রসায়ন ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : দ্বাদশ শ্রেণির একজন ছাত্র আয়তনিক বিশ্লেষণের একটি পরীক্ষা সম্পন্ন করার জন্য পরীক্ষাগারে প্রবেশ করল এবং তার টেবিলে ব্যুরেট, সিলিন্ডার, গ্লাস, রড, ট্রে, পিপেট, বার্নার, টেস্টটিউব, কনিক্যাল ফ্লাক্স এর উপস্থিতি লক্ষ্য করল। কিন্তু টেস্ট টিউব উত্তপ্ত করতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হল।
ক. বিক্রিয়ার হার বলতে কী বুঝ?
খ. ভ্যানিশিং ক্রিমের উ’পাদন উপকরণগুলো শতকরা সংযুক্তিসহ লেখো।
গ. উদ্দীপকে উল্লেখিত যন্ত্রপাতিগুলোর মধ্য হতে গুরুত্বপূর্ণ ৩ টি যন্ত্র যাচাই করো, যা দিয়ে আয়তনিক বিশ্লেষণ করা যায় এবং তাদের ব্যবহার কৌশল লেখো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত দুর্ঘটনা হতে রক্ষা পেতে এবং দুর্ঘটনা পরবর্তী সয়ে কী সতর্কতা অবলম্বন করা উচিত বলে তুমি মনে করো?
সৃজনশীল প্রশ্ন ২ : ল্যাবরেটরীতে বহুল ব্যবহৃত কয়েকটি রাসায়নিক হলো NH³ দ্রবণ, H₂SO₄ ধাতব, Na। উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
ক. অরবিটাল সংকরণ কী?
খ. Kₑ এর মান কখনও শূন্য হতে পারে না কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত রাসায়নিক দ্রব্যগুলো কিভাবে সংরক্ষণ করা হয়?
ঘ. উদ্দীপকে উল্লেখিত রাসায়নিক দ্রব্যগুলোর অধিক ব্যবহার মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ___ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাজু রসায়ন ল্যাবে অম্ল-ক্ষারক টাইট্রেশন করার সময় পাত্রে সংরক্ষিত লঘু H₂SO₄ দ্রবণটি শেষ হয়ে যায়। কিন্তু সে তার শিক্ষককে বিষয়টি না জানিয়েই টেবিলে রক্ষিত গাঢ় H₂SO₄ থেকে প্রয়োজনীয় পরিমাণ একটি বিকারে ঢেলে নিয়ে তাতে পানি যোগ করে লঘু করার চেষ্টা করে। কিন্তু এতে তৎক্ষণাৎ এসিড দ্রবণটি বাষ্প হয়ে তার শরীরের বিভিন্ন অংশে লেগে যায়।
ক. কোয়ান্টাম সংখ্যা কী?
খ. ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মবক মৌল কেন?
গ. প্রাথমিক চিকিৎসা হিসেবে রাজুর কি ব্যবস্থা নেয়া উচিৎ বলে তুমি মনে করো।
ঘ. “ল্যাবের ব্যবহারবিধি সংক্রান্ত অজ্ঞতাই রাজুর এ অবস্থার জন্য দায়ী”__ উক্তিটির যৌক্তিকতা মুল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : HC1, NH³ এবং NaOH রাসায়নিক দ্রব্যগুলো ল্যাবরেটরীতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
ক. পলির বর্জন নীতিটি লেখো।
খ. কক্ষ তাপমাত্রায় BaSO₄ এর দ্রাব্যতা গুণফল 1.1 x 10⁻¹⁰ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের উপাদানসমূহের নিরাপদ সংরক্ষণ কৌশল বর্ণনা করো।
ঘ. স্বাস্থ্য ও পরিবেশের উপর উপাদানসমূহের ক্ষতিকর প্রভার পরিলক্ষিত হয়- বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : টাইট্রেশন করার উদ্দেশ্যে একজন ছাত্র নিম্নরূপ গ্লাস সামগ্রী ব্যবহার করে Na₂CO₃ এর প্রমাণ দ্রবণ প্রস্তুত করল। এরপর, উক্ত প্রমাণ দ্রবণের 10mL মেপে নিয়ে টাইট্রেশনের জন্য প্রস্তুত করল। (চিত্র পিডিএফ ফাইলে)
ক. সবুজ রসায়ন কী?
খ. শিখা পরীক্ষায় গাঢ় HCI ব্যবহৃত হয় কেন?
