ঘ. প্রতি-আবর্তন
১৯. প্রধান পদ যে আশ্রয়বাক্যে থাকে তাকে কী বলে?
ক. সাধারণ বাক্য
● প্রধান আশ্রয়বাক্য
গ. সিদ্ধান্ত
ঘ. অ-প্রধান আশ্রয়বাক্য
২০. প্রাকল্পিক সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
ক. যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য
খ. নিরপেক্ষ যুক্তিবাক্য
● প্রাকল্পিক যুক্তিবাক্য
ঘ. বৈকল্পিক যুক্তিবাক্য
২১. তৃতীয় সংস্থানে সিদ্ধান্ত সর্বক্ষেত্রে কী হয়?
ক. সদর্থক যুক্তিবাক্য
খ. নঞর্থক যুক্তিবাক্য
● বিশেষ যুক্তিবাক্য
ঘ. সার্বিক যুক্তিবাক্য
২২. এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি?
ক. একটি
● দুটি
গ. তিনটি
ঘ. চারটি
২৩. সহানুমান সম্পর্কিত ধারণা প্রবর্তন করেন-
ক. সক্রেটিস
খ. প্লেটো
● এরিস্টটল
ঘ. মিল
২৪. হেতুপদকে কোনটি দ্বারা প্রতীকায়িত করা হয়?
● M
খ. L
গ. P
ঘ. S
২৫. সব পাখি হয় হলুদ
সব মাছারাঙা হয় হলুদ-
অতএব, সব মাছরাঙা হয় পাখি।
এখানে কোন অনুপপত্তির সৃষ্টি হয়েছে?
ক. চতুষ্পদী
● অব্যাপ্য মধ্যপদ
গ. অবৈধ প্রধান পদ
ঘ. অবৈধ অপ্রধান পদ
২৬. A বাক্যের আবর্তিত হলো-
ক. A-বাক্য
খ. E-বাক্য
● I-বাক্য
ঘ. O-বাক্য
২৭. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থাকে-
● একটা
খ. দুইটা
গ. তিনটা
ঘ. চারটা
২৮. সহানুমানে ব্যবহৃত অপ্রধান পদের প্রতীক কোনটি?
ক. M
● S
গ. P
ঘ. Q
২৯. সহানুমানের আশ্রয়বাক্য দুটি সত্য হলে সিদ্ধান্তটিও হবে-
ক. মিথ্যা
খ. আংশিক সত্য
গ. আংশিক মিথ্যা
● সত্য
৩০. প্রতি-আবর্তন অমাধ্যম অনুমানের একটি-
i. মৌলিক প্রক্রিয়া
ii. যৌগিক প্রক্রিয়া
iii. সরল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
● ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩১. দ্বিকল্প সহানুমানের সিদ্ধান্ত সম্পর্কে যেটি অধিক গ্রহণযোগ্য
i. বৈকল্পিক যুক্তিবাক্য
ii. নিরপেক্ষ যুক্তিবাক্য
iii. প্রাকল্পিক যুক্তিবাক্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. অবরোহ অনুমানের লক্ষ্য কী?
ক. বস্তুগত সত্যতা
খ. প্রমাণগত সত্যতা
গ. অনুমানগত সত্যতা
● আকারগত সত্যতা
৩৩. অবরোহ অনুমানে সার্বিক বাক্য থেকে কোন ধরনের বাক্য সিদ্ধান্তে অনুমিত হয়?
● বিশেষ বাক্যে
খ. বৈকল্পিক বাক্যে
গ. প্রাকল্পিক বাক্যে
ঘ. সমমানিক বাক্যে
৩৪. অবরোহ অনুমানের প্রকৃতি হলো-
ক. বিশেষ থেকে সার্বিক
● সার্বিক থেকে বিশেষ
গ বিশেষ থেকে বিশেষ
ঘ.সার্বিক থেকে সার্বিক
৩৫. যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে কী বলে?
