শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. রিফাইনিং কী?
উত্তর: রিফাইনিং হলো অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়া।
২. লুব্রিকেটিং তেল কাকে বলে?
উত্তর: 271-340° সে. তাপমাত্রায় পেট্রোলিয়ামের প্রথম পৃথকীকৃত অংশকে লুব্রিকেটিং তেল বলে।
৩. হাইড্রোকার্বন কী?
উত্তর: হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ।
৪. ক্র্যাকিং কাকে বলে?
উত্তর: বড় হাইড্রোকার্বন অণুকে ভেঙে অধিক ব্যবহার উপযোগী তুলনামূলক ক্ষুদ্র অণুতে পরিণত করাকে ক্র্যাকিং বলে।
৫. অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তর: যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলে অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।
৬. পলিমারকরণ কী?
উত্তর: একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াই হলো পলিমারকরণ।
৭. মনোমার কাকে বলে?
উত্তর: পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অসংখ্য ক্ষুদ্র অণুর প্রত্যেকটিকে মনোমার বলে।
৮. ইনসুলিন পলিমারে কয়টি অ্যামাইনো এসিড থাকে?
উত্তর: ইনসুলিন পলিমারে 22টি অ্যামাইনো এসিড থাকে।
৯. থার্মোপ্লাস্টিক কাকে বলে?
উত্তর: যেসব পলিমারকে সহজে সম্প্রসারিত, বাঁকানো এবং তাপে বারবার গলানো যায় সেই ধরনের পলিমারকে থার্মোপ্লাস্টিক বলে।
১০. প্রভাবকীয় বিযোজন কাকে বলে?
উত্তর: ভাঙন বিক্রিয়ার গতি বৃদ্ধি করার জন্য প্রভাবক ব্যবহার করা হলে তাকে প্রভাবকীয় বিযোজন বলে।
১১. PVC এর পূর্ণরূপ কী?
উত্তর: PVC এর পূর্ণরূপ পলি-ভিনাইল ক্লোরাইড।
১২. ডেরলিন কী?
উত্তর: নিম্ন আণবিক ভরবিশিষ্ট আ্যালডিহাইডের বা মিথান্যালের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে যে শক্ত পলিমার উৎপন্ন হয় তাকে ডেরলিন বলে।
১৩. ফল পাকাতে ব্যবহৃত হয় এমন একটি জৈব যৌগের নাম লেখI
উত্তর: ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়।
১৪. প্যারাফিন শব্দের অর্থ কী?
উত্তর: প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে ‘আসক্তিহীন’।
১৫. পলিথিন ব্যাগ কোন মনোমার থেকে তৈরি হয়?
উত্তর: পলিথিন ব্যাগ ইথিলিন নামক মনোমার থেকে তৈরি হয়।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post