শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ঊর্ধ্বপাতন কাকে বলে?
উত্তর: যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে এবং ঠাণ্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তবে এ ধরনের প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।
২. গলনাঙ্ক কী?
উত্তর: স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে এ পদার্থের গলনাঙ্ক বলে।
৩. আন্তঃআণবিক শক্তি কী?
উত্তর: যে শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরস্থ অণুসমূহ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে, তাকে আন্তঃআণবিক শক্তি বলে।
৪. পদার্থ কী?
উত্তর: পদার্থ হলো এমন এক বস্তু যার ভর ও আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে।
৫. কণার গতিতত্ত্ব কী?
উত্তর: যে তত্ত্ব থেকে কণাসমূহ (অণু) কীভাবে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় গতিশীল থাকে জানা যায় তাকে কণার গতিতত্ত্ব বলে।
৬. ব্যাপন কাকে বলে?
উত্তর: কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
৭. ব্যাপন হার কী?
উত্তর: একক সময়ে কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তু যতটুকু জায়গা জুড়ে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাকে ঐ বস্তুর ব্যাপন হার বলে।
৮. নিঃসরণ কাকে বলে?
উত্তর: সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
৯. মরিচার সংকেত লেখো।
উত্তর: মরিচার রাসায়নিক সংকেত হলো- Fe₂O₃.nH₂O।
১০. মরিচা কী?
উত্তর: মরিচা হলো পানিযুক্ত ফেরিক অক্সাইড৷ (Fe₂O₃.nH₂O)।
১১. শুষ্ক বরফ কী?
উত্তর: কঠিন CO, কে শুষ্ক বরফ বা dry ice বলে।
১২. শীতলীকরণ কী?
উত্তর: যদি কোনো পদার্থকে শীতল করলে সেটি তার পূর্বের অবস্থায় ফিরে যায় তবে সে প্রক্রিয়াকে শীতলীকরণ বলা হয়।
১৩. চিনির সংকেত কী?
উত্তর: চিনির সংকেত হলো C₁₂H₂₂O₁₁।
১৪. মোমের দহনে কী কী উৎপন্ন হয়?
উত্তর: মোমের দহনে CO₂, H₂O, তাপশক্তি ও আলোকশক্তি উৎপন্ন হয়।
১৫. দহন কী?
উত্তর: বায়ুর অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে দহন বলে।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post