রমজান হচ্ছে ধৈর্য্য ও ত্যাগের মাস। এই মাসে আমরা আত্মসংযমের শিক্ষা নিয়ে বাকি ১২টি মাস নিজের জীবনে তার শিক্ষা অনুসরণ করি। রমজান উপলক্ষ্যে অনেকে রমজান মোবারক স্ট্যাটাস প্রকাশ করে থাকে। আমরা আজকে আপনাদের জন্য তেমনই কিছু স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি।
রমজান মাস আসার আগে অনেকে ramzan mubarak status সামাজিক যোগাযোগ দিয়ে থাকে। কিন্তু, রোজা নিয়ে স্ট্যাটাস দেওয়ার জন্য কিংবা শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য পছন্দমতো কোন স্ট্যাটাস খুঁজে পাওয়া যায় না। তাই, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাইকরা সেরা কিছু স্ট্যাটাস। যেগুলো আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারবেন।
রমজান মোবারক স্ট্যাটাস
১। আলহামদুলিল্লাহ!
ফিরে এলো আবারও রমজান মাস।
রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে।🌙
রমজান মোবারক!🌙
২। রমজান মাস এলো রহমত নিয়ে।
খুলে গেলো জান্নাতের দরজা! 🕌✨
সবাইকে রমজান মোবারক!🕌✨
৩। ধৈর্য, ত্যাগ ও ইবাদতের মাস রমজান মাস।
আল্লাহ আমাদের রোজা কবুল করুন! 🤍🤲
রমজান মোবারক! 🤍
৪। ফিরে আলো ইবাদত ও আত্মশুদ্ধির মাস।
আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করুন! 🌙✨
আমিন!✨
৫। ফিরে এলো রহমতের মাস। আসুন সকলে বেশি বেশি ইবাদত করি ও গুনাহ পরিত্যাগ করি।
সবাইকে রমজান মোবারক! 🕌💖
৬। রমজানের প্রতিটি দিন হোক নেক আমলে পরিপূর্ণ! 🌸
রমজান মোবারক!🌸
৭। সুখ, শান্তির মাস রমজান মাস।
আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন! 🤲💖
৮। এই পবিত্র রমজান মাসে সকলে বেশি বেশি করে আমল করি! 📖✨
রমজান মোবারক!✨
৯। এই রমজান মাসে আল্লাহ তায়ালা আমাদের তাকওয়া ও ঈমান মজবুত করুন! 🌙🤍
আমিন!🌸
১০। শুরু হয়েছে আত্মশুদ্ধির মাস।
আল্লাহ আমাদের সকলকে মাফ করুন!
রমজান মোবারক! 🕌💫
১১। রমজান মাসের প্রতিটি মুহূর্ত রহমত ও বরকতে ভরে উঠুক! 🌙
১২। হে আল্লাহ, তায়ালা আমাদের গুনাহ মাফ করুন।
এবং রমজানের প্রতিটি দিন বরকতময় করুন! 🤲🌙
১৩। ফিরে এলো শুদ্ধতার ও তাকওয়ার মাস।
🌿 রমজান মোবারক!🌿
১৪। এই মাসকে আল্লাহ আমাদের জীবনের সেরা মাস হিসেব কবুল করুন।
আমিন। 🤲🌙
১৫। ফিরে এলো আত্মাকে পবিত্র করার মাস। 🕋
১৬। রমজান মাসের প্রতিটি দিন আমাদের জন্য রহমত ও বরকত হয়ে আসুক! 🌙
আমিন। 💖
১৭। চলুন, ধৈয্য, ত্যাগ ও ইবাদতের মাধ্যমে রমজান মাসকে অর্থবহ করে তুলি।
রমজান মোবারক!🤍
১৮। রমজান আসুক সবার জীবনে শান্তি নিয়ে। 🤲✨
১৯। নিজেকে পরিবর্তন করার জন্য রমজান মাসই উত্তম সময়। 🌙💫
২০। রমজান মাসের প্রতিটি দিন আল্লাহর রহমতে ভরে উঠুক। 🤲
আমিন। 🌙
উপসংহার
ফিরে এসেছে রমজান মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করার কথা বলা হয়েছে। রমজান মাস নিয়ে আসে ঈদের খুশির বার্তা। অনেকে রমজান মাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজান মোবারক স্ট্যাটাস প্রকাশ করে থাকে। আমরা তাদের জন্য নিয়ে এসেছি বাছাইকৃত সেরা কিছু ramzan mubarak status। এই স্ট্যাটাসগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন।
আমরা আছি ফেসবুক ও ইউটিউবেও। এই লিংকে ক্লিক করে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
Discussion about this post