রসায়ন ১ম পত্র ২য় অধ্যায় mcq : রাদারফোর্ড তাঁর পরমাণু মডেলে বলেছেন, সূর্যকে কেন্দ্র করে প্রহগুলো যেভাবে ঘুরছে, ইলেক্ট্রনও একই ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান থাকে বলে এরা নিউক্লিয়াসে পতিত হয় না। সৌর জগতের সাথে তুলনা করা হয়েছে, বলে এই মডেলকে সৌর মডেল বলা হয়।
রসায়ন ১ম পত্র ২য় অধ্যায় mcq
১. কোন বিজ্ঞানী UV রশ্মির সাহায্যে সর্বপ্রথম আণবিক ফটো ইলেকট্রন বিকিরণ পর্যবেক্ষণ করেন?
ক. আইনস্টাইন
খ. নিউটন
গ. লেনার্ড
ঘ. ম্যাক্সওয়েল
২. পরমাণুর গঠন ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্ব খাটে?
ক. He+
খ. H+
গ. Li
ঘ. Li+
৩. এইচ.পি.এল.সি. (HPLC) ক্রোমোটোগ্রাফি ব্যবহৃত হয়-
i. ঔষধ শিল্পে
ii. প্রসাধনী শিল্পে
iii. মান নিয়ন্ত্রণ ও পরিমাণ নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. বুনসেন দীপ শিখায় বেগুনি বর্ণ প্রদর্শন করে কোন ধাতু?
ক. K-VhB
খ. Ba-লবণ
গ. Ca-লবণ
ঘ. Cu-লবণ
৫. আমাদের দেহকোষে শতকরা কত ভাগ পানি থাকে?
ক. 501
খ. 60
গ. 70
ঘ. 85
৬. উদ্দীপকের যন্ত্রগুলো দ্বারা ব্যবহৃত পদ্ধতিতে-
i. উৎপন্ন বাষ্পে উদ্বয়ী উপাদান কম থাকে
ii. অধিকতর উদ্বায়ী উপাদান প্রায় বিশুদ্ধ অবস্থায় পাতিত হয়
iii. সমস্ফুটন মিশ্রণকে পৃথক করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৭. জিম্যান প্রভাব কে আবিষ্কার করেন?
ক. বিজ্ঞানী স্টার্ক
খ. বিজ্ঞানী রাদারফোর্ড
গ. বিজ্ঞানী জিম্যান
ঘ. ম্যাক্সওয়েল
৮. সর্বপ্রথম ধনাত্মক আধান আবিষ্কার করেন কে?
ক. বিজ্ঞানী রাদারফোর্ড
খ. বিজ্ঞানী গোল্ড স্টাইন
গ. জেমস চ্যাডউইক
ঘ. জে. জে. থমসন
৯. উদ্দীপকের যন্ত্রগুলো কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
ক. পাতন
খ. উধ্র্বপাতন
গ. আংশিক পাতন
ঘ. সমস্ফুটন পাতন
১০. MRI পদ্ধতিতে কী ধরনের তরঙ্গ ব্যবহৃত হয়?
ক. UV
খ. Radio wave
গ. IR
ঘ. Visible wave
১১. সাধারণত জৈব যৌগসমূহ দ্রবীভূত হয়-
ক. জৈব যৌগে
খ. অজৈব যৌগে
গ. পাানিতে
ঘ.কোনোটিই না
১২. α কণা কোনটি?
ক. H2+
খ. HC4+
গ. He2+
ঘ. 2He+
১৩. MRI একধরনের –
i. চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি
ii. জৈব রসায়নের সর্বাধিক জনপ্রিয় পদ্ধতি
iii. রোগ নির্ণায়ক পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
১৪. α-কণার বিপরীত দিকে ফিরে আসা পরমাণুতে কোনটির উপস্থিতি নিশ্চিত করে?
ক. ইলেকট্রন
খ. নিউক্লিয়াস
গ. প্রোটন
ঘ. নিউট্রন
১৫. আলফা ও নিউট্রিনো কণিকা হলো যথাক্রমে-
ক. কম্পোজিট ও অস্থায়ী কণিকা
খ. অস্থায়ী ও কম্পোজিট কণিকা
গ. কম্পোজিট ও স্থায়ী কণিকা
ঘ. অস্থায়ী কণিকা
১৬. রঙিন বর্ণালী সৃষ্টি হয় কেন?
