রসায়ন ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq : বিক্রিয়া সংঘটনে উপযুক্ত পরিবেশ আবশ্যক। উপযুক্ত পরিবেশ না পেলে বিক্রিয়া সংঘটিত হয় না। বিক্রিয়া সংঘটনে পরিবেশ তৈরিতে তাপ,চাপ, বিদ্যুৎ প্রবাহ প্রভৃতি ব্যবহার করা হয়। যেমন : অক্সিজেন ও হাইড্রোজেনকে কাছাকাছি রেখে অনেক বছর অতিবাহিত করলেও পানি উৎপন্ন হবে না। তবে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সাথে সাথে বিক্রিয়া সংঘটিত হয়। এ থেকে বোঝা যায় যে, বিক্রিয়া সংঘটনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা একান্তই আবশ্যক।
রসায়ন ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq
১. যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপশক্তির শোষণ এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়, তাকে কী বলে?
ক. তাপোৎপাদী বিক্রিয়া
খ. তাপহারী বিক্রিয়া
গ. তাপ পরিবর্তনের বিক্রিয়া
ঘ. তাপ রাসায়নিক বিক্রিয়া
২. বিজ্ঞানী গুল্ডবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
ক. অক্সফোর্ড
খ. অসলো
গ. ক্যালিফোর্নিয়া
ঘ. সিওল বিশ্ববিদ্যালয়
৩. প্রতি কত ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতিবেগ দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পায়?
ক. 50C
খ.100C
গ. 150C
ঘ. 200C
৪. NaCI এর জলীয় দ্রবণ-
ক. অম্লীয়
খ. ক্ষারীয়
গ. নিরপেক্ষ
ঘ. লবণাক্ত
৫. তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনে নির্দেশক ব্যবহৃত হয়-
i. মিথাইল অরেঞ্জ
ii. মিথাইল রেড
iii. ফেনলফথ্যালিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii
গ. iii
ঘ. i
৬.বাণিজ্যিক উৎপাদন প্রক্র্রিয়ার মূলনীতি কী?
ক. স্বল্প সময়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
খ. সর্বোচ্চ পরিমাণ উৎপাদন
গ. সাম্যাবস্থা অর্জন
ঘ. বেশি মুনাফা লাভ
৭. বিজ্ঞানী ল্যাভসিয়ে কত সালে ভরের নিত্যতার সূত্রটি আবিষ্কার করেন?
ক. ১৯৮১
খ. ১৮৮১
গ. ১৮৭৪
ঘ. ১৭৭৪
৮. কোনগুলো বিক্রিয়ার সাম্যাবস্থার নিয়ামক?
ক. তাপমাত্রা, চাপ ও প্রভাবক
খ. তাপমাত্রা, ঘনমাত্রা ও প্রভাবক
গ. তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা
ঘ. অধ:ক্ষেপ, ধ্রুবক ও সাম্যাংক
৯. তাপ শোষণ বা বর্জনের উপর ভিত্তি করে তাপ রাসায়নিক সমীকরণকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১০. Ka এর মান কম কোন এসিডটির?
ক. HCI
খ. HNO3
গ. H3SO4
ঘ. CH3COOH
১১. অম্ল-ক্ষারক সাম্যাবস্থার ক্ষেত্রে-
i. সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান
ii. বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থগুলো দ্রবণে আয়নিত অবস্থায় থাকে
iii. বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থগুলো দ্রবণে আণবিক অবস্থায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i
গ. iii
ঘ. ii
১২. কোনটি সাম্যাবস্থার শর্ত?
ক. উভমুখিতা
খ. একমুখিতা
গ. গতিহীনতা
ঘ. প্রভাবকের উপর নির্ভরশীলতা
১৩. শিল্প থেকে কোন পদ্ধতিতে অ্যামেোনিয়া উৎপাদন করা হয়?
ক. সলভে পদ্ধতিতে
খ. স্পর্শ পদ্ধতিতে
গ. চেম্বার পদ্ধতিতে
ঘ. হেবার বস পদ্ধতিতে
১৪. তীব্র অম্ল ও মৃদু ক্ষারের সঠিক নির্দেশক-
i. ব্রোমোক্রিসল গ্রীন
ii. মিথাইল রেড
iii. মিথাইল অরেঞ্জ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
১৫. অম্ল-ক্ষার প্রশমন বিক্রিয়াকে কী বলা হয়?
