শুরু হয়েছে পবিত্র রমজান মাস। অন্যান্য মাসের তুলনায় এই মাস মুসলিমদের জন্য সর্বাপেক্ষা উত্তম মাস। রমজান মাসে বেশী বেশী ইবাদত করার কথা বলা হয়েছে। সেই সাথে অন্যকে ইবাদতে উদ্বুদ্ধ করাটাও ইবাদত। বিভিন্নজনে বিভিন্নভাবে মানুষকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান নিয়ে স্ট্যাটাস ২০২৫ প্রকাশ করার মাধ্যমে কেউবা মানুষের দ্বারে দ্বারে পৌছে দেয় রমজানের দাওয়াত।
রমজান মাস সাওম পালনের মাস। সাওম পালনের একটি শর্ত হচ্ছে পাপ কাজ হতে বিরত থাকা। এই মাসে মানুষেরা পাপাচার হতে দূরে থাকে। এই মাসের শিক্ষা বাকি ১১টি মাস নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে।
রমজান মাসে পাপাচার থেকে দূরে থাকার পাশাপাশি অধিক হারে ইবাদতের কথাও বলা হয়েছে। সেই সাথে সেহরি ইফতারের স্ট্যাট্যস ও বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে রমজানের দাওয়াত পৌছে দেওয়াও ইবাদত।
রমজান নিয়ে স্ট্যাটাস
১। এই মাস আত্মশুদ্ধির মাস,
তাই রমজান মাসে বেশি বেশি ইবাদত করা উচিত।
২। পবিত্র রমজান মাসে রোজা রাখা ফলে আমরা আত্মসংযমের শিক্ষা পাই।
৩। রমজান মাস হচ্ছে ধৈর্য, আত্মশুদ্ধি ও আত্মসংযমের অন্যতম একটি সময়।
৪। রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।
সকলে নিজের সর্বোচ্চ দিয়ে দরিদ্রদের রোজা পালন করতে সহায়তা করি।
৫। পাপের বোঝা থেকে মুক্তির অন্যতম একটি সুযোগ হচ্ছে রমজান মাস।
৬। রমজান মাসে ধৈর্য ও সংযমের পরীক্ষার মাধ্যমে আমরা নিজেদে আত্মাকে পরিশুদ্ধ করতে পারি।
৭। রমজান মাসে আল্লাহর কাছে অধিক হারে তাওবা করুন। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল।
৮। এই মাস আত্মশুদ্ধির মাস।
নিজে খারাপ কাজ থেকে বিরত থাকুন।
কেউ খারাপ কাজ করলে তাকে বাধা দিন।
৯। রমজান মাসে বেশি বেশি দান করলে অধিক হারে সওয়াব হয় ও আল্লাহর রহমত পাওয়া যায়।
১০। রমজানের অন্যতম বরকতময় ইবাদত হচ্ছে তারাবী।
তাই সকলে তারাবীর নামাজ আদায় করুন।
১১। ধৈর্য ও পরিশুদ্ধির মাধ্যমে রমজান মাস আমাদের জীবন বদলের অন্যতম মাস।
১২। আত্মশুদ্ধির এই মাসে গীবত ও মিথ্যা কথা বর্জন করুন।
১৩। রমজান মাস আমাদের জীবনকে সুশৃঙ্খল ও কল্যাণময় করে তোলে।
১৪। রমজান মাস ধৈর্য, ত্যাগ ও আত্মসংযমের শিক্ষা দেয়।
১৫। রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। দরিদ্রদের সেহরি ও ইফতার করান।
১৬। দান সাদকা করলে অন্যান্য মাসের তুলনায় এই মাসে অনেক বেশী সওয়াব পাওয়া যায়।
১৭। রমজান আমাদের ধৈর্য ও আত্মসওযম শেখায়।
১৮। আত্মসংযমের শিক্ষা অর্জন করার জন্য সর্বোত্তম মাস হচ্ছে রমজান মাস।
১৯। ইফতারের সময় দোয়া কবুল হয়।
ইফতারের সময় বেশি বেশি দোয়া করুন।
২০। আল্লাহ তায়ালা আমাদের সকল রোজা কবুল করুন। আমিন।
উপসংহার
ভালো কাজ ও সুন্দর আচরণই ইবাদত। রমজান মাসে অন্যকে ইবাদত পালনের কথা বলাও ইবাদতের অন্তর্ভূক্ত। কেউ রমজান নিয়ে স্ট্যাটাস ২০২৫ প্রকাশ করে কেউবা সরাসরি মানুষের কাছে রমজানের দাওয়াত পৌছে দেয়। আজকের স্ট্যাট্যসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছে দিন।
আমরা আছি ফেসবুক ও ইউটিউবেও। এই লিংকে ক্লিক করে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
Discussion about this post