নবম দশম শ্রেণীর রসায়ন ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং এরা স্থান দখল করে। চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস-এই সবগুলোই এক একটি পদার্থ। সকল পদার্থই কঠিন, তরল ও গ্যাসীয়-এ তিন অবস্থাতেই থাকতে পারে। এ তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায়। এ বিষয়গুলো নিয়েই এ অধ্যায়ের আলোচনা।
নবম দশম শ্রেণীর রসায়ন ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ¡) মোম+O₂→A+B+C+শক্তি ii) U, Pu, Co, P
ক. PH কী?
খ. Fe² আয়ন সনাক্তকরণ ব্যাখ্যা কর।
গ. (i) নং সমীকরণে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সম্পন্ন হয়- ব্যাখ্যা কর।
ঘ. (ii) নং উদ্দীপকের মৌলগুলোর চিকিৎসা, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : মোম + X → Y + পানি। X ও Y মৌলের অবস্থা একই।
ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. Na²⁺ গঠন সম্ভব নয় কেন?
গ. উক্ত বিক্রিয়াটি সম্পূর্ণ কর এবং মোমের দহন ক্রিয়া শুধু ভৌত পরিবর্তন নয়, রাসায়নিক পরিবর্তন ঘটে, এর ব্যাখ্যা দাও।
ঘ. XY এর মধ্যে ব্যাপনের হার তুলনা কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : CH₄(g)-2O₂(g) = CO₂(g) +2H₂O(g); AH= -890kJ
ক. আয়নিকরণ পটেনশিয়াল কী?
খ. বোর পরমাণু মডেলের ত্রুটি আলোচনা কর।
গ. যদি C-H, O=O এবং O-H এর বন্ধন শক্তি যথাক্রমে 414, 498 এবং 464 kJ mol⁻¹ হয় তাহলে C=O এর শক্তি উদ্দীপকের সমীকরণের সাহায্যে ব্যাখ্যা কর।
ঘ. 32? অক্সিজেন হতে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : (¡) মোম+O₂(g)→A+B+শক্তি
(ii) H₂(g)+O₂(g)=B+শক্তি
ক. ট্রিফয়েল কাকে বলে?
খ. মরিচা কীভাবে সৃষ্টি হয়?
গ. O°C তাপমাত্রায় B যৌগের ভৌত অবস্থায় কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা কর।
ঘ. (i) নং এ ভৌত ও রাসায়নিক কিছু (i) নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয় -বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : A, B ও C পর্যায় সারণিতে অবস্থিত তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 1, 7 ও 17
ক. আকরিক কাকে বলে?
খ. ফেনলের অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
গ. A ও B এর মধ্যে বন্ধন গঠন কৌশল ব্যাখ্যা কর।
ঘ. AB₃ এবং AC গ্যাসকে যদি একটি কাঁচ নলের দুই প্রান্তে আর্দ্র তুলা দ্বারা আটকানো হয় তবে সৃষ্ট ধোয়া AC প্রান্তের নিকট হয় কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : X, Y ও Z তিন মৌল যাদের পারমানবিক সংখ্যা যথাক্রমে 1, 7 ও 17।
ক. ট্রিফয়েল কী?
খ. অরবিট ও অরবিটাল বলতে কী বোঝ?
গ. X ও Y এর মধ্যে বন্ধন গঠন কৌশল ব্যাখ্যা কর।
ঘ. YX, এবং XZ, গ্যাসকে যদি একটি কাঁচনলের দুই প্রান্তে আর্দ্র তুলা দ্বারা আটকানো হয় তবে সৃষ্ট ধোয়া XZ. প্রান্তের নিকট হয় কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : ধানমন্ডির একজন ধনী ব্যবসায়ী জনাব তারেক। তিনি বাড়ি তৈরির জন্য লোহার রড় কিনেছেন। জমি সংক্রান্ত কারণে তাঁর কাজ ১মাস পিছিয়ে যায়। যেহেতু তিনি খোলা জায়গায় রড় ফেলে রেখেছিলেন তাই এর উপরে বাদামী একটি স্তর তৈরী হয়।
ক. যৌগ মূলক কাকে বলে?
খ. আম পেকে গেলে হলুদ হয় কেন?
গ. “জনাব তারেকের কেনা রডে ১ মাস পরে কী ধরনের পরিবর্তন ঘটে?” ব্যাখ্যা কর।
ঘ. রডের উপরে উৎপন্ন হওয়া বাদামী স্তর রোধে তুমি কী পদক্ষেপ নেবে বলে মনে কর।
►► অধ্যায় ১ : রসায়নের ধারণা
►► অধ্যায় ২ : পদার্থের অবস্থা
►► অধ্যায় ৩ : পদার্থের গঠন
►► অধ্যায় ৪ : পর্যায় সারণী
►► অধ্যায় ৫ : রাসায়নিক বন্ধন
►► অধ্যায় ৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
►► অধ্যায় ৭ : রাসায়নিক বিক্রিয়া
►► অধ্যায় ৮ : রসায়ন ও শক্তি
►► অধ্যায় ৯ : এসিড ক্ষার সমতা
►► অধ্যায় ১০ : খনিজ সম্পদ ধাতু-অধাতু
SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post