● মাধ্যম অনুমান
খ. আরোহ অনুমান
গ. অমাধ্যম অনুমান
ঘ. আবর্তন
৩৬. কোনটি অবরোহ অনুমানের প্রকারভেদ?
● মাধ্যম অনুমান
খ. সাদৃশ্যমূলক অনুমান
গ. অবৈজ্ঞানিক অনুমান
ঘ. বৈজ্ঞানিক অনুমান
৩৭. ভাববাদী যুক্তিবিদগণ অবরোহ অনুমানকে অভিহিত করেছেন—
● সত্যানুসন্ধানের প্রাথমিক ও মৌলিক প্রক্রিয়া
খ. জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ প্রক্রিয়া
গ. সত্য থেকে মিথ্যাতে উত্তরণ প্রক্রিয়া
ঘ. বৈজ্ঞানিক প্রক্রিয়া
৩৮. নিচের কোনটি প্রত্যক্ষ অনুমান হিসেবে পরিচিত?
ক. প্রকৃত অনুমান
খ. অপ্রকৃত অনুমান
● অমাধ্যম অনুমান
ঘ. মাধ্যম অনুমান
৩৯. অবরোহ অনুমান কোন সত্যের অনুসারী?
ক. বস্তুগত
● আকারগত
গ. মানসিক
ঘ. বস্তুগত ও আকারগত
৪০. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কী বাক্য হতে পারে?
ক. যুক্তিবাক্য
খ. বাক্য
● বিশেষ বাক্য
ঘ. সাধারণ বাক্য
৪১. দীপিকা একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তার এ অনুমান কোন ধরনের অনুমান?
● অমাধ্যম অনুমান
খ. মাধ্যম অনুমান
গ. আরোহ অনুমান
ঘ. অবরোহ অনুমান
৪২. নিচের কোনটি অমাধ্যম অনুমানের প্রকারভেদ?
ক. দ্বিকল্প অনুমান
● প্রতিবর্তন
গ. সহানুমান
ঘ. সাদৃশ্যানুমান
৪৩. অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্যটি সত্য হলে সিদ্ধান্তটি কীরূপ হবে?
● সত্য
খ. মিথ্যা
গ. সত্য ও মিথ্যা
ঘ. কোনটিই নয়
৪৪. ‘অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যে বিবৃত বিষয় ছাড়া কোনো নতুন তথ্য নেই।’— উক্তিটি কার?
● মিলের
খ. বেইনের
গ. যোসেফের
ঘ. কফির
৪৫. আবির এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করে। তার এ অনুমান কোন ধরনের অনুমান?
ক. আরোহ অনুমান
● অবরোহ অনুমান
গ. দ্বিকল্প অনুমান
ঘ. সাদৃশ্যানুমান অনুমান
৪৬. যুক্তিবিদ বেইনের মতে অমাধ্যম অনুমানের প্রকৃতি কেমন?
ক. প্রকৃত অনুমান
● অপ্রকৃত অনুমান
গ. যথার্থ অনুমান
ঘ. আরোহ অনুমান
৪৭. যুক্তিবিদ ওয়েলটনের মতে অমাধ্যম অনুমানের প্রকৃতি কীরূপ?
● প্রকৃত অনুমান
খ. অপ্রকৃত অনুমান
গ. অযথার্থ অনুমান
ঘ. তথাকথিত অনুমান
৪৮. যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় তাকে বলে –
i. অমাধ্যম অনুমান
ii. মাধ্যম অনুমান
iii. সহানুমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. দুটি পদ থাকে
ii. একটি আশ্রয়বাক্য থাকে
iii. দুটি যুক্তবাক্য থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৫০. অমাধ্যম অনুমানের প্রকৃতি হলো
i. একাধিক আশ্রয়বাক্যের উপস্থিতি বিদ্যমান
ii. প্রতিজ্ঞা থেকে সরাসরি সিদ্ধান্ত নিঃসৃত হয়
iii. আকারগত সত্যতার সাথে সাদৃশ্যপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
►► আরো দেখো: যুক্তিবিদ্যা ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ যুক্তিবিদ্যা ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post