শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. আইসোটোপ কাকে বলে?
উত্তর: বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়।
২. অরবিট কাকে বলে?
উত্তর: নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার যে স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ আবর্তন করে তাকে অরবিট বলে।
৩. প্রতীক কী?
উত্তর: কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ মৌলের প্রতীক বলা হয়।
৪. পটাশিয়ামের ল্যাটিন নাম কী?
উত্তর: পটাসিয়ামের ল্যাটিন নাম হলো Kalium।
৫. নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে?
উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বলে।
৬. নীলস বোর কত সালে পরমাণু মডেল প্রদান করেন।
উত্তর: নীলস বোর ১৯১৩ সালে পরমাণুর মডেল প্রদান করেন।
৭. পরমাণুর গঠন ব্যাখ্যা করতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: পরমাণুর গঠন ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় কোয়ান্টাম মেকানিক্স।
৮. তেজস্ক্রিয়তা কী?
উত্তর: কোনো পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ সহকারে নিউক্লিয়াসের পরিবর্তনকে তেজস্ক্রিয়তা বলে।
৯. পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর: পৃথিবীর বয়স নির্ধারণে ¹⁴C আইসোটোপ ব্যবহৃত হয়।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post