শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ট্রিফয়েল কাকে বলে?
উত্তর: অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে ট্রিফয়েল বলে।
২. সালোকসংশ্লেষণ কী?
উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি ব্যবহার করে CO₂ ও পানির সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং O₂ ত্যাগ করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
৩. রসায়ন কাকে বলে?
উত্তর: প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তা হলো রসায়ন।
৪. মোম কী দ্বারা গঠিত?
উত্তর: মোম হলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগ।
৫. আল-কেমি শব্দটি কোন ভাষা হতে উদ্ভূত?
উত্তর: আল-কেমি শব্দটি আরবি ‘আল-কিমিয়া’ থেকে উদ্ভূত।
৬. আল-কেমি কী?
উত্তর: প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা ‘আল-কেমি’ নামে পরিচিত ছিলো।
৭. কোয়ান্টাম মেকানিক্স কী?
উত্তর: কোয়ান্টাম মেকানিক্স হলো এক ধরনের গাণিতিক হিসাব নিকাশ, যা দ্বারা পরমাণুর গঠন ব্যাখ্যা করা হয়।
৮. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি?
উত্তর: অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ হচ্ছে কাজের পরিকল্পনা প্রণয়ন করা।
৯. ‘বৃত্তের উপর আগুনের শিখা’ কীসের সংকেত?
উত্তর: ‘বৃত্তের উপর আগুনের শিখা’ হলো জারক গ্যাস বা তরল, পদার্থ বোঝানোর সংকেত।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post