যুক্তিবিদ্যা ১ম পত্র ৮ম অধ্যায় mcq : যুক্তিবিদ্যার মূল কাজ হলো যুক্তির বৈধতা নিরূপণ করা। যুক্তির বৈধতা তার অন্তর্গত বচনের সত্যতার ওপর নির্ভরশীল নয়। যুক্তির বৈধতা একটি আকারগত বিষয়। সুতরাং আকারগত বিষয়কে সাধারণ তথা প্রাকৃতিক (natural) ভাষার পরিবর্তে সাংকেতিক ভাষায় প্রকাশ করলে তা হবে অধিকতর যথাযথ ও প্রাসঙ্গিক।
সাধারণ ভাষার অস্পষ্টতা vagueness) ও দ্ব্যর্থকতা (ambiguity) যুক্তির অন্তর্গত বচনগুলির পারস্পরিক আকারগত সম্পর্ক বোঝার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এসব কারণে অর্থাৎ যুক্তির যথাযথ আকার উপস্থাপন, সহজ প্রকাশ ও স্পষ্ট অর্থ অনুধাবনের স্বার্থে প্রতীকের সহায়তা তাৎপর্যপূর্ণ। প্রতীকী যুক্তিবিদ্যা হলো যুক্তিবিদ্যার এমন একটি শাখা যা যুক্তির অভ্যন্তরীণ বচনকে প্রতীকায়ন করে যুক্তির বৈধতা ও অবৈধতা নিরূপণ করে।
যুক্তিবিদ্যা ১ম পত্র ৮ম অধ্যায় mcq
১.‘যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে’ এর সাংকেতিক রূপ হবে—
ক. p ≡ q
খ. p • q
● p ⊃ q
ঘ. p v q
২. প্রতীক কোনটি?
ক. কতগুলো বর্ণ
খ. সবুজ বাতি
গ. গাড়ির হর্ন
● ‘+’ (যোগ) চিহ্ন
৩. যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার সীমিত
ক. প্রতীকের সংকট থাকায়
খ. প্রতীক দুর্বোধ্য হওয়ায়
গ. পদ্ধতিগত ত্রুটির কারণে
● ভাষার ব্যবহার বেশি হওয়ায়
৪. আধুনিক যুক্তিবিদগণ ধ্রুবক প্রতীক ব্যবহার করেন কেন?
ক. বাক্য ব্যক্ত করার জন্য
খ. আকার প্রসারণের জন্য
গ. আকার ব্যাক্ত করার জন্য
● বাক্যের সংক্ষেপণের জন্য
৫. ট্রাফিকের লাল বাতি কী ধরনের
ক. স্বাভাবিক
খ. কৃত্রিম
গ. চলক
● ধ্রুবক
৬. p • q- এটি কোন যৌক্তিক বাক্য?
ক. প্রাকল্পিক
খ. বৈকল্পিক
গ. নিষেধক
● সংযৌগিক
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
এখন বর্ষাকাল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মা তার ছেলেকে বললো, ‘যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও।’ ছেলে তার মাকে বললো, ‘আমি ছাতা নিয়ে স্কুলে যাব।’
৭. ‘যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও’- বাক্যটির প্রতীকী রূপ কোনটি?
● p ⊃ q
খ. p v q
গ. p • q
ঘ. p ≡ q
৮. মা ও ছেলের বক্তব্যের মধ্যে অমিল-
● মায়ের বক্তব্য শর্তযুক্ত এবং ছেলের বক্তব্য শর্তহীন
খ. মায়ের বক্তব্য শর্তহীন এবং ছেলের বক্তব্য শর্তযুক্ত
গ. মা এবং ছেলে উভয়ের বক্তব্য শর্তহীন
ঘ. মা এবং ছেলে উভয়ের বক্তব্য শর্তযুক্ত
৯. কোনো কিছুর লিখিত বা কথিত চিহ্নকে কী বলে?
ক. সংকেত
● প্রতীক
গ. চিহ্ন
ঘ. নির্দেশক
১০. প্রতীকের ব্যাপক ব্যবহার শুরু হয় কার মাধ্যমে?
ক. লাইবনিজ
● জর্জ বুল
গ. স্টেবিং
ঘ. এরিস্টটল
১১. গাড়িতে লাল রঙের ‘+’ চিহ্ন কিসের প্রতীক?
ক শান্তির
খ. দেশের
● চিকিৎসা সেবার
ঘ. সন্ধির
১২. শাওন কোনো কিছু নির্দেশ করার জন্য এক ধরণের চিহ্ন ব্যবহার করে। তার এসব ব্যবহৃত চিহ্নকে কী বলে?
● প্রতীক
খ. সংকেত
গ. চিহ্ন
ঘ. নির্দেশক
১৩. প্রতীক প্রধানত কয় প্রকার?
ক. এক
● দুই
গ. তিন
ঘ. চার
১৪. কোন প্রতীকের একটি সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় অর্থ থাকে?