ক. একমুখী বিক্রিয়া
খ. সম্মুখমুখী বিক্রিয়া
গ. উভমুখী বিক্রিয়া
ঘ. দিকহীন বিক্রিয়া
১৬. ঈস্ট হতে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেনযুক্ত জটিল যৌগকে কী বলে?
ক. এনজাইম
খ. ধনাত্মক প্রভাবক
গ. বিবর্ধক
ঘ. জটিল প্রভাবক
১৭. গতির দিক অনুসারে বিক্রিয়া কত ধরনের ?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৮. হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ায়-
i. সাম্যাবস্থায় চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়
ii. সাম্যাবস্থায় চাপ কমারে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়
iii. সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. ভরের নিত্যতা সূত্রটি কে আবিষ্কার করেন?
ক. জন ডাল্টন
খ. রাদার ফোর্ড
গ. ল্যাভয়সিয়ে
ঘ. বোর
২০. গ্রিন কেমিস্ট্রিকে কার শাখা হিসেবে বিবেচনা হয়?
ক. পরিবেশ রসায়ন
খ. শিল্প রসায়ন
গ. বিশ্লেষণীয় রসায়ন
ঘ. জৈব রসায়ন
২১. সাম্যাবস্থার নিয়ামক-
i. তাপমাত্রা
ii. চাপ
iii. উৎপাদের ঘনমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২২. অসওয়াল্ডের লঘুকরণ সূত্র প্রযোজ্য-
ক. লঘু দ্রবণ
খ. মৃদু অম্ল
গ. মৃদু তড়িৎ বিশেষ্য পদার্থ
ঘ. সবগুলো
২৩. কোনটি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক?
ক. মিথাইল রেড
খ. মিথাইল অরেঞ্জ
গ. ফেনফথ্যালিন
ঘ. ব্রোমোফেনল
২৪. কোনটি নিরপেক্ষ তরলের pH?
ক. 7
খ. 5
গ. 12
ঘ. 14
২৫. অম্লের শক্তিমাত্রা নির্ভর করে-
i. অম্লের সাম্যাংকের ওপর
ii. অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যার ওপর
iii. ক্ষারকের বিয়োজন ধ্রুবকের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii
ঘ. iii
২৬. তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপোৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হয়?
ক. সামনের দিকে
খ. পেছনের দিকে
গ. স্থির থাকে
ঘ. সাম্যাবস্থা বিলুপ্ত হয়
২৭. 1 মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে কী বলে?
ক. দ্রবণ তাপ
খ. গঠন তাপ
গ. সংগঠন তাপ
ঘ. দহন তাপ
২৮. ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হল-
ক. তাপ উৎপাদী প্রক্রিয়া
খ. তাপহারী প্রক্রিয়া
গ. তাপ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া
ঘ. থিতানো প্রক্রিয়া
২৯. CFC-
i. এর বিকল্প হাইড্রা হ্যালো অ্যালকেন
ii. এর বিকল্প HCFC এর উৎপাদন খরচ অনেক কম
iii. এর জীবনকাল 100 বছর হলে HCFC এর জীবনকাল মাত্র 2-10 বছর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. একটি এসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার-
ক. সমানুপাতিক
খ. ব্যস্তানুপাতিক
গ. বর্গমূলেরর সমানুপাতিক
ঘ. বর্গমূলের ব্যস্তানুপাতিক
৩১. বিকারকের আয়তনের বিপরীতে দ্রবণের pH এর মানের লেখচিত্রকে কী বলে?
ক. এসিডিয় রেখা
খ. ক্ষারীয় রেখা
গ. প্রমাণ রেখা
ঘ. প্রশমন রেখা
৩২. টেকসই, উন্নয়নের লক্ষ্যে রসায়নের ভূমিকার সাথে প্রনিধানযোগ্য বিষয়-
i. স্থিতিশীল অর্থনীতি
ii. নবায়নযোগ্য সম্পদের ব্যবহার
iii. বস্তুসমূহের পুন:চক্রায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৩৩. কোনটি অম্লীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ?