গ. উদ্দীপকের কাজ সম্পাদনের জন্য চিত্রের কোন কোন গ্লাস সামগ্রী ব্যবহৃত হল? ব্যাখ্যা করো ।
ঘ. “টাইট্রেশন এর জন্য উদ্দীপকে প্রদর্শিত গ্লাস সামগ্রী যথেষ্ট নয়।’ উক্তিটির যথার্থতা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মৌ লাইব্রেরিতে গবেষণার জন্য দুটি পদ্ধতি বিবেচনা করে। সে একটি কঠিন রাসায়নিক পদার্থকে বিশ্লেষণের জন্য পদ্ধতি-1 এ 50mg এবং পদ্ধতি-2 এ 5mg ভর পরিমাপ করে নেয়। এরপর সে একটি তরল রাসায়নিক পদার্থকে বিশ্লেষণের জন্য পদ্ধতি-1 এ 1mL, এবং পদ্ধতি-2 এ 0.1mL আয়তন পরিমাপ করে নেয়।
ক. পরিমাপক ফ্লাস্ক কী?
খ. ডিজিটাল ব্যালেন্স ব্যবহারে কী কী সাবধানতা অবলম্বন করতে হয়?
গ. উদ্দীপকের পদ্ধতি-2 এর সুবিধা-অসুবিধাগুলো উল্লেখ কর।
ঘ. পদ্ধতি-1 ও পদ্ধতি-2 এর মধ্যে তুলনামূলক অবস্থান তুলে ধর।
সৃজনশীল প্রশ্ন ৭ : রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন বিকারক দ্রব্যের মধ্যে HNO₃, H₂SO₄ এবং HCHO ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খুব সাবধানে সংরক্ষণ করা উচিৎ।
ক. দুধের পাস্তুরাইজেশন কী?
খ. ক্ষুরীয় Cu²⁺ ও Zn²⁺ লবণের দ্রবণে H₂S গ্যাস চালনা করলে CuS ZnS ও উভয়ই অধক্ষিপ্ত হয় কেন?
গ. উদ্দীপকের রাসায়নিক দ্রব্যসমূহের সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর ।
ঘ. উদ্দীপকের উল্লেখিত রাসায়নিক দ্রব্যসমূহ পরিবেশের জন্য – হুমকিস্বরূপ কেন? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : রাহিম কনিক্যাল ফ্লাক্সে 0.45g NaOH নিয়ে 100mL দ্রবণ প্রস্তুত করল। উক্ত দ্রবণের 10mL প্রশমিত করার জন্য সে কনিকেল ফ্লাস্কে এক ফোাটা মিথাইল অরেঞ্জ এবং ব্যুরেট থেকে 5% ঘনমাত্রার কিছু H₂SO₄ যোাগ করল।
ক. প্রমাণ দ্রবণ কি?
খ. সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানাইসিসের মধ্যে পার্থক্য লেখ।
গ. উদ্দীপকের ব্যুরেটে H₂SO₄ এর পরিবর্তে NaOH ব্যবহার করলে কি সমস্যা হবে? বর্ণনা করো।
ঘ. রাহিম কনিক্যাল ফ্লাক্সে কি পরিমাণ H₂SO₄ যোগ করেছিল?
সৃজনশীল প্রশ্ন ৯ : শিক্ষক শ্রেণিকক্ষে মোলারিটি, নরমালিটি মোলালিটি সম্পর্কে পড়ানোর পর পরীক্ষাগারে রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার বিধি ও সতর্কতাসমূহ পড়ালেন।
ক. ppm কি?
খ. সেমি সাইক্রো এনালাইসিস ও মাইক্রো এনালাইসিসের মধ্যে ২ টি পার্থক্য লিখো।
গ. 50mL 0.2M HCI কে ppm এককে প্রকাশ কর।
ঘ. ল্যাবরেটরিতে ব্যবহৃত বাসায়নিক দ্রব্য স্বাস্থ্য ও পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলে ব্যাখ্যা কর?
সৃজনশীল প্রশ্ন ১০ : বিশ্লেষণী রসায়নে কয়েকটি পদ্ধতি রয়েছে। যেমন: i. মাইক্রো পদ্ধতি, ii. সেমি মাইক্রো পদ্ধতি এবং iii. টাইট্রেশন পদ্ধতি।
ক. Green Chemistry কী?
খ. খাদ্যদ্রব্য সংরক্ষণে বায়ুমুক্ত রাখা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. iii নং পদ্ধতিটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
ঘ. i ও iii নং পদ্ধতিটির সুবিধা-অসুবিধা আলোচনা করো।
►► অধ্যায় ১: ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার
►► অধ্যায় ২: গুণগত রসায়ন
►► অধ্যায় ৩: মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
►► অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
►► অধ্যায় ৫: কর্মমুখী রসায়ন
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post