ক. ইলেকট্রনগুলো পূর্ববর্তী শস্তিস্তরে ফিরে আসে
খ. ইলেকট্রনগুলো পরবর্তী শক্তিস্তরে ফিরে আসে
গ. ইলেকট্রনের শক্তি শোষণ
ঘ. ইলেকট্রনের বেগের কারণে
১৭. কারেন্সি নোটের নিরাপত্তা সুতায় কোন রাসায়নিক পদার্থ মিশানো থাকে?
ক. ফ্লোরোসেন্স পটাস
খ. ফ্লোরোসেন্স লাইট
গ. ফ্লোরোসেন্স ফসফোর
ঘ. ফ্লোরোসেন্স রশ্মি
১৮. ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হয়?
ক.আইসোটোপ ও আইসোবার
খ. আইসোবার ও আইসোটোন
গ. আইসোটোপ ও আইসোটোন
ঘ. আইসোটোপ, আইসোবার ও আইসোটোন
১৯. পরমাণুর গঠন ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে ব্যবহার করেন?
ক. হাইজেনবার্গ
খ. বোর
গ. প্লাঙ্ক
ঘ. আইনস্টাইন
২০. কেলাসন প্রক্রিয়ার শুরুতে দ্রবণকে কী সহযোগে উত্তপ্ত করা হয়?
ক. সক্রিয় কার্বন
খ. Na
গ. HCI
ঘ. HNO3
২১. কেলাসন পদ্ধতিতে দ্রবণীয় অপদ্রব্যকে কীবাবে পৃথক করা হয়?
ক. ছাঁকন
খ. পরিস্রাবণ
গ. পাতন
ঘ. আংশিক পাতন
২২. NMR কী?
ক. রেডিও তরঙ্গ
খ. অবলোহিত রশ্মি
গ. চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি
ঘ. নিউক্লিয়ার চৌম্বকীয় অনুরণন
২৩. কম উদ্বায়ী তরলটি কোথায় থেকে যায়?
ক. পাতন ফ্লাস্কে
খ. শীতক প্রকোষ্টে
গ. উৎপাদ ফ্লাস্কে
ঘ. লিবিগ শীতকে
২৪. ইলেকট্রন বিন্যাসে নীতি-
i. আউফবাউ নীতি
ii. হুন্ডের নীতি
iii. পলির যুত নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে-
i. পরমাণুর কোন শক্তিস্তরে ইলেকট্রন অবস্থান করে
ii. শক্তিস্তরটির প্রকৃতি
iii. নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. রাদারফোর্ডের পরমাণু মডেলটি কার সাথে তুলনা করা হয়?
ক.সৌর জগতের সাথে
খ. α কণার সাথে
গ. উল্কার সাথে
ঘ. চাঁদের সাথে
২৭. অনুপ্রভা সৃষ্টি হয় কীভাবে?
ক.দৃশ্যমান আলোর নি:সরণে
খ. বিভিন্ন মৌলের ক্রিয়ার
গ. টাকার জালকরণে
ঘ. গ্রাফিক্স প্রক্রিয়ায়
২৮.ত্ব কের কোষে এনজাইম এর কার্যকারিতা বৃদ্ধি করে কোন রশ্মি?
ক. Ultraviolet ray
খ. ফোটন
গ. দৃশ্যমান আলো
ঘ. IR
২৯. কোনটি রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা?
ক. ইলেকট্রনের পরিভ্রমণ
খ. পরমাণুর চার্জশূন্যতা
গ. পরমাণুর ভর সঞ্চারণ
ঘ. নিউক্লিয়াসের ভর-ই পরমাণুর ভরের সমান
৩০. জিংক লবণের মূল দ্রবণে পটাসিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে সৃষ্টি অধঃক্ষেপের বর্ণ কী হবে?
ক. সাদা
খ. প্রুশিয়ান ব্লু
গ. লালচে বাদামি
ঘ. হালকা নীল
৩১. ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তিস্তর পূরণ করে। এটি-
ক. আউফবাউ নীতি
খ. পলির নীতি
গ. হুন্ডের নীতি
ঘ. পলির বর্জন নীতি
৩২. কে, কত সালে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করেন?
ক. ১৯১৯ সালে রাদারফোর্ড
খ. ১৯১৩ সালে রাদারফোর্ড
গ. ১৮৯৭ সালে থমসন
ঘ. ১৯০৯ সালে রবার্ট মিলিকান
৩৩. কোয়ান্টার সংখ্যা-
i. ইলেকট্রনের অবস্থান নির্ণায়ক
ii. শক্তিস্তর প্রকাশক
iii. শক্তির পরিবর্তন প্রকাশক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i
গ. ii
ঘ. iii
৩৪. পানিতে অদ্রবণীয় এবং জলীয় বাষ্পে উদ্বায়ী পদার্থের বিশোধনের জন্য কোন ধরনের পাতন প্রযোজ্য?
