শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মানুষের পাকস্থলীতে কী এসিড উৎপন্ন হয়?
উত্তর: মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয়।
২. ইস্টের সবাত শ্বসনে কী উৎপন্ন হয়?
উত্তর: ইস্টের সবাত শ্বসনে CO₂ গ্যাস উৎপন্ন হয়।
৩. ভিনেগার ব্যবহৃত হয় এমন দুটি খাদ্যের নাম বল।
উত্তর: আচার ও সসে ভিনেগার ব্যবহৃত হয়।
৪. খাবার সোডা আমরা কী হিসেবে ব্যবহার করি?
উত্তর: খাবার সোডা আমরা বেকিং পাউডার হিসেবে ব্যবহার করি।
৫. হাইড্রোজেনের উৎস কী?
উত্তর: হাইড্রোজেনের উৎস হলো প্রাকৃতিক গ্যাস এবং পানি।
৬. কোন লবণ আমাদের শরীরের ইলেক্ট্রোলাইটের চাহিদা পূরণ করে?
উত্তর: সোডিয়াম লবণ আমাদের শরীরের ইলেক্ট্রোলাইটের চাহিদা পূরণ করে।
৭. সোডা আ্যাস তৈরির ক্ষেত্রে ব্রাইনকে কী দ্বারা সম্পৃক্ত করা হয়?
উত্তর: ব্রাইনকে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয়।
৮. হাইড্রোফিলিক প্রান্ত কোনটি?
উত্তর: সাবান বা ডিটারজেন্ট আয়নের যে প্রান্ত ঋণাত্মক চার্জযুক্ত এবং পানি কর্তৃক আকর্ষিত হয় তাকে হাইড্রোফিলিক প্রান্ত বলে।
৯. ব্লিচিং পাউডার কোন প্রক্রিয়ায় বিরঞ্জন ক্রিয়া করে?
উত্তর: ব্লিচিং পাউডার জারণ প্রক্রিয়ায় বিরঞ্জন ক্রিয়া করে।
১০. অ্যামোনিয়া লবণকে ক্ষারসহ উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: অ্যামোনিয়াম লবণকে ক্ষারসহযোগে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post