ক. গ্রাহক
খ. শাব্দিক
● ধ্রুবক
ঘ. লিখিত
১৫. যুক্তির বৈধতা বিচারের কাজকে সহজ করে কোনটি?
ক. সংকেত
● প্রতীক
গ. চিহ্ন
ঘ. যুক্তি
১৬. লাইবনিজের মতে, নিচের কোনটি কতগুলো প্রতীকায়িত মৌলিক ধারণার ওপর প্রতিষ্ঠিত?
ক. ব্যবহারিক গণিত
খ. উচ্চতর গণিত
● সার্বিক গণিত
ঘ. পরিসংখ্যান
১৭. প্রতীক কোন ধরনের বিষয়?
● আকারগত
খ. বস্তুগত
গ. বিষয়গত
ঘ. আদর্শনিষ্ঠ
১৮. সংযৌগিক বাক্যের প্রতীক কোনটি?
● •
খ. v
গ. ⊃
ঘ. ~
১৯. ‘মামুন বিনয়ী এবং পরিশ্রমী’— এই বাক্যের প্রতীকী রূপ কী?
● p . q
খ. p v q
গ. p ≡ q
ঘ. p ⊃ q
২০. প্রতীকী যুক্তিবিদ্যার ক্রমবিকাশ কয়টি পথ ধরে চলেছে?
● দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২১. যুক্তিবিদ জর্জ বুলের হাত ধরে নিচের কোনটির সৃষ্টি হয়েছে?
ক. আরোহ ধরনের প্রতীকায়িত যুক্তিবিদ্যা
● অবরোহ ধরনের প্রতীকায়িত যুক্তিবিদ্যা
গ. বীজগাণিতিক যুক্তি
ঘ. জ্যামিতিক যুক্তি
২২. জর্জ বুলের মতে চিন্তার উপাদান কী?
● সংকেত
খ. পরিমাপ
গ. ভাষা
ঘ. মূল্যবোধ
২৩. প্রতীক সব সময়ই নির্ভরশীল—
i. মানুষের আচার-আচরণের ওপর
ii. মানুষের ব্যবহারের ওপর
iii. মানুষের ব্যাখ্যার ওপর
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. প্রতীকী যুক্তিবিদ্যার ক্রমবিকাশ ঘটেছে-
i. লাইবনিজের চিন্তার গণনার প্রণালি অনুসরণে
ii. সার্বিক গণিতকে কেন্দ্র করে
iii. অবচেতন প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. রাসেল, হোয়াইট হেড কর্তৃক প্রকাশিত Principia Mathmatica – গ্রন্থে যে মূল বক্তব্য প্রকাশ পায়—
i. ব্যবহৃত সাধারণ ধারণাসমূহের বিশ্লেষণ
ii. সুষ্ঠুভাবে তার্কিক নীতি গঠন করা
iii. যুক্তিগত জটিলতা নিরসন করা
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
করোনা মহামারীর কারণে অনন্দ্যিকে অনলাইনে ক্লাস করতে হয়। ক্লাসে কোনো হোমওয়ার্কের খাতা দেখার সময় শিক্ষক মহোদয় ‘x’ বা ‘’ চিহ্ন ব্যবহার করেন।
২৬. শিক্ষক মহোদয়ের ব্যবহৃত চিহ্ন-পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
● সংকেত
খ. প্রতীক
গ. অনুমান
ঘ. বিধেয়ক
২৭. উক্ত চিহ্ন ব্যবহারের কারণ—
i. ভাষার ত্রুটি দূর করা
ii. সচেতনতা সৃষ্টি
iii. সংক্ষিপ্ত অর্থ নির্দেশনা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. আমরা কৃত্রিমভাবে যেসব চিহ্ন ব্যবহার করি তাদের কী বলে?
ক. সংকেত
● প্রতীক
গ. চিহ্ন
ঘ. সংখ্যা
২৯. ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে কোন ধরনের প্রতীক বলে?
● শাব্দিক প্রতীক
খ. গ্রাহক প্রতীক
ঘ. পরিবর্ত প্রতীক
গ. ধ্রুবক প্রতীক
৩০. রাইসা বাবার সাথে হাটার সময় রাস্তায় ‘লালবাতি’ দেখতে পায়। রাইসার দেখা এ বাতিটি কীসের প্রতীক?
ক. ধীরে চলার
খ. পথ চেনার
● গাড়ি থামানোর
ঘ. দ্রুত রাস্তা পার হবার
৩১. কোনো বস্তু বা ব্যক্তির প্রতিনিধিত্বকারী চিহ্নকে কী বলে?
ক. প্রতীক
● সংকেত
গ. চিহ্ন
ঘ. সংখ্যা
৩২. রবি দৈনিক শেষ রাতে আজানের ধ্বনি শুনতে পায়। এটি যুক্তিবিদ্যায় কীসের অন্তর্গত?
ক. প্রতীক
● সংকেত
গ. সত্য সারণি
ঘ. ধ্রুবক
৩৩. অপরিকল্পিত ও স্বেচ্ছামূলক কোনটি?