ক. স্টিম পাতন
খ. আংশিক পাতন
গ. নিম্নচাপ পাতন
ঘ. সাধারণ পাতন
৩৫. নিচের কোন নীতি অনুযায়ী, অযুগ্ন ইলেকট্রনসমূহের স্পিন একইমুখী হবে?
ক. পলির বর্জন নীতি
খ. আউফবাউ নীতি
গ. হুন্ডের নীতি
ঘ. হাইজেনবার্গের নীতি
৩৬. শিখা পরীক্ষায় বুনসেন দীপের অনুজ্জ্বল শিখাব কোন অংশ ব্যবহার করা হয়?
ক. উপরের অংশ
খ. মাঝের অংশ
গ. নিচের অংশ
ঘ. সবগুলো
৩৭. ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম সমন্ধে সর্বপ্রথম কে ধারণা দেন?
ক. বোর
খ. আইনস্টাইন
গ. ডি ব্রগলি
ঘ. ম্যাক্স প্ল্যাঙ্ক
৩৮. যে সব পরমানুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তারা পরস্পরের কী?
ক. আইসোটোপ
খ. আইসোবার
গ. আইসোমার
ঘ. আইসোটোন
৩৯. বুনসেন দীপে কয়টি দৃশ্যমান অংশ থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৪০. সমশক্তিসম্পন্ন অরবিটালসমূহের ইলেকট্রন বিন্যাস কোন নিয়ম মেনে চলে?
ক. পলির বর্জন নীতি
খ. সাইজেফ নীতি
গ. আউফবাউ নীতি
ঘ. হুন্ডের নীতি
৪১. বহি:স্থ খোলকের ইলেকট্রন উচ্চ শক্তিস্তর হতে নিম্ন শক্তিস্তরে অবনমিত হলে কী ঘটে?
ক. ইলেকট্রনের শোষণ
খ. ইলেকট্রনের বিকিরণ
গ. ফোটনের নি:সরণ
ঘ. ইলেকট্রনের বিচ্ছুরণ
৪২. পরমাণুর কেন্দ্র ব্যতীত বাকি স্থান-
ক.নিরেট
খ. ফাঁকা
গ. কিছু অংশ ফাঁকা কিছু অংশ নিরেট
ঘ. অধিকাংশ নিরেট
৪৩. উৎস হতে প্রাপ্ত যৌগগুলো পেতে-
i. বাষ্পপাতন করা হয়
ii. জলীয় কণার উপস্থিতি তাপের মাধ্যমে দূর করা হয়
iii. পৃথকীকরণে ফানেল প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৪৪. অজৈব গুণগত বিশ্লেষণে নমুনার উপর ভিত্তি করে অজৈব গুণগত বিশ্লেষণকে কয় ভাগে ভাগ করা যায়?
ক.2
খ. 3
গ. 4
ঘ. 5
৪৫. ক্রোমোটোগ্রাফি সম্পর্কে সর্বপ্রথম কোন বিজ্ঞানী ধারণা দেন?
ক. সয়েট
খ. ফেডরিক উহলার
গ. বার্জেলিয়াস
ঘ. বিজ্ঞানী বেনেডিক্ট
৪৬. ইলেকট্রন 5d অরবিটালে যাওয়ার পূর্বে কোন অরবিটাল পূর্ণ করে?
ক. 4d
খ. 3d
গ. 4f
ঘ. 5d
৪৭. কঠিন জৈব যৌগ বিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতি-
ক. ঊর্ধ্বপাতন
খ. পাতন
গ. আংশিক পাতন
ঘ. বাস্পপাতন
৪৮. প্রধান কোয়ান্টাম সংখ্যান মান বৃদ্ধির সাথে সাথে প্রধান স্তরের ইলেকট্রনের শক্তির-
ক. হ্রাস ঘটে
খ. বৃদ্ধি ঘটে
গ. অপরিবর্তীত থাকে
ঘ. কোনোটিই নয়
৪৯. একটি মৌলের পারমাণবিক সংখ্যা-
i. প্রোটন সংখ্যা
ii. Z দ্বারা প্রকাশ করা হয়
iii. বিজ্ঞানী মোসলে নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. যখন কোন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তখন শক্তির কী ঘটে?
ক. শোষণ ঘটে
খ. বিকিরণ ঘটে
গ. শক্তির কোনো পরিবর্তন ঘটে না
ঘ. আবর্তন ঘটে
►► আরো দেখো: রসায়ন ১ম পত্র সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে রসায়ন ১ম পত্র ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post