ক. গোলাপী লাল
খ. হলুদ
গ. বর্ণহীন
ঘ. নীল
৩৪. সাম্যাবস্থার সঠিক অবস্থান জানা যায়-
ক. ক্ষার ধ্রুবক দ্বারা
খ. সাম্যাধ্রুবক দ্বারা
গ. নিয়ামক দ্বারা
ঘ. প্রভাবক দ্বারা
৩৫. যখন কোনো বিক্রিয়ায় সম্মত বিকিয়াক উৎপাদে পরিণত হয় তাকে কী বলে?
ক. অপসারণ বিক্রিয়া
খ. একমুখী বিক্রিয়া
গ. উভমুখী বিক্রিয়া
ঘ. জারণ বিক্রিয়া
৩৬. অ্যাসিটিক এসিড পাওয়া যায়?
ক. পিঁপড়াতে
খ. কমলায়
গ. ভিনেগারে
ঘ. লেবুতে
৩৭. যে যৌগ অন্য যৌগকে H+ দান করে তাকে কী বলে?
ক. ক্ষার
খ. এসিড
গ. নিরপেক্ষ যৌগ
ঘ. প্রোটন দাতাা
৩৮. কোনটি তেলের হাইড্রোজিনেশন করে ডালডা তৈরির প্রভাবক?
ক. Pt
খ. Mo
গ. Ni
ঘ. V2O5
৩৯. কোনটি রাসায়নিক সাম্যাবস্থায় বৈশিষ্ট্য?
ক. সাম্যাবস্থার স্থায়িত্ব
খ. বিক্রিয়া অসম্পূর্ণতা
গ. উভয়দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা
ঘ. নিয়ামকের প্রভাব নেই
৪০. জুলিয়াস রবার্ট মেয়ার ও এইচভন হেলমোজ কত সালে শক্তির অবনশ্বরতা সূত্রটি উত্থাপন করেন?
ক. 1740
খ. 1840
গ. 1798
ঘ. 1989
৪১. খাদ্য হজমের জন্য কোন পরিবেশ দরকার?
ক. অম্লীয়
খ. ক্ষারীয়
গ. নিরপেক্ষ
ঘ. সবগুলো
৪২. সাম্যাবস্থার উপর তাপমাত্রার কতমুখী প্রভাব রয়েছে?
ক. দ্বিমুখী
খ. ত্রিমুখী
গ. চতুর্থমুখী
ঘ. পঞ্চমুখী
৪৩. উপরিউক্ত গ্রাফের আলোকে বিক্রিয়ার গড় গতিবেগ কত হবে?
ক. 1.0
খ. 1.5
গ. 2.0
ঘ. 2.5
৪৪. আর্দ্র কপার সালফেটের তাপীয় বিয়োজন-
i. একমুখী বিক্রিয়া
ii. উভমুখী বিক্রিয়া
iii. অসম্পূর্ণ বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. iii
৪৫. নেগেটিভ প্রভাবক কোনটি?
ক. MnO2
খ. V2O5
গ. অ্যালকোহল
ঘ. হাইড্রোটিকুনোন
৪৬. ইউরিয়ার আর্দ্র বিশ্লেষণে-
i. উৎপাদ অ্যামোনিয়া
ii. ব্যবহুত এনজাইমটি সয়াবিনে থাকে
iii. এনজাইম প্রভাবন বিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
৪৭. প্রথম বিক্রিয়াতে উপস্থিত এনজাইমটির নাম কী?
ক. জাইমেজ
খ. ইউরিয়েজ
গ. ইনভারটেজ
ঘ. অ্যামাইলেজ
৪৮. নিরপেক্ষ পানির pOH কত?
ক. 7
খ. 14
গ. -7
ঘ. -14
৪৯. সাম্যাবস্থায় কোন সিস্টেমে অনুঘটক যোগ করা হলে-
i. সক্রিয়ন শক্তি হ্রাস পায়
ii. বিক্রিয়ার তাপ হ্রাস পায়
iii. বিক্রিয়ার হার বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. iii
ঘ. ii
৫০. দহন এনথালপির প্রয়োগ হয়-
i. জ্বালানি বা খাদ্য দ্রব্যের ক্যালরি বা জুল মান নির্ণয়ে
ii. শিখার সর্বোচ্চ তাপমাত্রা নির্ণয়ে
iii. গঠন ও বিক্রিয়া এনথালপি নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►► আরো দেখো: রসায়ন ১ম পত্র সৃজনশীল প্রশ্নের উত্তর
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে রসায়ন ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post