ক. প্রতীক
খ. চিহ্ন
গ. নির্দেশক
● সংকেত
৩৪. প্রতীকী যুক্তিবিদ্যায় সংকেত কয় প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩৫. মানুষের মনে সাংকেতিক প্রত্যাশা জাগায় কোনটি?
ক. প্রতীক
● সংকেত
গ. চিহ্ন
ঘ. সংখ্যা
৩৬. সংকেতের ব্যাপকতা কোন ক্ষেত্রে বেশি?
ক. সমাজ জীবনে
খ. পারিবারিক জীবনে
● ব্যবহারিক জীবনে
ঘ. ব্যক্তিগত জীবনে
৩৭. সব প্রতীককে কী বলা হয়?
ক. চিহ্ন
● সংকেত
গ. কার্য
ঘ. অনুমান
৩৮. +, −, ×, ÷ এগুলো কোন ধরনের প্রতীক?
ক. শাব্দিক প্রতীক
● অশাব্দিক প্রতীক
গ. দৃষ্টান্তমূলক প্রতীক
ঘ. পরিবর্তন প্রতীক
৩৯. কৃত্রিম সংকেতের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিতে এর ব্যবহার যোগ্যতা সৃষ্টি করি?
ক. পরিশেষ পদ্ধতি
● নিজস্ব পদ্ধতি
গ. অনুসন্ধান পদ্ধতি
ঘ. পরীক্ষণ পদ্ধতি
৪০. একজন ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে লক্ষ করল যে পাদদেশের এক স্থানে ধোঁয়া উড়ছে। এ দেখে সে বললো যে আগুন আছে। এখানে ঐ ব্যক্তি কোন ধরনের সংকেত ব্যবহার করেছে?
ক. কৃত্রিম সংকেত
● প্রাকৃতিক সংকেত
গ. শাব্দিক সংকেত
ঘ. আপেক্ষিক সংকেত
৪১. কোনটি চিকিৎসা সেবার প্রতীক?
ক. ‘+’ চিহ্ন
খ. লাল রঙের ‘√’ চিহ্ন
গ. ‘x’ চিহ্ন
● লাল রঙের ‘+’ চিহ্ন
৪২. হঠাৎ রাস্তার সিগন্যালে লাল আলো দেখে গাড়িগুলো থেমে গেল। এখানে গাড়ি থামার কারণ হিসেবে লাল আলোকে কী বলা হয়?
ক. দৃশ্য
খ. প্রতীক
● সংকেত
ঘ. চিত্রকল্প
৪৩. কোন ধরনের সংকেত প্রতীক হওয়ার যোগ্য?
ক. স্বাভাবিক সংকেত
খ. প্রাকৃতিক সংকেত
গ. শাব্দিক সংকেত
● কৃত্রিম সংকেত
৪৪. আমরা কোনো কিছুকে কোনো বিষয়ের চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করি-
i. বিষয়টিকে সহজে প্রমাণের জন্যে
ii. ` কোনো কিছুকে নির্দেশ করার জন্য
iii. বিষয়টিকে জটিল করার জন্য
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. প্রতীক ও সংকেতের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটি সঠিক—
i.. সব সংকেতই প্রতীক
ii. সব প্রতীকই সংকেত
iii. সব সংকেত প্রতীক নয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিমুলের বাবা হঠাৎ শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন। এজন্য তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স ডাকা হলো। কিছুক্ষণ পর শিমুল একটি সাইরেনের শব্দ শুনতে পেল এবং দেখলো একটি গাড়ি এসেছে যার গায়ে (+) চিহ্ন।
৪৬. উদ্দীপকে গাড়ির চিহ্নটি কোন প্রতীককে প্রকাশ করে?
ক. ধ্রুবক
খ. গ্রাহক
গ. শাব্দিক
● অশাব্দিক
৪৭. উদ্দীপকে শিমুল যে শব্দ শুনল তা নির্দেশ করে—
i. i. i.কৃত্রিম সংকেত
ii. স্বাভাবিক সংকেত
iii. প্রাকৃতিক সংকেত
নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. প্রতীকের সাহায্যে সহজ হয় কোন প্রক্রিয়া?
ক. যুক্তি গঠনের
● সিদ্ধান্তে উপনীত হওয়ার
গ. প্রতীক ব্যবহারের
ঘ. গাণিতিক সমাধানের
৪৯. প্রতীক সর্বদা মানুষের কীসের ওপর নির্ভর করে?
ক. অনুশীলন
খ. চর্চার
● ব্যবহারের
ঘ. ভাষায়
৫০. ধারণাজ্ঞাপক চিত্র বলা হয় কোন যুক্তিবিদ্যাকে?
ক. সাবেকী
খ. সনাতনী
● প্রতীকী
ঘ. এরিস্টটলীয়
►► আরো দেখো: যুক্তিবিদ্যা ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ যুক্তিবিদ্যা ১ম পত্র ৮ম অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post